কোটা আর ট্রোল ম্যানেজমেন্ট ক্ষমতা যুক্ত হলো

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ০৫/০৭/২০০৭ - ৩:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

এখন থেকে প্রতি ২৪ ঘন্টায় ৫ টির বেশী পোস্ট, ৫০ টির বেশী কমেন্ট এবং সবমিলিয়ে (ব্লগ+ছবি+কমেন্ট ইত্যাদি) ৭৫ টির বেশী কিছুই করতে পারবেন না। কেউ এর চেয়ে বেশী কোটা চাইলে আলাপ করুন আমাদের সাথে। অবশ্যই আপনাদের সুবিধার জন্য এটা পরিবর্তন করা হবে।

এছাড়া ট্রোল ম্যানেজ করার জন্য একটি টুল সংযুক্ত করা হল। এতে দুষ্ট সদস্যকে সহজে সাজা দেয়া সম্ভব হবে।

কোন সমস্যা হলে জানান এখানে।


মন্তব্য

অরূপ এর ছবি

জটিলস্য!

তয় ইটা কি বাহে?
warning: Missing argument 2 for user_quota_user_by_name(), called in /home/sachalay/public_html/next/modules/user_quota/user_quota.module on line 739 and defined in /home/sachalay/public_html/next/modules/user_quota/user_quota.module on line 831.
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

নজমুল আলবাব এর ছবি

পোস্ট ৫টা ঠিক আছে। তবে কমেন্ট? নারাজী জানাইলাম।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কোটা লাগলে বলবেন বাড়াবো। কিন্তু সামহোয়্যাইনের কমেন্ট ফ্লাডিংয়ের কথা মনে আছে কিনা জানিনা। হাজার হাজার কমেন্ট থেকে বাঁচার জন্য এই ব্যবস্থা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নজমুল আলবাব এর ছবি

এই মুহুর্তে এই কোটায় চলবে আশা করি। কিন্তু পরে বাড়াতে হবে। আর আমাদের এখানে সমস্যা হবে কেন? সদাজাগ্রত মামু এর অপু যেখানে কর্মক্ষম। দরকার হলে মডু নেয়া হবে কয়েকজন।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমরা সদা জাগ্রত সব সময় থাকতে পারবোনা বলেই তো অটোমেটেড সিস্টেমের উপর নির্ভর করছি। চুরি একবার হয়ে যাবার পর চোর ধরার থেকে ভাই আগে থেকেই ঘর সামলাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দুষ্ট সদস্যকে সহজে সাজা দেয়া সম্ভব হবে।

কীভাবে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ব্ল্যাকলিস্ট করে তাদের এক্সেস বন্ধ করা যাবে, আইপি সহ ব্যান করা যাবে ইত্যাদি। এখনও ব্যবহার করা হয় নাই। তাই ভাল করে জানি না। যখন লাগবে তখন বোঝা যাবে আসলে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ও আচ্ছা, পরের কথা।
আমি তো ভাবছিলাম, এখনই কোনো ঝামেলা হইছে।
বাই দ্য ওয়ে, "দুষ্ট সদস্য" কথাটা পছন্দ হইছে, কেনো জানি না হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এখন দেখো তো অরুপ। প্রচুর টেস্ট করছি ভাই। http://149.169.24.205/sachal এ দেখো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অরূপ এর ছবি

সেটিংসে গিয়ে আমার কোটা চেক করো, এররটা তখন দেখাবে। জিনিস ভালো, তবে প্রচুর লোক গ্রামীন এর নেটওয়ার্ক ব্যবহার করে। এদের আটকানো বিপদ হবে, একটা ট্রিক অবশ্য আছে..

যাই হোক ফ্লাডিং ঠেকাতে পারলে কে আটকায়! চলুক

হাসিনকে ডাকবো সাকি সিকিউরিটি অডিট করতে?
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

অরূপ এর ছবি

সুমন লক্ষী ছেলে জন্য দিনে ৫টা কোটা দিয়েছে।
জনৈক ব্লগারের কবিতা ফ্লাডিং আমার এখনও মনে আছে!!! সপ্তাহে ৫০টা পোস্ট!

