স্মৃতিতে একাত্তর- ছবি ব্লগ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২৯/০৭/২০১৩ - ১০:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে গেছে সোই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?
বাতাসে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ।( রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ)

মুক্তিযুদ্ধের ওপর একটি ক্ষুদ্র ছবি ব্লগ।

এক বীর যোদ্ধা আরেক আহত বীর যোদ্ধাকে কাধে করে নিয়ে যাচ্ছে।


৪ লক্ষ্য বীরাঙ্গনার একজন যে নিজের সম্ভ্রম হারিয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে


দুই বীর মুক্তিযোদ্ধা, কচুরিপানা দিয়ে ঢেকে বাক্সে করে গ্রেনেড নিয়ে যাচ্ছে


যশরে দুই ছেলে রকেট বম্ব এর মাঝখানে দাড়িয়ে


মিলিটারি আক্রমনের পর, চৌগাছা, যশোর


মুক্তি সেনানিদের খণ্ড চিত্র


রায়েরবাজারে প্রখ্যাত চিকিৎসক ডক্টর ফযলে রাব্বির মৃত দেহ


ঢাকায় মুক্তিযোদ্ধাদের অ্যামবুশ গ্রহন


বন্দুক হাতে এক মা তার সন্তানদের সাথে

১০
মুক্তিযোদ্ধাদের হাতে আটককৃত দুই পাক সেনা

১১
ঢাকার পথে ইন্ডিয়ান আর্মির T-55 ট্যাংক

১২
পাকিস্তানের ৯ম ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আনসারি আত্মসমর্পণ করছেন ইন্ডিয়ার ৪র্থ ডিভিশনের মেজর জেনারেল এম এস ব্রার এর কাছে

১৩
মাঝখানের এই যোদ্ধাটাকে নিয়ে কিছুই বলার নাই- ৯ নং সেক্টর

১৪
সৎকারের জন্যে নিয়ে যাওয়া হচ্ছে মৃত দেহগুলোকে

১৫
পাকিস্তানি আর্মির অত্যাচারের পর

১৬
মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়া কিছু রাজাকার ও আল বদর

১৭
সারেন্ডার করতে যাচ্ছে জেনারেল এ এ কে পিয়াজি

১৮
দুই শিশুর মরদেহ

১৯
মুক্তিযুদ্ধে অংশগ্রহনের পূর্বে বাবার দোয়া নিচ্ছেন এক যোদ্ধা

২০
যশোর মুক্তিতে মানুষের ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ এক যোদ্ধা

২১
ট্রেইনিং ক্যাম্পে বম্প তৈরির প্রশিক্ষন দেয়া হচ্ছে

২২
শাঁখারিবাজারে দুই মুক্তিযোদ্ধা

২৩
নদীতে ভেসে আসা লাশ

২৪
মুক্তিবাহিনীর হাতে ধৃত এক রাজাকার

২৫
নভেম্বর ২২, ১৯৭১: সাতক্ষিরা, ৯নং সেক্টরের দেবহাটা গ্রাম; মুক্তিযোদ্ধারা সাতক্ষিরা শহরে আক্রমনের প্রস্তুতি গ্রহণ করতেছে

২৬
১৮ই জানুয়ারী ১৯৭০: পল্টন ময়দানে জামাতে ইসলামীর মিটিং জনগনের স্বতস্ফুর্ত অগ্নিসংযোগ

২৭
অসহযোগ আন্দোলন ১৯৭১ মার্চ

২৮
হতভাগ্য কোন এক বাঙ্গালির লাশ

২৯
ইন্ডিয়ার পথে অসহায় বাংলাদেশী শরণার্থী - লাকসাম, কুমিল্লা এপ্রিল ১৯৭১

৩০
মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় ২জন সাধারন মানুষকে রাজাকার কর্তৃক জনসম্মুখে অপমানের চিত্র - লালবাগ , ঢাকা

৩১
৬ই ডিসেম্বর, ১৯৭১ - ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, এ উপলক্ষে কলকাতায় অবস্থানরত বাংলাদেশীরা এক বিজয় মিছিল বের করে।

৩২
রায়েরবাজার বধ্যভূমি- ডিসেম্বর ১৯৭১

৩৩
কেন্দ্রীয় শহীদ মিনারে পরাধীন বাংলাদেশের শেষ ২১শে ফেব্রুয়ারি উদযাপন

৩৪
যশোর ফুড গার্ডেনে এক বাঙালির মৃতদেহ

৩৫
এক নিরস্ত্র বাঙ্গালিকে প্রহার করছে এক পাকিস্তানি সৈন্য

৩৬
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদির তীরে এক বাঙ্গালির দেহাবশেষ

