কুইজ কনটেস্ট: উইন্ডজর সফর নিয়ে ৮ প্রশ্ন [ফলাফলসহ আপডেটিত]

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: সোম, ২৯/০৬/২০০৯ - ১০:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

উইন্ডজর সফর নিয়ে সমবেত ৫ সচল প্রত্যেকে একটি পোস্ট দিলে মোট পোস্ট হবে ৫টি। সাথে আলাদা করে জনপ্রতি ১টা ফটোব্লগ পোস্ট দিলে আরো ৫ পোস্ট। মোট দশটা পোস্ট।

এইসব ভ্রমণকাহিনীর প্যাচাল কিংবা ক্যাচালে বিরক্ত না হয়ে - আসুন অন্য কিছু জানি, এমসিকিউ সিস্টেমে –

প্রশ্ন এবং সঙ্গে সঠিক উত্তরটি কপি করে মন্তব্যের ঘরে লিখুন।

১) উইন্ডজর নেমেই ‘খাবার রেডি আছে কিনা’ – কে জিজ্ঞেস করেছিলো?
ক) বিপ্র
খ) অমিত
গ) শিমুল
ঘ) কিংকং
ঙ) বিপ্র ও শিমুল
চ) অমিত ও কিংকং

২) কলা খেতে পছন্দ করে না বাংলাদেশে এমন মানুষ নাই- এমনটি মনে করেন -
ক) শিমুল ও বিপ্র
খ) বিপ্র ও কিংকং
গ) কিংকং ও অমিত
ঘ) অমিত ও প্রকৃতিপ্রেমিক
ঙ) প্রকৃতিপ্রেমিক ও বিপ্র
চ) শিমুল ও প্রকৃতিপ্রেমিক

৩) হালিমের জন্য পেয়াজ ভাজা করেছিলো –
ক) বিপ্র
খ) অমিত
গ) শিমুল
ঘ) কিংকং
ঙ) প্রকৃতিপ্রেমিক

৪) শনিবারে ও রবিবারে সবার পরে ঘুম থেকে ওঠেছিলো –
ক) বিপ্র
খ) অমিত
গ) শিমুল
ঘ) কিংকং
ঙ) প্রকৃতিপ্রেমিক

৫) সবচেয়ে বেশি খাবার সাবাড় করেছে –
ক) অমিত
খ) কিংকং
গ) বিপ্র
ঘ) শিমুল
ঙ) প্রকৃতিপ্রেমিক

৬) সময়ের অভাবে অসাধারণ পরোটা বানিয়ে ইতিহাস গড়তে পারেনি -
ক) বিপ্র
খ) অমিত
গ) শিমুল
ঘ) কিংকং
ঙ) প্রকৃতিপ্রেমিক

৭) ফেরার সময় বাস স্টেশনে লাইনে শিমুলের চোখ ও মাথা স্প্রিং’এর মতো ডানে বামে ঘুরেছে, কারণ –
ক) বাস আসতে দেরী হচ্ছে কেনো, টেনশনে
খ) ঘাঁড়ে ব্যাথা করছিলো, কিছুটা এক্সারসাইজ
গ) দেখছিলো - ডানে বামে কতিপয় ভাইয়া-আপুনি ফেয়ারওয়েল চুমুয় লিপ্ত
ঘ) উপরের সবগুলো

৮) এই সফরে যে সকল জনগুরুত্বপূর্ণ ব্যাপারে ব্যাপক আলোচনা হয়েছে তা হলো
ক) কিংকং বাঙালি জাতিকে কী দিয়াছেন?
খ) মুহম্মদ জাফর ইকবাল একাডেমিক রিসার্চ করেন না কেনো?
গ) “কী খবর- বিপ্র, কেমন আছো ভাইয়া? তোমাদের ক্লাসে কয়জন মেয়ে আছে?”
ঘ) (ক + খ)
ঙ) (খ + গ)
চ) (ক + খ + গ)

সর্বোচ্চ সঠিক উত্তরদাতার জন্য থাকবে – এই সফরে তোলা ‘গোপন এবং ঝাক্কাস’ কিছু ছবি।
অতএব...


