এই ভাবেই ঘটে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৩/০৩/২০১১ - ১০:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কিছু ঘটার হলে নাকি এই ভাবেই ঘটে,
ক্যালেন্ডার সেদিন সাথে ছিলো না । দিন তারিখ কিংবা গাঙ্গ চিলের ছো নেয়া ঘড়িটাও উদাশ হয়ে বলেছিলো আর কি; হবে হয়তো শেষ রাত্তির । গল্পের মাঝে দিন তারিখ খুজে আর কি ইতিহাস লিখবে নাকি বাপু ? তাই মেনে নিয়ে বলে যাই তবে - কিছু ঘটার হলে নাকি এই ভাবেই ঘটে । কনে আঙ্গুলের পিঙ্গল আভায় তাকিয়ে ছিলো ছেলেটি তাতেই আলতা রংগা মেয়েটির গালে মেঘের ছোপ পড়তে পড়তে রোদ্দুর শাক্ষি ছিলো আর মেয়েটি বলেছিলো দেখো, এইবার আমাদের সব বদলে যাবে । ছেলেটির বিদ্যের দৌড় একাউন্টিং হলেও ডেবিট ক্রেডিট গুলে খেয়েছিলো পানকৌড়ির ছটফটে চোখের খয়েরী আভার মনি জোড়ার চাহনিতে । হিসেব নিকেসের নিকুচি করেই সে বলেছিলো বদলের মানে কি? ..... কিছু ঘটার হলে নাকি এই ভাবেই ঘটে । বাদুর বুকের ছোপ জড়ানো একাকী আড়িয়াল বিলের ভাঙ্গনের গান থেকে অবলীলায় মেয়েটি অপেক্ষায় থাকে ডালিম ফাটা রোদের ঝলমলে নিপাট ইস্তিরি ভাঙ্গা কড়কড়ে পাঞ্জাবী পরা দুপুরের । ভিজে খড়খড়ে হিম রাত্তির পানশালা ফেলে যুবকটিকেও দেখা যায় বেলফুল আর অর্কিডের চাষবাসে ।
কিছু ঘটার হলে নাকি এই ভাবেই ঘটে,

মেয়েটি ফাগুন আভায় ছেলেটি শরতের আকাশ উৎসবে মাতে বসন্ত গানে ।

ছবি: 
24/08/2007 - 2:03am

মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালো লাগলো।

অতিথি লেখক এর ছবি

লেখা বুঝি নাই। ছবিটা খুব ভালো লাগলো। -রু

প্রখর-রোদ্দুর এর ছবি

@ এস এম মাহবুব মুর্শেদ - কৃতজ্ঞতা

@ রু - ছবিটি সংগ্রহকৃত ।

- প্রখর

অতিথি লেখক এর ছবি

রু এর সাথে একমত। লেখার অনেকটা বুঝিনাই, তবে ছবি সেইরকম হইছে চলুক

অতীত

rahil_rohan এর ছবি

বাহ!

সাকিব ফারহান এর ছবি

বুঝলাম না জিনিসটা ইয়ে, মানে...

প্রখর-রোদ্দুর এর ছবি

আপনাদের তিন জনের আন্তরিকতার জন্যই ধন্যবাদ জানাচ্ছি । যেখানে লেখা পড়ার জন্যই কেউ আসে না অথাবা পড়লেও তা জানাবার জন্য মন্তব্যের মাঝে হাত দেয়ার আলসেমিতে না জানিয়েই চলে যায় সেই খানে আপনারা আন্তরিকতার চুড়ান্ত করলেন ।
না বুঝার কথা জানাতেও মন্তব্যের ঘরে আসার কষ্ট টুকুন এর জন্য কৃতজ্ঞতা না জানিয়ে পারলাম না ।

- প্রখর

প্রখর-রোদ্দুর এর ছবি

হাসি আন্তরিক কৃতজ্ঞতা আপনাদেরকে। মন্তব্যের খাতায় এসে জানিয়ে যাবার জন্য, যেখানে কেউ পড়ে বুঝে ভালো লাগলেও মন্তব্যের কষ্ট টুকু জানাতে কার্পন্য করেন । হাসি

