কুকিল ফিচারিং কালা ০২

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ৩১/০৭/২০১৩ - ১০:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

[কুকিল ফিচারিং কালা ০১]

প্রতিমাসে কালার গানের হাতে নির্যাতিতা কুকিলদের নিয়ে একবার করে হানা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো কুকিল ফিচারিং কালা। মরদ কা বাত হাতি কা দাঁত। মাস ফুরাতে বাংলাদেশে এখনও ঘন্টা দুয়েক বাকি। এসে গেলো কুকিল ফিচারিং কালার দ্বিতীয় পর্ব।

এই পর্বে থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রনিবাসিনী কলির সঙ্গে একটি এবং কানাডানিবাসিনী অর্ণের সঙ্গে একটি গান। গানের দোষত্রুটির কারণে গালি দেওয়ার জন্যে কালার সঙ্গে যোগাযোগ করুন। প্রশংসা করতে হলে এখানে জানিয়ে যান, কালা কুকিলদের জানিয়ে দেবে। গায়ে পড়ে কুকিলদের সঙ্গে নিজেই আলাপ জুড়ে দেবেন না, রামাদানের পবিত্রতা বজায় রাখুন, লাইনে আসুন।

কুকিল ফিচারিং কালায় দলে দলে যোগদানে ব্যাকুলা ভবিষ্যৎ কুকিলরা রামাদানের সকল পবিত্রতা ভঙ্গ করে গোপনে মধুর সব বার্তা পাঠান কালার ঠিকানায়। জাজাকাল্লাহ খায়ের।

১.

২.


মন্তব্য

রকিবুল ইসলাম কমল এর ছবি

হাততালি আপনার গান সিলেকশন গুলো ভালো লাগে।

অতিথি লেখক এর ছবি

আমি আরো গুতা দিতে চাইছিলাম যে কালা,কুকিলারা কৈ গেল। তা আপনে দেখি দুই ঘণ্টার হিসাব সহ মনে রাখছেন! আপ তো পুরুষ-ই নেহি,মহাপুরুষ হ্যায়!! খাইছে শয়তানী হাসি
গান মধু হয়েছে!!
হাততালি

-----------------------
সুবোধ অবোধ

^_^ এর ছবি

খুব পছন্দের ২ টা গান । হাসি বিষয়টা কি এরকম যে কুকিল আলাদা গান করেন আর কালা আলাদা গান করেন তারপরে ২ টা গান একসাথে করা হয় ?

হিমু এর ছবি

হাঁ। একসঙ্গে গান গাইলে রামাদানের পবিত্রতা আস্ত থাকবে?

অতিথি লেখক এর ছবি

কোকিল আর কালার গানের সলো ভার্সনগুলো আলাদা আলাদাভাবে দেওয়া যায় না? কথা দিচ্ছি সেক্ষেত্রে কালার গাওয়া গানগুলোও অবশ্যই শুনবো।

আব্দুল্লাহ এ এম

রাব্বানী এর ছবি

চলুক দেঁতো হাসি

হিমু এর ছবি

আয়নামতি এর ছবি

মার ডালা রে! দারুণ হচ্ছে কিন্তু কুকিল আর কালার যুগলবন্দী ধুন্ হাসি
এত চমৎকার মিষ্টি গলা ককিলদের কী বলবো!
সুরঞ্জনা আর অর্ণের সাথের আগের গানদুটোও শুছেছিলাম। খুব ভালো লেগেছিল।
অবশ্য হিমুভাইয়ের হোমওর্য়াক এট্টু দুব্বল ছিল।
ওঁর গলা তো বেশ দরাজ তো তাই ধরা খাওয়া সহজ। গানগুলো কিভাবে ডিএল করা যাবে রে?