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

সঠিক উত্তর না দিয়াই গোপন ও ঝাক্কাস ছবি পাইতে চাইলে গোপন চ্যানেলে যোগাযোগ করেন ... স্টক সীমিত, আগে আসলে আগে পাইবেন চোখ টিপি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সাইফ তাহসিন এর ছবি

গোপন ছবি দেখতে মন্চায় চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সাইফ তাহসিন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি বস আপনার পারেন ও গুরু গুরু

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শিমুল একটা জেম। বাকীরাও জেম, তবে ভিন্ন ভিন্ন কারণে চোখ টিপি যতবারই পড়ছি ততবারই "হাসতে হাসতে পেটে হাত" অবস্থা।

নিবিড় এর ছবি

কোন গাইড বই ফলো করলে এইখানে সাফল্য সুনিশ্চিত? চিন্তিত


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অছ্যুৎ বলাই এর ছবি

১) উইন্ডজর নেমেই ‘খাবার রেডি আছে কিনা’ – কে জিজ্ঞেস করেছিলো?
ঙ) বিপ্র ও শিমুল

২) কলা খেতে পছন্দ করে না বাংলাদেশে এমন মানুষ নাই- এমনটি মনে করেন -
ঘ) অমিত ও প্রকৃতিপ্রেমিক

৩) হালিমের জন্য পেয়াজ ভাজা করেছিলো –
ঙ) প্রকৃতিপ্রেমিক

৪) শনিবারে ও রবিবারে সবার পরে ঘুম থেকে ওঠেছিলো –
খ) অমিত

৫) সবচেয়ে বেশি খাবার সাবাড় করেছে –
গ) বিপ্র

৬) সময়ের অভাবে অসাধারণ পরোটা বানিয়ে ইতিহাস গড়তে পারেনি -
ঘ) কিংকং

৭) ফেরার সময় বাস স্টেশনে লাইনে শিমুলের চোখ ও মাথা স্প্রিং’এর মতো ডানে বামে ঘুরেছে, কারণ –
গ) দেখছিলো - ডানে বামে কতিপয় ভাইয়া-আপুনি ফেয়ারওয়েল চুমুয় লিপ্ত

৮) এই সফরে যে সকল জনগুরুত্বপূর্ণ ব্যাপারে ব্যাপক আলোচনা হয়েছে তা হলো
গ) “কী খবর- বিপ্র, কেমন আছো ভাইয়া? তোমাদের ক্লাসে কয়জন মেয়ে আছে?”

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সর্বোচ্চ সঠিক উত্তরদাতার তালিকায় আপনি এখন শীর্ষে...
চলুক

অছ্যুৎ বলাই এর ছবি

শূন্যটি সঠিক উত্তরসহ?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

প্রকৃতিপ্রেমিক এর ছবি

একটা উত্তর এতটাই দূর দিয়ে গেছে যে আপনার পয়েন্ট কাটা যাবে দেঁতো হাসি

অছ্যুৎ বলাই এর ছবি

তাইলে ৭ নম্বরই হবে। শিমুল নিশ্চিতভাবে অনেক ভালো ছেলে, সে মোটা মেয়ে পছন্দ করে। দেঁতো হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুধু মোটা'ই বললেন? বাকী সব তুচ্ছ!!! মন খারাপ

ধুসর গোধূলি এর ছবি

- ১) উইন্ডজর নেমেই ‘খাবার রেডি আছে কিনা’ – কে জিজ্ঞেস করেছিলো?
উঃ চ) অমিত ও কিংকং (এই দুইটাই খাদক কিসিমের)

২) কলা খেতে পছন্দ করে না বাংলাদেশে এমন মানুষ নাই- এমনটি মনে করেন -
উঃ (এইটাতে কিংকং আর পিপিদা বাদ) বাকি থাকে শিমুল, অমিত আর গ্রেইট বিপ্র। কিন্তু বিপ্র'র সাথে অমিতের কোনো জুটি উত্তরে নাই। সুতরাং সহি জবাব হইলো, ক) শিমুল ও বিপ্র

৩) হালিমের জন্য পেয়াজ ভাজা করেছিলো –
উঃ গ) শিমুল (কারণ কিংকং জান দিবো মাগার চুলার ধারে যাবে না, অমিতও যাবে না মেকআপ নষ্ট হয়ে যাবে বলে। বিপ্র আর পিপিদা জনগুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত!)

