খেকশিয়াল এর ব্লগ

বনের রাজা

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: শনি, ১৪/১১/২০০৯ - ১:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

small

শীতের সাঁঝে কে যায় তেড়ে
বনের মাঝে ঘোড়ায় চড়ে?
ঘোড়ার পিঠে সওয়ার বাবা
জাপটে বুকে ছোট্ট থাবা
লেপ্টে আছে ওম গরমে
বাবার ছেলে ঘুম নরমে
হঠাৎ শোনে ফিসফিসানি
বরফ বাতাস হিসহিসানি..

- 'দেখছো বাবা, বনের রাজা!
মাথায় মুকুট, পাকিয়ে ন্যাজা!
আসছে দেখো সাথে সাথে,
ধরতে আমায় লম্বা হাতে!'
-'খোকন আমার তুই যে বোকা
এসব যে তোর চোখের ধোঁকা
পাসনে রে ভয় এই কুয়াশায়
পৌঁছে যাবো ...


আজগুবি ২ : যা হলো

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ২৯/১০/২০০৯ - ৪:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি যখন গাধা ছিলাম তখন গাধার মত ঘ্যাঞ ঘ্যাঞ করে ডাকতাম। খুশি হলেও ডাকতাম না হলেও ডাকতাম । না আমি গান গাইতাম না। এইটা একটা প্রচলিত ভুল ধারণা, সবাই মনে করে গাধা গান গায়। আসলে তা নয়। গাধাজীবনে আমি বোঝা টানতাম। হরি ধোপা আমার পিঠে করে রাজ্যের কাপড়চোপড় নিয়ে যেত নদীর ঘাটে। বিনা বাক্যব্যয়ে তার নির্দেশ পালন করতাম। মাঝে মাঝে বেশী ওজন হলে বা পেট খালি থাকলে নড়তে চাইতাম না। তখন হরি আমাকে লাঠি...


দুর্বাসা ২০০৯

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: রবি, ২৫/১০/২০০৯ - ২:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছিঁড়িয়াছি কত, ছিঁড়িতেছি যত, ছিঁড়িবো যে বেশী তার!
ছিঁড়িয়া কাটিয়া ছাটিয়া বাছিয়া করিবো যে ম্যাসাকার!
কষিয়া খিঁচিয়া দাঁত দুই পাটি,
নিয়া তার সব বাঁধিয়া যে আটি,
মন্ত্র পড়িয়া সক্রোধে ফাটিয়া ছুঁড়িবো কপালে তার!!
ঘুঁচিয়া যাইবে কলকাঠি নাড়া ভাগ্য নিয়ন্তার!


লেখাপড়া আর পুলিশ

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ২২/১০/২০০৯ - ৩:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভিডিওটা পেলাম ফেইসবুকে, মনে হল সবার সাথে শেয়ার করা কর্তব্য। আমি জানি না এটা আগে কেউ দেখেছেন কিনা। আমি এও জানি না এটা দেখার পর সবার প্রতিক্রিয়া কী হয়েছিল বা কী হবে। একটা টিভির নিউজে যখন এইরকম ব্যাপার দেখা যায় তখন মনে হয় অনেকেই দেখে থাকবেন। দেখে হয়তো অনেকেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে থাকবেন, ছাগু হলে হাসবেন, অনেকেই ফুঁসবেন। আমি জানি না আমরা কোথায় এগুচ্ছি। আসলেই জানি না। কিছু করতে না প...


শুভ জরমোদিন কমরেড

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: রবি, ১১/১০/২০০৯ - ১:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সূচনা : শুভ জন্মদিন

বর্ণনা : কমরেড সবজান্তা

উপসংহার : বিপ্লব দীর্ঘজীবি হোক।


আজগুবি

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: শনি, ১০/১০/২০০৯ - ৪:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভ্যান গগ
ভরে মগ
খায় দই
দেখো ওই,
দেখো জাঁক
করে বাখ
চোষে মধু
চাটে খই।
পিয়ে সুরা
উড়া ধুরা
মম হাঁকে,
'পিকাসো!
তুমি ক্যান
জোড়া জোড়া..
হইসে কি?
ঠিকাসো?'
এক কোনে
বিটোফেনে
ভাঁজছিলো
পরোটা,
সেঁটে দিলো
পল গঁগা
ফুইয়ে ফুইয়ে
বারোটা।
হাতে র‌্যাদা
নিয়ে রদ্যাঁ
ঘষে চলে
রেনোয়ার-
দাঁতগুলো
আর বলে,
'চিবিওনা
যেন আর!'
গলা হল
খসখসে
আঁকছিলো
ভিঞ্চি,
ডেকে বলে
'ওহে মম,
রেখো আধা-
ইঞ্চি'।


