প্রবাসে দৈবের বশে ০৩৭

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ১৫/০৪/২০০৮ - ৩:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

probashe

১.

সেদিন ভোরে স্বপ্নে দেখলাম, বিয়ে করেছি। বউ দুইজন। দুইজনই হাসিহাসিমুখে তাকিয়ে আছে আমার দিকে। তাদের গায়ে জামাকাপড় তেমন ছিলো না। আমি গলা খাঁকারি দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে কিছু পর্দাপুশিদা জগতে অতীব জরুরি, পরস্ত্রীর গায়েই কেবল বস্ত্রসঙ্কট মানায়। জবাবে শুনলাম বাসন মাজার আওয়াজ হচ্ছে। এত সুন্দর স্বপ্নটা ভেঙে খান খান হয়ে গেলো হারামজাদা উগোর জন্য।

উগো আমার নতুন মিটবেভোনার (ফ্ল্যাটমেট)। ভাস্কো দা গামার দেশের লোক। পয়লা দিন থেকেই খিটিমিটি লেগে আছে ওর সাথে, কেন কে জানে। এমনিতে সে লোক খারাপ নয়, কিন্তু রাত দেড়টা পর্যন্ত রেডিও ছেড়ে গান শোনে। শুধু শুনলেই সমস্যা ছিলো না, সে বেশ উদাত্ত কণ্ঠে রেডিওর সাথে গলা মিলিয়ে গান গায়। পরদিন পরীক্ষা, রাত জেগে পড়ছি, এই অভূতপূর্ব ক্যাকোফোনিতে তাজ্জুব লেগে গেলো। এই দেশে পা রাখার পর থেকেই বাস করছি আশ্চর্য নৈঃশব্দ্যের মধ্যে, শহরের বেশ সুনসান অংশে বাস করি, আর রাত দশটার পর পড়শিরাও একেবারে চুপ মেরে যায়। সেখানে এই মাঝরাতে কোন চুদির্ভাইয়েরা এইসব গোলমাল করে? দরজা খুলে উত্তর পেলাম, উগো আর তার রেডিও। রেডিওর বোন নাই। উগোর আছে।

পরীক্ষা দিয়ে এসে উগোকে মিষ্টি করে বুঝিয়ে বললাম, বাপু হে, গান শোনো, গান গাও, খুব ভালো কথা, কিন্তু রাতের বেলা একটু আস্তে শুনলে কেমন হয়? উগো লজ্জিত হয়ে কিছুক্ষণ চুপ করে থেকে শুরু করলো রান্নাঘরের বদনাম। রান্নাঘর ময়লা। পরিষ্কার করা প্রয়োজন। বুঝলাম, স্যামুয়েল কতো ভালো লোক ছিলো।

উগো খুবই পরিচ্ছন্ন, আর আমি কিছুটা উচ্ছন্নে গেছি বললেই চলে। রান্নাঘর যতদূর সম্ভব পরিষ্কার করলাম সেদিন বসে বসে। নতুন কেউ এলে রান্নাঘর পরিষ্কার করে দেয়াই রেওয়াজ, আমিও এসে একেবারে পরিষ্কার পেয়েছি সবকিছু।

গ্রীষ্মভাগ শুরু হয়েছে কোর্সের। আবারও সেই সপ্তাহে আটাশ ঘন্টা ক্লাস। যদিও আবহাওয়ার লক্ষণ ভালো না, মাঝে রীতিমতো তুষারপাত হলো কয়েকদিন ধরে, আর এখন চলছে টিপটিপ বৃষ্টির দিন। দিনের আলো নেভে সোয়া আটটার দিকে। ক্লাস ফাঁকি দেয়ার বদভ্যাস তৈরি হয়েছে, সেটাকে গলা টিপে খুন করার ধান্ধায় আছি। হাতে আগাথা ক্রিস্টির বিশাল এক সংগ্রহ, সেটাই পড়ছি গোগ্রাসে। মার্ডার অব রজার অ্যাক্রয়েড, ডেথ কামস অ্যাজ দ্য এন্ড (সেবা প্রকাশনী থেকে এর ভাবানুবাদ বেরিয়েছিলো, "কামিনী"), আ পকেটফুল অব রাই, ক্যাট অ্যামাং দ্য পিজিয়নস শেষ করে গতকাল শেষ করলাম অনবদ্য মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস। ক্রিস্টির লেখা খাই আলুর চিপসের সাথে, দুটোই মচমচে। সিনেমাটা দেখার সুযোগ পেয়েও দেখিনি বইটা পড়বো বলে, এখন মনে হচ্ছে সিনেমাটাও দেখা জরুরি।