এইবার বায়নামতির বায়নার ব্যাপারে একটু বলি? আমি কুনু আইফুন অ্যাপ কিংবা ম্যাপ চাইনা বাপু!
সামান্য একটা দুইটা গানের বায়না করবো। সময় সুযোগ মত শুনিয়ে দিলে এত্তো এত্তো আর্শীবাদ করবো।
নইলে বাংলা আর হিন্দীতে(এই কায়দা তিথী হইতে সদ্য শিক্ষাপ্রাপ্ত হইছি দেঁতো হাসি ) মণ্ডুপাত করবো(মনে মনে)
বলে দিলাম। আওয়াজ পাইলে কুন গান শুনতে চাই জানান দিয়ে যাবো। সুরের এই যাত্রায় অনেক শুভেচ্ছা অভিনন্দন থাকলো।

হিমু এর ছবি

রামাদানে আরো দুব্বল হয়ে গেছি। গানের আবদার গোপনে ফেসবুকে করুন, রামাদানের পবিত্রতা বজায় রাখুন।

আয়নামতি এর ছবি

মরন! আমি ফেসবুকে নেই তো। গোপনে কেন কইতে হবে রে রেগে টং

হিমু এর ছবি
কিছু কথা থাক না গুপন? (© মতিকণ্ঠ)
আয়নামতি এর ছবি

তাইলে আর বানিয়ে বানিয়ে প্রশংসাও করবো না কিন্তুক চোখ টিপি

হিমু এর ছবি

অতিথি লেখক এর ছবি

"প্রশংসা করতে হলে এখানে জানিয়ে যান, কালা কুকিলদের জানিয়ে দেবে। গায়ে পড়ে কুকিলদের সঙ্গে নিজেই আলাপ জুড়ে দেবেন না, রামাদানের পবিত্রতা বজায় রাখুন, লাইনে আসুন।"
গড়াগড়ি দিয়া হাসি হো হো হো গড়াগড়ি দিয়া হাসি
গান শোনার সুযোগ পাব আর ঘন্টা চারেক পরে। আপাতত হেসে নিই।
- একলহমা

স্যাম এর ছবি

সুনীল এসে দেখুক - কেউ কথা রাখে দেঁতো হাসি
ভাল লাগছে -
মাসে দুইটা দেয়া যায়না? আপনার জন্য কুন ব্যাপারই নহে, কুকিলদের পাওয়া গেলেই হয় ।

গৃহবাসী বাউল এর ছবি

আর কত কুকিল এন্ড কালা? এইবার কালায় কালায় ক্যালায়া ক্যালায়া একটা সাই-ফাই বাউল ছাইড়া দেন মার্কেটে। অইটাও মার্কেট পাইব। এতে রমজানের পবিত্রতা বজায় থাকব, কালার কলিজা ও কিঞ্ছিত ফ্রেশ থাকবে। জনগন নতুন কিছু খাইল।

কুকিল অ্যান্ড কালা ভাল্লাগছে।

-----------------------------------------------------------
আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো
ঐ আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে
-----------------------------------------------------------

অতিথি লেখক এর ছবি

আমি আসলে ব্যাপারটি ধরতে পারিনি, নতুন তো! যা হোক, খারাপ লাগেনি শুনতে, এ মন চায় যে মোর!

-এস এম নিয়াজ মাওলা

কড়িকাঠুরে  এর ছবি

বাহ! শ্রাবণেও কুকিল ফিরে আসে... হাসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

অধিক রাতে পুরনো দিনের গান ভালই লাগলো। চলুক

মেঘা এর ছবি

এই তো হেথায় কুঞ্জ ছায়ায় গানটা অতীব সুন্দর হয়েছে। কলি আপুকে জানিয়ে দিয়েন আর কালাকে এখানেই অভিনন্দন হাসি

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

অতিথি লেখক এর ছবি

চলুক
গান শুনতে শুনতে ইচ্ছা হইতেছিল একটা গল্প বানাইয়া গান দুইটা সেইখানে জুইড়া দেওনের।
- একলহমা

হিমু এর ছবি

তাহলে টেকাটুকা দেন?

