হ্যাংওভার

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শনি, ২৩/০৬/২০১২ - ৯:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হ্যাংওভার
---------------------

কালো প্যান্ট
সাদা শার্ট
ম্যাচিং টাই
রিমলেস গ্লাস
আলোর সারপ্লাস

"I walked into a cocktail party..."

মানে একটি চিড়িয়াখানা
পুশি ক্যাট, টমি ডগ
ম্যাচিং কাপল
কাপল ম্যাচিং,
মিস্টার সেন, মিসেস ইসলাম
সাদা হাত
কালো হাত
মাল্টিকালার হাত

সব আলিঙ্গন বদ্ধ এবং একাকী

"I ate a sandwich of pure meat; an
Enormous sandwich of human flesh"

আমার তৃষ্ণা লাগে -

গেলাসে গেলাসে

বিয়ার - তাকে জাপটে ধরে কয়েকটি লোমশ হাত,
অ্যাবসুলুট - অদ্ভুত, অওসাম,
থ্রি অলিভস - আর লালাগ্রস্থ একটি কুকুর
1800, 1921 - এবং ২০০৯ই ডিসেম্বার
জেমসন, জ্যাক ড্যানিয়েল, টাকিলা
জিন - পাশে ভীড় করা অজস্র পরী
একা লাগে, ভীষন একা লাগে

"More company come, including a
Fluffy female who looked like
a princess"

মোর কমপ্যানি কাম; আমার একা লাগে
তার স্ফীত বুক, চড়া পারফিউম,
কড়া ঠোঁট
আধ খোলা বুকের মতো নির্লজ্জ আমন্ত্রন

নেশা লাগে;

আমার বুক জ্বলে, চোখ জ্বলে
গলা দিয়ে গড়িয়ে নামা এসিড লালায়
পেট জ্বলে;

বমি লাগে;

গ্লাস টেবিলে রেখে বেসিনে নতজানু হই
ভনভন করে ঘোরা মাথা, পেছনে
অস্পষ্ট সুরের মূর্চ্ছনা -

কিস্ মি... কিস্ মি..... বেইবি..

[** English অংশগুলো Allen Ginsberg এর "In society" কবিতা থেকে উদ্ধৃত]


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

কবিতা ভালো লাগে নি।

বানানটা flesh হবে।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কাজি_মামুন এর ছবি

ম্যাচিং কাপল
কাপল ম্যাচিং
মিস্টার সেন, মিসেস ইসলাম
সাদা হাত
কালো হাত
মাল্টি কালার হাত
সব আলিঙ্গন বদ্ধ এবং একাকী

অসাধারণ! সমাজের একাংশের নিখুঁত চিত্রায়ণ! ভিন্ন স্বাদের চরণগুলি আস্বাদনে কোন বিঘ্ন ঘটায়নি, সমাজকে দেখতে পেয়েছি আরো গভীরে! ধন্যবাদ, ক্রেসিডা ভাই!

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ মামুন ভাই।

ভালো থাকা হোক।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

কবিতা হিসবে লেখাটা খুব একটা যুৎসই মনে না হলেও এই কবিতার ভাবটা আমাকে ঠিকই ছুঁয়ে গেল।

দেব মুখার্জি
[db.dev.m@gmail.com]
--------------------------------------------------------------
দেব এর উঠোন  ॥   ফেইসবুক   ॥   গুগলপ্লাস

ক্রেসিডা এর ছবি

কবিতা হিসেবে কি কি জিনিস থাকলে যুৎসই হতো একটু বলেন, দেখি কোন কোন জিনিস কবিতাকে যুৎসই করে তোলে।

ধন্যবাদ পড়ার জন্যে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

কবিতা হিসেবে লেখার ধরণটা আমার ভালো লাগে নি - আমি সেটাই বোঝাতে চেয়েছি!

দেব মুখার্জি
[db.dev.m@gmail.com]
--------------------------------------------------------------
দেব এর উঠোন  ॥   ফেইসবুক   ॥   গুগলপ্লাস

ক্রেসিডা এর ছবি

হুমমম, আমিও সেটা বুঝতে চেয়েছি দেঁতো হাসি এনিওয়ে, আবারো ধন্যবাদ।:)

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

হিমু এর ছবি

সুকুমার রায়ের এই গল্পটা পড়েছেন কি?

