নিজ্ঞাপন ০৪

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ১৭/১২/২০০৭ - ১২:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খালি বাড়িতে যুবক তাড়া করছে যুবতীকে। তবে রয়েসয়ে। যুবকের পরনে গেঞ্জি আর লুঙ্গি, যুবতী শাড়ি। শুধু শাড়িই নয়, যুবতীর পরনে অন্যান্য আনুষঙ্গিকে কাপড়চোপড়াদিও আছে।

নেপথ্য বাজছে গান

পোরো, পোরো চৈতালি সাঁঝে কুসুমী শাড়ি
আজি তোমার রূপের সাথে চাঁদের আড়ি
পোরো, পোরো চৈতালি সাঁঝে

(উঁহু, অনুপ জলৌটার গাওয়া গানে হবে না। এখানে আরো মাদকতা চাই। আরো রস চাই। আরো ইয়ে চাই। সেক্সি আবহাওয়া লাগবে।)

যুবকের হাতের ছোবলে যুবতীর আঁচল কিছুটা স্খলিত হয়ে পড়ে। সেটা সামলাতে গিয়ে যুবতী যুবকের আলিঙ্গনে কিছুক্ষণের জন্য বন্দিনী হয়ে পড়ে। যুবক মুখ নামিয়ে আনে চুমো খাওয়ার জন্য, কিন্তু যুবতী আলিঙ্গন ছাড়িয়ে আবার ছুট দেয়।

গান বাজতে থাকে

পোরো ললাটে কাঁচপোকার টিপ
পোরো ললাটে কাঁচপোকার টিপ
আলতা পোরো পায়ে
তুমি আলতা পোরো পায়ে হৃদি নিঙাড়ি
তুমি আলতা পোরো পায়ে হৃদি নিঙাড়ি
পোরো, পোরো চৈতালি সাঁঝে ...

রান্নাঘর থেকে বারান্দা, বারান্দা থেকে অন্দরমহলে কিছুক্ষণ ছুটোছুটির পর শোবার ঘরে এসেই যুবতী ফাঁদে আটকা পরে। যুবক দরজার গায়ে ঠেস দিয়ে দাঁড়ায়, যুবতী কিছুটা দূরে দাঁড়িয়ে শ্বাস ফেলতে থাকে, তার ঊর্ধ্বাঙ্গ আন্দোলিত হয় শ্বাসের ঢিমে তালে।

(দর্শক মুগ্ধ হয়ে দেখতে থাকে নিজ্ঞাপন, যেখানে স্ফূরিতবক্ষা মডেলা প্রচুর দৌড়ঝাঁপ করে আর হাঁপায়। মাহবুব লীলেন হাসেন।)

গানেরও তাল ফেরে। দাদরার (নাকি দাদরার কোন খালাতো ভাই) সাথে লয় মিলিয়ে যুবক এবার ধীরে ধীরে এগিয়ে যায় যুবতীর দিকে। মতলব খারাপ।

গান বাজতে থাকে।

প্রজাপতির ডানাঝরা সোনার পাতে
প্রজাপতির ডানাঝরা সোনার পাতে
ভাঙা ভুরু জোড়া দিও
ভাঙা ভুরু জোড়া দিও রাতুল শোভাতে
বেল-যুঁথিকার গোড়ের মালা পোরো খোঁপাতে
বেল-যুঁথিকার গোড়ের মালা পোরো খোঁপাতে
দিও উত্তরীয় শিউলি বোঁটার রঙে ছোপাতে

এই গানের সাথেই যুবক দুহাত বাড়িয়ে যুবতীর মুখ নিজের করপুটে নিয়ে আদর শুরু করবে। ভুরুর প্রসঙ্গে সে আঙুলে ছুঁয়ে দেখবে ভুরু, খোঁপার প্রসঙ্গে টান দিয়ে খোঁপা খুলে দেবে। ইত্যাদি। বেশি ধ্যাষ্টামো না করলেই ভালো। রয়েসয়ে।

আবার তাল ফিরবে। যুবক এক ঝটকায় যুবতীর দুই বাহুমূল ধরে আকর্ষণ করবে নিজের দিকে। শাড়ি খসে পড়বে কাঁধ থেকে, বেচারির এখন ব্লাউজই সম্বল।

গান বাজবে।

রাঙা সাঁঝের সতিনী তুমি রূপকুমারী
রাঙা সাঁঝের সতিনী তুমি রূউউউউপকুমারী
পোরো, পোরো চৈতালি সাঁঝে কুসুমী শাড়ি ...।

যুবতী এবার যুবকের কব্জি চেপে ধরবে। ফিসফিস করে মাদকতাময় কণ্ঠে বলবে, "তুমিও কিছু পোরো!"

