খা জনগণ, খাইট্টা খা

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: বুধ, ১৫/১০/২০০৮ - ৫:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক টাকা কাপ চায়ের এখন
দাম বেড়ে হয় চাইট্টাকা
মুরগী হাঁকে একশো, আগে
যা ছিল ঠিক ষাইট্টাকা।

তারচে বরং গরম পানি
আদার সাথে বাইট্টা খা
মুরগী কেনা বাদ দিয়া সব
মাংস নিজের কাইট্টা খা।

এই আকালের নাকাল যুগে
যা পাবি সব চাইট্টা খা
আর কতকাল করবি রে সুখ
খা জনগন, খাইট্টা খা।

শিরোনাম কৃতজ্ঞতা: কিংকং ভাই। জনগণকে খাইট্টা খাওয়ানোর মন্ত্রণা দানে যিনি সর্বদা সোচ্চার কন্ঠ। দেঁতো হাসি


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

চমত্কার.. ম্যালাদিন পর আপনার ছড়া পেলাম এরকম
কমেন্টে আস্ত ছড়া না দিয়ে এভাবে লিখলেইতো হয় !
দারুণ !

স্বপ্নাহত এর ছবি

কি করুম কন। অলস মানুষ। খাইট্টা খাইতে মন চায়না। দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

ভালো হয়েছে।

পুতুল এর ছবি

খা জনগন খইট্টা খা
কাম না থাকলে আইট্টা যা
পথের ধূলো চাইট্টান খা
রাজার মাথা বাইট্টা খা

**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

স্বপ্নাহত এর ছবি

জট্টিল বলসেন তো! (তালিয়া)

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সুমন সুপান্থ এর ছবি

(নি)দারুন !!!!

স্বপ্নাহত , ধন্যবাদ

---------------------------------------------------------

'...এইসব লিখি আর নাই লিখি অধিক
পাতার তবু তো প্রবাহেরই প্রতিক...'

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

স্বপ্নাহত এর ছবি

আপনাকেও অনেক ধন্যবাদ, সুপান্থ দা।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

মুশফিকা মুমু এর ছবি

ব্লগর ব্লগর ছাইড়া এবার
পড়াশোনায় মন লাগা।
তুখর রেজাল্ট করার লাইগা
পোকা মাকর ভাইজ্জা খা। দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্বপ্নাহত এর ছবি

হ । খালি পরীক্ষার মধ্যেই ক্যান জানি লেখার জন্য হাত নিশপিশ করে। মন খারাপ

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

মুশফিকা মুমু এর ছবি

বলতে ভুইলা গেসিলাম, ভালা লিখস হাসি ৫ তারা দিসিলাম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রাফি এর ছবি

৫ তারা দিসিলাম

ক্যাম্নে কী???
নতুন চেহারা ছেড়ে আবার পুরাতনে ফিরে আসার পর থেকে আমি তো কোন লেখায় রেটিং এর অপশন পাচ্ছি না?
অ্যাঁ

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

কীর্তিনাশা এর ছবি

ছড়াখানা জবর বড়ো
দামতো পুরা ষাইট্টাকা !! দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

স্বপ্নাহত এর ছবি

কিনবেন নাকি? দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

কীর্তিনাশা এর ছবি

কিনুম না আবার!!
পাইলে ছড়াকার শুদ্ধা কিনা ফালামু।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

স্বপ্নাহত এর ছবি

বুইজেন কিন্তু। শখের তোলা আশি টাকা। ষাইট্টাকায় কাম হবোনা তখন চোখ টিপি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

রাফি এর ছবি

ভালৈছে...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

কীর্তিনাশা এর ছবি

হ পুরা মজাইছে ........
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

স্বপ্নাহত এর ছবি

ঠিকাছে লইজ্জা লাগে

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

রণদীপম বসু এর ছবি

জব্বর একখান ছড়া হইছে ! এইভাবে খাইট্টা খাইলে তো ভালোই লাগে !
ধন্যবাদ স্বপ্নাহত।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শিক্ষানবিস এর ছবি

পরীক্ষা দেইখাই বোধহয় এমন জট্টিল ছড়া মাথায় আসছে। দেঁতো হাসি

আলমগীর এর ছবি

৫×

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এহ্... আইছে... একশ টাকায় মুরগী কিনতে... যান বাজারে যান... দিবোনে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্বপ্নাহত এর ছবি

মুরগী এখন কত টাকা কেজি জনাব? হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রশংসার ভাষা জানা নাই। অসাধারণ। এমনটা খালি তোমাকে দিয়েই সম্ভব চলুক
_______________
বোকা মানুষ মন খারাপ

ইশতিয়াক রউফ এর ছবি

ভালৈছে।

পরিবর্তনশীল এর ছবি

বেশি ভালা হইলে এক কথায় কাম সাইরা দিতে হয়। হেডা হইল 'অসাধারণ'।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্নিগ্ধা এর ছবি

কিন্তু, এটা বেশী ভালো'র চেয়েও ভালো, তাই কি বলবো জানি না !!

রেনেট এর ছবি

অনন্য সাধারণ গুরু গুরু
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

খেকশিয়াল এর ছবি

জিহাদ ভাইডি ম্যালাদিন পর একখান বোমা ফাটাইলা
উড়ুম হইছে !!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আরিফ জেবতিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দূর্দান্ত!!!

অনিন্দিতা এর ছবি

নতুন কোন বিশেষণ খুঁজে পাচ্ছি না।
কেউ দয়া করে জানাবেন কি?
ইয়ে, পরীক্ষা কি লেখার মতো চলছে?

স্বপ্নাহত এর ছবি

লেখা জানি কার মত চলছে? দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

যুধিষ্ঠির এর ছবি

ফাটাফাটি লিখসেন তো! ব্যাপক মজা পাইলাম!

মৃদুল আহমেদ এর ছবি

দারুণ! চমত্কার লাগল অনেকদিন পর...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

স্বপ্নাহতের ছড়ায় মুগ্ধ আমি শুরু থেকেই। আর এইটা তো মহা জব্বর হইসে! কঠিন! জটিল!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ভূঁতের বাচ্চা এর ছবি

আরে জিহাদ মিয়া তো জোস লিখস !!!
খুব ভালা লাগছে।
খাইট্টা না খাইতে খাইতে অভ্যাস বড় খারাপ হয়া গেছে ভাই !

--------------------------------------------------------

স্বপ্নাহত এর ছবি

ইয়ে মানে এত হাবিজাবি প্রশংসা দেখে ব্লগে ঢুকে রীতিমত লজ্জা লাগছে লইজ্জা লাগে

@রণদীপম দা, অতিথি লেখক, মুহাম্মদ, আলমগীর ভাই, নজু ভাই, বিডিআর ভাই, ইশতি ভাই, মহিব,স্নিগ্ধাপু,রেনেট ভাই, খেকশিয়ালজী,জেবতিক ভাই, শিমুল ভাই, অনিন্দিতা আপু, যুধিষ্ঠির ভাই, মৃদুল ভাই,সন্ন্যাসীজী, ভুঁত ভাই -

কষ্ট করে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অনুপ্রেরণা দেবার জন্যও।

ভাল থাকবেন সবাই। হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আর আমি? ইয়ে, মানে...
আমি যে মনে মনে কতো কিছু কইলাম...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।