৪) শনিবারে ও রবিবারে সবার পরে ঘুম থেকে ওঠেছিলো –
উঃ ঘ) কিংকং (জবাবটা বিপ্রও হৈতে পারে, কিন্তু এইখানে আমি একটা জুয়া খেললাম)

৫) সবচেয়ে বেশি খাবার সাবাড় করেছে –
উঃ গ) বিপ্র (কারণ পুরো সময়টা এই একজনই অপেক্ষাকৃত চুপচাপ থাকছে, আর ওস্তাদের মাইর খাবার টেবিলে- প্রবাদের প্রচলন দেখায়া দিছে।)

৬) সময়ের অভাবে অসাধারণ পরোটা বানিয়ে ইতিহাস গড়তে পারেনি -
উঃ খ) অমিত (চাপা মারা চলিবে মাগার চাপায় মারা বিপজ্জনক)

৭) ফেরার সময় বাস স্টেশনে লাইনে শিমুলের চোখ ও মাথা স্প্রিং’এর মতো ডানে বামে ঘুরেছে, কারণ –
উঃ ঘ) উপরের সবগুলো (যদিও 'ঘ' হৈবার সম্ভাবনা কম, কারণ শিমুল অতিশয় ভালু লুক। কিংকং হৈলে চোখ বন্ধ কইরা 'ঘ' মাইরা দিতাম।)

৮) এই সফরে যে সকল জনগুরুত্বপূর্ণ ব্যাপারে ব্যাপক আলোচনা হয়েছে তা হলো
উঃ ঙ) (খ + গ) (কিংকং-এর ব্যাপারটার জনগুরুত্বপূর্ণতা অনেক বেশি। ঐটা এতো ছোট পরিসরে আলোচিত হওয়াটা ঠিক মানায় না)

দেঁতো হাসি

দেন, এইবার কী দিবেন, জলদি দেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

(হাহাপগে)

শিমুলই বলুক... তবে আপনারো পয়েন্ট কাটা যাবে দেঁতো হাসি তবে কিছু কিছু উত্তর যুক্তিসহকারে এতটাই সঠিক যে শোধবোধ হয়ে যাবে।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ধু গো অনেকটাই লাইনে।
তবে বলাই'দার সাথে হেব্বি কম্পিটিশন হচ্ছে।
'যৌথভাবে ১ম' হওয়ার সম্ভবনা দেখা যাচ্ছে... চলুক

হিমু এর ছবি

গোপন ও ঝাক্কাস ছবিগুলি কার বা কীসের, সেটা না জেনে কুইজে অংশগ্রহণ বোকামি দেঁতো হাসি ...



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হো হো হো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পিপি'দার আগের পোস্টে ছবির এক-শতাংশ ঝল্লক দেখানো হয়েছে। হিমু ভাই পুরষ্কারটা বলাই'দা/ধুগো'র হাতে ছেড়ে দিচ্ছে... ।

"আরে প্রতিযোগিতায় অংশ গ্রহনই তো বড়ো ব্যাপার, পুরষ্কারে কীই এসে যায়" (স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথিরা এমন করেই বলতেন) চোখ টিপি

দ্রোহী এর ছবি

আমি কুইজে অংশ নিমু না। আমি গোপনে কিংকংয়ের সাথে যোগাযোগ করে পুরষ্কার হাতামু।

আমি কইলাম লুকাল গভর্ণমেন্ট। আমার লগে বাইচলামি কইল্লে কইলাম খবরই আছে।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এই পোস্টে এক্কেবারে পহেলা কমেন্টটা কিংকং'রে দিয়ে কে করালো, কেনো করালো, কী এর উদ্দেশ্য বিধেয় - ভাবতে হবে জনাব! চোখ টিপি

দ্রোহী এর ছবি

জাকাজা যা চায় তা আমার আছে। আমার আছে একগাদা শালি। চোখ টিপি

বিপ্রতীপ এর ছবি

বিপ্র (কারণ পুরো সময়টা এই একজনই অপেক্ষাকৃত চুপচাপ থাকছে, আর ওস্তাদের মাইর খাবার টেবিলে- প্রবাদের প্রচলন দেখায়া দিছে।)