স্পর্শ এর ছবি

"বিষস্য বিষমৌষধম্- বিষের ওষুধ বিষ।" গড়াগড়ি দিয়া হাসি

সাত সকালে এই গল্প পড়ে হাসতে হাসতে বিষম খেয়ে গেলাম!


ইচ্ছার আগুনে জ্বলছি...

অরফিয়াস এর ছবি

"বিষস্য বিষমৌষধম্"।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সত্যপীর এর ছবি

একটা জিনিস চোখে পড়ল গল্পটাতে হিমু ভাই। শেষের পন্ডিতমশায়ের পদ্যটা এরকম দেয়া আছে উইকিতেঃ

"পদে পদে মিল খুঁজি, গুনে দেখি চোদ্দো
মনে করি লিখিতেছি ভয়ানক পদ্য!
হয় হব ভবভূতি নয় কালিদাস
কবিতার ঘাস খেয়ে চরি বারোমাস।
"

আমি সুকুমার সমগ্রতে পড়েছি এরকমঃ

"পদে পদে মিল খুঁজে, গুণে দেখি চৌদ্দ
এই দেখ লিখে দিনু কি ভীষণ পদ্য !
এক চোটে এইবারে উড়ে গেল সবি তা,
কবিতার গুতো মেরে গিলে ফেলি কবিতা।
"

এখানে পেলাম সুকুমার সমগ্রের কবিতাটার অনলাইন ভুক্তি।

ব্যাপারটা বুঝলাম না। মূল গল্পটার কি দুইটা ভার্সন আছে নাকি উইকিমামুতে ঢোকানোর সময় কেউ নিজের পদ্য চালিয়ে দিল?

..................................................................
#Banshibir.

হিমু এর ছবি

আমারও চোখে পড়েছে এটা। সুকুমার সমগ্র ঘরে আছে, আবার মিলিয়ে দেখলাম, উইকিতে সমস্যা আছে মনে হলো।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ হিমু ভাই গল্পটার জন্যে। আগে পড়ি নি; পড়ে নিলাম। আহারে! কম্প্রোমাইজ করে তাদের কবিতা লেখা এর ফ্যাশান উঠে গেল বলে বড্ড দুঃখ পাইলাম।

দিন শেষে, আমি কিন্তু চলে যাবো না; আমি আমার মতো করে লিখবো; কবিতা হোক বা কেউ ভাবুক, যে আপদ চলিয়া গেলেই ভাল দেঁতো হাসি আমি আমার মতো করে লিখবো বা এক্সপেরিমেন্ট করে যাবো। পাঠকের মন্তব্য অবশ্যই সাদরে আমন্ত্রিত; শুধু পাঠকের সাধুবাদ পাবার জন্যে কম্প্রোমাইজ টা থাকবে না হয়তো; যতদিন না আমার নিজের ভালো লাগে সেটা।

ধন্যবাদ পড়ার জন্য।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

হিমু এর ছবি

অবশ্যই, আমরা সবাই বোধহয় তা-ই চাই আপনি আপনার মতো করে লিখে যান। সেজন্যই গল্পটা পড়তে দিলাম।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

অফটপিক: ইমো দেয়া যাচ্ছে না!! ক্লিক করলে যেটা আসে:

type error: Object# has no method 'smlyWarp'

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

খেকশিয়াল এর ছবি

প্রিয় দুটি লাইন -
"আহা যদি থাকত তোমার ল্যাজ এবং ডানা
উড়ে গেলেই আপদ যেত- করত না কেউ মানা!"