যুবক বুঝতে পারবে না, বলবে, "কী পরবো?"

যুবতী লজ্জারুণ হাসি হাসবে। এই হাসির দাম বর্তমান বাজারে পৌনে দুই লাখ টাকা ভরি।

যুবক এবার বুঝতে পারবে। খুব ধীরে ধীরে হাসি ছড়িয়ে পড়বে তার মুখে। ক্যামেরা পিছিয়ে আসবে, ঘরের আলো ঘোলা হয়ে আসবে, ফোকাস সরে আসবে এই যুগলের ওপর থেকে, বেরসিক নেপথ্য কণ্ঠ ফিসফিস করে বলবে, "দুর্নিবার কনডম! সকল পুরুষের পরিধেয়!!"

(পরবর্তী নিজ্ঞাপন সংসারে এক সন্ন্যাসীর ফরমায়েশ অনুযায়ী নারীদের সেবনীয় জন্মনিয়ন্ত্রণবড়ি। কনডমের প্রস্তাবনাটিও তাঁরই ছিলো। পাঠকপাঠিকা পরবর্তী নিজ্ঞাপনের মশলা যুগিয়ে দিতে পারেন আমাকে। ধন্যবাদ।)


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

হা হা হা। আগেরগুলারেও ছাড়ায়ে গেছে এইটা।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুমন চৌধুরী এর ছবি

অশ্লিল.....



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অমিত আহমেদ এর ছবি

আরেব্বাপরেবাপ!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জব্বর হয়েছে! একেবারে ইয়ে মার্কা। তাই এর নাম দেয়া যেতে পারে 'ইজ্ঞাপন'।

একটা ছড়া ছেড়ে দিই এই মওকায় চোখ টিপি

যে-ছেলের নাম রাজা, তার যদি
প্যান্থারে হয় আরাম,
যে-মেয়ের নাম মায়া, তার তবে
ওভাকন নয় হারাম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দুর্দান্ত এর ছবি

ভোক্তাস্বার্থরক্ষার্থে স্ফূরিতবক্ষা মডেলা আর গেঞ্জি পরা যুবকের বেহেশতি হুরাহুরি দেখানোর পর পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ ইহলৌকিক সামগ্রীর প্রচারে ফরম্যাল আপত্তি জানাই।

কন্ডমের মত বেরসিক, অপ্রাকৃতিক, 'কাবাব মে রাবার' জাতীয় বস্তু কি দুনিয়াতে আর আছে?

হিমু এর ছবি

জয় কয়টাস ইন্টারাপ্টাস!


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- তুই এইডা একটা কাম করলি?
এই নাচানাচি, কুদাকুদি, আদরাআদরিতে মাহবুব লীলেন নামক মুরুব্বীরে না টানলে পারতি না শায়তাননননন!
_________________________________
<সযতনে বেখেয়াল>

হিমু এর ছবি

উনি আর আমি মিলে একটা বিজ্ঞাপননির্মাণ প্রতিষ্ঠান খুলতে যাচ্ছি, যার নাম হবে মাহবুবস!


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

মাইচ্চে রে!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সাধু । সাধু ।

আহমেদুর রশীদ এর ছবি

অভিনয়ের একটু সুযোগ.......পাওয়া যাবে?

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মাহবুব লীলেন এর ছবি

চরিত্রদুটো একটু চেঞ্জ হবে
ছেলেটা বাংলা সিনেমার ভিলেন আর মেয়েটা হবে নায়িকা

এর দুটো ভার্সন হতে পারেঃ
ক) ধর্মসম্মত (সাহসের অভাবে লিখতে পারলাম না)
খ) স্বাস্থ্যসম্মত (লিখলাম। কিন্তু এর যাবতীয় শব্দের দায়দায়িত্ব নিজ্ঞাপন মালিকের। আমাকে কোনো দোষ দেয়া যাবে না)

