কারো জন্যে নয়

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: বিষ্যুদ, ০৮/১১/২০০৭ - ১১:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সহজ পাঠ

একটি মানুষ কত বছর বাঁচে ?
-স্মৃতির পাতায় যত বছর আছে
স্মৃতির পাতা থাকে কতকাল?
-যতদিন তা না হয় জঞ্জাল।

মৃত্যু তবে স্মৃতির আরেক নাম?
-স্মৃতি মেটায় বেঁচে থাকার দাম
মানুষ মরে, থাকবে কেন স্মৃতি ?
-এটাই তোমার মানুষ হওয়ার রীতি।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুম।

হাসান মোরশেদ এর ছবি

-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কনফুসিয়াস এর ছবি

খুব ভালো লাগলো।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

শেখ জলিল এর ছবি

হুম! এটাই রীতি। ভাল্লাগছে কবিতা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।