আর না

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২১/১২/২০১১ - ১০:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রতিদিন গুম খুন ব্যথা লাগে কার না?
বাধাহীন সন্ত্রাস আর না আর না ।
রাষ্ট্রটি পেয়েছি যুদ্ধে ও রক্তে
তবু কেন হাহাকার শুনি প্রতি ওক্তে।
রাজনীতিবিদ যত বাটপার ভণ্ড
দুর্নীতি ক্ষমতার মোহে তারা অন্ধ।
সুখ নেই কথাতে সুখ নেই কাব্যে
সুখ আছে কর্মে, সামাজিক সাম্যে।


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

বস। ছড়া তো লেখলেন, কিন্তু নাম কই ?

মোটামোটি লেগেছে। আকারে আরও বড় হওয়া প্রয়োজন নয় কী ?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভাল্লাগছে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

রাজনীতিবিদ যত বাটপার ভণ্ড

একটা বড় অংশ রাজনীতিবিদ বাটপার-ভণ্ড সে'কথা সত্য। তবে কথা হচ্ছে কী - রাজনীতিবিদদের কাজটা অন্যদের দিয়ে হবে না। উত্তর পাড়া থেকে কতবার কতজনই তো এলো, চল্লিশ বছরের মধ্যে সতর-আঠারো বছর তো তারাই দেশ চালালো। দেশের বারোটা যা বাজার সেই সময়েই বেজে গেলো। রাজনীতিকে বেচা-কেনার হাট তারাই বানালো, দুর্নীতির নানা রকম-ফের তারাই চালু করলো। কই উঠতে-বসতে কেউ তো তাদের বাটপার-ভণ্ড বলে না। সত্য কথাটা যারা চেপে যায় তারা নিজেরা আসলে কী?

সুখ নেই কথাতে সুখ নেই কাব্যে

'কথা' মানে হচ্ছে আলোচনা - বকর বকর নয়। ঠিক আলোচনাটা না হলে কোন কর্মই সাধিত হবেনা। যা হবে সেটা অকর্ম। 'কাব্য' মানে হচ্ছে সৃজনশীলতার চর্চ্চা। খোদ কবিতার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে কেউ যে কবিতার তথা সৃজনশীলতার বিরোধীতা করতে পারে সেটা এই প্রথম দেখলাম। স্ববিরোধীতা বুঝি এটাকেই বলে।

অটঃ লেখকের নামবিহীন পোস্ট দেখলে বিরক্ত লাগে। যারা নিজেদের নাম দেবার প্রয়োজন বোধ করেন না, তাদের লেখা প্রকাশিত হবার দরকার কী? এটি পাঠকের প্রতি লেখকের অবজ্ঞার প্রকাশ। যারা বলেন, "কৈ নাম লেক্তে হৈবো বুঝতারিনাই" - তারাও পক্ষান্তরে পাঠকের প্রতি এক ধরনের অবজ্ঞাই প্রকাশ করেন। তারা এতো বড় একটা লেখা পোস্ট করতে পারেন আর উপরে বা নিচে নিজের নামটা লিখতে পারেন না!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

Sohel H Rahman এর ছবি

Yes I have answer. But I am far away from my pc. Bangla typing is not available in my cell phone. I will be right back after twodays. Thanks everybody.

রোমেল চৌধুরী এর ছবি

তবে কথা হচ্ছে কী - রাজনীতিবিদদের কাজটা অন্যদের দিয়ে হবে না। উত্তর পাড়া থেকে কতবার কতজনই তো এলো, চল্লিশ বছরের মধ্যে সতর-আঠারো বছর তো তারাই দেশ চালালো। দেশের বারোটা যা বাজার সেই সময়েই বেজে গেলো।

চরম সহমত!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

শামীমা রিমা এর ছবি

ভালো লেগেছে।

সোহেল এইচ রহমান এর ছবি

সবাইকে ধন্যবাদ। জবাব লিখেরাখলেও পোস্ট করতে পারছিনা। দুঃখজনক।দুঃখিত।

shamim khan এর ছবি

উপভোগ করলাম। (সচলে এত ভাল ভাল ছড়াকার, হায়, এত দিন কোথায় ছিলাম।)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।