একটু স্বস্তি ও রোমান্টিকতা : বর্ষাকে বাঙালির স্বাগতম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৮/০৬/২০১১ - ১২:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশ বহুরূপী ছয় ঋতুর এক অপার প্রাকৃতিক সৌন্দর্যমন্ডলীত দেশ। বর্ষাকাল, আষাড় ও শ্রাবনের সমন্বয় তার একটি রূপ | দীর্ঘ ভ্যাপসা গরমের পর একটু স্বস্তি, শান্তি ও রোমান্টিকতা নিয়ে আসে বাংলার মাটিতে রিম ঝিম অঝর ধারা হয়ে | যার স্থায়ীত্ব হয় জুন মাসের মাঝামাঝি থেকে মধ্য সেপ্টেম্বর অব্দি | এই সময় গগন জুড়ে ঘন কালো মেঘের সমাবেশ, প্রায়শই সূর্যের দেখা না পাওয়া, দমকা বাতাস, বজ্র সহ বিদ্যুত চমকানি, জলাশয়-নদীগুলো প্রভৃতির কানায় কানায় থৈ থৈ জলে পূর্ণতা - বাংলার ঋতুর বৈশিষ্ট্যের অন্যতম | দক্ষিন-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট অগাধ বাষ্পজনিত কারনে আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে |

বাঙালির ঐতিহ্যে, জীবনে বর্ষার একটি বিশেষ আবেদন রয়েছে যেটা এখন বাংলার সাধারণ ঘরে ঘরে পালিত হচ্ছে | আর তাই দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো ১৫ই জুন (বাংলা বর্ষপঞ্জি অনুসারে পহেলা আষাড়) দেশব্যাপী বর্ষাকে বরণ করতে মনোজ্ঞ কিছু অনুষ্ঠানের আয়োজন করে | তারমধ্যে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ঢাকা শহরজুড়ে নীল আর সাদা রঙের সংমিশ্রণে বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ চত্বরে উদীচীর পরিবেশনাটি ছিল প্রানবন্ত | বর্নাঢ্য এই অনুষ্ঠানটির প্রধান আকর্ষণ ছিল কবি গুরু, বিদ্রোহী কবি, ডি এল রায় রচিত আধুনিক ও লোকগাথা সমন্বয়ে বর্ষাসঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন |


মন্তব্য

কৌস্তুভ এর ছবি

কী বলি... প্রথমেই তো দেখছি লেখকের নাম নেই! মডুরা শুনছিলাম আরো কঠোর হচ্ছেন...

প্রথম প্যারাটা দেখে মনে হল মাধ্যমিকের বাংলা নোটবইয়ের কোনো লেখা পড়ছি। আর দ্বিতীয়টা মনে হল সংবাদপত্রের 'আজকের অনুষ্ঠান' কলামের একটা পরিচ্ছেদ দেখছি। আর 'আষাড়' ইত্যাদি বানান নিয়ে তো...

পাগল মন এর ছবি

লেখকের নাম নেই আর পড়ে মনে হল ছোট বেলার বাংলা বইয়ের বর্ণনা পড়ছি।
তবে হতাশ হবেন না, লেখা জারি থাকুক।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

ফাহিম হাসান এর ছবি

আরেকটু যত্ন নিয়ে ভাই। ছবিটা কি আপনার তোলা? দারুণ ছবি।

ইভানুশ্কা এর ছবি

ব্লগে নবীন হিসেবে অতি সাদামাটা প্রকাশ স্বীকার করছি | অনিচ্ছাকৃত বানান ভুলের জন্য দুঃখিত | ছবিটি নেট থেকে নেয়া | তাই সহযোগিতা একান্ত কাম্য | মতামতের জন্য ধন্যবাদ |

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।