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দ্রোহী এর ছবি

এই গল্পটার কথা মনে পড়ে গেল। দেঁতো হাসি

সুরঞ্জনা এর ছবি

হুমম, গল্পটা দারুণ। চিন্তিত

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

একটু অন্য রকম কবিতা। ভালো-মন্দ দিয়ে বিচার করবো না। বলবো, অন্যরকম লাগলো। প্রথা ভাঙ্গার যে চেষ্টা করলেন, সেটার জন্যেই মূলতঃ মন্তব্য করতে আসা।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে নিয়াজ ভাই।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অমি_বন্যা এর ছবি

অসাধারণ লেগেছে আমার। ব্যতিক্রমী প্রয়াস বরাবরের মতই। পড়তে দারুন লাগে। সচরাচর কোন পার্টিতে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা মনে হল। চলুক

ক্রেসিডা এর ছবি

বন্যাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, মূলতঃ এরকম কিছু পাটিঁ এর কিছু স্ন্যাপশট !

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সত্যপীর এর ছবি

দুটো জায়গায় খটকা লেগেছে।

১।

একটি চিড়িয়াখানা/ পুশি ক্যাট, টমি ডগ

চিড়িয়াখানায় কি ক্যাট ডগ থাকে? বিশেষত পুশি ক্যাট আর টমি ডগ তো গেরস্থালী মনে হচ্ছে।

২।

সাদা হাত
কালো হাত
মাল্টিকালার হাত

সাদা হাত কালো হাত ঠিক আছে, মাল্টিকালার হাত কি? এক ধরনের চর্মরোগে হাত সাদা হয়ে যায়, সেরকম কিছু বোঝালেন কি?

..................................................................
#Banshibir.

ক্রেসিডা এর ছবি

চিড়িয়াখানা মূলতঃ ঐ পরিবেশ এবং তাতে অংশগ্রহনকারী চিড়িয়াগুলোর কারনে বলা; আর পুশি ক্যাট, টমি ডগ সেটা ঐ গেরস্থলি এর জন্যই, বন্য তো আর না চোখ টিপি বন্যতা তো পরে আসে শুরুতে তো সবাই ভদ্র চোখ টিপি

২. না চর্মরোগ না, সাদা,কালো ছাড়া তো তামাটে, শ্যামলাও হয় হাসি যদিও সেটা না এখানে.. সাদা ও কালো আক্ষরিক অর্থেই সাদা-কালো বুঝানো; মাল্টিকালার হাতগুলোকে বর্নবৈষম্য এর কিছু ধরে নিতে পারেন.. আবার পেশাগত হাত হিসেবে ধরে নিতে পারেন (i.e চোরাচালানী, বিজনেসম্যান, বা নিতান্ত চাকুরিজীবি), আবার ধর্মের দিক খেকে ধরে নিতে পারেন যেমন হিন্দু ধর্মানুসারীর হাত, মুসলমানের হাত,

আবার দশ ঘাটের জল ঘাটা হাত ও ধরে নিতে পারেন, সেটাতে আপনার সুবিধা হয়।

বলতে পারেন, যে তাহলে সাদা-কালো হাতের পর কেন মাল্টিকালার হাত লিখলাম বা লিখার আগে যে জাম্প দিলাম সেখানে কিছু লিঙ্ক করলাম কিনা; আমার কাছে সেটা প্রয়োজন মনে হয় নাই। মানে আমি কিছু স্ন্যাপশট নিচ্ছি একটা পরিস্থিতির বা কোন দৃশ্যের, সেখানে আমার বা লেখার সুবিধার জন্যে একটু জাম্প মারা বা অ‌্যামুইগিটি এর ব্যবহার না করলেও চলে। হয়তো আপনাকে আপনার মন মতো ভেবে নিতে হবে।

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

মাল্টিকালার হাত মানে হল একটি হাত অনেক গুলো রং. হাত এক বচন, "মাল্টি কালার হাত" দিয়ে আপনি হিন্দু মুসলমান ধনী গরিব পুলিশ চোরাচালানি বিভিন্ন হাত বুঝালে চলবে? মাল্টি কালার হাত আর হাতের মাল্টি কালার কথাদুটো এক নয়.

আমি মন মত ভেবে নেবার আগে জানা জরুরি কবি কি ভেবে লিখলেন, তাই না?

সত্যপীর এর ছবি

উপরের মন্তব্য টি আমারি. ভুলে লগড ইন না থাকায় দুঃখিত.

..................................................................
#Banshibir.