আমার সম্পর্কে ধূগোদা'র উচ্চমার্গীয় ধারনা দেখে আমি মুগ্ধ চোখ টিপি

যারা কুইজে অংশগ্রহনের ব্যাপারে দ্বিধাদ্বন্ধে আছেন, তাদের জন্য পুরষ্কারের স্যাম্পল দেঁতো হাসি

auto

[বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

অমিত আহমেদ এর ছবি

আমি একটা অতিরঞ্জিত ছোট লেখা তৈয়ার করেছি। এই কুইজ শেষ হলে পোস্টানো হবে। না হলে উত্তর জেনে যাবার সম্ভাবনা।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমি চিন্তা করছি যখন আসল উত্তরগুলো জানানো হবে, তখন অনেকের বড় বড় ভুল গুলোও ভাঙবে।

পান্থ রহমান রেজা এর ছবি

পুরস্কারগুলো ডিসপ্লে না করা পর্যন্ত কুইজে অংশগ্রহণ করা থেকে বিরত থাকলাম। দেঁতো হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হেলায় সুযোগ হারাবেন না, ফুরে গেলে পাবেন না কিন্তু।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১) উইন্ডজর নেমেই ‘খাবার রেডি আছে কিনা’ – কে জিজ্ঞেস করেছিলো?
চ) অমিত ও কিংকং

২) কলা খেতে পছন্দ করে না বাংলাদেশে এমন মানুষ নাই- এমনটি মনে করেন -
চ) শিমুল ও প্রকৃতিপ্রেমিক

৩) হালিমের জন্য পেয়াজ ভাজা করেছিলো –
ঙ) প্রকৃতিপ্রেমিক

৪) শনিবারে ও রবিবারে সবার পরে ঘুম থেকে ওঠেছিলো –
ঘ) কিংকং

৫) সবচেয়ে বেশি খাবার সাবাড় করেছে –
খ) কিংকং

৬) সময়ের অভাবে অসাধারণ পরোটা বানিয়ে ইতিহাস গড়তে পারেনি -
ঙ) প্রকৃতিপ্রেমিক

৭) ফেরার সময় বাস স্টেশনে লাইনে শিমুলের চোখ ও মাথা স্প্রিং’এর মতো ডানে বামে ঘুরেছে, কারণ –
গ) দেখছিলো - ডানে বামে কতিপয় ভাইয়া-আপুনি ফেয়ারওয়েল চুমুয় লিপ্ত

৮) এই সফরে যে সকল জনগুরুত্বপূর্ণ ব্যাপারে ব্যাপক আলোচনা হয়েছে তা হলো
চ) (ক + খ + গ)

ভাই ইস্পিসাল ফটুক দেখতে দিয়েন এট্টু। খাইছে
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এহ রে!

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আমার সম্পর্কে লোকজনের ধারণা এত খারাপ কেনু কেনু কেনু মন খারাপ
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সৌরভ এর ছবি


আবার লিখবো হয়তো কোন দিন

তানবীরা এর ছবি

সাড়ে তিন জনের যেইনা আমার সচল মেলা, তার আবার কত্তো পোজপাজ। বলিহারি যাই ঃ)
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মানে? রেগে টং

অমিত আহমেদ এর ছবি

সাড়েটা কে?
আর জ্ঞাতার্থে জানাই এটা ছিলো সচল সফর, সমাবেশ নয়।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তানবীরা-হিংসুটে-খোরাসানি-তালুকদারকে কানাডায় আসার আমন্তন্ন জানাচ্ছি।

তানবীরা এর ছবি

মাওলানা সাদাত বোরহানী মুহাম্মদ, আমার টাইম নাই
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দ্রোহী এর ছবি

আমার মনে হয় এস. এম. মামু প্রথম পুরষ্কারটা পাইয়া যাইবো।

ধুসর গোধূলি এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এবার ফলাফল ঘোষণাঃ

১) উইন্ডজর নেমেই ‘খাবার রেডি আছে কিনা’ – কে জিজ্ঞেস করেছিলো?
চ) অমিত ও কিংকং

২) কলা খেতে পছন্দ করে না বাংলাদেশে এমন মানুষ নাই- এমনটি মনে করেন -
ঘ) অমিত ও প্রকৃতিপ্রেমিক

