'নিশান-ই-হায়দার' অথবা 'বীরশ্রেষ্ঠ'

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ২০/০৮/২০০৭ - ৮:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বীরশ্রেষ্ঠ পদক

"Both glide in the same air yet
the aim of a momin is another, that of a hypocrite another

On Rashid's martyrdom Iqbal's quote is
the world of a falcon is another, that of a vulture another."

পাকিস্তানের সর্ব্বোচচ রাষ্ট্রীয় খেতাব 'নিশান-ই-হায়দার'এ ভুষিত পাইলট অফিসার রশিদ মিনহাজের কবরে এপিটাফ হিসাবে লেখা রয়েছে এই লাইনগুলো(উর্দুতে) ।

জানতে ইচ্ছে করে 'বাজপাখীর মতো মুমিন' রশীদের এপিটাফে যে 'ভন্ড ও শকুন 'এর কথা ঘৃনা ভরে উচচারন করা হয়েছে তার এপিটাফে কি লেখা হয়েছে?

আমাদের মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-তাঁর জন্য কোন এপিটাফ লিখেছে স্বাধীন বাংলাদেশ?

***
***
আজ ২০ আগষ্ট ।
শহীদ মতিউরের মৃত্যুবার্ষিকী ।
দীর্ঘ ৩৫ বছর তাঁর কবর অযত্ন অবহেলা ও ঘৃনায় পড়েছিল পাকিস্তানে, তাঁর প্রতি ধিক্কার জানিয়ে যারা পত্রিকায় বিবৃতি দিয়েছিল '৭১ সালে, 'গুরুত্বপুর্ন রাষ্ট্রীয় অবদানের জন্য'(!) তারা আজ পুরস্কৃত হয়--- এই সব ভুলিনা ।
এই সব মনে রেখেই শ্রদ্ধা জানাই বীরশ্রেষ্ঠ মতিউরের স্মৃতিতে ।

***
***

সম্মানিত পাঠক, সময় করতে পারলে নিচের লিংক ঘুরে আসুন ।

লিংকে দেয়া মন্তব্যগুলো পড়ুন ।।

পাকলিংকসে রশীদ মিনহাজ ও মতিউর রহমানকে নিয়ে আলোচনা


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্মরণ এবং লিংকের জন্য ধন্যবাদ।

ইশতিয়াক রউফ এর ছবি

নাড়া দেওয়া পোস্ট। সচলের সবাই কি একটা করে লেখা/অনুচ্ছেদ লিখতে পারি না মতিউরের জন্য? আমরাই নাহয় লিখে দিলাম এপিটাফটায়।

জ্বিনের বাদশা এর ছবি

মতিউররের জন্য শ্রদ্ধাঞ্জলী
এই জন্যই মোরশেদ ভাইদের দরকার ,,, মনেও ছিলনা আজ মতিউরের মৃত্যুবার্ষিকী ,,,অবশ্য ৭ বীরশ্রেষ্ঠের কারুরটাই মনে নাই ,, লজ্জা পেলাম

পাকলিংকসে এক '(এইখানে যা ইচ্ছা গালি কল্পনা করুন)' শহীদুল্লাহ দেখলাম যাতা লিখছে ,,, একটা জবাব বানানো প্রয়োজন।

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অতিথি এর ছবি

রশিদ মিনহাজের বীরত্ব নিয়ে সন্দেহ পোষণ করি না, কিন্তু মতিউর রহমানের বীরত্ব নিয়ে পাকি ছাগলদের সন্দেহ পোষণের কারণ বুঝি না। এই ছাগলরা কত বড় নির্লজ্জ তার প্রমাণ মিলে, টিক্কাখানের মতো ঘুমন্ত নারীশিশুবৃদ্ধ হত্যাকারীকে তারা সেনাপ্রধান বানিয়েছে।

বাপের পয়দা হলে পাকি সৈন্য একটা যুদ্ধ জয় করে দেখাতে পারতো। কিন্তু আপসোস, আজ পর্যন্ত তারা তা পারেনি। দুই মাসের প্রশিক্ষণপাওয়া কৃষক যোদ্ধাদের ধাওয়া খেয়ে কুত্তার মতো লেজ পায়ের ফাঁকে গুটিয়ে ফিরে গেছে। সেই কুত্তার শাবকরা আজ ঘেউ ঘেউ করে।

নিশান-এ-ইনসান নাই যে জাতির, তারা নিশান-এ-হায়দার নিয়ে হাঁকডাক দেয়।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মিনহাজকে নিয়ে তাদের গর্ব করার আছে, আর আমাদের আছে মতিউর। দেরীতে হলেও শ্রেষ্ঠ এ বীরের জন্য আমাদের কিছু করা প্রয়োজন।

"শৈশব হতে আকাশে ঘুরি ওড়ানো দেখে তার ইচ্ছে পাইলট হবার".. "মতিউর আমাদের গর্ব" নামের লেখা দিয়েই ছোট ক্লাসে তাঁর সাথে আমার পরিচয়। আজ শাহাদাত দিবসে তাঁর জন্য আমার দোয়া, ভালবাসা, আর শ্রদ্ধাঞ্জলি।

নিচে সাত বীরশ্রেষ্ঠ'র শাহাদত বরণের তারিখ দেয়া হল:

ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, ১৪ ডিসেম্বর ১৯৭১
সিপাই মোহাম্মদ হামিদুর রহমান, ২৮ অক্টোবর ১৯৭১
সিপাই মোহাম্মদ মোস্তফা কামাল, ১৭ এপ্রিল, ১৯৭১
আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন, ১০ ডিসেম্বর, ১৯৭১
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ২০ আগস্ট, ১৯৭১
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ৮ এপ্রিল, ১৯৭১
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ৫ সেপ্টেম্বর, ১৯৭১

শাহাদত বরণের ক্রম অনুযায়ি:

ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ৮ এপ্রিল, ১৯৭১
সিপাই মোহাম্মদ মোস্তফা কামাল, ১৭ এপ্রিল, ১৯৭১
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ২০ আগস্ট, ১৯৭১
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ৫ সেপ্টেম্বর, ১৯৭১
সিপাই মোহাম্মদ হামিদুর রহমান, ২৮ অক্টোবর ১৯৭১
আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন, ১০ ডিসেম্বর, ১৯৭১
ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, ১৪ ডিসেম্বর ১৯৭১

উইকিপিডিয়া থেকে নেয়া। এখানে পুরা লিংক আছে।

.................
যত বড় হোক সে ইন্দ্রধনু দূর আকাশে আঁকা
আমি ভালবাসি মোর ধরনীর প্রজাপতির পাখা

এম. এম. আর. জালাল এর ছবি

স্মরণ এবং লিংকের
প্রথম

দ্বিতীয়

ধন্যবাদ।


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জালাল ভাই,
লিংকগুলোর জন্য ধন্যবাদ। দ্বিতীয় লিংকটা সরাসরি কাজ করছেনা। দয়া করে ঠিক করেন। আমি ম্যানুয়ালি ঠিক করে দেখে আসলাম।

মিনহাজ যা করেছে তা পাকিস্তানের জন্য ঠিকই করেছে, নিজামী যা করেছে তা পাকিস্তানের জন্য ঠিকই করেছে:

রাজাকার নিজামী, পাকিস্তানের স্বার্থ দেখে এখন বাংলাদেশে থাকতে লজ্জা লাগেনা? কবি ভুল বলেননি:

"..ওরা হিংস্র জন্তুর আওলাদ
ওরা কস্মিন কালেও নয় ধার্মিক"

আসাদুজ্জামান রুমন এর ছবি

শ্রদ্ধাঞ্জলি জানাই বাংলা মায়ের সাত শ্রেষ্ঠ বীর সন্তানের একজন তেজী এই সন্তানের প্রতি।

অমিত এর ছবি

মিনহাজ যা করেছে তা পাকিস্তানের জন্য ঠিকই করেছে, নিজামী যা করেছে তা পাকিস্তানের জন্য ঠিকই করেছে:
-------
১ম অংশের সাথে একমত হতে পারলেও ২য় অংশের সাথে কোনভাবেই পারলাম না। শিশু হত্যা, মেয়েদের রেপ করা, ধর্মের নামে মানুষ হত্যাকে কোনভাবেই জাস্টিফাই করা যায় না দেশের নামে।

______ ____________________
suspended animation...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দু:খিত, আমার মন্তব্যটি ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে বলে। আমি মন্তব্যটি জালাল ভাইয়ের দেয়া দ্বিতীয় লিংকে করা নিজামীর বক্তব্যের প্রেক্ষিতে করেছি।

অবশ্যই দেশের নামে বা ধর্মের নামে অসামরিক মানুষ হত্যা, ধর্ষণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সে বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই।

হাসান মোরশেদ এর ছবি

কৃতজ্ঞতা সকলকে ।
প্রকৃতিপ্রেমিক এবং জালাল ভাইকে বিশেষ ধন্যবাদ । ভাবছিলাম জালাল ভাইয়ের ব্লগে গিয়ে ঐ ডকুমেন্টটার জন্য বলবো । ভালো হলো,তার আগেই পেয়ে গেলাম ।

শত্রুর বীরত্বের প্রশস্তিগাঁথা আমরাই করি, আমরাই শত্রু' র বন্দনা গেয়ে নিজেদের বীরদের কুৎসা রচনা করতে দ্বিধা করিনা । এইসব হঠকারীতা কিন্তু ওরা করেনা ।
তাই পাকলিংকে মতিউর রহমানকে নিয়ে পাকিদের মন্তব্যে আমি বিব্রত হইনা । এমনই তো হওয়ার কথা ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

সব ঠিক, কিন্তু আমরা যে ওদের দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে দেখতে চেষ্টা করি, করছি, সেটা কখনো তাদের অপরণিত মস্তিষ্কে সম্ভব নয়, তাদের ভান্ডারে আছে শুধুই দাম্ভিকতা।

বস, ছবিটা পরিবর্তন করে দিন। আমাদের হৃদয়ের এপিটাফে নিশ্চয় শ্রদ্ধাভেজা সবচেয়ে উৎকৃষ্ট শব্দমালাই রয়েছে বীরশ্রেষ্ঠ মতিউরের জন্য।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

দিলাম বদলে ঝরা
এবার ঝুলছে বীরশ্রেষ্ঠ পদক হাসি

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ বস। দেখেই প্রশান্তি লাগছে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।