বিষ্মিত, অভিভূত!

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: রবি, ২৩/০৩/২০০৮ - ১০:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ অফিস থেকে ফেরার পথে বাসার কাছের দোকান থেকে চাল এবং চকলেট কিনে বাসায় ফিরলাম। ফেরার কথা ছিল ৬টায়, কিন্তু মিটিং থাকাতে ফিরতে ফিরতে ৮টা বেজেছে। মাথা এবং ঘাড় একটু ব্যাথা করছিল। সম্ভবত বার্ধক্যের দিকে ধাবিত হওয়ার পথে কোন চেক পয়েন্ট পার হয়েছি। গতকালও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। ফলে নির্ধারিত ক্লাস বাতিল করেছিলাম। আজও মনে হয় সেই রকমই কোন অসুস্থতা আঘাত করবে .... ...।

বাসায় এসেই কাপড় পাল্টে গোসল করে শুয়েছি। বউ বলছে রাতের খাবার খেয়ে এই ঝামেলা চুকিয়ে ফেলতে। এমন সময় কেউ একজন কড়া নাড়ল। দেখি দোকানের কর্মচারী ... বলছে আপনি দোকানে সম্ভবত মানিব্যাগ ফেলে এসেছেন। আমিতো অবাক!! ... ... কাপড় পাল্টানোর সময় বের করে রাখা জিনিষপত্র ঘেটে দেখলাম আসলেই তাই ... মানিব্যাগ নাই।

ইতিমধ্যে একটা ফোন আসল। দোকান থেকে এর মালিক সোহাগ ফোন করেছেন (বয়স ৩০এর কমই হবে) ... সম্ভবত মানিব্যাগের ভেতরে আমার ভিজিটিং কার্ড থেকে ফোন নম্বর নিয়ে ফোন করেছে। জানালাম যে, ঠিক .... আপনার কর্মচারীও এসেছেন। এরপর, দোকানে গিয়ে মানিব্যাগ নিয়ে আসলাম। মানিব্যাগে প্রায় আড়াই হাজার টাকা ছিল .... সবই অক্ষত।

আমি সত্যই বিষ্মিত, অভিভূত!!


মন্তব্য

সৌরভ এর ছবি

আমার তো মনে হয়, এইটাই স্বাভাবিক।
আমাদের মধ্যে একটা চিরন্তন জুজুর ভয় ঢুকে থাকে সবসময়, মানিব্যাগ হারালে ফেরত পাবো না, বাড়িতে তালা না মারলে চোর ঢুকবে, গাড়ি লক না করলে চুরি হয়ে যাবে। এই ভয়গুলো আমাদের মস্তিষ্কে ঢুকে গেছে।
আমাদের এই ভয় বলে, ৯৯ ভাগ ক্ষেত্রেই খারাপ ঘটনাটা ঘটবে।

অথচ, চিন্তা করেন, ১০ ভাগ লোকও যদি খারাপ হয়, তাহলে খারাপটা ঘটার সম্ভাবনা ১০ এর মতো।
আমরা আসলে ১০ কে ৯৯ ভেবে বসে থাকি।

(কী বললাম, ঠিকমতো বোঝাতে পারলাম না.. মন খারাপ )


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

শামীম এর ছবি

পরিসংখ্যান ঠিকই বুঝিয়েছেন। চলুক
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সৌরভের মন্তব্যে ১০০ তে ১০০।

শামীম এর ছবি

আসলেই তাই ... ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অমিত আহমেদ এর ছবি
রায়হান আবীর এর ছবি

আসলেই, ভাল মানুষই বেশি আছে দুনিয়াতে...
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

ধুসর গোধূলি এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।