এখন কী যে করি!!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৬/০৭/২০১০ - ৩:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

জহিরুল ইসলাম নাদিম

পাহাড় চূড়োয় চড়তে গিয়ে
কাটলো পুরো দিন-ই
[উৎসাহটা মুসার দেয়া
তার কাছে তাই ঋণী।]

অনেক ক্লেশে পৌঁছে শেষে
পাহাড় চূড়ো চুমি
চোখের কোণে হঠাৎ ধরা
দিলো যে মালভূমি

এখান থেকে নামতে হবে
ভাবতে গিয়ে ঝুমি
হঠাৎ এলো উড়িয়ে নিল
এক হাওয়া মৌসুমী

অনেক উড়ে ঘুরে ঘুরে
হঠাৎ পড়ি ঝপাৎ
কোথায় এলাম? এলাম কোথায়?
একি! এ যে প্রপাত!

ওরে বাবা মরব নাকি
নামছে যে জল তেজে-
বাঁচতে গিয়ে দু হাত বাড়াই
ঠেকল কিসে? মেঝে!

একি আমি ঘুমিয়ে ছিলাম
স্বপ্ন দেখেই মরি!
ছি ছি ছি ছি! দেখল কি কেউ
এখন কী যে করি?


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো। চলুক।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ পিপিদা!

স্বদেশ হাসনাইন এর ছবি

...
এস সঙ্গে পাহাড়-প্রপাত
ঘুমের ঘোরে জয়
এমন বিরল কৃতিত্ব
কার কপালে হয়?

পাহাড় চুড়ায় উঠেছিলেন
হোক না স্বপ্ন সবই
বুদ্ধ মুর্তি কাপড় ঢাকা
তুলেছিলেন ছবি?

জানিয়ে দিন চটজলদি
আনিসের ফেসবুকে
ঐতিহাসিক বিজয় গাঁথা
জানুক সকল লোকে

অতিথি লেখক এর ছবি

ক্যামেরাটা হয়নি নেয়া-
ভুলে গেছি ফোনও
ছবি-টবি তাইতো আমার
হয়নি তোলা কোনো!!

হিমু এর ছবি

আনিস ভায়ের দোয়ার পরশ
মাখতে পেলে মাথায়
ঢাকায় বসেই নাম তোলা যায়
রাম ডুডলের খাতায়।

আনিস যদি জড়িয়ে ধরে
দশটি মিনিট কাঁদে
হতেও পারি বাংলাদেশী
পয়লা-প্রথম চাঁদে।

আনিস যদি পশ্চাতে রন
সামনে যাবো জরুর
পিছলে পড়ার ভয় থাকে না
গল্পগাছের গরুর।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

অতিথি লেখক এর ছবি

হিমু ও ভাই হিমু
ছড়া পড়ে নষ্ট মাথা
কয়টা তারা দিমু!!

স্পর্শ এর ছবি

দারুণ!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

ভাবাবেগে কৃপণ কেনো
আরো কিছু ছাড়ুন!

নাশতারান এর ছবি

মজা পেলাম।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ, সেলাম!

হেমন্তের শিশির  [অতিথি] এর ছবি

কয় জন ই বা আপনার মত সৌভাগ্যবান রে ভাই!!! তাও তো ঘুমের ঘোরে পাহাড় ঘুরেছেন, আমাদের তো সেই সৌভাগ্য টাও হয় নাই!
মুসা ভাই কে জিজ্ঞাসা করবেন দেখবেন তিনি ও অমন প্রথম পাহাড়ে চড়েছেন ঘুমায় ঘুমায়!!!!
একদিন মুসা ভাই এর পাশে নাদিম ভাই এর নামটাও দেখতে পারব এই আশায়!!

অতিথি লেখক এর ছবি

আপনার মুখে ফুল চন্দন পড়ুক!!

মর্ম এর ছবি

বলবো কি বলবো না করতে করতেই বলতে এলাম!

লেখাটা মজার।

তবে দ্বিতীয় আর চতুর্থ প্যারার শেষ দুটো লাইনে এসে তাল কাটলো বলে মনে হল। আর তৃতীয় প্যারার 'ঝুমি' শব্দটার মানে কী?
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

অতিথি লেখক এর ছবি

মর্ম
আমতা আমতা করা
আপনার নয়তো ধর্ম!
মনে আসে যা যা
বলবেন সরাসরি
শোনাক যতই রূঢ়
নেই তো কড়াকড়ি!

নীল রোদ্দুর এর ছবি

বেশ কদিন আপনার লেখা পাচ্ছি নিয়মিত, ভালো লাগছে, চালিয়ে যান। চলুক.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

অতিথি লেখক এর ছবি

বুঝতে পারি নীল
আপনি দরাজ দিল!
(উৎসাহ দেয়ার ক্ষেত্রে)

এহসান [অতিথি] এর ছবি

হেহেহেহে...রীতিমত পৈশাচিক আনন্দ পেলাম!!

অতিথি লেখক এর ছবি

পৈশাচিক আনন্দ?
আমি নিরানন্দ!!

ধুসর গোধূলি এর ছবি

- আমারি স্বপ্নে, আমি যবে
করি এক-পা, দো-পা।
স্বপ্নে তখন আপনি চূড়োয়,
সাথে লয়ে শেরপা।

স্বপ্নে যখন হাত বাড়িয়ে,
ধরি বউয়ের চুল।
আপনি তখন প্রেসকিলাবে,
সাথে আনিসুল।

ঘুম ভাঙে মোর খাটের কোনায়
লেগে মাথা ঠুয়া।
আনিসুলের সাথে আপনার
চূড়াগমন ভুয়া।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

আমারি স্বপ্নে, আমি যবে
করি এক-পা, দো-পা।
স্বপ্নে তখন আপনি চূড়োয়,
সাথে লয়ে শেরপা।

না লিখে এমন লিখলে

স্বপ্নে যখন আমি করি
এক পা-দু পা-দেড় পা।
স্বপ্নে তখন আপনি চূড়োয়,
সাথে লয়ে শেরপা।

[ফাটাইচেন!]

স্বদেশ হাসনাইন এর ছবি

...
(২)
প্রথম নোয়াখালির পোলা
স্বপ্নে চড়ে সাগরমাথায়
দৈনিক পেপে পত্রিকাতে
খবর ছাপে প্রথম পাতায়

ছাপছে তার সব কাহিনী
ঐতিহাসিক রচনা
গোপন প্রেমের প্রেম পত্র
ফুলশয্যার ঘটনা

-
sw.has9 at gmail.com

অতিথি লেখক এর ছবি

মানে ব্যাপার ইয়ে
হয়নি বোঝা সবই গেল
মাথার ওপর দিয়ে!!!

অতিথি লেখক এর ছবি

সবাই দেখি তাদের ছড়ার ঝাঁপি নিয়ে আসছে। আমার সেই ক্ষ্যামতা নাই, তবে বেশ মজা পাচ্ছি।

অনন্ত

অতিথি লেখক এর ছবি

স্বপ্নে পাওয়া ছড়া পড়ে
আনন্দ পাই আদিম;
চালিয়ে যান, চালিয়ে যান
ভাই জ.ই, নাদিম।

অনন্ত আত্মা

অতিথি লেখক এর ছবি

ভেবেছিলাম আমার লেখা
পাবে না তো পাত্তা
এখন দেখি পড়ছেন তা
অনন্ত প্লাস আত্মা!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।