২.
দ্রোহীকে অনলাইনে পেয়ে ফিসফিসিয়ে জানতে চাইলাম, একসাথে জোড়া বউ পাওয়া যাবে কি না। দ্রোহী চুপিচুপি জানালেন, তিনি ৫০% সফলতা অর্জন করেছেন এ কাজে। বাকি ৫০% নিয়ে আপাতত এগোচ্ছেন না, প্রথম এবং একমাত্র বউ জানলে নাকি সমস্যা হতে পারে। তবে আমার খাতিরে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন। দুই বান্ধবী, বা দুই খালাতো বোন হলেও চলবে শুনে তিনি একটু চিন্তিত হয়ে পড়েছেন (কেন, কে জানে?)। সিয়ামিজ যমজে আমার আপত্তির কথা শুনে মুষড়ে পড়েছেন একেবারে। একটা বউ নিয়েই তিনি হিমসিম খাচ্ছেন, আমি কী ভেবে এক জোড়া বউ চাইছি, সেটার কৈফিয়ৎ তলব করলেন কিছুক্ষণ। পাশাপাশি এ-ও জানালেন, আমার কুমতলবের ছাপ নাকি আমার শিঙালো ছড়ায় পড়েছে, সম্ভাব্য স্ত্রীযুগল দৈবাৎ সেসব ছড়া পাঠ করলে আমাকে সম্মার্জনী হাতে তাড়া করতে পারেন। আমি খুবই হতাশ হলাম এসব শুনে। আমি যে একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ যুবক, তা আমার প্রতিটি শিঙালো ছড়ার পংক্তিতেই ফুটে আছে বলে আমার ধারণা ছিলো। প্রাঞ্জল বাংলা ভাষায় বলে দেয়া আছে, আমি কী করতে চাই। তারপরও যদি আমার দুই বউ আমাকে ঝাড়ু মারতে আসে, তা খুবই গ্লানিকর ব্যাপার হবে বলে আমার মনে হয়। দ্রোহী জানালেন, স্বপ্ন সফল করার ব্যাপারে যদি আমি সিরিয়াস হয়েই থাকি, তাহলে কর্মঠ হতেই হবে, নাহলে অনেক সমস্যা হতে পারে (একটা বউ থাকার সমস্যাকে মনে মনে দুই দিয়ে গুণ করেই বললেন কি না বোঝা গেলো না) । কিন্তু তিনি একই সাথে ঘ্যান ঘ্যান করতে লাগলেন, দুটো বউ কেন? দুটো বউ কেন?

বিষয়টা বুঝিয়ে বললাম। ব্যাপারটার চার্মই আলাদা। লোকজনের সাথে পরিচয় করিয়ে দেবো, এরা আমার বউ। তারপর ধরা যাক, সচলায়তনে পোস্ট দেবার সময় হাঁক পাড়বো, ছোট বউ! চা দিও!! আরো আরো সম্ভাবনার কথা ভাবতেই খুব ভালো লাগে। শরীর কন্টকিত হয় রীতিমতো।

দ্রোহী একটু আনমনা হয়ে বললেন, দেখি বাসায় গিয়ে ...।

আমি বললাম, আপনি বাসায় গিয়ে কী দেখবেন?

দ্রোহী শুধু বললেন, আপনার আইডিয়াটা কিন্তু ভালো!


মন্তব্য

জাহিদ হোসেন এর ছবি

মাঝে মাঝে (একমাত্র) স্ত্রীকে "বড় বৌ" বলে ডাকার অভ্যেস আছে আমার।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

হিমু এর ছবি

আপনি লাইনে আছেন! ভেরি গুড হাসি!


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সাচ্চা মুসলমান হিসেবে চারটা বউ জায়েজ আছে আপনার। অতো সংকোচের কারণ তো দেখি না হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি

হ্যাঁ। মোনোপোলি খেলা যাবে জমিয়ে!


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ওটাকে মোনোপোলি খেলা বলে নাকি? অ্যাঁ
জানতাম না তো! হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অমিত এর ছবি

পলিপোলি হইতারে

হিমু এর ছবি

অ্যালং কেইম পলি ...।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অনেকদিন বাদে হিমুর লেখা পড়লাম!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

আমিও হাসি! তোমার খবর কী মিয়া? পুরা গায়েব!


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- গোপনে গোপনে পোকরাগম এই কয়েচে তোরে!
খাড়া, কমিটিতে ব্যাপারটা তুলতে হৈবো!
_________________________________
<সযতনে বেখেয়াল>

হিমু এর ছবি

তুলিস। তোর অসুখের কী অবস্থা? ডাক্তার কী বললো? জিনিস ঠিক হবে, নাকি চিরতরে কাপুট?