কোটা প্রয়োজন মতো বাড়ানো কমানো হবে। কোটার কারনে ভালো লেখা আটকে যাবে তা হবে না।

-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দরকার হইলে ফ্লাডিং টেনডেন্সী আছে এমন সদস্যকে আলাদা গ্রুপ করে ভুমচ্যাক ভুমচ্যাক মাইর দিতে হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নজমুল আলবাব এর ছবি

আরে একজন জুন মাসে ৪৩৫টা পোস্ট দিছে! কি কঠিন প্রোডাকশন ক্ষমতা।

কারুবাসনা এর ছবি

গ্রেট ডিসিশন। আজ ৫০টাই মন্তব্য করব।

কোনটা যদি মোছা হয় একটু জানবেন, ফলো করতে পারব না।

তবে দারুন ব্যপার। লেখাটাও জোশ।
পুরা রেটিং রইল।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

আরিফ জেবতিক এর ছবি

যথেষ্ঠ।তবে দুষ্ট সদস্যের অভাবে এইগুলান অব্যবহৃত রয়ে যাবে,এই যা আফসোস।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

অরূপ এর ছবি

আরিফ ভাই এর লেখা দেখি না কেন?
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

আরিফ জেবতিক এর ছবি

রাইটার্স ব্লক চলছে।

আমি সাধারনত:রাতে লিখি,কিন্তু এখন বাসায় কিছু ঝামেলার জন্য পারছি না।তাই অন্তত:কমেন্ট মেরে হাজিরা দিচ্চি।
অচিরেই নিয়মিত হবো।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

তারেক এর ছবি

বেশি বেশি স্ট্রিক্ট। কমেন্ট ৫০টা? মাঝে মাঝে কোন কোন পোস্টে অনেক মজার কমেন্ট চালাচালি হয়। ৫০ টায় যদি তখন আটকায় দেয়? কমেন্টের উপর হইতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যাইতে পারে বোধহয়।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ধুসর গোধূলি এর ছবি

- আমি এখনো কমেন্টামি শুরু করি নাই। করলে ৫০ টায় কেমনে হবে কও দেখি মামু।

আমার কোটা আনলিমিটেড কোরা যায় না, বিটে?
_________________________________
<সযতনে বেখেয়াল>

আরশাদ রহমান এর ছবি

২৪ ঘন্টায় ৫০টার বেশি মন্তব্য হইলেও হইতে পারে।
এখন মনে হইতাছে কথা বুইঝা শুইনা অল্প কথায় ভাব প্রকাশ করতে হবে হাসি আমার যদি অন্য সব কিছু নিয়ম কানুন মেনে চলি তাহলে মনে হয়না কেয় মন্তব্যের বন্যা বসাবে। বাজে মন্তব্য বা মন্তব্যের বন্যা তখনি হবে যখন ব্লগাররা তাদের পোস্ট সতর্কতার সাথে না দেয়। যদি লেখার মান খারাপ হয়। যদি সচলায়তনের মুল্যবোধের ভিত্তিতের সবাই পোস্ট দেয় তাহলে আমি মনে করিনা মন্তব্য নিয়ে কোন সমস্যা হবে। যেদিন মন্তব্য নিয়ে সমস্যা হবে সেদিন বুঝতে হবে আমরা ২ নম্বর ধারাকে অনুসরণ করছি না।
[২. সচলায়তন প্রতিষ্ঠার পিছনে নিম্নোক্ত মূল্যবোধগুলো কাজ করে:
× মুক্তিযুদ্ধের চেতনা
× ধর্মনিরপেক্ষতা
× বিজ্ঞানমুখীতা
× উদারদর্শন ও মুক্তচিন্তা
সচলায়তনের যাবতীয় নীতি, কর্মকান্ড ও কনটেন্ট এই মূল্যবোধ দ্বারা পরিচালিত হবে।]

অছ্যুৎ বলাই এর ছবি

মন্তব্য সমস্যার সমাধান:

যারা ৫০ টা মন্তব্যের কোটায় ভীত, তাদের জন্য মহৌষধ। মন্তব্য ফন্তব্যের দরকার নাই। যত মন্তব্য করতে চান, সবগুলা পোস্টের লিংক দিয়া, সাথে কোন মন্তব্যের রিপলাই সেটা কোট করে দিন শেষে একটা ম্যারাথন সাইজের পোস্ট দিবেন।

বাকী ৪টা পোস্ট সৃজনশীল কাজে ব্যবহার করবেন।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হিমু এর ছবি

দেঁতো হাসি!

