মুমূর্ষু

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: বিষ্যুদ, ১৭/০১/২০০৮ - ৪:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এত রং বাস্তবে ধরে না কোথাও- এত আনন্দ জীবনে থাকে না কোথাও
এইসব রং আর আনন্দ থাকে শুধু প্রতারণার ফাঁদে

মিস করি এই সুখ। মিস করি মিথ্যে তোমার মুখ
মিস করি ঠকানোর মহান কৌশল

মিথ্যে মিথ্যে মিথ্যে তবু সত্যের চেয়ে বেশি প্রিয় হয়ে উঠা মিথ্যেকেই মনে করি বারবার
মিথ্যে দিয়েই যদি অতকিছু ঢেকে দিলে তবে সত্যটা কেন দেখালে আবার

একটা জীবন না হয় পার হয়ে যেত অভিনয় করে
একটা জীবনে কি সুখের চেয়েও সত্যের বেশি দরকার?


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

প্রশ্নটাকেই তো উত্তর মনে হয়।।
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

লুৎফুল আরেফীন এর ছবি

কবিতা বুঝতে পেরে যারপরনাই আনন্দিত হলাম। অনেকদিন কবিতা পড়ে বুঝতে পারা হয় না!

ও হ্যা, অসাধারণ লাগলো!

একটা জীবনে কি সুখের চেয়েও সত্যের বেশি দরকার?

মাহবুব লীলেন এর ছবি

কবিতা কেউ বুঝে ফেললে নাকি সেটা কবির ব্যর্থতা
আপনি বুঝে ফেললে তো আমি গেলাম

শেখ জলিল এর ছবি

মাঝে মাঝে মূমুর্ষূকে মিথ্যা আশ্বাস দিয়েও সান্ত্বনা দিতে হয়....মাঝে মাঝে মিথ্যাই সত্যের চেয়ে প্রিয় হয়ে যায়....
কবিতাটি ভাল্লাগছে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সবজান্তা এর ছবি

একটা জীবন না হয় পার হয়ে যেত অভিনয় করে
একটা জীবনে কি সুখের চেয়েও সত্যের বেশি দরকার?

মারাত্মক প্রশ্ন। মাঝে মাঝে আমার মনেও উকি দেয়।

পরম কোন উত্তর পেলে জানাবেন।

কবিতাটা যথারীতি ভালো লাগলো।
------------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

মাহবুব লীলেন এর ছবি

একবার এক ভদ্রলোক বলেছিলেন সব সত্য প্রকাশ হয়ে গেলে নাকি মানুষকে ন্যাংটো হয়ে জঙ্গলে চলে যেতে হবে
মানুষের টিকে থাকার জন্যই নাকি মিথ্যে আর গোপনীয়তা দরকার

(হুজুরারা কিয়ামতের আলামত হিসেবে বলে- কিয়ামতের আগে নাকি পৃথিবী উগলে দেবে তার সব মাটির নিজের সম্পদ। সব খুনী ডাকাতরা নাকি স্বীকার করবে তাদের অপরাধ....)

এই বর্ণনায়ও মনে হয় সব প্রকাশ হয়ে গেলে এর পরে বাকি থাকে শুধু কিয়ামত

অছ্যুৎ বলাই এর ছবি

কবিতা ভালো লাগলো। কারো কাছে হয়তো সুখই মূখ্য, কারো কাছে অবশ্য সত্যই! কারো কাছে হয়তো কোনো বিভেদই নেই দুটোর।
আচ্ছা, মুমূর্ষু বানান কোনটা সঠিক? লীলেন ভাই লিখেছেন, মুমূর্ষু, কাকু লিখেছেন, মূমুর্ষূ। আমি নিজে কোনটা লিখতাম, এই মুহূর্তে হারিয়ে ফেলেছি। হাসি
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মুজিব মেহদী এর ছবি

কখনোই মিথ্যার আশ্রয় নেন নি, এখনো প্রয়োজনে কোনো-না-কোনোভাবে নেন না, এমন মানুষ কি সম্ভব?

ঠিক বানান মুমূর্ষু, মূমুর্ষূ নয়।
..................................................................................
অপরিপক্কতা সবসময় একরোখা হয়, আর পরিপক্কতা হচ্ছে সর্বগ্রাহী
-সেলিম আল দীন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মাহবুব লীলেন এর ছবি

একামাত্র বোকারাই সত্যবাদী হয়

তাপস শর্মা এর ছবি

ভয়ংকর সত্য!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।