ফুটোস্কোপিক ০১৩

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ২৯/০৩/২০০৯ - ৮:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ফুটোস্কোপিক গল্প হচ্ছে ফুটোস্কোপ দিয়ে দেখা গল্প। সামান্যই দেখা যায়।

...

রবি ব্যাকুল গলায় বললেন, "মোহনদাসজী, চাঁদার ব্যাপারটা ...।"

মোহনদাস পরনের কাপড় দিয়ে চশমার কাঁচ মুছতে মুছতে বললেন, "হাঁ হাঁ, দেখ লেঙ্গে জরুর। আপ ঘাবড়াইয়ে মাত।"

রবি তবুও ব্যাকুল গলায় বললেন, "করমচাঁদজী, আপনি তো জানেন, এ স্বপ্ন আমার কতদিনের!"

মোহনদাস মৃদু হেসে বললেন, :আচ্ছি বিজনেস চুজ কিয়া আপনে। ইস জমানেঁমে প্রাইভেট ইউনিভার্সিটিকে লিয়ে কম্পিটিশন বিলকুল কোয়ি ফ্যাক্টর বন নাহি পায়ে। লেকিন ঘনশ্যামদাসজীনে কাহা, কে আগলে জমানেঁমে অ্যায়সা দিন ভি আয়েগা, যব গলি গলিমে প্রাইভেট ইউনিভার্সিটি মিলেগি ...।"

রবি বিব্রত হয়ে বললেন, "না মোহনদাসজী, না! আমি তো ব্যবসা করতে চাই না। আমি শুধু মানসচক্ষে দেখি ... গাছের ছায়ায় বসে ছেলেমেয়েরা পড়ছে ... ।"

মোহনদাস ভুরু কুঁচকে বললেন, "আরে ইয়ে ক্যায়সি বাত হ্যায় ঠাকুর সাহাব? আসমানকে নিচে কিলাস করনা তো কোয়ি আচ্ছি বাত নাহি জী? আপকো তো বিল্ডিং করনা চাহিয়ে! বাচ্চোঁকে মাবাপ তো আসমানকে নিচে পড়ওয়ানে কে লিয়ে আপকে পাস নাহি ভেজেগা উনকো! আপকে পাস খুবসুরত ক্যাম্পাস হ্যায়, দোচার বিল্ডিং খাড়া কর লিজিয়ে। ঘনশ্যাদাসজীনে তো কাহা, কে আগলে জমানেঁমে অ্যায়সা দিন ভি আয়েগা, যব ইউনিভার্সিটিকে লিয়ে সির্ফ বিল্ডিং হি মিলেগা, কোয়ি ক্যাম্পাস ওম্পাস থোড়ি মিলেগা উনকে লিয়ে ...।"

রবি ব্যাকুল হয়ে বললেন, "করমচাঁদজী, একটু ফান্ডের ব্যবস্থা করুন।" এই বলে তিনি মোহনদাসের হাত সজোরে চেপে ধরলেন।

মোহনদাস অস্বস্তিভরে হেসে বললেন, "দেখ লেঙ্গে, জরুর দেখ লেঙ্গে। আব হাথ তো ছোড় দিজিয়ে।"

রবি হাত না ছেড়ে ব্যাকুল মিনতি করতে লাগলেন শুধু।

মোহনদাস বললেন, "আরে ইয়ে তো আচ্ছা মুসিবত মে গিরা হামনে! আরে ভাই তুমকো তো বোলা, দেখলেঙ্গে তুমহারে ফান্ডিং কে বারে মে কেয়া করনা পসিবল হায়। আব হাথ তো ছোড়ো!"

রবি হাত ছাড়লেন না।

মোহনদাস হুঙ্কার দিয়ে বললেন, "ইয়ে হাথ মুঝে দে দে ঠাকুর! ইয়ে হাথ মুঝে দে দে ঠাকুর ... !"

...


মন্তব্য

গৌরীশ রায় [অতিথি] এর ছবি

কিলাস!!!!!