৩) হালিমের জন্য পেয়াজ ভাজা করেছিলো –
ক) বিপ্র

৪) শনিবারে ও রবিবারে সবার পরে ঘুম থেকে ওঠেছিলো –
ঘ) কিংকং

৫) সবচেয়ে বেশি খাবার সাবাড় করেছে –
ঘ) শিমুল

৬) সময়ের অভাবে অসাধারণ পরোটা বানিয়ে ইতিহাস গড়তে পারেনি -
ঘ) কিংকং

৭) ফেরার সময় বাস স্টেশনে লাইনে শিমুলের চোখ ও মাথা স্প্রিং’এর মতো ডানে বামে ঘুরেছে, কারণ –
গ) দেখছিলো - ডানে বামে কতিপয় ভাইয়া-আপুনি ফেয়ারওয়েল চুমুয় লিপ্ত

৮) এই সফরে যে সকল জনগুরুত্বপূর্ণ ব্যাপারে ব্যাপক আলোচনা হয়েছে তা হলো
চ) (ক + খ + গ)

দেখা যাচ্ছে -
অচ্ছ্যুৎ বলাই সঠিক উত্তর দিয়েছেন - ৩ টি
ধুসর গোধুলীও - ৩ টি
এবং এস এম মাহবুব মুর্শেদ দিয়েছেন ৪টি সঠিক উত্তর!

এস এম মাহবুব মুর্শেদের জিমেইল ঠিকানায় যাবে বিশেষ ছবি...
অভিনন্দন যৌথভাবে ২য় স্থান পাওয়া অচ্ছ্যুৎ বলাই ও ধুসর গোধূলী।

বিপ্রতীপ এর ছবি

মা মু ভাইকে অভিনন্দন...চলুক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

ধুসর গোধূলি এর ছবি

- মানিনা মানবো না। আন্তঃদেশীয় ষড়যন্ত্র হৈছে এইখানে। মা.মু'র দেশের কাছে বইলা তারে আগেই প্রশ্নপত্র সাপ্লাই দেয়া হৈছে। তার তো আরও পয়েন্ট কাটা যাওয়া উচিৎ, ব্যাটা প্রশ্নপত্র হাতে পাইয়াও, দেইখা দেইখা ওপেন বুক এক্সাম দিয়াও মোটে ৪ পাইছে। তারে সর্বসাকূল্যে -৪ দেয়া উচিৎ!

আর এই ফলাফল নিয়ে আমরা জর্ম্মনপরিষদ মকদ্দমা করবো। উকিল নিয়োগ দিবো আমাদের মেম্বরকে। তিনি আবার সরকারের লোক কীনা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ফলাফল চ্যালেঞ্জ করতে হলে বোর্ড অফিসে গিয়ে যথাযথ ফরমে স্বাক্ষর এবং নির্দিষ্ট ফি জমা দিয়ে আবেদন করুন।

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

লাভ নাই। আপনে হাইরা গ্যাছেন অলরেডী।

দ্রোহী এর ছবি

কইছিলাম না মামু প্রথম পুরষ্কার পাবে।

বিপ্রতীপ এর ছবি

আপ্নি তো ভাই নর্থ আম্রিখার মানুষ, ধূগোর সাথে তাল দেন ক্যা? খাইছে

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

দ্রোহী এর ছবি

আমি লুকাল গভর্নমেন্ট। সরকারী ফলাফলের প্রতি আমার শ্রদ্ধা মিশ্রিত বিশ্বাস আছে। ধু.গো কারচুপি হইছে কইয়া যতোই চিল্লাক কাম হইবে না।

বিপ্রতীপ এর ছবি

সেইটাই দেঁতো হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দেশি বিদেশি পর্যবেক্ষকরা বলছেন - নির্বাচন সুষ্ঠু হয়েছে । চোখ টিপি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমি অবাক হইছিলাম খাবার সাবাড় করার প্রশ্নে দুইজন বিপ্রকে ভোট দিয়েছিল দেখে। শিমুল, অমিত, কিংকং চলে যাওয়ার পর ঐদিন রাতের বেলা বিপ্র খিচুরি রান্না করেছিল। রান্না করেই বলে সে নাকি খেতে পারবেনা, দুপুরে খাওয়ার পর তার নাকি আর খিধা লাগেনি (অথচ দুপুরে খাইছে প্রায় ৯ ঘন্টা আগে)। তাহলে বোঝেন বিপ্র কিরকমক খাদক। তাই এই পোস্টে ভুল উত্তরের জন্য নম্বর কাটার প্রস্তাব করেছিলাম হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হায় হায়, তাই নাকি?
আমি তো বাসে উঠেই শুরু করলাম , আনিসুল হকে উপন্যাস 'ফাঁদ'। বাইরে বৃষ্টি। কোলের ওপর ভাজা বাদামের প্যাকেট শেষ করলাম ২ ঘন্টায়... ঃ)

অতন্দ্র প্রহরী এর ছবি

আরেহ্, অনেক দেরি করে ফেললাম দেখি!