ক্রেসিডা এর ছবি

হাহা.. কোন সমস্যা নেই। আমিও এই মিসটেক করে ফেলি। হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ক্রেসিডা এর ছবি

নীল আকাশ আর আকাশের নীল যে এক না, সেটা আমি জানি হাসি

আমি মন মত ভেবে নেবার আগে জানা জরুরি কবি কি ভেবে লিখলেন, তাই না? জ্বীনা তাই না; আপনি এখানে আমাকে পাচ্ছেন, মেলা থেকে বই কিনে কজনকে পাচ্ছেন? লেখক যেভাবে লিখেছে সেই ভাবনা জেনে তারপর আপনি ভাববেন কেন?

হাতের মাল্টিকালার ই বরং আমার কাছে চমড়ার উপরে অনেকগুলো রঙ লাগছে। আপনার কাছে ভিন্ন লাগলে সেটা আমাদের ভাবনার ভিন্নতা।

যদি কেউ বলে "মাল্টিকালার শাড়ি দেখে এলাম দোকানে, একটাও পছন্দ হলো না" , বুঝে নেয়া যায় না যে অনেকগুলো শাড়ি দেখে এসেছে? কবিতায় কিছুটা আড়াল তো থাকবেই হাসি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সত্যপীর এর ছবি

ছাপানো বইয়ের লিখক আর ব্লগের লিখক এক নয়, ব্লগে পাঠকের মুখোমুখি হতে হবেই, বাকি গল্পকার ছড়াকার প্রবন্ধ লিখক যেমন উত্তর দেন ঠিক তেমনি এখানে কবিকেও তার কবিতা বুঝিয়ে বলতে হবে. মত জিগ্যেস করলে রাস্তা দেখিয়ে দিলে চলবে না.

..................................................................
#Banshibir.

ক্রেসিডা এর ছবি

আমি বোধ হয় সেই চেষ্টই করছি, আপনার প্রশ্নের উত্তর দিতে আন্তরিকতার সহিত। হাসি রাস্তা দেখিয়ে দিই নি। কবি কি ভেবে লিখলেন, সে প্রসঙ্গে কথাটা বলা।

তবে ব্লগে লিখলেই যে আমাকে যদি কেই বলে আমি কি ভেবে কবিতাটা লিখলাম সেটা বলতে হবে, সেটার সাথে আমি সহমত না। সেটা আমি কখনো করবোও না। কবিতা আপনি আপনার মতো করেই পড়ে নিবেন। কেআ লিখে সেটা যদি আবার ব্যাখ্যা করে দেয় কি ভাবনা থেকে লিখেছে, বা কেন কোন পরিস্থিতিতে লিখেছে, তবে সেটা তো আর পাঠকের কাছে আলাদা আলাদা মানে নিযে দাড়ায় না। তখন চিন্তাভাবা ঐ একাদিকেই প্রসারিত হতে থাকে।

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সত্যপীর এর ছবি

তবে ব্লগে লিখলেই যে আমাকে যদি কেই বলে আমি কি ভেবে কবিতাটা লিখলাম সেটা বলতে হবে, সেটার সাথে আমি সহমত না।

ব্লগে লিখবেন আর ব্লগের নিয়মকানুন মানবেন না তা হলে তো চলবে না। ব্লগ দ্বিমুখী মিডিয়া, এখানে পাঠক আপনাকে প্রশ্ন করবে আপনাকে উত্তর দিতে হবে, তারা রেটিং করবে সেইদিকে আপনাকে নজর রাখতে হবে। "আমার লিখার কাজ লিখেছি এবার আপনি যা হয় একটা কিছু ভেবে নিন" এই স্টেটমেন্টের ভাত ব্লগে নাই। সেক্ষেত্রে আপনি বই বা সংবাদপত্রের মতন একমুখী মিডিয়াতে লিখতে পারেন, ব্লগে নয়। ব্লগে লিখলে লিখার দায়টুকুও নিতে হয়। এমনকি কবিকেও।

..................................................................
#Banshibir.

ক্রেসিডা এর ছবি

যদি কেই লেখে "মুখগুলো মুখোশ হয়ে যায়" , সেখানে এতোগুলো মুখ তো তাহলে অনেক মুখোশ হয়ে যাবার কথা; মুখোশ তো একটা!

