জেনেসিস

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৮/০৭/২০১০ - ২:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

শয়তান এইবার আরো জোর দিয়ে বললো, "কি হলো! তোমার এত ক্ষমতা তবে কি কাজের শুনি? একে ব্যবহার কর! কিছু একটা করে দেখাও!"

সামনে বসা যুবকটির চেহারায় পরিষ্কার দ্বিধা ফুটে উঠলো। "দেখো, লুসিফার...এইটা অনেক বড় একটা দায়িত্ব...কিছু একটা ভুল হয়ে গেলে?"

কালো আলখেল্লা পড়া বয়স্ক লোকটি এইবার খেঁকিয়ে উঠলো। "ধ্যাত! থাকো তাহলে তোমার এই একঘেয়ে জীবন নিয়ে। অপচয় কর তোমার এইসব ক্ষমতা! তুমি একটা কাপূরুষ, এলোহিম! আফসোস, তুমি কোনদিন জানতে পারবেনা তোমার জীবন কেমন হতে পারত! আগেই বোঝা উচিত ছিল, তুমি দুর্বল, নিজের এই ক্ষমতার তুমি যোগ্য নও।" এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে লোকটি যুবকের পায়ের কাছে একদলা থুতু ফেললো।

রাগে যুবকের ঠোঁট কাঁপতে লাগলো। উঠে দাঁড়িয়ে এক ধাক্কায় চেয়ারটা সরিয়ে সে বৃদ্ধের সামনে এসে দাঁড়ালো। সেই মুহুর্তে তার শিশুসুলভ চেহারার দিকে তাকালে যে কেউ সুদূর ভব্যিষতের অহংকারি, শক্তিমান এক সম্রাটের চেহারা দেখতে পেত।

"লুসিফার, তুমি আমার সুবিবেচনাকে আমার দুর্বলতা মনে করছ। আমি জানি এই কাজের ফলে কত কষ্ট, কত দুর্ভোগ আমাকে দেখতে হবে। শুধুমাত্র সেইজন্যই আমি কাজটা করতে চাইনা!"

শয়তান তাচ্ছিল্যের হাসি হাসতে হাসতে যেন নিজেকেই বললো, "দুর্বলের যতসব অজুহাত!"

আর সহ্য করতে না পেরে যুবকটি এইবার নিজের সাদা চাদর গায়ে ভাল করে জড়িয়ে নিয়ে গর্জে উঠলো। "লুসিফার, তুমি তোমার নিজের বিপদ ডেকে আনছ! আমি আর যাই হই, কাপুরুষ নই!"

যুবক ঘুরে নিজের ডেস্কের দিকে রওনা হতেই শয়তানের মুখে ক্রুর হাসি ফুটে উঠলো...

পাশবিক আনন্দের সাথে শয়তান তাকিয়ে তাকিয়ে দেখলো যুবকটি নিজের হেডফোন লাগিয়ে মাইকে বলছে, "Let there be light!"

হাম্মাদ আলি


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
খেকশিয়াল এর ছবি

শয়তানের উস্কানিতে তাইলে ঈশ্বর সব সৃষ্টি করছিলো? হাহাহা ভাল লাগছে কনসেপ্টটা। তবে আপ্নে তৃতীয় প্যারাতে "কালো আলখেল্লা পরা ('পড়া' নয় 'পরা') বয়স্ক লোকটি " এর বদলে শয়তান'ই বলতে পারতেন। এভাবে পড়লে মনে হয় কালো আলখাল্লা পরা লোক তৃতীয় কেউ। আরেকটা কথা, শেষ লাইনে হেডফোন কেন দরকার হইলো?

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

হইতেও তো পারে, আপনি আর আমি কতটুকুই বা জানি?

বানান সংশোধন আর উপদেশের জন্য ধন্যবাদ। পড়ার জন্য আরো বেশি ধন্যবাদ।

হেডফোন কেন দরকার হইলো এইটা আসলে নিজেও জানিনা। কেন জানি মাথার ভিতর ঘুরছিলো যে ঈশ্বর আর শয়তান দুইজন আসলে গায়েবি কেউ না, বড়জোর ভিনগ্রহের প্রাণী...

হাম্মাদ আলি

খেকশিয়াল এর ছবি

হাহাহা আমারো মাঝে মাঝে মনে হয় এরা হয়তো ভিনগ্রহী উন্নত কিছু , এক্সপেরিমেন্ট করতাছে আমাগো নিয়া!

আপনে হেডফোনের বদলে আরো একটু কাল্পনিক কিছু সাই ফাই ঢুকায়া দিলে ব্যাপারটা আরো ভাল ফুটতো। যাউকগা, লেখতে থাকেন হাত খুইলা! আরো কিছু ছাড়েন!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নীল রোদ্দুর এর ছবি

আমি যদি বলি, এই পৃথিবীরই কলোনিয়াল লর্ড! যেমন ইংরেজরা আমাদের প্রভু ছিল। তখন ঈশ্বরের ইচ্ছাই কিছু হত না, হত, কলোনিয়াল লর্ডের ইচ্ছাই। আর এই কলোনিয়াল লর্ডের কন্সেপ্ট নিয়েই দুনিয়ায় যত কাটাকাটি।.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

সুহান রিজওয়ান এর ছবি

বাহ !!! ভাল্লাগসে...