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- নাহ্ রে দোস্ত, ফুঙ্কসুনিয়ের্ট নিশ্ট! মন খারাপ
তা তোর কী অবস্থা? ফুঙ্কসুনিয়ের্ট গুট?
_________________________________
<সযতনে বেখেয়াল>

অমিত এর ছবি

আরো আরো সম্ভাবনার কথা ভাবতেই খুব ভালো লাগে। শরীর কন্টকিত হয় রীতিমতো।

হায় !!

হিমু এর ছবি

তুইও কি এই পথের পথিক? চোথাফোথা আছে নাকি কোন?


হাঁটুপানির জলদস্যু

উদাস এর ছবি

রেডিওর বোন নাই। উগোর আছে।

সচলে সব সিরিয়ার লেখা পড়ে হাপায়ে গেছিলাম। অনেকিদন পর মন খুলে হাসলাম। মাঝে মাঝে ভাবি হিমু আর পরিবর্তনশীল যদি লেখালেখি কমিয়ে দেয় তাহলে আতিদ্রুত সচলায়তন ক্রন্দনায়তন হয়ে যাবে।

হিমু এর ছবি

আপনি শুরু করে দিন। আমি অচিরেই ডুব দিচ্ছি বেশ কিছুদিনের জন্যে। জোড়া বউয়ের জন্য একটু প্রস্তুতি নিতে হবে তো!


হাঁটুপানির জলদস্যু

অমিত এর ছবি

আহেম !! এইভাবে মানে , জনসমক্ষে !!
চোথা সাপ্লাই দেয়া যাবে সমস্যা না। তুই কাচামালের (সবাই পড়ুন উপাদান) ব্যবস্থা কর, আমি দেখি এফোর্ট আর এফিশিয়েন্সি'র সমণ্বয়ে একটা সিস্টেম খাড়া করাই।

হিমু এর ছবি

হুমম! আব্দার ভালোই। মালের ব্যবস্থা করবো আমি, আর সিস্টেম খাড়া করবা শালা তুমি? ধূসর গোধূলি পাইসো আমারে?


হাঁটুপানির জলদস্যু

s-s এর ছবি

সুপ্রিয় জলদস্যু; আপনার লেখা পড়ে আমিও দু'টো বর চাই- তবে কথা হচ্ছে কি'না দু'টো ব উ শব্দসমষ্টিই বেশ "বউ বউ- ম উ মউ" আমেজ দেয়, আর দু'বার বর বললেই ঠোঁটের আগায় "বর্বর" ছাড়া আর কিছু আসছে না --(দীর্ঘশ্বাস) !

সবজান্তা এর ছবি

০১

আগাথা ক্রিস্টি তেমন পড়িনি, কিছুদিন আগে মন্তব্যের ঘরে আপনার লেখা পড়ে আবার নতুন করে পড়া ধরলাম। নীলক্ষেত থেকে পুরানো একটা বই কিনলাম, "দ্য বুমেরাং ক্লু" , পড়েছেন এটা ?

০২

চোখ কান খোলা রাখেন। উগো ব্যাটা দ্যাখেন, নিজের ভাষার সচলায়তন এর মত কোন ব্লগে আপনাকে তুলোধুনো করছে। কীপ ইয়োর আইজ ওপেন দেঁতো হাসি

০৩

লীলেন ভাই এর টেকনিকগুলা দিয়ে দেখেছিলেন ?

০৪

ক্রমিক নম্বর দিয়ে মন্তব্য করার এই পদ্ধতি শ্রীযুক্ত ফিটার কাম হিডেন লীলেন ভাই এর থেকে শেখা। সব প্রশংসাই উনার প্রাপ্য দেঁতো হাসি
--------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

ধুসর গোধূলি এর ছবি

- শ্রীমতি ক্রিস্টির ব্ল্যাক কফি হাতে নিছিলাম। শেষ করতে পারি নাই। পইড়া দেখতে পারেন। - এইটা ০১ নাম্বারের সম্পূরক।

আর ০২ নাম্বারটার তেব্র পেরতিবাদ জানাই। বানান বিভ্রাট হইলেও আমাদের দুই দোস্তের মধ্যে ফাটল ধরানোর (হীন) চেষ্টা আগেও হৈয়াছে, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তবে না হলেও ক্ষতি নাই। আমরা দুইজন মিল্যামিশ্যা থাকলে বুঝবেন সুরুজ দক্ষিণ দিকে উঠছে। তাই পেরতিবাড কিঞ্চিত শিথীল! দেঁতো হাসি

বাকী পয়েন্ট নিয়া আপাতত কওয়ার কিছু নাই।
_________________________________
<সযতনে বেখেয়াল>

সুমন চৌধুরী এর ছবি

টনির সাথে যোগাযোগ করতে পারো....দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

স্বপ্নাহত এর ছবি

হ ভাই। দোয়া করি দুইটা জোগাড় করেন আর একটু কষ্ট কইরা প্রয়োজনীয় চোথাগুলা কালেকশনে রাইখেন।

আমাদের মত উদীয়মান ব্যাচেলর দের কথাও তো বড় ভাই হিসেবে ভাবা দরকার,তাইনা ?