পুরাণ পেজগী

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ০৮/১০/২০০৯ - ৯:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঈশ্বর কইলো, 'হও' আর সব হইতে শুরু করলো, আলো হইলো, মহাবিশ্ব হইলো, স্বর্গ হইলো, নরক হইলো, পিথিমী হইলো, পিথিমীতে আদম হইলো, লিলিথ হইলো, আদম আর লিলিথ উইঠাই বেক্কল হইয়া দেখলো সব হইতাছে। আদম কইলো, 'বাহ মজা তো! আমিও কমু!'
আদম তখন হেভি ভাব নিয়া গুরুগম্ভীর গলায় লিলিথরে কইলো, 'শোও..'
লিলিথ কইলো, 'কুথায়?'
আদমের মেজাজ খারাপ হইলো, ভ্রু কুঁচকাইয়া কইলো, 'নিচে!'
লিলিথ কইলো, 'এহ!'

নিশি কালা রাইত। চাইরদিকে পান...


হরর মুভি

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: শনি, ০৩/১০/২০০৯ - ১:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

smallসে বেশ আগের কথা। পিচ্চি ছিলাম, টিভিতে ম্যানিমেল, থান্ডারক্যাটস দেখে আনন্দে বগল বাজিয়ে দিন কাটাতাম। ভয় লাগতো শুধু একটা দিনে, মঙ্গলবারই মনে হয়। রাত দশটার পর শুরু হত ঘোস্ট স্টোরিজ। এই সিরিজটা যখন চলতো তখন না থাকতে পারতাম একা, না পারতাম দেখতে। এতই ভয় পেতাম মাঝে মাঝে কানে তুলো দিয়ে রাখতাম, শব্দ শুনলেও ভয় করতো। কিন্তু তারপরও দেখতে ইচ্ছা করতো। আর চুপি...


বাজি

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: মঙ্গল, ২৯/০৯/২০০৯ - ১২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জনির মুখে গল্পটা শুনলাম। ওর দুলাভাইয়ের গল্প। ব্যাটা নাকি ভয়ানক বিটল। কোন বন্ধুর সাথে কি নিয়ে জানি তর্ক লাগছে, একদম কাডাকাডি অবস্থা! এ কয় না আমি ঠিক ও কয় হইলে আমার কান কাইটা ফালামু! তো দুজনে বাজি লাগসে। সেও ভয়ানক বাজি, যেই হারবো সেই বাজারের রাস্তা দিয়া ন্যাংটু হইয়া বাড়ি ফিরবো। দুইজনেই রাজি। তো জনির দুলাভাইয়ের কপাল খারাপ, সে হাইরা গেল। কিন্তু বাজি তো বাজিই, কোন মাফ নাই। তাকে ন্যাংটা...


টয়লেটলিপি

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: মঙ্গল, ১৫/০৯/২০০৯ - ৩:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(সতর্কবানী! অ্যাটেনশন! আক্তুং! অ্যাতেন্সিও! )

রোজদার মানুষের সেহেরী-ইফতার এর মধ্যে পড়া নিষেধ, রোজা মাকরুর সমূহ সম্ভাবনা আছে

চ বর্গীয় বিখ্যাত গালিটার সাথে আমার পরিচয় একদম কাঁচা বয়সে স্কুলের টয়লেটে। স্কুলে সায়েন্স ফেয়ার চলছিল। আমি টয়লেটে গিয়ে দেখি এক জায়গায় লেখা, "অমুকরে ুদি, অমুকের বউরেও ুদি"। এইখানে অমুক আমাদের একজন স্যার। লেখাখানি যে ব্যক্তিরোষবশতঃ কোন বড় ক্লাসের বেয়াড়া বড় ভ...