তিথীডোর এর ছবি

ছবিটা সুন্দর! হাসি
বানানে একটু নজর দিন।
লেখা চলুক। চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

প্রখর-রোদ্দুর এর ছবি

মন্তব্যকারী প্রত্যেককেই আমার পক্ষথেকে আন্তরিক কৃতজ্ঞতা । আমার আবোল তাবল লেখার পাতায় আপনাদের সরব উপস্থিতি অনেক উৎসাহ ও প্রেরণা যুগিয়েছে ।
@তিথীডোর - আপনার উৎসাহ আমাকে অনেক ভালোলাগা দিলো । বানানের ব্যাপারে চেষ্টা থাকবে নিশ্চই ।

@রোমেল চৌধুরী - আপনার উপলব্ধি আমাকে একটি নতুন তথ্য দিলো আমার লেখার সম্মোহনী শক্তির কথাটি আমার জানা ছিলো আবার হয়তো ছিলোও না, তবু নতুন করে শুনতে ভালো লেগেছে বৈকি ।

@সুলতানা পারভীন শিমুল - ভালো লাগা শব্দটি শুনতেই ভালো সে যেই কারনেই হোক । লেখা অথবা ছবি, ছবিটি সংগ্রহকৃত নেটে থেকে, কাজেই জানানোর উপায় থাকুন বা না থাকুক ভালো লাগার অংশিদার ছবির সাথে সংস্লিষ্ট সবাই ।

@অনার্য সঙ্গীত - ছবিটি কোন একদিন কোথাও দেখে তুলে রেখেছিলাম ভালো লাগার কারনেই । আর আর সূত্র মনে নেই তবে মন্তব্যের ঘরে সকলে আমাকে এই ছবির সূত্র যোগ না করতে পারার অপারগতা টি পুষিয়ে দিলেন বলে কৃতজ্ঞতা জানাচ্ছি । আপনাদের সবার লেখাই পড়া হয় অনেক দিন ধরেই । হয়তো আপনাদের এই উৎসাহ আমাকেও আবোল তাবোল কিছু বলিয়ে নিতে টেনে আনবে ।

@মুস্তাফিজ - সকলে আপনার তথ্য সংযোজন টি দেখবেন আশা করছি । কৃতজ্ঞতা আপনাকে ।

@সবুজ পাহাড়ের রাজা - কৃতজ্ঞতা ।

@ মেহবুবা জুবায়ের - ধন্যবাদ আপনাকে ।

@আনন্দী কল্যাণ - কৃতজ্ঞতা আপনাকে ।

@একজন পাঠক - ধন্যবাদ আপনার মনোযোগের জন্য ।

@ফাহিম হাসান- অনেক ধন্যবাদ । আপনার তথ্যটি উদ্ধৃত হলো ।

@ধুসর গোধূলি - আপনার উপস্থিতি ও তথ্য আমার এই লেখাটিকে অনেক তথ্য বহুল ও পরিপূরক করেছে । কৃতজ্ঞতা আপনাকে ।

@guest writer rajkonya - অনেক অনেক কৃতজ্ঞতা ।

সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি মন্তব্যের জবাব সবাইকে এক পাতাতেই দিলাম বলে । আমি নতুন , তেমন কিছুই জানিনা তার উপরে জবাবের ঘরে ক্লিক করলেই পেইজ উধাও হয়ে যাচ্ছে । কোথা থেকে কি হয় তাও বুঝতে কিছুটা সময় লাগবে বইকি ।
তদুপরি আপনাদের এই সাথে থাকা আমার কাছে অনেক বেশি প্রাপ্যতার পরিমাপক ।
তাই কৃতজ্ঞতা জানাতেই এই অবতারনা ।
আমাদের আগামী হোক আলোর পথে, রোদ্দুর গানে .....

