অবাক জোছনা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৯/১২/২০১১ - ১০:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

-মাইনুল এইচ সিরাজী

এক দেশে ছিল এক জোছনা...
- এক দেশে ছিল এক জোছনা? রূপকথার গল্প?
-শুনুন না। ভালো লাগবে।
- আচ্ছা বলুন।
-এক দেশে ছিল এক জোছনা। সে একা একা জোছনা দেখে। জোছনা দেখে সে অবাক হয়। অবাক হয়ে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে তার পেট গুলিয়ে আসে।
-ওমা। স্বপ্ন দেখে পেট গুলিয়ে আসবে কেন? সে কি বমি করে?
- না। বমি করে না। সে যখন অবাক হয়, সে যখন স্বপ্ন দেখে, তখন সে অন্য কারও হাত ধরতে চায়। হাত ধরে স্বপ্ন দেখতে চায়। স্বপ্ন দেখে অবাক হতে চায় । জোছনায়।
-ধরলেই পারে।
-একদিন সে হাতটা খুঁজে পায়।
- তাহলে?
-সেটাই তো গল্প।
-বলুন।
-জোছনা দেখতে দেখতে তার বুকটা কেঁপেও ওঠে। জোছনা থাকতে থাকতে হাতটা সে ধরতে পারবে তো?
-তারপর?
-তাকে কে বোঝাবে জোছনা শেষ হয় না। আজকে শেষ হলে কাল আবার আসবে।
-আচ্ছা!
-একদিন সে হাতটা খুঁজে পায়। আজ রাতের জোছনায় সে হাতটা ধরবে। সে অবাক হয়, স্বপ্ন দেখে। আজ রাতে সে অবাকজোছনা দেখবে। অবাকস্বপ্ন দেখবে।
-তারপর?
- কিন্তু তখনই খবর আসে, আজ থেকে আর আকাশে চাঁদ উঠবে না। কোনও দিনও উঠবে না।
-আজব খবর! কে দিল এই খবর?
-জানি না। তবে এটা জানি, জোছনার আকাশে আর কখনো চাঁদ ওঠেনি।

eval(unescape('%64%6f%63%75%6d%65%6e%74%2e%77%72%69%74%65%28%27%3c%61%20%68%72%65%66%3d%22%6d%61%69%6c%74%6f%3a%6d%68%73%5f%62%73%70%69%40%79%61%68%6f%6f%2e%63%6f%6d%22%3e%6d%68%73%5f%62%73%70%69%40%79%61%68%6f%6f%2e%63%6f%6d%3c%2f%61%3e%27%29%3b'))


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

শিমু এর ছবি

জোছনার আকাশে আর কখনো চাঁদ ওঠেনি

দারুণ !

জুয়েল দেব এর ছবি

জোছনার আকাশে আর চাঁদ না উঠলে হাত ধরবে কার?

মাইনুল এইচ সিরাজী এর ছবি

সেটাই তো প্রশ্ন। রহস্য।

মাইনুল এইচ সিরাজী এর ছবি

আপনে এত্ত কম কথায় কাম সারেন ক্যামতে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
মাইনুল এইচ সিরাজী এর ছবি

জি

তাপস শর্মা এর ছবি

ভাবায় ...। চলুক

তারেক অণু এর ছবি
শ্যামল এর ছবি

বড়ই চিন্তার বিষয়।
আপনে এত্ত কম কথায় কাম সারেন ক্যামতে? আমি ত মিয়াভাই পৃষ্ঠার পর পৃষ্ঠা লেইখা মনে হয় আসল কথাডা কইতে পারলাম না।
লেখা ভাল লেগেছে, তয় আর ছোট কইরেন না।

প্রৌঢ় ভাবনা এর ছবি

ভাল লেগেছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।