তুলিরেখা এর ছবি

ইয়ে হাথ !
হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ক্লান্ত পথিক [অতিথি] এর ছবি

জটিল.............

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

হো হো হো
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

জেবতিক রাজিব হক এর ছবি

জম্পেস চলুক

আলাভোলা এর ছবি

হো হো হো

--
আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি...

রেনেট এর ছবি

মজারু হইসে হাসি
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

স্নিগ্ধা এর ছবি

এসব কী গল্প আপনি লেখেন হিমু, ভুলে ভরা??!!

মোহনদাস পরনের কাপড় দিয়ে চশমার কাঁচ মুছতে মুছতে বললেন,

এটা সম্ভব? আপনিই বলুন না, সম্ভব? চশমা মুছতে খুব বেশী কাপড় লাগে না ঠিকই, কিন্তু মোহনদাসজী যে বড্ডই ত্যাগী ছিলেন, বাহুল্যবর্জনে বিশ্বাসী, পরনে তো থাকতো একটি - ইয়ে মানে, যাক্‌ গে, মোট কথা আপনার লেখা ওই লাইনটি ভুল চোখ টিপি

সবজান্তা এর ছবি

মাইনাচ...

প্রভা মানে একটা ইয়ে নায়িকা ছাড়া, দুই পুরুষের আলাপ আমার ভালো লাগে না মন খারাপ


অলমিতি বিস্তারেণ

ফারুক হাসান এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হিন্দি আমি এক্কেরে বুঝি না... কিন্তু শেষটায় আইসা ব্যাপক মজা পাইছি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুজন চৌধুরী এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

প্রায় পুরো লেখাটাই হিন্দিতে রচিত বলে রসাস্বাদনে অক্ষম হলাম। হিন্দি বুঝি না। সবাইকে হাসতে দেখে নিজেকে বড়োই বোকা-বোকা লাগছে মন খারাপ

আমার মতোন হিন্দি-না-বুঝ সংখ্যালঘুর কথা কেউ ভাবলো না মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রায়হান আবীর এর ছবি

আমিও মন খারাপ

রেনেট এর ছবি

আমি হিন্দি বুঝি, বলতেও পারি টুকটাক... কিন্তু বান্দি (বাংলা + হিন্দি ) পড়তে বেজায় কষ্ট হয় মন খারাপ
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

গৌতম এর ছবি

ম্যায় তুমসে পেয়ার করতা (করতি) হু- ছাড়া আর কোনো হিন্দি বাক্য বুঝি না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পরিবর্তনশীল এর ছবি

মোহনদাস কাকার ডায়ালগ কিছুই বুঝলাম না। মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মুস্তাফিজ এর ছবি

হিন্দি না বুঝলেও ধারনা করতে পারছি ব্যাপারটা কি
মজা পাইলাম

...........................
Every Picture Tells a Story

অমিত আহমেদ এর ছবি

আগের গুলোর মতো জমে নাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

ফারুক ওয়াসিফ এর ছবি

আহারে!

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

কীর্তিনাশা এর ছবি

হে হে দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তীরন্দাজ এর ছবি

খুব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

বিপ্লব রহমান এর ছবি

ঞঁ!! খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

দেবোত্তম দাশ এর ছবি

"ইয়ে হাথ মুঝে দে দে ঠাকুর! ইয়ে হাথ মুঝে দে দে ঠাকুর ... !"

হা হা হা,
নিজেরটার সাথে ঠাকুরের হাতও চাইছে নাকি ? তাইলেই তো বিপদ

অফ্টপিক্ঃ-
হিমুভায়ের হিন্দি কি টিভি দেখেই শেখা !