রোমেল চৌধুরী এর ছবি

লেখাটায় একটা সম্মোহনী শক্তি আছে। বার বার পড়তে অনুপ্রাণিত করে। ভালো লেগেছে!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

লেখা ভালো লাগসে।
ছবিটা তারচে আরেকটু বেশি... খাইছে

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অনার্য সঙ্গীত এর ছবি

লেখা ভালো লেগেছে।

ছবিটা কোথায় যেন দেখেছি। সংগৃহীত ছবি হলে সূত্র যোগ করে দিন। হাসি

আরো লেখা পড়ার অপেক্ষায় রইলাম।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মুস্তাফিজ এর ছবি

আবোল তাবোল লেখা ভালো লেগেছে।

বুড়িগঙ্গায় পারাপারের ছবির মালিককে চিনি, অনুমতি নিয়ে থাকলে নামটা জুড়ে দিন, সংগৃহিত বলে এত সুন্দর একটা ছবির স্রষ্টাকে কৃতজ্ঞতা জানানো থেকে বঞ্চিত করবেন কেনো?

...........................
Every Picture Tells a Story

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ভালো লাগলো।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ভালো লাগলো।

মেহবুবা জুবায়ের এর ছবি

ছবিটা সুন্দর!

--------------------------------------------------------------------------------

আনন্দী কল্যাণ এর ছবি

ভাল লাগল লেখা, ছবি দুটোই।

একজন পাঠক এর ছবি

লেখাটা বুঝলাম বলে মনে হচ্ছেনা চিন্তিত
ছবিটা দারূণ।

রব

ফাহিম হাসান এর ছবি

ফটোগ্রাফারের নাম মনিরুজ্জামান। নামটা পোস্টে উল্লেখ করে দিতে পারেন।

শুভেচ্ছা।

ধুসর গোধূলি এর ছবি

ছবিটা ক্রিকইনফো'র ট্রাভেল ঢাকা সেকশনে দেখেছিলাম। এখন আবার চেক করে দেখলাম, কপিরাইট দেখাচ্ছে এএফপি'র।

লেখাটা পার্ফেক্ট 'আবোল তাবোল' হয়েছে। হাসি

guest writer rajkonya এর ছবি

কবিতাটা সুন্দর।
ছবিতাটা আরো সুন্দর। হাসি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ছবিটা তো সেরাম!!! আপনার তোলা?

লেখাটা কী পদ্য? দেখুনতো এভাবে হলে কেমন হতো -

কিছু ঘটার হলে নাকি এই ভাবেই ঘটে,
ক্যালেন্ডার সেদিন সাথে ছিলো না ।
দিন তারিখ কিংবা গাঙ্গ চিলের ছো নেয়া ঘড়িটাও
উদাশ হয়ে বলেছিলো আর কি; হবে হয়তো শেষ রাত্তির ।
গল্পের মাঝে দিন তারিখ খুজে
আর কি ইতিহাস লিখবে নাকি বাপু ?
তাই মেনে নিয়ে বলে যাই তবে -
কিছু ঘটার হলে নাকি এই ভাবেই ঘটে ।

কনে আঙ্গুলের পিঙ্গল আভায়
তাকিয়ে ছিলো ছেলেটি
তাতেই আলতা রংগা মেয়েটির গালে
মেঘের ছোপ পড়তে পড়তে রোদ্দুর সাক্ষি ছিলো
আর মেয়েটি বলেছিলো
দেখো, এইবার আমাদের সব বদলে যাবে ।
ছেলেটির বিদ্যের দৌড় একাউন্টিং হলেও
ডেবিট ক্রেডিট গুলে খেয়েছিলো
পানকৌড়ির ছটফটে চোখের খয়েরী আভার মনি জোড়ার চাহনিতে ।
হিসেব নিকেশের নিকুচি করেই সে বলেছিলো
বদলের মানে কি?
.....
কিছু ঘটার হলে নাকি এই ভাবেই ঘটে ।

____________________________

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।