সুখের বিরক্তি...

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৪/০৪/২০১১ - ৫:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ধরো, আমার সাথে তোমার আজই শেষ দেখা?
- তাহলে জোছনার জল ভেঙ্গে বৃষ্টি নামবেনা পৃথিবীর কোনো বরষায়, মাটির শরীরে থাকবেনা আবাদের মাঠ অথবা বিপনী বিতানে কোনো চোখ জুড়ানো পন্য।

যদি ফিরিয়ে দিতে বলি ভবঘুরে বিকেল?
- বইবেনা যুগল নদী মনি-মালা। বাঁশি বাজবেনা চন্দ্রস্নাত এই শহরে।

মনে করো, এখানেই থেমে গেল আমাদের হেঁটে চলা?
- কবিতার স্বচ্ছ ডানা আমি ভেঙ্গে দেব খানখান, তাতে বিরক্ত হবেন স্বয়ং ঈশ্বর।

যদি বেঁধে ফেলি কথার পেখম?
- দোকানীরা তাদের সংগ্রহে রাখবেনা লাল টিপ, বেলজিয়ামের আয়নায় সাজবেনা পৃথিবীর কোনো প্রেমিকা।

যদি তোমাকে না দেই আর একটিও চুম্বন?
- আমি আকাশের ডালপালা ছেঁটে দেব, রংধনুকে ঝুলিয়ে রাখবো গৃহস্থের ঘরে বেনী বাঁধা সুতোর মতো। নাগরিক নরকে ফুটবেনা বকুল পলাশ। পথে জ্বলবেনা এক বিন্দু আলো। ভুতুরে নগরে হব ঈশ্বরের প্রতিবেশী।

যদি জিজ্ঞেস করি সাগর না পাহাড়?
- আমি বলব দুটোই, কখনো তোমায় পেতে দেব সূর্য বিছানা, কখনো তোমার চুলের তুলিতে আঁকব পাহাড়ী মেডলা।

-------------
নুশান


মন্তব্য

তিথীডোর এর ছবি

সুন্দর। চলুক

কখনো তোমার চুলের তুলিতে আঁকব পাহাড়ী মেডলা।

'মেডলা' মানে? ঠিক বুঝলাম না। ইয়ে, মানে...

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
মেডলা - এক ধরনের পাহাড়ি ফুল।

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মেডলা- এক ধরনের পাহাড়ি ফুল।

অছ্যুৎ বলাই এর ছবি

কথাগুলো স্ট্রং। ভালো লাগলো।
তবে ঈশ্বর ব্যাটায় মনে হয় কবিতা-টবিতা নিয়ে মাথা ঘামায় না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।
হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালো লেগেছে।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ হাসি

আনন্দী কল্যাণ এর ছবি

ভাল লাগল হাসি

অতিথি লেখক এর ছবি

ভাল হয়েছে বলে ভাল লাগলো !
গুল্লা সাঃ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভালো লাগলো।
ঠিক মনে পড়ছে না, তবে পরিচিত কোনো কবিতার আদল পেলাম যেন...
আপনার নামটা সুন্দর, নুশান। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

সেটাই, আমার নিজেরো কেমন মনে হচ্ছিল পরিচিত পরিচিত...
প্রেমের আলাপ চারিতা গুলো বেশ একটু পরিচিতই লাগে... চোখ টিপি

--- নুশান

অতিথি লেখক এর ছবি

অসাধারণ তুলনা চলুক চলুক চলুক

অতীত

সৈয়দ আফসার এর ছবি

ভালো লাগল।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো

______________________________________
পথই আমার পথের আড়াল

guest_writer এর ছবি

সেই যে কে কবে বলেছিল, "ভাল লাগলো"...তার চেয়েও একটু বেশি ভাল লাগলো...
-অস্পৃশ্য হাসি

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো , শেয়ার করলাম ....

-অর্ফিয়াস

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।
সবাইকে অনেক ধন্যবাদ... হাসি

--- নুশান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।