তুচ্ছপুরাণ

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: সোম, ০৫/১১/২০০৭ - ৪:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:



যেই হাঁসগুলো মরেনি সেই হাঁসগুলোর একটার কথাও মনে নেই
মনে আছে শুধু পাঁচটা হাঁস ছিল আর একটা মরে গেলো আর সারাদিন কান্না করল কিশোরী মালিক

যদি সেই হাঁস বেঁচে থেকে হাঁসেদের সাধারণ পরিণতি মেনে বিক্রি অথবা মাংস হয়ে যেত
তবে কি তার কথা এখনও মনে রাখা যেত?
অপঘাতে মরে যাওয়া ছাড়া নিজেকে স্মরণীয় করার অন্য কোনো উপায় কি আছ নগণ্য হাঁসের?

অথবা তোমার গেরস্থালির দূর-পুকুরে সাঁতরে বেড়ানো এক বাহুল্ল হাঁস ছাড়া অন্য কোনো পরিচয় কি রয়েছে আমার?
২০০৭.১১.০৫ সোমবার


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

বোকা আর নগণ্যরা স্মরণীয় হয় মরে
বুদ্ধিমান আর মূল্যবানরা স্মরণীয় হয় বেঁচে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভাইজান আমরা একটা ছবি করনের লাইগা নায়ক খুঁজতেছি। আপনের ফটুক দেইখা বড়ই মনে ধরছে। রাজি থাকলে কন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুব লীলেন এর ছবি

কত টাকা দেবেন তা এখানেই বলতে পারেন (প্রকাশ্যে)
আর নায়িকা এবং সহনায়িকাদের কাছ থেকে কী কী সুযোগ সুবিধা পাবো তা মেইলে জানান (গোপনীয়)

আরিফ জেবতিক এর ছবি

অকস্মাৎ মরে যাওয়া ছাড়া নিজেকে স্মরণীয় করার অন্য কোনো উপায় কি আছ নগণ্য হাঁসের?

খাপে খাপ,দুর্দান্তের বাপ ।

সৌরভ এর ছবি

অল্প কথায় কত গভীরতা!



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

ঝরাপাতা এর ছবি

দারুন, অপূর্ব ভাবনার জার্নাল।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

আহমেদুর রশীদ এর ছবি

হাঁস বিষয়ক বাঁশ কমেন্ট........................

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

তাপস শর্মা এর ছবি

কেন জানি অতীনের 'নীলকন্ঠ পাখির খোঁজে'র মালতির কথা মনে পড়ে গেলো!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।