ছবিব্লগঃ ত্যালগ্রাফি ...

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: বিষ্যুদ, ১১/১২/২০১৪ - ৮:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার নিজের ফটোগ্রাফির মূলমন্ত্রই হচ্ছে - এক্সপেরিম্যান্ট, এক্সপেরিম্যান্ট এন্ড এক্সপেরিম্যান্ট। মোটামুটি এখন পর্যন্ত টুকটাক যা কিছু করেছি সবগুলাই কোনো না কোনো এক্সপেরিম্যান্ট অথবা ঐ এক্সপেরিম্যান্টের ফাইনাল রেজাল্ট। ইদানিং মেতেছি তেল, পানি, ধুয়া, রঙ ইত্যাদি নিয়ে। আসলে শীতকালে আমার ল্যান্ডস্কেপ করতে ভালো লাগেনা, কারণ প্রকৃতীটা কেমন যেনো বিবর্ণ থাকে। তাই এবার চিন্তা করলাম বাসায় বসেই কিছু এক্সপেরিম্যান্ট করে ফেলি! সেই ২০০৮ এর দিকে পানি আর ধূয়া নিয়ে ঘেঁটেছিলাম, মাগার বেশীদূর আর আগাইনি। এবার ভাবলাম, একটু পাগলামীর শেষটা দেখেই ছাড়ি! যা বলা তা'ই কাজ। প্রথমে শুরু করলাম ছোট্ট একটা গ্লাস বোউলে পানি আর তেল মিশিয়ে তার নীচে বিভিন্ন রঙ্গীন কাগজ আর তারও নীচে রেডিও ট্রিগার লাগিয়ে ফ্লাশ রেখে মজা করা। যদিও বিভিন্ন ব্লগে দেখলাম আলোর সংস্থান হিসেবে টেবিল ল্যাম্পকেই তাঁরা বেছে নিয়েছেন, কিন্তু আমি তো আর মুখস্ত কিছু করবো না, আমি করবো এক্সপেরিম্যান্ট, তাই তিনটা ফ্ল্যাশ নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। লে বাব্বা, পানিতে তেল পড়লে এরা তো সেরাম কিউট আর সেক্সি হয়ে যায় তা তো জানতাম না! মাগার তেলের ফরমেশন ঠিক জুইতের পাচ্ছিলাম না, তাই টোকা দিলাম এক কানাডিয়ান আফা বরাবর (উনার আবার তেল-পানি নিয়ে ব্যাপক আগ্রহ বিদ্যমান)। আফা বললো পানিতে দুই ফোঁটা লিকুইড সাবান ঢেলে দিতে, আমিও দিলাম ঢেলে! নাহ, এবার তেলগুলা একটু হৃষ্ট-পুষ্ট মনে হলো। আরো কিছু আলাপ-আলোচনা করে দুই পদের তেল নিয়ে ত্যালামি শুরু করলাম - রাইস ব্রান ওয়েল আর অলিভ অয়েল। দুইটার ডেনসিটি দুই পদের হওয়ায় মজাটা আরো একটু জমে উঠলো। কখনো Nikkor Micro 105mm f/2.8 AF-S আবার কখনো Nikkor Micro 55mm f/2.8 AI-S এর পেছনে এক্সটেনশন টিউব লাগিয়ে কর্মকান্ড বাঁধিয়ে গেলাম। কিন্তু ঘটনা হলো, তেল তো সেই রকমের ময়লা টানে, তাই ফটোশপের স্পট হিলিং টুল আর ক্লোন টুল নিয়ে রীতিমতো ডক্টরেট করতে হলো! এছাড়াও দিন শেষে লেভেল আর কালার ব্যালেন্স নিয়েও মজা করলাম কিছুটা। তো এবার একটু বলেই ফেলি কাজটা ক্যাম্নে কী ...