অতিথি লেখক এর ছবি

হা: হা: হা:, হিমু-দাদা, জানি টেকাটুকা না দিতে পারলে তারে কেউ পাত্তা দেয় না! দিলে থুলে বড় দিদি তা না হইলে ঢ‌্যাঙা দিদি। না না, টেকাটুকা খরচ কইরা একটা নাটক কি ফিলিম নামাইবার পারলে করতাম না এমন ন‌য়। আপনারা একেকজন এত গুণের মানুষ, আপনাদের দেখি নাই কখন, কিন্তু মনে হয় যেন পাশেই আছেন। সেই আনন্দেই আমি গল্প করে যেতে থাকি। গান-দুটো শুনতে শুনতে মনে হচ্ছিল যেন পর পর কতক গুলো সিকোয়েন্সের ভিতর দি‌য়ে ভেসে চলেছি। রোজকার ঘষটানির চোটে রোমান্টিকতার তো চোদ্দটা বেজে থাকে। তার মাঝখানে আপনার এই কালা-কুকিল ফিচার একই সাথে নস্টালজিক আবার প্রযুক্তির ঘাড়ে চেপে মনফবনের নাও বইয়ে দেওয়ার মত দু:সাহসিক অ্যাডভেঞ্চারাস লাগে।
- একলহমা

সত্যপীর এর ছবি

এইবার ছাড়েন।

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

তব্বে! এইবার! হাসি
- একলহমা

হিমু এর ছবি

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি হো হো হো গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
দুদ্দুর, আর আপনি, আপনি করে টানতে পার্লাম না! কোত্থুকে তোমরা এইগুলান পাও, হিমু-দাদা। তোমাগ-ই ভাষায় কই - মাইর‌্যালা রে মাইর‌্যালা। গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
- একলহমা

সত্যপীর এর ছবি

লুভেপাপ্পাপেমৃত্যু. খিয়াল কৈরা.

একটা মিউজিক ভিড্যু ছাড়েন.

..................................................................
#Banshibir.

অনার্য সঙ্গীত এর ছবি

অসাম! হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলাম!

কুকিলরা বিবাহিত কিনা, বিবাহিত হলে পরিকীয়াকে একটি সম্মানজনক সামাজিকতা বলে মনে করেন কিনা, কুকিলদের ইমেইল ঠিকানা, ফেসবুক আইডি ইত্যাদি তথ্য শুধুমাত্র গবেষণার প্রয়োজনে কীভাবে পেতে পারি?

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

"শুধুমাত্র গবেষণার প্রয়োজনে"
হো হো হো গড়াগড়ি দিয়া হাসি
- একলহমা

তিথীডোর এর ছবি

সাউন্ডক্লাউডে 'কুকিল এবং কালা' ফলো করা হয়। দুটোই আগেই শুনেছি। হাসি

ভুক্তভোগির অভিজ্ঞতা জানাই।
আমার এক কলেজমেট থাকে জার্মানিতে, পরিবেশবিজ্ঞানে এমএস করছে। সেদিন ইউটিউবের এক গজল লিঙ্কের বদলা হিসেবে ওকে কুকিল সুরের একটা নুতন গান দিলাম শুনতে। আধঘন্টার মধ্যেই সে গায়িকার পিকচার দেখতে সুযোগ পাওয়ার আবদার জুড়ে বসল। মানে গানের মতোই চেহারাছবি সুইট হলে তিনি যে কোন মূল্যে পরিচিত হতে আগ্রহী। চটাং করে মাথায় রক্ত উঠে গেল আমার। গান শুনে ভাল লাগলে মন্তব্যে জানাও। সে নিশ্চয়ই প্রশংসায় প্রাণিত হবে। প্রোফাইল লিঙ্ক কেন দেব রে ব্যাটা? আমি কি ঘটক না দালাল?

গায়ে পড়ে কুকিলদের সঙ্গে নিজেই আলাপ জুড়ে দেবেন না, রামাদানের পবিত্রতা বজায় রাখুন, লাইনে আসুন।
খুউব খিয়াল কৈরা!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আইলসা  এর ছবি

এমন চ্যাতেন ক্যা, দিতেন... আহারে বেচারা গান শুইন্যা কত কিছু ভাবছে, আপনে দিলেন রুহ আফজা ঢাইল্যা।

আইলসা  এর ছবি

রমজান মাসে গানা-বাজনা তারপর আবার তেতুলের গন্ধ পাই। সাধে কি কয় সব বোলগার নাস্তিক!!
গানগুলা ভালো লাগছে।
গানের অর্থ নিয়া কিঞ্চিত শংকিত।... দ্বিতীয় গানের "তুমি" টা কি বড় গনতন্ত্র নিহি?

