স্মৃতি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৮/০৫/২০০৯ - ১১:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সূর্যাস্তের সময় ঘরে ফেরাটাই নিয়ম। ঝিরিঝিরি বাতাসে পাল তুলে নৌকা, আকাশে পাখির ঝাঁক আর অফিস ফেরা মানুষের তাড়াহুড়ো - সবারই ঘরে ফেরার সময়টা বাঁধা সূর্যের ঐ চলাফেরার সাথেই। কখনো কখনো সন্ধ্যাটা কাটে অলস, ঘরে ফেরার তাড়া থাকে না কোন - তখন হাবিজাবি নানান চিন্তা মাথায় আসে। পুরানো কথা মনে পড়ে, বুক ভারি হয়ে ওঠে, বিস্মরণকে মনে হয় আশির্বাদ। আস্তে আস্তে রাত নেমে আসে, অন্ধকারে আরো চেপে বসে বিষণ্নতা, পুরনো সমস্ত প্রহর চোখে জ্বলে থাকে আলেয়া হয়ে।

ঝিমধরা রাতের এহেন অবসরে
নৈঃশব্দ রেখে যায় আঙ্গুলের ছাপ
বিষণ্ন কিছু মুখ বন্ধ জানালা ধরে
মেঘের মতোন চোখ তুলে চুপচাপ
অভিযোগ রেখে যায় সুনীল চাদরে
রাতভর সঙ্গ দেয় ভাঙ্গা কফিকাপ
সময় আবার ঘোরে বড় অনাদরে
ক্লান্তদিন জুড়ে থাকে শহুরে আলাপ।

অথচ কথা ছিল নিরুদ্দেশ যাবার
সোনালি ডানার চিল শিস দিয়ে যায়
শুনতে পাই কখনো, শুনিনা আবার
দূরের বাতাস কড়া নাড়ে দরজায়
আহ্নিক নিয়মে নামে আবার আঁধার
অভিমানী স্মৃতি ফের পশরা সাজায়।
_______________________________________
ভুতুম


মন্তব্য

পলাশ দত্ত এর ছবি

বিস্মরণকে মনে হয় আশির্বাদ
চুরির অভ্যাস থাকলে মেরে দিতাম। হাসি
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

ভুতুম [অতিথি] এর ছবি

হাসি অনুমতি দেয়া হইল যথেচ্ছ ব্যবহারের।
ধন্যবাদ।

নীল [অতিথি] এর ছবি

খুব ভালো লাগলো।

ভুতুম [অতিথি] এর ছবি

ধন্যবাদ।

মাহবুব লীলেন এর ছবি

টানা গদ্যের প্রথম অংশটাই স্বয়ং সম্পূর্ণ কবিতা মনে হলো
পরের অংশগুলো কেন যেন মনে হলো প্রথম অংশের ধারটা আর ধরে রাখতে পারলো না

ভুতুম [অতিথি] এর ছবি

অতটুকুও যদি ভালো লাগে সেটাও অনেক পাওনা। ধন্যবাদ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি লেখার সময় অতিথি লেখক হিসেবে লেখেন কেন? আপনার তো ভুতুম একাউন্ট আছে, নাকি এখানেও ছদ্মবেশ নিতে চান?

ভুতুম [অতিথি] এর ছবি

না অ্যাকাউন্ট তো নাই রে ভাই। নিবন্ধন করছিলাম তো অনেক আগেই, কিন্তু কোন পাসওয়ার্ডওয়ালা মেইল পাই নাই। মনে হয় যাচাই এর উপর আছি, যাচাই হইলে পাসওয়ার্ড দিবে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

না না, এটা টেকনিক্যাল কোন সমস্যা। আপনি ওদের সাথে যোগাযোগ করুন। contact at sachalayatan.com ঠিকানায়। এভাবে অতিথি হিসেবে লিখতে অসুবিধা নাই কিন্তু পরে যখন সচল হবেন তখন এই লেখাগুলা আবার কপি করে করে আনতে অনেক কষ্ট হবে।

ভুতুম [অতিথি] এর ছবি

ধন্যবাদ এই তথ্যটার জন্য। এখুনি মেইল করতেছি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বেশ লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ভুতুম [অতিথি] এর ছবি

খুশী হলাম জেনে। ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।