আমরা যাইনি মরে আজও

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: মঙ্গল, ০৫/০৬/২০১২ - ১০:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটা স্বপ্ন দেখে মনটা সকাল থেকে খারাপ হয়ে আছে। বুয়েটের প্রথম দিন ক্লাসে যাচ্ছি এই দৃশ্যটা দেখলাম। সেই ঝলমলে রোদ্দুরের দিন, যে কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে যাবার একটা বিপুল সম্ভাবনা, ক্যাফের আড্ডা - এসব কিছু আমাকে এলোমেলো করে দিলো। ঘুম থেকে উঠে শেলের মতো বুকে বিঁধে গ্যালো যে আমি চাইলেও আর সেসব দিনগুলো ফিরে পাবো না।

আমরা যাইনি মরে আজও - তবু কেবলই দৃশ্যের জন্ম হয়:
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোছনার প্রান্তরে,
প্রস্তরযুগের সব ঘোড়া যেন - এখনও ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে ।

অফিসের পথে ড্রাইভ করতে করতে কবীর সুমনের গানগুলো শুনতে শুনতে আরও অস্থির লাগতে শুরু করেছে। মনে হলো জীবনটা যেনো একটা ক্রজ কন্ট্রোলে আটকে গেছে। ঠিক যেনো Rembrandts এর ওই গানটার মতো:

So no one told you life was gonna be this way
Your jobs a joke, you're broke, your love life's D.O.A.

It's like you're always stuck in second gear
And it hasn't been your day, your week, your month,
or even your year

(দিন শেষে বাকিটা আপডেট করে দিতেও পারি। লাইভ দিনপঞ্জি।)


মন্তব্য

কৌস্তুভ এর ছবি

বিয়ে-থা সব হইয়ে যাওয়ার পরেও 'যে কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে যাবার একটা বিপুল সম্ভাবনা' নিয়ে হুতাশ করছনি মিয়া!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আবার সুযোগ থাকলেও একই মেয়ের প্রেমেই পড়তাম। কিন্তু ওই সম্ভাবনাটাই ইন্টারেস্টিং। হাসি

কৌস্তুভ এর ছবি

বাহ বাহ এইটা দারুণ একটা ডায়লগ হৈছে! হাততালি

আব্দুর রহমান এর ছবি

দেঁতো হাসি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি

কড়িকাঠুরে

দিগন্ত এর ছবি

বড় একঘেয়ে চিন্তাভাবনা আপনার হাসি


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

অমি_বন্যা এর ছবি

উত্তম জাঝা!

তিথীডোর এর ছবি

আবার সুযোগ থাকলেও একই মেয়ের প্রেমেই পড়তাম।

জিতা রহো। হাততালি হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাফি এর ছবি

ভাবি যে সচলে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন এইটা বুঝলাম।

নীড় সন্ধানী এর ছবি

চলুক হো হো হো

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

শাব্দিক এর ছবি

দেঁতো হাসি

প্রদীপ্তময় সাহা এর ছবি

হাততালি হো হো হো

প্রৌঢ় ভাবনা এর ছবি

মাফ করবেন, এই কথাটা কি শুধু সচলে প্রকাশের জন্য (ভাবীর ভয়ে) নাকি এ পর্যন্ত অন্য কোন মহিলা আপনার প্রতি আগ্রহ প্রকাশ করেনি বলে ?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দুটাই। মন খারাপ

মরুদ্যান এর ছবি

<দীর্ঘশ্বাস> আহ্ সেই সব দিন!!!

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ক্রেসিডা এর ছবি

যায় দিন ভালো মন খারাপ

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

আশরাফুল কবীর এর ছবি

যে কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে যাবার একটা বিপুল সম্ভাবনা

#অনেক দারুন লাগল উপরোক্ত লাইনটুকু পড়ে, কিন্তু শেষে এসে আর কোন সম্ভাবনা না দেখে দেখলামবেরসিক ঘ্যাচাং ওঁয়া ওঁয়া

#দুরন্ত সম্ভাবনার এতো স্বল্পায়ু মেনে নেয়া যাচ্ছেনা, আন্দোলনের হুমকি।।।। উত্তম জাঝা! বাঘের বাচ্চা

তাপস শর্মা এর ছবি

হুম। 'রেডিওতে হঠাত একটা পুরোনো গান'......