হাত একটা বা ঐ কাজে বা অনুষ্ঠানে হাতের ব্যবহার একটা, সবাই একটা বিন্দুতে বা লক্ষ্যে এসে দাড়ানো, শুধু সেই হাত কখনো মিষ্টার সেন এর, কখনো মিসেস ইসলামের; কখনো আমলার, কখনো ব্যাবসায়ির; আবার যদি অনেকগুলো হাতও বুঝতে চান ক্ষতি তো নেই। এমনকি এটাকে ইচ্ছে করলে অন্যভাবে ও ব্যাখ্যা করা যায়। সে ব্যাখ্যায় নাই গেলাম।

আর যদি ঐ লাইনটায় হাতের মাল্টিকালার লিখতাম, সেটা আমারকাছে অনন্ত অড লাগতো খুব। যাই হোক, আপনার উল্ল্যেখিত অংশ পর্যন্ত ছিলাম শুধু হাসি । পরের লাইনে যে "সব" আছে সেটা আপনি কোথায় কিভাবে পড়বেন, সেটা আমি পাঠকের হাতেই ছেড়ে দিচ্ছি। মাল্টিকালার হাত সব .. আবার মাল্টিকালার হাত (হাত একটা প্রতীকি), সেখানে সব আলিঙ্গন বদ্ধ; সেভাবে পড়েন...

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতন্দ্র প্রহরী এর ছবি

"কালো প্যান্ট
সাদা শার্ট
ম্যাচিং টাই"

এখানে টাই কীসের সাথে ম্যাচ করা? শার্ট নাকি প্যান্ট?

"1800, 1921 - এবং ২০০৯ই ডিসেম্বার"

৯ই ডিসেম্বর বা এই ধরনের তারিখ দেখেছি। "২০০৯ই" কোন ধরনের সময়কাল? এটা কি আসলে সাই-ফাই টাইপ কোনো ব্যাপার?

ক্রেসিডা এর ছবি

আপনার ম্যাচিং তো আপনি করবেন তাই না? হাসি

২০০৯ ডিসেম্বার নিতান্তই একটা অন্তঃসারশূন্য এনটিটি; "personal preperty" বা শুধু একটা সময়কে ধারন করে; বিশেষ কোন অর্থ নেই।

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কৌস্তুভ এর ছবি

বছরবিয়ানি মায়ের শিশুরা যেমন অপুষ্টিতে ভোগা, রুগ্ন হয়, দৈনিকবিদের উৎপাদিত পদার্থগুলোও তেমনই দুর্বল হয়ে দাঁড়ায় শেষমেষ। আপনি কম লিখুন এ পরামর্শ দেওয়ার মত ধৃষ্টতা আমি করব না, কিন্তু কম পোস্টান, অর্থাৎ কিনা কেবল এমন কবিতাই দিন যা সচলের মানসম্মত হয়, অর্থাৎ কিনা সব পাঠকের প্রশংসা পায়। কারণ আপনার লেখার হাত আছে, আপনি বাছাই করা সেরা কবিতাগুলো দিলে সেগুলো খারাপ হবে না।

আরেকটা কথা বলি আপনাকে, অকারণ প্রশস্তিবাক্যে প্রভাবিত হবেন না। দীর্ঘ দিন ধরে সচল পড়ার কারণে বলতে পারি (অবশ্যই কিছুটা জেনারেলাইজেশন সহ), সচলে যেহেতু কবিতার পাঠকসংখ্যা বা কবিতা নিয়ে হইচইটা কম গড়ের উপর, দুই শ্রেণীর পাঠক আছেন যাঁরা নবীন কবি কাঁচা লেখা দিলেও সেটাকে প্রশংসাপূর্বক উৎসাহ দেওয়া কর্তব্য মনে করেন। একদলে আছেন যাঁরা নিজেরা অভিজ্ঞ, ভালো কবি, তাঁরা কাঁচা নবীন কবিদের প্যাট্রনাইজ করার চেষ্টা করেন। আরেকদল হচ্ছেন যাঁরা নিজেরাই কাঁচা নবীন কবি, তাই অন্যদের কাঁচা কবিতারও প্রশংসা করে নিজেদের সামগ্রিক স্ট্যাটাস উন্নয়ন করার চেষ্টা করেন। এঁদের চেয়ে যে পাঠকেরা ধারালো সমালোচনা করেন তাঁদের মতকে গুরুত্ব দেওয়াই প্রয়োজন বলে আমার মত।