_________________________________________

সেরিওজা

মশাল [অতিথি] এর ছবি

চরম হতাসার কথা ভাইজান মন খারাপ

অতিথি লেখক এর ছবি

হতাশার কি দেখলেন? হয়তো ওই যুবকের আদি গ্রহই আমাদের স্বর্গ!

হাম্মাদ আলি

সাবিহ ওমর এর ছবি

ব্যাপক!!!

অতিথি লেখক এর ছবি

দারুণ লাগলো। দুর্দান্ত জেনেসিস।

সজল

অতিথি লেখক এর ছবি

পছন্দ হইছে। এই কনসেপ্টটা প্রায়ই আমার মনে হয়। বিশেষ করে 'মেন ইন ব্ল্যাক' দেখার পর থেকে, লাস্ট সিনে যেখানে ২টা এলিয়েন গ্যালাক্সিকে মার্বেল বানায় খেলতে থাকে।

অতিথি লেখক এর ছবি

পছন্দ হইছে। মাইক-হেডফোন লাগলো কেন? কারে শুনায় বলতেছে, কিছু তো তৈরিই হয় নাই। কমান্ড প্রম্পটে গিয়া টাইপ করলে কি কাজ হইত?
-শিশিরকণা-
(amihimi@gmail.com)

অতিথি লেখক এর ছবি

এইটা একটা কথা বললেন? হাজার হলেও ঈশ্বর, তার এইটা gui-based OS থাকবেনা?

আর কিছু "সে" তৈরি করেনাই, কিন্তু তার মানে তো আর এইনা যে কিছু ছিলনা। এই যেমন ধরেন শয়তান তো ঠিকই ছিল, এবং বয়সে ঈশ্বরের বড়ই ছিল মনে হচ্ছে!

অতিথি লেখক এর ছবি

বিয়াফক হইছে ভাইজান। চালায়া যান।

নবীন পাঠক

shahriarsajib@gmail.com

samiya  এর ছবি

and then Elohim said "Fiat Lux" instigate by Satan ... Josh hoise dost হাসি ... two thumbs up to you

samiya  এর ছবি

and the Elohim said "Fiat flux" instigated by Satan ... josh hoise dost ... Two thums up to you

পল্লব এর ছবি

কঠিন লাগল কনসেপ্টটা! চলুক এইরকম উলটাপালটা চিন্তা মজাই লাগে পড়তে। চালায়ে যান। আরও চাই এমন।

==========================
আবার তোরা মানুষ হ!

==========================
আবার তোরা মানুষ হ!

অতিথি লেখক এর ছবি

অনেক দিন পর উলটা পালটা গল্প পড়লাম। আমারো এই সব কন্সেপ্ট মজা লাগে।

অনন্ত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জটিল
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মজা লাগল। বিগ ব্যাং থিওরী পড়েছেন নিশ্চয়ই?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কনীনিকা এর ছবি

চ্রম! চ্রম!! চলুক

------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.

------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.

বোহেমিয়ান এর ছবি

হেহে!! ভালু তো!
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

দ্রোহী এর ছবি

কালো আলখেল্লাটা কে সেলাই করেছিল জানতে বড় ইচ্ছা হয়। আর যুবক ঈশ্বরের হেডফোনটা কি ফিলিপস কোম্পানির তৈরি নাকি বোস বাবুর কোম্পানির তৈরি তা জানতে পারলে ভাল হত। হো হো হো


কি মাঝি, ডরাইলা?

অতিথি লেখক এর ছবি

কালো আলখেল্লা শয়তানের বউ-এর সেলাই করা। সাথে ম্যাচিং মোজাও আসিলো দেঁতো হাসি

হেডফোনের ব্যাপারটা সঠিক জানিনা, পরেরবার দেখা হলে জিগামুনে।

হাম্মাদ আলি

দ্রোহী এর ছবি

আন্ডারওয়্যারের ব্যাপারটাও জিগাইতে ভুইলেন না বস। হো হো হো


কি মাঝি, ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি
শাহেনশাহ সিমন এর ছবি

'জেনেসিস' পড়তে বসলে আমি কয়েকটা জিনিস প্রত্যাশা করিঃ
১। পড়তে গিয়ে দাঁতকপাটি লেগে যেতে পারে
২। অনেকবার পড়তে হবে
৩ শেষবার পড়েও কিছু না বুঝে 'ধুর্বাল' বলে সাইন-আউট করবো

এটায় এগুলো হলো না বলে একটু ক্যামন্জানি লাগলো ইয়ে, মানে...
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।