যা লাগবে -

ক) একটা ক্যামেরা
খ) একটা ম্যাক্রো ল্যান্স (টেলি ম্যাক্রো যেমন ১০৫মিমি বা ১০০ মিমি হলে ভালো, বেকগ্রাউন্ড অনেক স্মুথ আসবে)
গ) টেবিল ল্যাম্প অথবা ফ্লাশ (ম্যানুয়াল মুডে কাজ কর্তে হপে)
ঘ) একটা গ্লাস বোউল (মোটামুটি ছোটো)
ঙ) কিছু রঙ্গীন কাগজ
চ) দুই-তিন পদের তেল (অবশ্যই সরিষার তেল না, ইহা বড়ই খতরনাক)
ছ) ছোটো চামচ, ড্রপার, টিস্যু, কয়েকটা বাক্স ইত্যাদি ... এবং ...
জ) বালতির পর বালতি ধৈর্য।

কর্মকান্ড -

প্রথমে একটা ফ্লাশে রেডিও ট্রিগার লাগিয়ে বাকি দুটোকে অপটিক্যাল স্লেভ বানিয়ে তিনকোনা করে (মাথা গুলো একসাথে) সব গুলোকে ম্যানুয়াল মোডে নিয়ে পাওয়ার ১/১২৮ তে সেট করে বিছানায় থুক্কু মেঝেতে আদর করে শুইয়ে দিলাম। ফ্লাশের দুই পাশে কিছু বাক্স রেখে দুটো পিলার বানালাম। ফ্লাশের উপর হালকা করে একটা কিচেন টিস্যু পেপার বিছিয়ে দিয়ে তার উপর একটা প্রিন্টেড র্যা পিং পেপার শুইয়ে দিলাম আর পিলার ঘেঁসে খাড়া ভাবে রাখলাম হলুদ, গোলাপী, সবুজ, লাল ইত্যাদি কাগজ। এবার পিলারের উপর বসিয়ে দিলাম গ্লাস বউল, তারপর পানি ঢেলে তাতে কয় ফোঁটা লিকুইড সাবান মিশিয়ে দিলাম ঘুঁটা। তারপর ড্রপার দিয়ে একটু উপর থেকে ফোঁটায় ফোঁটায় ফেললাম অলিভ অয়েল আর চামচ দিয়ে হালকা করে ঢেলে দিলাম রাইস ব্রান অয়েল। এক্কেরে সহজ করে বললে - একটা চুলা বানিয়ে এর লাকড়ি হিসেবে রাখেন ফ্লাশ আর চুলার ভেতরের দেয়ালে মাটিলেপার মতো রঙ্গীন কাগজ রেখে তার উপড়ে গ্লাস বোউল চড়িয়ে পানিতে লিকুইড সাবান এবং তেল দিয়ে রান্না চড়ান, লবন, চিনি, লং, দারুচিনি, এলাচ, লবংগ, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ ও ধনেপাতা দিন পরিমান মতো।

তারপর কর্দমাক্ত আকাশ আর মেঘাচ্ছন্ন মাঠে আমি ক্যামেরায় ল্যান্স মাউন্ট করে পুরো দমে নেমে গেলাম। এখানে বলে রাখা ভালো যে ISO যেনো বাড়ানো না লাগে সেই দিকে একটু খেয়াল রাখবেন, না হয় ধুলো আর গ্রেইন মিলেমিশে আপনার ফটোশপ সেশনের বারোটা বাজিয়ে দেবে! ঘচরমচর শেষে এবার চলুন দেখি ত্যালের সেই আবজাব চেহারা। তবে বলে রাখা ভালো যে, প্রজেক্ট চলছে, চলবে। আরো ছবি তুলবো, ইনশাল্লাহ। তবে এর পাশাপাশি বেদম গতীতে চলছে পানি-পানি খেলা। সেটা নিয়ে না হয় পরবর্তিতেই আলোচনা করবো ... মু হা হা হা হা ...

১)

২)

৩)

৪)

৫)

৬)

৭)

৮)

৯)

১০)

১১)

১২)

---------------------------------------------------------------------------------------------
ফুট-লুটঃ একটা ইম্পর্টেন্ট কথা হইলো ফোকাস কিন্তু মামু ম্যানুয়াল। এইখানে অটোর বেইল নাইক্কা।

আবারও ফুট-লুটঃ আরো একটা ইম্পর্টেন্ট কথা হইলো, অনেকেই আছেন চোরাই হিরোইঞ্চি, মানে হইলো ম্যানুয়াল ফোকাস করতে গেলে হাত খালি কাঁপে। তারা ট্রাইপড নিয়ে কাজ সারতে পারেন।
----------------------------------------------------------------------------------------------

একটা সত্য ঘটনাঃ ত্যালগ্রাফি'র মাঝখানে আব্বা জিজ্ঞেস করলেন ঘটনা কি? আমি বললাম - 'পানিতে তেল দিলে যেইসব ফর্মেশন তৈরি হয় এগুলার ছবি তুলি'। আব্বা আরও জিজ্ঞেস করলেন এগুলা কি টাইপ ছবি? বললাম - 'এবস্ট্রাক্ট আর্ট'। আব্বা একটু উদাস হয়ে মনে হয় স্বগোক্তিই করলেন - যেই আর্ট শিল্পী এবং দর্শক কেউই বোঝেনা, তাহাকেই এবস্ট্রাক্ট আর্ট বলে ...


