এক মুঠো সোনালি জরি

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: রবি, ১৫/০৪/২০১২ - ৮:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক মুঠো সোনালি জরি
_____________________

মেঘের কাছে চিঠি দিও

অম্লভাব চোখের জমিনের কোমল ছোঁয়ায়
লবন শুষে নাও অমল রুমাল

হাওয়ায় উড়িয়ে দাও মলিন মখমল। মল বাজাও । মল জড়ানো
ভেজা পায়ে গোলাপের ঘ্রান জড়িয়ে নাও

যে চুড়ি বাজে না, শুধু কাঁচ হোক
ছড়িয়ে দাও শস্য ক্ষেতে

কিছু দানা হোক, কিছু দেনা হোক
অসময়ের খামে।

মেঘের কাছে চিঠি দিও
আজ সারাদিন পাখিদের স্নান -

আমরা দুজন শুধু বারান্দা!

লেখক: ক্রেসিডা


মন্তব্য

ইশতিয়াক এর ছবি

মেঘের কাছে চিঠি দিও। সে নিশ্চয়ই নির্বাসিত যক্ষের খোঁজ প্রিয়ার কাছে পৌছে দিবে। একদম যেন কালিদাসের মহাকাব্য মেঘদূত।

চোখের পানির পি.এইচ কিন্তু ৭.৪। মানে ক্ষার।

cresida এর ছবি

ধন্যবাদ। প্রিক্সেলের কাছে যে পি.এইচ মার খেয়ে যাচ্ছে।

ভালো থাকবেন।

ক্রেসিডা

কাজি মামুন এর ছবি

কিছু দানা হোক, কিছু দেনা হোক
অসময়ের খামে

ভাল লেগেছে! চলুক

তাপস শর্মা এর ছবি
কর্ণজয় এর ছবি

দুইটি অসাধারন চিন্তাদৃশ্য :

যে চুড়ি বাজে না, শুধু কাঁচ হোক
ছড়িয়ে দাও শস্য ক্ষেতে

কিছু দানা হোক, কিছু দেনা হোক
অসময়ের খামে।

তিনটি ভাল দশ্যকাব্য

হাওয়ায় উড়িয়ে দাও মলিন মখমল। মল বাজাও । মল জড়ানো
ভেজা পায়ে গোলাপের ঘ্রান জড়িয়ে নাও

অম্লভাব চোখের জমিনের কোমল ছোঁয়ায়
লবন শুষে নাও অমল রুমাল

মেঘের কাছে চিঠি দিও
আজ সারাদিন পাখিদের স্নান -

একটি অনন্যসাধারন পরিসমাপ্তি যার কোন শেষ নেই ।।।

আমরা দুজন শুধু বারান্দা!

থমকে দেয়া শিরোনাম

এক মুঠো সোনালি জরি

cresida এর ছবি

ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকা হোক।

ক্রেসিডা

মৃত্যুময় ঈষৎ(অফ্লাইন) এর ছবি

খুব সুন্দর।

cresida এর ছবি

ধন্যবাদ।

ক্রেসিডা

অতিথি লেখক এর ছবি

অনেক ভালো লেগেছে।

-শশী হিমু

cresida এর ছবি

ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

ক্রেসিডা

সুমিমা ইয়াসমিন এর ছবি

হাওয়ায় উড়িয়ে দাও মলিন মখমল। মল বাজাও । মল জড়ানো
ভেজা পায়ে গোলাপের ঘ্রান জড়িয়ে নাও

ভালো লেগেছে। চলুক

cresida এর ছবি

আপনার ভালোলাগা আমারও ভালোলাগা।

ধন্যবাদ। ভালো থাকবেন।

ক্রেসিডা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভেজা ভেজা একটা কবিতা।
ভীষণ ভালো লাগলো। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

cresida এর ছবি

কবে যে রোদ আসবে! কিডিং!!

ভালো থাকবেন। ধন্যবাদ জানবেন পড়ার জন্যে।

ক্রেসিডা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাহাহা
রোদ কি আর সবসময় ভালো লাগে, মশাই!
বৃষ্টিতে বরং অভক্তি নেই। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

cresida এর ছবি

হ্যাঙারে শুকানো কষ্টগুলোর জন্যে রোদ্দুর তো লাগেই। সময়ের তাপে যখন কিচ্ছুই শুকায় না।

বাই দ্য ওয়ে, ক্রেসিডা নামটি কি কোন জেন্ডার ইন্ডিকেট করে? জাষ্ট জানার ইচ্ছে, কোন কারনে মশাই ডাকলেন। ভাগ্যিস, "ই" টা মিসিং না!!

ক্রেসিডা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হ্যাঙারে শুকানো কষ্টগুলোর জন্যে রোদ্দুর তো লাগেই। সময়ের তাপে যখন কিচ্ছুই শুকায় না--
চমৎকার করে বললেন তো!

ক্রেসিডা নামটা ফেমিনিন জেন্ডার ইন্ডিকেট করলেও আমার কেন যেন মনে হয়েছে, এই নিকের পেছনের মানুষটা হয়তো মেয়ে নয়। কেন মনে হয়েছে, তা বলতে পারবো না।
ভুল করলাম? ইয়ে, মানে...

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

cresida এর ছবি

নাহ্ ভুল করবেন কেন? আপনারা অভিজ্ঞ ব্যক্তি। ভুল হবার প্রশ্নই ওঠে না।

নজমুল আলবাব এর ছবি

ক্রেসিডা, দ্রুত রেগে যান নাকি আপনি?

cresida এর ছবি

নজমুল@ দ্রুত রেগে যাই। কিন্তু অনলাইনে সেটা কখনই প্রকাশ করি না। উপরের কথায় কি কোথাও তার আঁচ ছিল? থাকলে ভুল ভেবেছেন॥ ইমো দিতে পারি না যে!! ওটাকে স্বাভাবিক খুনসুটি হিসেবে নিন না!

ক্রেসিডা

cresida এর ছবি

অলসো, আমার মনে হয় না, শিমুল আপুর কাছে ব্যাপার রাগ প্রকাশ মনে হয়েছে! এনিওয়ে

ক্রেসিডা

তানিম এহসান এর ছবি

কয়েকবার পড়লাম, আপনার নিজস্ব একটা স্টাইল আছে, ভালো লাগলো। শুভেচ্ছা,

cresida এর ছবি

ধন্যবাদ তানিম ভাই।

ভালো থাকবেন।

ক্রেসিডা

নজমুল আলবাব এর ছবি

অনেক ভালো লাগলো কবিতাটা।

cresida এর ছবি

ধন্যবাদ আপনাকে

ক্রেসিডা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।