সবজান্তা এর ছবি

সপ্তাহ দুয়েক আগে একটা কাজে ইলেকট্রিক্যালের নতুন বিল্ডিং এ গেলাম। চলে আসার সময় এমনিতেই এক স্যারের সাথে দেখা করার জন্য স্যারের রুমে গেলাম। রুমে তখন অন্য কয়েকজন অতিথি থাকায় আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। নতুন বিল্ডিং এর করিডোরের জানালা দিয়ে দূরে তাকিয়ে ছিলাম। বিকালবেলা, সেশনাল শেষে অনেকে বাড়ি ফিরে যাচ্ছে, কেউ কেউ জটলা করে আড্ডা দিচ্ছে। দূর থেকে বুয়েট মসজিদের আজানের শব্দ আসছিলো। সেইসময়টা খুব মন খারাপ হলো। কী চমৎকার একটা সময় কাটিয়ে এসেছি, সেইটা তখন বুঝিনি, সম্ভবত কেউই বুঝে না। এখন অনিশ্চিত একটা সময়ের সামনে দাঁড়িয়ে, মন খারাপ করা ছাড়া কিছুই করার নেই।

আপনার লেখা পড়ে সেই মন খারাপটাই দেখতে পেলাম। লেখাটা আরো একটু বড় করলে পারতেন, পড়তে ভালো লাগছিলো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

Ditto!

অতিথি লেখক এর ছবি

নস্টালজিয়া ব্যাপারটা খারাপ না- ভালই লাগে ।
আপনার ক্ষেত্রেও ব্যাপারটা ভাল হোক...

কড়িকাঠুরে

অতিথি লেখক এর ছবি

কখনও কখনও মনে হয় এইটুকু মন খারাপের কারনেই আজও বেচে আছি- শ্রদ্ধা

-বিক্ষিপ্ত মাত্রা

অতিথি লেখক এর ছবি

স্মৃতির চাদরে সময়ের ধুলো মেখেই না আমরা কেমন বড় আর বুড়ো হয়ে উঠি। আর অদেখা দৃশ্যকল্পের অভ্যুত্থানের একলা দর্শক বনে যাই--- তবুও মাঝে মধ্যে খুব করে মনে হয়, মেলা থেকে কেনা তালপাতার বাঁশিটা যদি আবার সেই সুরে বেজে উঠত!

চলুক

---------------------
পথিক পরাণ

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সেই ঝলমলে রোদ্দুরের দিন, যে কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে যাবার একটা বিপুল সম্ভাবনা, ক্যাফের আড্ডা - এসব কিছু আমাকে এলোমেলো করে দিলো। চলুক দেঁতো হাসি


_____________________
Give Her Freedom!

অতিথি লেখক এর ছবি

চলুক

কীর্তিনাশা এর ছবি

দিন কি শেষ হইছে ? তাইলে বাকিটুকু লিখে ফেলেন। নস্টালজিক লেখা, পড়তে বেশ ভাল লাগছিল।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

বাকিটুকু পড়তে চাই।

সৌরভ কবীর

প্রৌঢ় ভাবনা এর ছবি

স্মৃতিমেদুরতাক্রান্ত হলম। আরও লিখুন।

নীড় সন্ধানী এর ছবি

বাকিটা কৈ? খাইছে

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

দুর্দান্ত এর ছবি

মধ্য়বয়সে সুস্বআগতম!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হ। হাসি

অমি_বন্যা এর ছবি

মাহবুব ভাই বাকিটুকু লিখে ফেলেন । দেঁতো হাসি

সুহান রিজওয়ান এর ছবি

আজকে বুধবার রাত। গত কয়েকবছর বুয়েটে পড়ার কারণে এই দিনটার প্রতীক্ষায় থাকতাম পুরা সপ্তাহ ধরে। সন্ধ্যা থেকেমনে ঘুরঘুর করা এই কথাটা আপনার প্রথম কয়েকটা লাইন পড়ে একদম বিষণ্ণ করে দিলো। কৈ চলে গেলো সময়টা...

মৌনকুহর এর ছবি

মন-খারাপি লেখা রেগে টং

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।