অতিথি লেখক এর ছবি

সেইরাম!!!! মজা পাইাম।।।।
AalMaruf

স্পর্শ এর ছবি

কুকিলেরা আমার সাথে যোগাযোগ করে দু জাহানের অশেষ নেকি হাসিল করুন। দেঁতো হাসি

হিম্ভাই, কুকিলদের সাথে একই "কী" তে গাইতে হবে (মানে কুকিল যে নোট গাইতেসে, তার ঠিক এক অক্টেভ নীচে হতে হবে কালার নোট)। কী ম্যাচ করতেসে না মনে হৈতেসে। তাই হারমোনিক্স হচ্ছে না।


ইচ্ছার আগুনে জ্বলছি...

ত্রিমাত্রিক কবি এর ছবি

রামাদানে এসব করেন কী এসব? নাউজুবিল্লাহ।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

যাক শেষ পর্যন্ত আপনি কুকিল ফিচারিং দিলেন!!!! গতবার আপনার গলা খুব বেশি প্রমিনেন্ট ছিল না কিন্তু এবার আপনার গলা খুব বেশি ভাল লাগলো গুরু গুরু , 'আমার মন বলে' খুব খুব খুব বেশি সুন্দর চলুক হাততালি
ইসরাত

হিমু এর ছবি

তানিম এহসান এর ছবি

দারুণ লাগলো, দারুণ...

নীলকমলিনী এর ছবি

হিমুর যে কতো কিছুতে আগ্রহ, এই ছেলেটির সত্যি গুনের সীমা নেই। ভালো লেগেছে গান দুটো।

হিমু এর ছবি

সুমিমা ইয়াসমিন এর ছবি

গাইলে হামদ্ নাত গান। লাইনে আসুন। খাইছে

অতিথি লেখক এর ছবি

হো হো হো

----------------
সুবোধ অবোধ

অতিথি লেখক এর ছবি

প্রথমেই বলে নেই ভালো লেগেছে।

তবে হিমুদা, গাওয়ার সময় কোনো দ্বিধা কাজ করেছে কি? কোথাও কোথাও কালা ও কোকিলা দুজনকেই দ্বিধান্বিত লেগেছে। কোথায় যেন এক ধরনের সংশয় কাজ করছে। পুরোটাতে নয়, কিছু কিছু জায়গায়। দুটোতেই।

আমি অবশ্য আগেই নিজেকে অসুর (যে গানের গ জানে না) হিসেবে পরিচয় করে দিয়েছিলাম।

স্বয়ম

হিমু এর ছবি

আমি তো গান গাইতে পারি না। আমার আবার কীসের দ্বিধা?

তারেক অণু এর ছবি

আপনার বিহা আর ঠেকানা গেল না!

হিমু এর ছবি

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

স্বয়ম

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুমম... অবশেষে গ্রামীন নেটওয়ার্কের অচলয়াতন ভেঙ্গে শুনতে পেলুম
হাততালি হাততালি হাততালি

[কুকিলদের সাপ্তাহিক হারে নির্যাতনের আওতায় আনা যায় না? চিন্তিত ]

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

হিমু এর ছবি

কুকিল ফিচারিং কালার পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ।

নির্ঝর অলয়  এর ছবি

হিমু ভাই, আপনার আওয়াজের কোয়ালিটি এবং থ্রোয়িং দুটোই আমাকে মুগ্ধ করেছে। আজকাল তো বেস-ব্যারিটোন ইত্যাদি শুনতেই পাওয়া যায় না। আরো গান শুনতে চাই।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মাসের বদলে কিলো-মাস/মেগা-মাস/গিগা-মাস ইত্যাদি চালু হল নাকি? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।