গল্প - চিন্তা পোকা (প্রথম পর্ব)

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৫/০৭/২০০৯ - ১১:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

জিসানকে চিন্তার আধাঁর, গুদাম যাই বলা হোক না কেন তা সবসময় অপর্যাপ্ত মনেহয়। ওর প্রতিটি দিন প্রতিটি মুহুর্ত শুধু চিন্তা করেই কেটে যায়। চিন্তা করার বিষয়ের ওর অভাব হয় না। এই যেমন আজকে ওর চিন্তার বিষয় হল কষ্ট ও দুঃখ। কষ্ট ও দুঃখের মধ্যে পার্থক্য কি এটা চিন্তা করেই আজকে ওর দিনের অধিকাংশ সময় পার হয়ে গেছে। একটু পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে। জিসানের ধারণা সন্ধ্যা নামলেই তার চিন্তাগুলো কেমন যেন গুটিয়ে যায়। একটা ঘোর লাগা ঝিমানো ভাব গ্রাস করে। তখন চিন্তাগুলো সব ধীর লয়ে ছন্দবদ্ধভাবে চলতে থাকে।

জিসান আজ সারাটাদিন অনেক ঝামেলায় কাটিয়েছে। আজ জিসানের মামা এসেছিলেন বাসায়। জিসানের কাছে তার মামা জহির সাহেবকে খুবই অদ্ভুত রকমের বিরক্তিকর একজন মানুষ মনেহয়। শুধু বিরক্তিকর নয় তার চাইতেও বেশী কিছু। ভদ্রলোক আজ এসেই জিসানকে বললেন "ভাগ্নে চল আজ সারা শহরে রিক্সা ভ্রমন করব"। শুনেই জিসান ভয় পেয়ে গেল। জিসান কাউকে কোন বিষয়ে না বলতে পারেনা। যে কেউ তার কাছে যত অন্যায় আব্দারই করুক না কেন তার উত্তর সবসময় হ্যাঁ হয়। তাই সে জহির সাহেবকেও না বলতে পারল না। পাশাপাশি মনে মনে জহির সাহেবের বকবকানি শোনার প্রস্তুতিও নিয়ে রাখলো। সারাটিদিন রিক্সায় ঘুরতে হল জিসানকে। তাও আবার রোদের মধ্যে রিক্সার হুড নামিয়ে রাখতে হয়েছিল। যদিও তখনও তার মাথায় শুধু কষ্ট আর দুঃখই ঘুরপাক খাচ্ছিল। তবে জহির সাহেবের বকবকানিতে ওর চিন্তগুলো পূর্ণতা পায়নি।

চলবে.........

নিবন্ধন নাম - মেঘলা জীবন
ই-মেইল -


মন্তব্য

পুতুল এর ছবি

শুরুটা খুব ছোট হয়ে গেল যে..
পরের পর্ব আশা করি একটু বড় হবে।
সচলায়তনে স্বগতম।
-**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অতিথি লেখক এর ছবি

আসলে বিক্ষিপ্ত মনের কারণে গল্পের প্রথম পর্বটি পূর্ণতা পায়নি। পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

সুহান রিজওয়ান এর ছবি

শুরু হতে না হতেই শেষ হয়ে গেলো যে ?? ...
চলুক।

---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এটা কেমন হইল মেঘলা? আপনি নিজেই তো জিসানের অপূর্ণ চিন্তার মত লেখা দিলেন।

অতিথি লেখক এর ছবি

প্রকৃতি প্রেমিক আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলে জিসানকে বুঝতে হলে জিসানের মত হতে হবে তাই ওর মত হওয়ার চেষ্টা করছি। আপনি কি রাগ করেছেন? রাগ করবেন না প্লিজ।

ধুসর গোধূলি এর ছবি

- প্রথম লেখা? একটু ঝামেলারই মনে হয়! ব্যাপার না বস। বাংলায় লেখা আমার প্রথম ব্লগটা ছিলো মোটে এক প্যারা। আপনেরটা সেদিক দিয়া অনেক বড়।

সচলায়তনে স্বাগতম।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

শুরুর বিক্ষিপ্ততা হয়তো পরে খুবই জমজমাট লেখা হবে। লিখে যান ভাই হাত খুলে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।