রাজাকার বধাবলী - ৭

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: শনি, ২৮/০৮/২০১০ - ৬:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুশিয়ার! হুশিয়ার!! ]
.....................................................
.....................................................

আর কত ভাই জীবদ্দশায়
দেখমু এসব পিছলামি ?
আর কতকাল ধর্ম খায়া
বাঁচবো জামাত ইসলামী ?

আর কতবার খালদা আফা
জন্মাবো দুই কিস্তিতে?
যাই যতবার ভাবতে এসব
মুখ তিতা হয় খিস্তিতে।

রঙ করিয়া, ঢং করিয়া
বাড্ডে করেন দুইটা রে
চান কি তারে উইশ করি
ফেসবুকে আর টুইটারে?

পত্রিকাতে আবার দেখি
ডাকলে জামাত চীফ তারে
পিংক কালারে ঠোঁট রাঙাইয়া
যান আফা সেই ইফতারে!

দুই দফাতে জন্ম নিয়াও
" ম্যাডাম অতীত কম জানে "
আপনে কি ভাই এই কথাটা
মানতে কন এই রমজানে?!

auto

বিস্তারিত পাবেন: এখানে


মন্তব্য

তারানা_শব্দ এর ছবি

একটু বেশিই জোস ছড়া...হিহিহিহিহি!! গড়াগড়ি দিয়া হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দ্রোহী এর ছবি

অসাধারণ!!!!!!!!!!!!!!!!!!!

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি


কি মাঝি, ডরাইলা?

সাবিশি এর ছবি

হা হা হা...আপনে মিয়া একটা জিনিস ই... গড়াগড়ি দিয়া হাসি রাজাকার বধাবলী চলতে থাকুক....

দুষ্ট বালিকা এর ছবি

স্বপ্নাডা এইবার ফাডায়ালাইসে! হো হো হো

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

বলার ভাষা খুইজা পাইতাছিনা
পাইলে জানাইয়া যামু।

স্বপ্নাহত রক্স খাইছে খাইছে খাইছে

এলেবেলে
_____________________

অস্থির চিত্তের বিস্ময়কর পদচারনা

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

অদ্রোহ।

তিথীডোর এর ছবি

হো হো হো হো হো হো

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তাসনীম এর ছবি

:গড়াগড়ি দিয়া হাসি

অনেক কষ্ট করে শেখা "গড়াগড়ি হাসি" আইকনের যথার্থ প্রয়োগ করলাম।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

স্পর্শ এর ছবি

গুরু গুরু


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুরঞ্জনা এর ছবি

সাধু সাধু!! উত্তম জাঝা!
নাও হে, কলমটা সম্প্রদান কল্লেম দেঁতো হাসি

............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

স্বপ্নাহত এর ছবি

হে হে। এই ছড়াটা কিন্তু ঐ কলমেই লেখা! দেঁতো হাসি

কিন্তু যার কলম সম্প্রদান করতে চাও তার পারমিশন নেয়া আছে তো? চোখ টিপি

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

তু..রু...ক হইছে।

অনন্ত আত্মা

সুহান রিজওয়ান এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি

_________________________________________

সেরিওজা

মুস্তাফিজ এর ছবি

জব্বর হইছে

"বিস্তারিত: এখানে" না দিয়া লেখেন "বিস্তারিত পাবেন এইখানে"

...........................
Every Picture Tells a Story

স্বপ্নাহত এর ছবি

যোগ করে দিলাম, ধন্যবাদ!

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

র হাসান [অতিথি] এর ছবি

অসাধারন! ক্ষমতা থাকলে আপনারে ১০০ পয়েন্ট দিতাম!! হাসি

সংসপ্তক এর ছবি

এইতো, এই হচ্ছে মুক্তিযোদ্ধা v 2.0।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

স্বপ্নাহত এর ছবি

তারানা_শব্দ, নজু ভাই, দ্রোহী দা, সাবিশি, দিশা আফা, তিথীডোর, এলেবেলে, অদ্রোহ, তাসনীম, স্পর্শ, অনন্ত আত্না, সুরঞ্জনা, সুহান, মুস্তাফিজ ভাই, র হাসান, সংশপ্তক -

আপনাদের সবাইকে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ!

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিন্দিতা চৌধুরী এর ছবি

দুই দফাতে জন্ম নিয়াও
" ম্যাডাম অতীত কম জানে "

সারমর্ম

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ক্যারি অন স্বপ্নাহত! এমন ধারা ছড়া (বিশেষতঃ ভূমিকার ছড়াটা) মানুষের মুখস্থ হয়ে যাবার কথা। মানুষের মুখে মুখে হুঁশিয়ারী ছড়িয়ে পড়ুক। বরাহ নিধন অব্যাহত থাকুক।

বলাই বাহুল্য পোস্টে পাঁচ তারা।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মহাস্থবির জাতক এর ছবি

সবাই সব জানে বোঝে। কিন্তু, করার কথা এলেই সবাই হে হে করে হাসে। সেসময় আপনার এই পদাবলী যথার্থ জায়গায় আঘাত করুক, এবং জাগাক গণমাত্রায় চেতনা, এই আশায়।
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

মৃদুল আহমেদ এর ছবি

দুর্দান্ত! ৫ তারা!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

শাহেনশাহ সিমন এর ছবি

ফাডায়লাইসো!
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অনিকেত এর ছবি

গুরু গুরু

রাহিন হায়দার এর ছবি

চ্রম হইছে, সবসময়কার মতোই! চলুক
________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...

অনুপম ত্রিবেদি এর ছবি

ওরে কশা ... কশা ... পুরাই কশা ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

রায়হান আবীর এর ছবি

চ্রম!

বাউলিয়ানা এর ছবি

গুরু গুরু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।