স্বাস্থ্যসম্মত ভার্সন
বেডরুমে আসর পর শাড়িখোলটা আমরা দেখবো ট্রাডিশনাল পদ্ধতিতে। প্যাঁচাতে প্যাঁচাতে
(নায়িকা এবং ভিলেনের গলায় বাংলা সিনেমার পদ্ধতিগত সংলাপ এবং পদ্ধতিগত সাউন্ড থাকবে)

এর পরে ক্যামেরা ফ্লোরের এক ফাঁকা ফ্রেম ধরবে
ফাঁকা ফ্রেমে প্রথমে নায়িকার চারটি অন্তর্বাসের প্রধান দুটি এসে উড়ে পড়বে। তারপর ধীরে ধীরে অতি সংক্ষিপ্ত দুটোও এসে পড়বে
(নায়িকার চিতকার)
ভিলেনের গলাঃ ভয় নেই। আমি মানুষ খারাপ হলেও তোমাকে বিপদে ফেলব না
এবার ক্যামেরা দেয়ালের কাছে একটা ফাঁকা ফ্রেম ধরবে। ফাঁকা ফ্রেমের ভিলেনের দুটো হাত ইন করে বাংলা কনডমের প্যাকেট খুলবে

এবার আমরা বাংলা সিনেমার বাঘ-হরিণ দৌড় এবং ঝড়ের হাঁচড়পাচড় দেখাবো। তার সাথে পদ্ধতিগত সাউন্ড ও সংলাপ

এবার আরেকটি ফাঁকা ফ্রেম: ভিলেনের হাত কনডমে গিটঠু দিচ্ছে
সংলাপঃ যাও যাও। বাড়ি যাও সোনা। কিচ্ছু হয়নি তোমার। আমার সবকিছু আমিই রেখে দিলাম

ভয়েজওভারঃ

বাংলা কনডম
ঘরের জিনিস দরজায় ব্লক
উঠান জুড়ে ফুর্তি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ছি ছি ! তোমরা এতো খারাপ !
আর এই নাকি মুরুব্বী ?
তিনি তো আরো ছয় কাঠি বেশি সরেস দেখি........

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মাহবুব লীলেন এর ছবি

ভেজালের বাজারে এক আধটু সরেস হওয়াটা কি দোষের ম্যাডাম?
(কয়জন পারে?)

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

মাহ-বুবস

অতি চমৎকার নাম। অতি চমৎকার.....


কি মাঝি? ডরাইলা?

অয়ন এর ছবি

ধনেশ পাখির তেল নিয়ে কি কিছু করা যায়?

হিমু এর ছবি

দুঃখিত, বিলুপ্তপ্রায় ধনেশকে মেরে চুবিয়ে তৈরি করা তেলের নিজ্ঞাপন তৈরি সম্ভব না। বরং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে নিজ্ঞাপন বানানো যেতে পারে।


হাঁটুপানির জলদস্যু

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঠিক চলুক

মাল্যবান এর ছবি

নিজ্ঞাপন দ্যাকার লিগা টিবি খুল্যা বস্যা আছি।

কেমিকেল আলী এর ছবি

জট্টিল!!

অতিথি লেখক এর ছবি

এবার আমরা বাংলা সিনেমার বাঘ-হরিণ দৌড় এবং ঝড়ের হাঁচড়পাচড় দেখাবো। তার সাথে পদ্ধতিগত সাউন্ড ও সংলাপ..........

নায়িকা: বাঁচাও!! বাঁচাও!!
ভিলেন: (অট্হাসি).......মুহাহাহা....

নায়িকা: ছেড়ে দে শয়তান!! ছেড়ে দে!! তুই আমার দেহ পাবি তবু মন পাবি না..........

ভিলেন:(অট্হাসি).....তোমার দেহটাই যে চাই সুন্দরী........মুহাহাহা....

--বাপ্পী

অনিন্দিতা এর ছবি

এই নিজ্ঞাপন টি পরীক্ষামূলক ভাবে কেবল সচলায়তনে প্রচার করা যেতে পারে। অন্য জায়গায় প্রচারিত হলে মাইর খাওয়ার সম্ভাবনা আছে।

কৌস্তুভ এর ছবি

এই সিরিজ পুনরায় চালু করার দাবি জানিয়ে গেলাম।

guest writer rajkonya এর ছবি

টিভিতে নিজ্ঞাপণ আসলেই ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রভাবে বুঝে ফেলি আর ফলাফল চ্যানেল পরিবর্তন। এখানেই শান্তি মত একটা নিজ্ঞাপণ দেখতে পেলাম।
দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।