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

দুই বউ এর সাথে দুই সতীনের ব্যাপারটাও মাথায় রাইখেন।
eru

-------------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।

মাহবুব লীলেন এর ছবি

দুই বৌ পদ্ধতি খুবই ভালো
একটা যাবে চাকরি করতে আর আরেকটা করবে রান্নাবান্না

নিজে কাটানো যাবে ১০০% ফিরি লাইফ

আর মাঝেমাঝে একটাকে আরেকটার পেছনে লাগিয়ে দিতে হবে
তাহলে তারা তারাই ঝগড়াঝাটি করবে
এবং নিজে পাওযা যাবে ১০০০% ঘ্যানঘ্যানমুক্ত জীবন
আর যদি এতে কাজ না হয় কিংবা বিপরীত হয় তাহলে সচলায়তনে পাওযা যাবে একটা ইন্নালিল্লা পোস্ট

দুই বৌয়ের চিপায় পিষ্ট হইয়া হিমু নিহত...

সবজান্তা এর ছবি

হা হা... ...

আমার অত্যাচারে দেখা যাচ্ছে লীলেন ভাই নিজের মন্তব্য ইশটাইলে কিঞ্চিত পরিবর্তন এনেছেন !!
------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

পরিবর্তনশীল এর ছবি

হা হা হা...পুরাপুরি হিমেরিক।
তয় একখান কথা আছে...দুই বউ যোগাড় করতে পারলে টেকনিকটা শিখাইয়া দিয়েন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কী ভুল করলেন!
আপনার দেয়া বুদ্ধিতে দ্রোহী এখন কদম্ব গাছে,

অমিত আহমেদ এর ছবি

কি তামাশা!
আমিও এমন স্বপ্ন দেখলাম ক'দিন আগে।
দেখি আমার তিন বউ।
তিনজন তিন দেশি।
একজন সাদা, আরেকজন পারস্য আরেকজন বাঙালি।
স্বপ্নে এই নিয়ে খুব সমস্যায় চিলাম।
পারস্য বউকে বলি "হালুয়া দেও" দেখি হালুয়া নিয়ে আসে বাঙালিটা। সাদাকে বলি "মুরগা-মুসাল্লাম দাও" দেখি মুসাল্লাম নিয়ে আসে পারস্যটা। বাঙালিটাকে বলি "খিচুড়ি খাবো" দেখি খিচুড়ি বানায় সাদাটা।

এই নিয়ে খুব দিগদারীতে ছিলাম।

পরে বুঝলাম স্বপ্নের মাজেজা বৌ নয়, খানা।
পরে এক ভারতীয় রেস্তোরায় হালুয়া-মুসাল্লাম-খিচুড়ি খাওয়ার পর দিল ঠান্ডা।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

আহমেদুর রশীদ এর ছবি

একসময় যখন বউ ছিল না , তখন ভাবতাম পৃথিবীর সবগুলো গোত্রে আমার একটা করে বউ থাকবে। কিন্তু .......... সেই সাহস আজ হারিয়েছে বাদামের বনে
-------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

কনফুসিয়াস এর ছবি

মাশাআল্লাহ, তোফা স্বপ্ন দেখেছেন দেখি।
ফর্মূলা টর্মূলা কি সব জানি বললেন..., দেখি এমএসএনে আসেন, প্রকাশ্যে এইসব আলাপ না করাই ভালো।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

শিক্ষানবিস এর ছবি

এরা আমার বউ।

"দ্য লাস্ট কিং অফ স্কটল্যান্ড" ছবিতে ইদি আমিন স্কটীয় তরুণের সাথে নিজের স্ত্রীদের পরিচয় করিয়ে দিতে গিয়ে এই কথাটাই বলেছিলেন। আসলেই এভাবে পরিচয় করানোর চার্মটা আলাদা। ছবির ঐ সিনটা কি আর সাধে মনে আছে? তবে আশাকরি আমিনের অনেকগুলো বউ থাকার ঝামেলাটা আপনার হবে না। হলে তো মহা বিপদ!

দ্রোহী এর ছবি

আমার বউ বলেছে— হিমুরে হাতের কাছে পাইলে ব্লেন্ডারে ঢুকাইয়া ঘুটা মারবে। (অপরাধ: ফুলের মত স্বামীর মনে কুমন্ত্রনা দেয়া।)


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।