৩৭
নিহত বুদ্ধিজীবী- রায়েরবাজার বদ্ধভুমি

৩৮
নিউ ইয়র্কে বাংলাদেশের জন্যে আয়োজিত এক কনসার্টে জর্জ হ্যারিসন

৩৯
১৮ই ডিসেম্বর- রায়েরবাজার বধ্যভুমিতে বুদ্ধিজীবীদের মৃতদেহ

৪০
রিফিউজি ক্যাম্পে খাদ্যের অপেক্ষায়

৪১
ইন্ডিয়ার পথে অসহায় বাংলাদেশী শরণার্থী - লাকসাম, কুমিল্লা এপ্রিল ১৯৭১

৪২
শরণার্থী শিবিরে

৪৩
সোনার বাংলা শ্মশান কেন?- বৈষম্য

কৃতজ্ঞতা ও সংগ্রহঃ

শিশির
টুটুল


পিকচারওয়ার্ল্ড

যেনসাইডবাংলাদেশ

* All images are copyrighted to their respectful photographers.


মন্তব্য

তারেক অণু এর ছবি

৩ এবং ৪ নং একই ছবি এসেছে। অসামান্য আলোকচিত্রগুলোর ফটোগ্রাফারদের নাম আলাদা আলাদা ভাবে উল্লেখ করলে ভাল হত। এবং সেই সাথে তথ্যসূত্র

অতিথি লেখক এর ছবি

সম্পাদনা করতে পারছি না ভাই, এর জন্যে দুঃখিত মন খারাপ

সৌ রভ

অতিথি লেখক এর ছবি

পিয়াজি নামটা দেখে চরমপত্রের কথা মনে পড়ল। ভালো লাগলো তবে আরো তথ্য বিশেষত উপরে তারেক অনু যেমন বলেছেন আলোকচিত্রিদের নাম সংযোগ করতে পারলে ভালো হতো। কিছু বর্ণনা পোস্টটাকে আরো ঋদ্ধ করতো নিসন্দেহে।

স্বয়ম

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ মতামতের জন্যে

সৌ রভ

আয়নামতি এর ছবি

এসব ছবি যতবারই দেখি অসহায় অপরাধবোধ ঘিরে ধরে। মন খারাপ

মুক্তিযুদ্ধের এসব ছবি, ভিডিও নিজের ব্যক্তিগত সংগ্রহে রাখা দরকার।
যা দেখছি চারপাশে। দু'দিন পর হয়ত এসব খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে।
এমন প্রামাণ্য দলিলে বানানের ব্যাপারে যত্নশীল হওয়াটা প্রয়োজন।

অতিথি লেখক এর ছবি

যেভাবে ইতিহাস বিকৃত হওয়া শুরু হইছে আপনার কথা সত্য হইতেও আর বেশি দেরি নাই

সৌ রভ

অতিথি লেখক এর ছবি

উপরের সবকটি মন্তব্যর সাথে পূর্ণ সহমত
- একলহমা

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক
মুক্তিযুদ্ধ নিয়ে পোস্ট সদাই কাম্য
তবে, টাইপো একটু কম হলে আরো ভালো হত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

মতামতের জন্যে ধন্যবাদ

সৌ রভ

সাত্যকি এর ছবি

বারবার স্তব্ধ হতে হয় দেখে !

রাত-প্রহরী এর ছবি

এসব ছবি, আসল তথ্যের বদলে বারবার আমাদের সামনে এসেছে ৭ই মার্চ আর ২৬শে মার্চ।
সঙ্গে কিছু ঘেয়ো সারমেয়দের কামড়া কামড়ি। ইতিহাসের এইসব মহামানবদের আত্মত্যাগ কে একপাশে সরিয়ে এই সারমেয়দের দল শুধু নিজের কথাই ভাবে এখন।
এদের প্রতিহতের দিন এসেছে।

-----------------------------------
কামরুজ্জামান পলাশ

অতিথি লেখক এর ছবি

এদের প্রতিহত করার জন্যে সদা সচেষ্ট আমরা

সৌ রভ

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

হাসি

সৌ রভ

মর্ম এর ছবি

চমৎকার একটা ছবি ব্লগ। অনলাইন থেকে নেয়া এ ধারণা নিয়েই বলছি, স্রেফ যদি লিঙ্কগুলো দিয়ে দিতেন ছবিগুলোর! রেফারেন্স দেওয়াও হত আর আগ্রহী পাঠক যারা ওদের হয়ত আরেকটু বেশি দেখা হত, বেশি জানা হত! এমনকি আপনার ব্লগটাই হয়ত শেয়ার করার জন্য একটা চমৎকার ব্লগ হয়ে উঠত।

এমনিতে আপনার চেষ্টার জন্য চলুক

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

অতিথি লেখক এর ছবি

জী ভাই, অনলাইন থেকে কালেকশন করা

সৌ রভ

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ মন্তব্যের জন্যে। পোস্টের নিচে নিক এড করতে ভুলে গেছি। দেঁতো হাসি

সৌ রভ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।