তথ্য চমৎকারা...

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ২১/১১/২০০৭ - ৭:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দুই জাতীয়তাবাদীদুই জাতীয়তাবাদী

ছবিতে দৃশ্যমান দু ভদ্রলোকই তাদের সময়ের দুর্দান্ত জাতীয়তাবাদী নেতা ছিলেন । দুজনই নিজ নিজ জাতীয়তাবোধের ভিত্তিতে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন,সংগ্রাম করেছিলেন ।
প্রথমজন সফল হয়েছিলেন,দ্বিতীয়জন হননি ।
প্রথমজনকে চিনিয়ে দেবার দুঃসাহস করছিনা,দ্বিতীয় জনকে যদি কেউ না চেনেন তাহলে নিচের লিংক থেকে দেখে নিনঃ
জি এম সাইয়েদ

ফ্লিকারে এক পাকিস্তানীর ছবি সংগ্রহ খুঁজে পেলাম । রাজনৈতিক ইতিহাসের দুর্দান্ত সব সংগ্রহ । প্রাসংগিকভাবে আমরা ও আছি ।
বাংলাদেশ সম্পর্কিত ছবিগুলোর মন্তব্য দেখছিলাম । একটা চমকপ্রদ তথ্য পেলামঃ
দেশ বিভাগের সময় নাকি লর্ড মাউন্টব্যাটেন মন্তব্য করেছিলেন 'পুর্ববংগ পঁচিশ বছরের বেশী সময় পাকিস্তানের অংশ হয়ে থাকবেনা' । পাকিস্তানী মহাশয় জোরালো ধারনা পোষন করেন যে, ৭১ এর বাংলাদেশের স্বাধীনতা নাকি মাউন্টব্যাটেনের সেই পুর্বানুমানের পরিকল্পিত বাস্তবায়ন মাত্র ।

আগ্রহীগন নিচের লিংকে ক্লিক করে মাউন্টব্যাটেনের ছবি সহ সেই চমকপ্রদ মন্তব্যখানি দেখতে পারেন

ফ্লিকার এ ইতিহাস
চমকপ্রদই বটে হাসি


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

পাকি সাহেবের কালেকশন টা দেখেন । মজা পাবেন ।
-----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ব্যটেন সাহেব এই কথা বলছেন নাকি?

হাসান মোরশেদ এর ছবি

পাকি সাহেব তো তাই দাবী করছেন হাসি
-----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ধুসর গোধূলি এর ছবি

- ব্যাটেন সাহেবের কনটাক্ট নাম্বারটা আছে কারো কাছে?
হালারে জিগাইতাম দুইডা কথা!
_________________________________
<সযতনে বেখেয়াল>

??? এর ছবি

খুবই ভালো একটা আর্কাইভ। মন্তব্যগুলো খেয়াল করে আরো মজা পাইলাম। ধন্যবাদ হাসান মোরশেদ।
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

জুয়েল বিন জহির এর ছবি

কত কিছু যে অজানা থেকে গেল!

অমিত এর ছবি

হাসান মোরশেদ ভাইরে জাঝা

ভাগশেষ এর ছবি

পাকিস্তানীরা নাকি আমাদের চেয়ে দেখতে ভালো হয়। অন্তত এই ছবিটা কিন্তু তার উলটা কথা বলে। বঙ্গবন্ধুর মতো ভালো দেখতে লোক পাকিস্তানে কয়জন ছিলো?

মাউন্টব্যাটেন আসলেই এই কথা বলেছিলো। এইরকম একটা কথা আমি কোনো একটা বইতে পড়েছিলাম, খুব সম্ভবত ফ্রীডম অ্যাট মিডনাইট। তবে অনেক আগে পড়েছি তাই নিশ্চিত না। তবে মাইন্টব্যাটেন ওটা কোনো পরিকল্পনা করে বলেন নাই। উনি বলেছিলেন এই অর্থে যে দুইটা জাতির সংস্কৃতি আর ভৌগোলিক অবস্থানের দূরত্ব যেইরকম, তাতে যে এরা একসাথে ২৫ বছরও থাকতে পারবে না, তা উনি বাজি রেখে বলতে পারেন।

দিগন্ত এর ছবি

বইএর রেফারেন্স ঠিকই আছে। মন্তব্যও একদম আপনার মত করেই বইটাতে ছিল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

অছ্যুৎ বলাই এর ছবি

তথ্য আসলেই চমৎকার। মাউন্ট ব্যাটেন এরকম কথা বলতে পারে - ব্রিটিশ বুদ্ধি বলে কথা - কিন্তু সেটাই বাংলাদেশের স্বাধীনতার কারণ, এই বক্তব্য আসলেই চরম হাস্যকর। চোরীয় স্টাইলে তাকে একটা মন্তব্য দিয়েছি। দেখি আলোচনা কোনদিকে নেয়া যায়। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসিব এর ছবি

হ এইটা আগেই চোখে পড়ছিলো

জ্বিনের বাদশা এর ছবি

আসলেই চমৎকারা ,,,পাকি বুদ্ধিতে এর বেশী কুলাবেনা ,,,কারণ পাকি ছাগলটা বুঝেনা যে মাউন্টব্যাটেনের এই ধারনাটা তো সেসময় সবারই করার কথা ,,,১২০০ কি,মি দূরে দুইটা জনবহুল ভুখন্ড, যাদের সংস্কৃতি, ভাষা (ও বুদ্ধিবৃত্তি চোখ টিপি) কিছুই মিলেনা, তারা খালি ধ্মের পরিচয়ে একটা দেশ হয়ে থাকবে কেমনে?
আসলেই চমৎকারা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জ্বিনের বাদশা এর ছবি

'ধ্মের'টা হবে 'ধর্মের' ....
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।