আমরা বাচালায়তনকে ব্যবহার করছি না কেন মামু? আগে তো বাংলায় চ্যাট করা যেতো।

চ্যাট ফীচারটা নিয়ে একটা কাজ করলে কেমন হয়? সেদিন চটপটি খেতে গিয়ে এ বুদ্ধিটা মাথায় এসেছে। দুপুর বেলায় চটপটি খেতে মন চাইলো। কিন্তু চটপটিঅলা মামু (মাহবুব মুর্শেদ নয়) আসে সন্ধ্যাবেলা। ছ'টা থেকে ন'টা, এটা হচ্ছে চটপটি প্রহর। চ্যাটের ফীচারটাও যদি চটপটি অলা মামুর মতো দিনের একটা নির্দিষ্ট সময় চালু রাখা যেতো, তাহলে সিপিইউ-ও বাঁচতো, আবার লেখালেখির পেছনে তোয়াক্কেলও বজায় থাকতো :)। মাঝে মাঝে আলাপসালাপ করলে কমেন্টের ভার লাঘব করা যায় কিছুটা, নাকি?


হাঁটুপানির জলদস্যু

আরিফ জেবতিক এর ছবি

হিমু,আপনার সব লেখা ভালো,সব লেখায় সহমত,সব লেখায় ৫,সব লেখা আমি পড়ি।

একবারে কইয়া দিলাম।বার বার আলাদা আলাদা কমেন্ট দিতে পারবো না,কমেন্ট এমনিতেই দামী এখন।
ঞা:হা:হা:।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

সৌরভ এর ছবি

আমি খুব খুশি।
সারা মাসে ৫ পোস্ট হইলো আমার লক্ষ্য।
আর কমেন্টে ফাঁকি দিয়া কমু যে ,আমার কোটা খাইয়া ফালাইছে মামুয়। দেঁতো হাসি

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

হিমু এর ছবি

মন্তব্যের ট্রেন্ড কী বলে? কমেন্টের সংখ্যার ডেটা পেলে আমি কিছু অঙ্কটঙ্ক করতাম। মামু, আমাকে কি এরকম কিছু দেয়া যায়?


হাঁটুপানির জলদস্যু

হযবরল এর ছবি

এখানে কি রোল ওভার ব্যবস্থা রাখা যায়। কারণ আমার এখন পর্যাপ্ত সময় নেই লেখবার। আমার অব্যবহৃত পোস্ট এবং মন্তব্যগুলো পরে যথাসময়ে ব্যবহার হবে, মানে হাতে যখন অফুরন্ত সময় থাকবে।

কেমিকেল আলী এর ছবি

এর আগে হিমু ভাই বলল অনেক বেশি কমেন্ট চাই, আমরাও কইলাম দিমু কমেন্টের বন্যায় ভাসাইয়া,
আর এখন শুনি বন্যা ঠেকানোর জন্য ফারাক্কা দিতাছে!!

আরশাদ রহমান এর ছবি

আমি এ পর্যন্ত কয়টা মন্তব্য করলা তা ট্র্যাককরবো কি ভাবে? তা না হলে দেখা যাবে ৫০ পার হয়ে গেছে অথচ জরুরী কোন মন্তব্যের পরের দিন করতে হবে....... হাসি

তারেক এর ছবি

দিন তো প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমার এখনও দুই কুড়ি কমেন্ট হাতে আছে। ছেড়ে দিমু নাকি? চিন্তিত

ডেডিকেটেড লিমিট না দিয়ে মন্তব্যের জন্য শেয়ার্ড লিমিট দ্যান। তাইলে আরশাদ ভাই হয়ত আমার ভাগের কমেন্ট নিজের জন্য ইউজ করতে পারবে।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অমিত এর ছবি

আমী দূশ্ট ষদশ্য হতে চাঈ।

হিমু এর ছবি

পদ্ধতিটা পরীক্ষামূলকভাবে কিছুদিন চলুক। সমস্যাগুলি দেখি আমরা, নাকি?


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পরীক্ষা মূলক ভাবে ৫০ টা থাকুক। মনের আনন্দে কমেন্ট করুন। যদি কোটা রীচ করেন তাহলে আমাদের জানান সাথে সাথে বাড়িয়ে দেবো। তখন যেহেতু কমেন্ট করতে পারবেন না, তাই মেসঞ্জারে যোগাযোগ করুন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।