ক্রেসিডা এর ছবি

কৌস্তভ ভাই ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্যে। এখনকার পর্যন্ত দেয়া লেখাগুলো আগের, তাই ব্লগে রেখে দিলাম যাতে না হারায়। "সচলের মানসম্মত" তো সেখানেই জাস্টিফাই হয়ে যায়, যখন লেখাটা মডারেশন পার করে আসে; (আপনাদের অনেকের ই মত সেটা) যেহেতু আমি অতিথি।

সব কমেন্টই আমার কাছে গুরুত্বপূর্ন। অকারন প্রশংসাপূর্বক উৎসাহ আমাকে প্রভাবিত করে না, সে ব্যাপারে আপনাকে নিশ্চিত করছি। সমালোচনা আমি সবসময়ই পজিটিভ ভাবে নেই, সমালোচন পাওয়া খুবই কষ্ট। কেউ পড়ে এমনি, কেই পড়ে ভালো লাগে বলে, আবার কেউ পড়া শুরু করে .. এই লক্ষ‌্য থেকে যে যদি ভুল ধরা যায় খাইছে

আশা করি পরের লেখাগুলো থেকে একদম নতুন কবিতা দেয়া যাবে, সো পোস্ট করার রেটও কমে আসবে। হাসি

ধন্যবাদ আপনাকে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কৌস্তুভ এর ছবি

"সচলের মানসম্মত" তো সেখানেই জাস্টিফাই হয়ে যায়, যখন লেখাটা মডারেশন পার করে আসে

উঁহু, এই ধারণাটা ভুল। অনেক সময়েই মডুরা অতিথি লেখকের এমন প্রবন্ধ প্রকাশ করেছেন যেগুলো বিতর্কের মধ্যে দিয়ে প্রচুর সমালোচিত হয়েছে। বস্তুত, তাঁদের একাধিক বার সচলপাঠকদের অনুরোধ করতে দেখেছি যে, তাঁরা যদি কোনো লেখকের লেখা (কবিতাই অধিকাংশ ক্ষেত্রে) একতরফা ঘ্যাচাং চালিয়ে যেতে থাকেন, অনেক 'সরল' লেখক আছে যারা বার্তাটা বোঝে না যে তাদের মান আসলেই খারাপ, কেবলই উৎসাহভরে (কবিদের কাব্যপ্রতিভার অভাব থাকলেও কাব্যোৎসাহের কমতি থাকে না প্রায়ই) কবিতা পোস্টিয়ে পোস্টিয়ে মডুদের ব্যতিব্যস্ত করতে থাকে। তখন মডুরা দুয়েকটা কবিতা জনতার হাতেই ছেড়ে দেন, পাঠক কড়া সমালোচনার মধ্যে দিয়ে কবিকে ব্যাপারটা বুঝিয়ে দেয়। কিন্তু দুঃখের কথা হল, অনেক সরল কবির ক্ষেত্রে পদ্ধতিটা আসলে খাটে না, এই যেমন মনে হচ্ছে এই ক্ষেত্রে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কৌস্তুভের কারণটা গুরুত্বপূর্ণ। তবে এছাড়াও অনেক কারণে খানিকটা কম মানসম্মত লেখা ছাড়া হতে পারে।

১) নতুন লেখককে এনকারেজ করতে

২) গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে লেখা হলে

৩) বেনিফিট অফ ডাউট হিসেবে। হয়ত একটা এক্সপেরিমেন্টাল লেখা। দু'তিন জন মডারেটর প্রায় একদিন ঝুলিয়ে রেখেছেন। শেষমেষ বেনিফিটটা লেখকেই দেয়া হয়।

৪) লেখককে ডিসকারেজ করতে। এটা কৌস্তুভ এক্সপ্লেইন করেছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।