মন্তব্য

দেশীছেলে এর ছবি

আপনার ছবির শার্পনেস দেখে হিংসা হচ্ছে। এত শার্প ছবি কেমনে তুলেন

অনুপম ত্রিবেদি এর ছবি

Nikkor Micro 105mm f/2.8 AF-S ল্যান্সটা এমনিতেই অনেক শার্প, এছাড়া একটা শার্প ফোকাসড ছবির জন্যে অনেক ধৈর্য নিয়ে বেশ কতগুলো ক্লিক করতে হয়। আমাকে আবার ঐ ধৈর্য জিনিশটা উপরওয়ালা অনেক বেশীই দিয়েছেন।

মন্তব্যের জন্যে ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সুন্দর হয়েছে। খুবই সুন্দর।

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

অদ্ভুত সুন্দর। ভাগ্যিস এক্সপেরিমেন্ট করেছিলেন। নাহলে এরকম একটা জিনিস মিস করতাম। চলুক

রাসিক রেজা নাহিয়েন

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

অ্যাবস্ট্রাক্ট আর্ট এর ব্যপারে আমার দৌড় আপনার আব্বাজানের মতই । ব্রেইন অবস্ট্রাক্ট হয়ে যায় ।
তয় আপনার ছবি গুলো সুন্দর হইসে ।

দস্যু ঘচাং ফু

==============================
চৈনিক নই, আমি নিতান্তই ভেতো বাঙালী,
নাই কোন তলোয়ার, কি বোর্ড খানাই সম্বল খালি;
জামাত দেখিলে তেড়েফুড়ে তাহাতেই ঝড় তুলি ।

অনুপম ত্রিবেদি এর ছবি

হা হা হা হা ... ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ত্রিমাত্রিক কবি এর ছবি

ছবি দেখলেই খ্রাপ লাগে, মাইনাচ। পুরা গিয়ারসহ কেম্রা হারায় ফেলছি মন খারাপ

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনুপম ত্রিবেদি এর ছবি

ইয়াল্লা, কচ কি মমিন ??? ক্যাম্নেকী???

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

হাসিব এর ছবি

বড় হলে একদিন আমিও

অনুপম ত্রিবেদি এর ছবি

ইন-শা-ল্লাহ ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মরুদ্যান এর ছবি

চলুক

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ইয়াসির আরাফাত এর ছবি

ভাইরে ভাই!!!!
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

অনুপম ত্রিবেদি এর ছবি

দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

স্পর্শ এর ছবি

অসাধারণ!
প্রত্যেকটা ছবি মুগ্ধ করার মত!!!

তেলের ফোটার ভিতরে ফোটা... (যেমন ৫ নাম্বার) দেখে প্রশ্ন জাগলো, ফোটাগুলো কী এভাবেই দাড়িয়েছে, নাকি দুটো ছবি ইম্পোজ করা। নাকি দুইটা ভিন্ন ধরনের তেল একসাথে দিয়েছেন?


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

হুম, এভাবেই ছিলো ফোঁটা গুলো। আসলে এগুলা প্রি প্রসেস করা। মানে হলো, ড্রপার দিয়ে তেল ড্রপ করার পাশাপাশি আমি আরো একটা কাজ করেছি - তেলের ফোঁটার ভেতর একটু বাতাস দেয়া, সাথে সাবানের একটু ফেনা তৈরি করা ইত্যাদি। এটাও খুব ধৈর্যের কাজ। ৫ নাম্বারে এভাবেই তেলের একটা ফোঁটার ভেতরে আরো একটা ফোঁটা তৈরি হয়েছে আর তারও ভেতরে হলো সাবানের ফেনা।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তাসনীম এর ছবি

মারাত্মক সব ছবি।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ, তাসনীম ভাই।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মেঘলা মানুষ এর ছবি

নাহ, রান্না করতে গিয়ে ফ্রাইপ্যানে কত বালতি বালতি তেল ঢাললাম, এরকম খুবসুরত চেহারা নিয়ে কোন তেল সামনে এসে কোন দিন দাঁড়ালই না।