কমেন্ট না পড়ে, আমার উত্তরগুলা আগে দেই।

১) উইন্ডজর নেমেই ‘খাবার রেডি আছে কিনা’ – কে জিজ্ঞেস করেছিলো?
ক) বিপ্র
খ) অমিত
গ) শিমুল
ঘ) কিংকং
ঙ) বিপ্র ও শিমুল
চ) অমিত ও কিংকং

২) কলা খেতে পছন্দ করে না বাংলাদেশে এমন মানুষ নাই- এমনটি মনে করেন -
ক) শিমুল ও বিপ্র
খ) বিপ্র ও কিংকং
গ) কিংকং ও অমিত
ঘ) অমিত ও প্রকৃতিপ্রেমিক
ঙ) প্রকৃতিপ্রেমিক ও বিপ্র
চ) শিমুল ও প্রকৃতিপ্রেমিক

৩) হালিমের জন্য পেয়াজ ভাজা করেছিলো –
ক) বিপ্র
খ) অমিত
গ) শিমুল
ঘ) কিংকং
ঙ) প্রকৃতিপ্রেমিক

৪) শনিবারে ও রবিবারে সবার পরে ঘুম থেকে ওঠেছিলো –
ক) বিপ্র
খ) অমিত
গ) শিমুল
ঘ) কিংকং
ঙ) প্রকৃতিপ্রেমিক

৫) সবচেয়ে বেশি খাবার সাবাড় করেছে –
ক) অমিত
খ) কিংকং
গ) বিপ্র
ঘ) শিমুল
ঙ) প্রকৃতিপ্রেমিক

৬) সময়ের অভাবে অসাধারণ পরোটা বানিয়ে ইতিহাস গড়তে পারেনি -
ক) বিপ্র
খ) অমিত
গ) শিমুল
ঘ) কিংকং
ঙ) প্রকৃতিপ্রেমিক

৭) ফেরার সময় বাস স্টেশনে লাইনে শিমুলের চোখ ও মাথা স্প্রিং’এর মতো ডানে বামে ঘুরেছে, কারণ –
ক) বাস আসতে দেরী হচ্ছে কেনো, টেনশনে দেঁতো হাসি
খ) ঘাঁড়ে ব্যাথা করছিলো, কিছুটা এক্সারসাইজ
গ) দেখছিলো - ডানে বামে কতিপয় ভাইয়া-আপুনি ফেয়ারওয়েল চুমুয় লিপ্ত
ঘ) উপরের সবগুলো

৮) এই সফরে যে সকল জনগুরুত্বপূর্ণ ব্যাপারে ব্যাপক আলোচনা হয়েছে তা হলো
ক) কিংকং বাঙালি জাতিকে কী দিয়াছেন?
খ) মুহম্মদ জাফর ইকবাল একাডেমিক রিসার্চ করেন না কেনো?
গ) “কী খবর- বিপ্র, কেমন আছো ভাইয়া? তোমাদের ক্লাসে কয়জন মেয়ে আছে?”
ঘ) (ক + খ)
ঙ) (খ + গ)
চ) (ক + খ + গ)

অতন্দ্র প্রহরী এর ছবি

ধুর, আমার মাত্র তিনটা ঠিক হইছে। তবে ঠিক উত্তর চিন্তা করেও ভুলটা দিয়ে দেয়ায় আর গোপন ছবি পাওয়া হইল না আমার। তবে এই ক্ষেত্রে না পাওয়ায়, আফসোস না, বরং ভালোই হইছে। না জানি কি না কি ছবি ছিল খাইছে

[বিপ্র'র স্যাম্পল দেখে কইলাম আর কি :-D]

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।