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অন্যের হাসি দেখে হাসার চেষ্টা করলাম, যদিও তাতে বোকা বনে যাওয়ার সম্ভাবনা যথেস্ট। এই গল্পের বঙ্গানুবাদ করার মতো কেউ আছেন কি?
...............................
নিসর্গ

     এর ছবি

রবি ব্যাকুল গলায় বললেন, "মোহনদাসজী, চাঁদার ব্যাপারটা ...।"

মোহনদাস পরনের কাপড় দিয়ে চশমার কাঁচ মুছতে মুছতে বললেন, "হ্যা হ্যা, দেখব অবশ্যই। আপনি ঘাবড়ায়েন না।"

রবি তবুও ব্যাকুল গলায় বললেন, "করমচাঁদজী, আপনি তো জানেন, এ স্বপ্ন আমার কতদিনের!"

মোহনদাস মৃদু হেসে বললেন, :ভাল বিজনেস চুজ করছেন আপনি। এই যুগে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য কম্পিটিশন একদমই কোন ফ্যাক্টর হইতে পারে নাই। কিন্তু ঘনশ্যামদাসজী বলছেন, পরের যুগে এমন দিনও আসবে, যখন অলিগলিতে প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে যাবে...।"

রবি বিব্রত হয়ে বললেন, "না মোহনদাসজী, না! আমি তো ব্যবসা করতে চাই না। আমি শুধু মানসচক্ষে দেখি ... গাছের ছায়ায় বসে ছেলেমেয়েরা পড়ছে ... ।"

মোহনদাস ভুরু কুঁচকে বললেন, "আরে এ কেমন কথা হল ঠাকুর সাহেব? আকাশের নিচে ক্লাস করা কি কোন ভাল কথা? আপনার তো বিল্ডিং বানানো উচিত।বাচ্চাদের মাবাবা তো আর আকাশের নিচে পড়ানোর জন্য আপনার কাছে পাঠাবে না ওদের! আপনার কাছে সুন্দর ক্যাম্পাস আছে, দুইচারটা বিল্ডিং দাড় করায়া ফেলেন। ঘনশ্যামদাসজী তো বলছেন, পরের যুগে এমন দিনও আসবে, যখন ইউনিভার্সিটির জন্য শুধু বিল্ডিংই পাওয়া যাবে, কোন ক্যাম্পাস-ট্যাম্পাস পাওয়া তো দূরের কথা...।"

রবি ব্যাকুল হয়ে বললেন, "করমচাঁদজী, একটু ফান্ডের ব্যবস্থা করুন।" এই বলে তিনি মোহনদাসের হাত সজোরে চেপে ধরলেন।

মোহনদাস অস্বস্তিভরে হেসে বললেন, "দেখব, অবশ্যই দেখব। এখন তো হাতটা ছাইড়া দেন।"

রবি হাত না ছেড়ে ব্যাকুল মিনতি করতে লাগলেন শুধু।

মোহনদাস বললেন, "আরে এ তো দেখি আচ্ছা মুসিবতে পড়লাম আমি! আরে ভাই তোমাকে তো বললাম, তোমার ফান্ডিং নিয়ে কি করা পসিবল দেখব তা। এখন হাত তো ছাড়ো!"

রবি হাত ছাড়লেন না।

মোহনদাস হুঙ্কার দিয়ে বললেন, "ইয়ে হাথ মুঝে দে দে ঠাকুর! ইয়ে হাথ মুঝে দে দে ঠাকুর ... !"

আলাভোলা এর ছবি

চমৎকার অনুবাদ।
--
আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি...

আনিস মাহমুদ এর ছবি

কই পান আপনি এগুলি গল্প?

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

রদেলা এর ছবি

মোহনদাসজী ও যে ধর্মেন্দ্রর ভক্ত ছিলেন জানতাম না কিন্তু। মজা পেলাম।

শান্ত [অতিথি] এর ছবি

বস ধর্মেন্দ্র না বস আমজাদ খানের ডায়লগ

ইশতিয়াক রউফ এর ছবি

দেরি করে পড়লাম। ভাষা বুঝতে কিঞ্চিৎ অসুবিধা ছিল, কিন্তু অনুবাদের সব ফিলিপ্স বাত্তির মত ফকফকা!

পলাশ দত্ত এর ছবি

আচ্ছা, হিমুর এই ফুটোস্কপিক কি কখনো পুস্তিকা আকারে বেরুবে?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।