রাজাকার বধাবলী - ৩

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: শনি, ০৩/০৪/২০১০ - ৩:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শেষ কিছুদিন পত্রিকাতে ছাপছে এসব কী স্টোরি
আপনে নাকি ভুইলা গেছেন এক বছরের হিস্টোরি?
তার আগে আর তার পরে যা, আসছে যখন যাই মনে
বইলা গেছেন, কিন্তু খালি একটা বছর নাই মনে?
শুইনা বড় দু:খ পেলাম, লাগলো বুকে কিক মতো
আপনে জনাব সুস্থ্য আছেন? হইতেসে ঘুম ঠিক মতো?

ভুইলা গেলে অতীত নিজের, হোকনা যতই কেস বাসি
ক্যামনে ফিরায় আনতে হবে সেইটা জানে দেশবাসী চোখ টিপি

যা রটে তার সব ভুয়ামি, সব কিছু হয় গুল; তা' না
তারচে' বরং থাকতে স্মরণ কিনেন খাতা রুলটানা
সেই খাতাটায় ডেইলি বাপের নাম লিখে যান তিনশোবার
এইটা জানেন সব সময়ে যায়না ভালো দিন সবার ?

নইলে যেদিন বদ বাঙালি করবে জুতা খুইলা দান
পাঙ্গা খায়া নামটা বাপের সেদিন যদি ভুইলা যান?


মন্তব্য

যুধিষ্ঠির এর ছবি

জট্টিল হৈসে!!!

স্বপ্নাহত এর ছবি

আহ! যুধিষ্ঠির দা!
কতদিন পর আপনার দেখা পাইলাম!
কেমন আছেন? দেঁতো হাসি

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

সুহান রিজওয়ান এর ছবি

বুখে আয় বাবুল !!!!!!

বস, ছোট্ট একটা কথা। প্রথম লাইনটা দেখেন একটু-

শেষ কিছুদিন পত্রিকাতে ছাপছে এসব কি স্টোরি

এর জায়গায়, "শেষ কিছুদিন পত্রিকাতে ছাপছে কী সব স্টোরি " - দিলে ভালো হয় না ??

_________________________________________

সেরিওজা

স্বপ্নাহত এর ছবি

কি আর কী এর মধ্যে সবসময়ই ওলটপালট বাজাই ইয়ে, মানে...
দুইটার পার্থক্যটা জানি কি? দেঁতো হাসি

তোমার মত করে লিখতে গেলে ঠিক যে ছন্দে ভাবসি সেটা হয়না। তবে কি এর স্থানে কী হবার সম্ভাবনা আছে।

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

সুহান রিজওয়ান এর ছবি

হেহে, এই জিনিস ইশতি ভাইয়ের কাস থেকে শিখ্যা নিছি ভালো মত...

"হ্যাঁ বা না দিয়ে উত্তর দেয়া গেলে 'কি', যেমন- তুই কি সব ভুইল্যা গেসোস??
আর এছাড়া ব্যাখ্যামূলক হইলে 'কী', যেমন- কী খেলে মনে পড়বে?? "

... আমি বস প্রথম লাইন্টা পর্তে গিয়া একটু আটকাইসি, আপনি কী স্টোরি আর হিস্টোরি মিলাইসেন, আমার মনে হয় স্টোরি থাকলেই চলতো- আগ কি এর দর্কার আছিলো না...

যাউকগা, এইটা আপনার পিএইচডির বিষয়, আমি নাক না দিই দেঁতো হাসি

_________________________________________

_________________________________________

সেরিওজা

স্বপ্নাহত এর ছবি

আচ্ছা। এখানে তাহলে কি না হয়ে কী হবে। ঠিক করে দিলাম।

আর তোমার সাজেশনের জন্য ধন্যবাদ। বাকি জনগণ কি বলে দেখি। হাজার হইলেও গণতান্ত্রিক দেশ দেঁতো হাসি

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

নাশতারান এর ছবি

এইবার ঠিকাছে।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

তাও হোঁচট খাইতেসি ... যদি এভাবে পড়ি " ... ... ছাপছে এসব কীস-টোরি" তাহলে সেইটা পরের লাইনে "... ... এক বছরের হিস্টোরি?" এর সাথে মিলে ... কিন্তু বেশিরভাগ সময় "ছাপছে এসব কী ইসটোরি" এইভাবে পড়তে যাই আর ছন্দ মিলে না ...

আবার মনে হয় সুহানের সাজেশনটায় পড়তে বেশি আরাম হয় ... মানে এইভাবে "... ... ছাপছে কীসব স্টোরি"
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

রেনেট এর ছবি

আমি ছন্দে কোন গন্ডগোল পাইতেছিনা।
আমার কাছে তো বর্তমান সংস্করনটাই খাপে খাপ মনে হইতেসে হাসি

ছাপছে এসব কী স্টোরি
এক বছরের হিস্টোরি
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

যুধিষ্ঠির এর ছবি

আমিও তো ছন্দে গণ্ডগোল পাইতেসি না কোন! যেমন আছে তেমনই থাক।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আচ্ছা ঠিকাসে ... গণতান্ত্রিক সিদ্ধান্ত মেনে নিলাম দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

জি.এম.তানিম এর ছবি

ছন্দ হিসেবে "ছাপছে এসব কী স্টোরি" ঠিক আছে। কিন্তু ছড়াতে ইংরেজি শব্দ একটু ভাঙ্গা বানানে ও উচ্চারণে দেখতে ভালো লাগে (আমিও স্টোরিকে প্রথমবার ইস্টোরি পড়েছি), যেমনটা হয়েছে পরের লাইনে, "হিস্টোরি" বলাতে। তাই স্টোরি না লিখে ইস্টোরি লিখে আগে হালকা মাত্রা মেপে নিলে (যেমনটা সুহান বলেছে) পড়তে ভালো লাগত।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্বপ্নাহত এর ছবি

আমার মনে হয় হা ভোট জয়যুক্ত হয়েছে। অতএব, আগেরটাই বহাল থাকলো দেঁতো হাসি

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

রেনেট এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি
গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি
গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি
গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি
গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি
গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নাশতারান এর ছবি

দুর্ধর্ষ !!! তিনটার মধ্যে এটাই সেরা।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

হিমু এর ছবি
স্পর্শ এর ছবি

গুরু গুরু
এই ছড়ার সাথে জম্পেশ একটা কার্টুন একে লিফলেট বানানো উচিৎ।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

কনফুসিয়াস এর ছবি

পাঙ্গা শব্দটার জন্যেই পাঁচ তারা।
ছড়াটা মর্মান্তিক ভাল হইছে! চলুক

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

জি.এম.তানিম এর ছবি

গুল্লি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তিথীডোর এর ছবি

গুল্লি

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মুস্তাফিজ এর ছবি

নইলে যেদিন বদ বাঙালি করবে জুতা খুইলা দান
পাঙ্গা খায়া নামটা বাপের সেদিন যদি ভুইলা যান?

...........................
Every Picture Tells a Story

স্বপ্নাহত এর ছবি

ভাইসব, অশেষ ধন্যবাদ!

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

ছাত্র ছিল, পড়ালিখা করছে, তাই আশেপাশের "সাধারণ" ঘটনাবলী মনে না থাকাই স্বাভাবিক।

বাউলিয়ানা এর ছবি

অসাধারন!

গুরু গুরু

আনন্দী কল্যাণ এর ছবি

গুল্লি

অতন্দ্র প্রহরী এর ছবি

দুর্ধর্ষ! চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।