কঠিন রকম সুন্দর হয়েছে, অনেকগুলোই ডিজিটাল আর্ট মনে হচ্ছিল।

শুভেচ্ছা হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

এগুলা তো ডিজিটাল ক্যাম্রায় তোলা ফাইন আর্ট ছবি, সুতরাং 'ডিজিটাল আর্ট' বলতেই পারেন চোখ টিপি খাইছে

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

আপনার এই ত্যালগ্রাফি আমাকে দিল এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট দেঁতো হাসি
আর জীবনে এই প্রথম কোন এবস্ট্রাক্ট আর্ট দেখে বুঝতে পারলাম যে জিনিষটা কি চলুক

ফাহিমা দিলশাদ

অনুপম ত্রিবেদি এর ছবি

হা হা হা হা দেঁতো হাসি আমার এবস্ট্রাক্ট আর্ট বুঝতে পারার জন্যে ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

পুলাপান দিন দিন 'ইম্পসিবল'-এর লেভেলও ছাড়িয়ে যাচ্ছে!

কম্পোজিশন লা-জওয়াব! তবে কালারগুলো কেমন যেন প্লাস্টিক প্লাস্টিক লাগে। এটা একটু ভেবে দেখতে পারো। পানি পানি খেলার রাফওয়ার্ক যা দেখেছি তা-ই মাথা থেকে দূর হচ্ছে না। ফাইনালওয়ার্ক কেমন হবে ভাবতে পারছি না।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ, পান্ডবদা। এই ত্যাল-পানিতে রঙ গুলো এমন প্লাস্টিক প্লাস্টিকই আসে, কী আর করা? আর ঐ পানি পানি খেলার বর্তমানে যে রাফওয়ার্ক, তা'ই আপাতত ফাইনাল ধরে নিতে হচ্ছে। কারন ফাইনাল ওয়ার্কের জন্যে প্রায় লাখ দেড়েকের একটা সেট-আপ কেনা লাগবে। আপনারা যারা গুরুজন আছেন, তারা 'চাঁদা' দানে অগ্রসর হতে পারেন চোখ টিপি দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নজমুল আলবাব এর ছবি

বা... থুক্কু ওইটাতো আমি করি; ত্যালোগ্রাফি ভালো লাগলো

অনুপম ত্রিবেদি এর ছবি

হা হা হা হা হা দেঁতো হাসি তয় বাউলের বা*গ্রাফি তো এখন আর দেখি না। ক্যাম্নেকী???

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

আনু-আল হক এর ছবি

আপনার এই তেল নিয়েই নৌমন্ত্রী মুনায় বলসিলেন: “তেলে তেমন ক্ষতি হবে নাচোখ টিপি

দুর্দান্ত আর্টওয়ার্ক। আর, অ্যাবস্ট্রাক্ট আর্ট বিষয়ে আপনার বাবার মন্তব্য পুরাই সিরাম। দেঁতো হাসি

----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন

অনুপম ত্রিবেদি এর ছবি

হ, হইতারে। হালায় একটা পুরাই রাম ছাগলের বাচ্চা বলদ।

ধন্যবাদ, আব্জাব ভালো লাগলো বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তাহসিন রেজা এর ছবি

অসাধারণ!

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

রাতঃস্মরণীয় এর ছবি

ছোটবেলায় পেট গরম হৈলে বা মাথা ধর্লে ত্যাল্পানি চিকিস্যা হৈতো। আর আপ্নে ত্যাল্পানি নিয়ে শিল্প কর্তেছেন!

মুগ্ধতা জানিয়ে গেলেম শুধু, মন্তব্য করার মতো ভাষা নেই। চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সুলতানা সাদিয়া এর ছবি

ছবি তোলার প্রস্তুতি, পদ্ধতি পড়ে মাথা নষ্ট। আমাকে দিয়ে রান্না ছাড়া তেল দিয়ে কিছুই করা সম্ভব না।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

অনুপম ত্রিবেদি এর ছবি

হা হা হা হা ... আচ্ছা তাহলে রান্না করতে থাকেন, সময় মতো এসে খেয়ে যাবো।

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

খেকশিয়াল এর ছবি

আব্বারে জিগান, "আরে দেখতে ভাল্লাগে নি হেইডা কউ, তাইলেই চলবো!"

ত্যালগ্রাফি ভাল হইসে

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনুপম ত্রিবেদি এর ছবি

হা হা হা হা দেঁতো হাসি আব্বাজান তো এডির সেরাম ভক্ত হয়া গেলো!

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সোহেল ইমাম এর ছবি

অসাধারন।

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।