শ্বাশুড়ী মম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১৩/০৫/২০১০ - ২:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফোনটা হাতে নিয়েই খোকা বলবে যখন হ্যালো ,
শ্বাশুড়ী মম ও দাঁত কেলিয়ে বলবে বাবা বলো ,
খোকা বলে সালাম ,
মাম্মী বলে নিলাম,
খোকা শুধায় এখন কেমন শরীর ব্যথা ?
"হায় রে বাবা এই বয়সের বেঁচে থাকা :-("
"প্রেশার কি আজ হাই"?"না রে বাবা প্রেশার আমার নাই"
জিভে কামড় কাটবে খোকা,
"ধ্যাত্তারিকা ছাতার মাথা "
"ডায়াবেটিস আজ কত?
"মাত্র ছিলো শত"
ডান হাঁটুটা ফুলেছে বেশ,
ওটার ব্যথায় জীবনটা শেষ,
এমন করেই কথা চলে ,
মুচকি হেসে খোকা বলে ,
''হ্যালো আম্মা শোনেন ,
পারলে খানিক জোরে বলেন ,
''কি যে হলো আজকে ফোনে ,
সবই যেন আস্তে শোনে খাইছে
এভাবেতেই লাইনটা কেটে বলবে আবার হ্যালো ,
"কয়েকদিনের জন্য বাবা এবার বাঁচা গেলো :-)"

অতিথি লেখক
উত্তল দপর্ণ


মন্তব্য

হরফ এর ছবি

হেঃ হাসি ভালো লিখেছেন।

----------------------------------------

"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"

ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

উত্তাল দর্পনকে সচলে স্বাগতম
কিন্তু তিনি না আবার কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি
নাশতারান এর ছবি


ডায়বেটিস শত! অ্যাঁ


আপনি এদ্দিন পরপর লেখেন কেনু?


আপনার নাম উত্তল দর্পণ না?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

গৌতম এর ছবি

এই লেখার পেছনে কার অবদান সবচেয়ে বেশি? চোখ টিপি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দ্রোহী এর ছবি

ছড়াটা পড়ে একজনের কথা মনে পড়ে গেল। মন খারাপ

বর্ষা এর ছবি

হা হা হা
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

উত্তল দর্পণ [অতিথি] এর ছবি

@ গৌতম দা ,এই লেখার পিছনে আপনার একটি স্ট্যাটাসের অবদান ,
@ দ্রোহী ভাইয়া ,কার কথা মনে পড়লো?
@বর্ষা ,হাসি কেনু?

গৌতম এর ছবি

আমার না, অবদানটা আসলে আমার শাশুড়ির। চোখ টিপি

আচ্ছা, সহজ 'শাশুড়ি' বানানটা এত কঠিন করে লিখলেন কেন? চিন্তিত

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সাঈদ আহমেদ এর ছবি

আমার ঘরের কথা পরে জানলো কেমনে?

লজ্জায় ফেললেন!
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনি তো দারুণ লিখেন!!!
সচলে নিয়মিত চাই।

ইশতিয়াক রউফ এর ছবি

ফাঁকিবাজ ছড়াকার... খাইছে

অতিথি লেখক এর ছবি

বাহ, বেশ লিখেছেন।

কৌস্তুভ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।