সদোম ও ঘমোরার পর

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: মঙ্গল, ২১/০৯/২০১০ - ৩:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঈশ্বরের দূতেরা সরজমিন পরীক্ষার উদ্দেশ্যে সদোমের উদ্দেশ্য রওনা হইলেন। সুন্দরী বিমানবালারা উদ্বিগ্ন মুখে তাহাদিগের জন্য রশ্মিনির্মিত মদ্য পরিবেশন করিল।

এক দূত বলিলেন, "ভ্রাতঃ, সদোম সম্পর্কে প্রচুর বদনাম শুনিতেছি। ঐস্থলে কী হয়?"

অপর দূত কহিলেন, "জানি না ভ্রাতঃ। শুনিয়াছি তাহারা খাচ্চর প্রকৃতির, কিন্তু ঠিক কী করিয়া বেড়ায় তাহা সম্পর্কে অবগত নহি।"

বিমানবালারা একে অপরের মুখের পানে চাহিয়া চুপ করিয়া রহিল।

সদোমে বিমান অবতরণের পর বিমান হইতে নামিতে না নামিতেই জনৈক সদোমবাসী আসিয়া স্বর্গদূতদের টিপিয়াটুপিয়া দেখিতে লাগিল।

স্বর্গদূতদ্বয় অবাক হইলেন।

সদোমবাসী চোখ টিপিয়া কহিল, "খাসা মাল! চল তোমরা আমার আড্ডায়। ভালোমন্দ দুইটি খাইয়া গিলিয়া পোন্দাপুন্দি করিব।"

স্বর্গদূতদ্বয় অতীব ক্রুদ্ধ হইয়া হনহন করিয়া আগাইয়া গেলেন।

হোটেলে চেক ইন করিতে না করিতেই দুই সদোমবাসী আসিয়া তাহাদের নিতম্বে হস্তক্ষেপ করিয়া চিমটি কাটিয়া বসিল। স্বর্গদূতদ্বয় আর্তনাদ করিয়া উঠিলেন।

স্নান সারিয়া ভাতের হোটেল খুঁজিতে বাহির হইবার পর একদল উচ্ছৃঙ্খল তরুণ সদোমবাসী আসিয়া তাহাদের উড়ুনি ধরিয়া টানিয়া একাকার করিল। অগ্নিশর্মা স্বর্গদূতেরা স্থানীয় ফোনের দোকান হইতে ঈশ্বরকে ফোন মারিয়া কহিলেন, "বস ইহারা অতীব দুষ্ট প্রকৃতির লোক। কেবল পোন্দাপুন্দি করিতে চায়।"

ঈশ্বর ঢেঁকুর তুলিয়া কহিলেন, "গোলি সে উড়া দো।"

স্বর্গদূতদ্বয় বিশেষ মারণাস্ত্র বাহির করিয়া সদোম ও ঘমোরা নিশ্চিহ্ন করিয়া পরের ফিরতি ফ্লাইট ধরিলেন।

স্বর্গ পর্যন্ত যাত্রা বিস্তর দীর্ঘ। ট্র্যানজিট লইতে হয় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে। স্বর্গদূতদ্বয় শ্রান্ত ক্লান্ত হইয়া নামিলেন।

টার্মিনাল পাল্টাইতে গিয়া তাহারা লক্ষ করিলেন, টার্মিনালের বাহিরে জটলা। দুই দল লোক জটলা পাকাইয়া কী যেন নারা তুলিতেছে।

এক স্বর্গদূত বলিলেন, "ভ্রাতঃ, এইরূপ পূর্বে কখনও দেখিয়াছ?"

অপর স্বর্গদূত বলিলেন, "না ভ্রাতঃ!"

তাহাদের মুখের কথা মাটিতে পড়িবার পূর্বেই নরক গুলজার হইল। আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা ও বিএনপির যুক্তরাষ্ট্র শাখার পাণ্ডাসকল একে অপরের উপর গদাহস্তে ঝাঁপাইয়া পড়িল। উপস্থিত যাত্রী ও পুলিশবৃন্দ আতঙ্কে ছুটাছুটি করিতে লাগিল।

এবং দুই স্বর্গদূতকে ধরিয়া দুইদলের কে বা কাহারা উত্তমরূপে পোন্দাইয়া দিল। তাহারা শুধু ফিফি করিয়া কিয়ৎক্ষণ কাঁদিতে পারিলেন। প্রতিকার আর হইল না।


মন্তব্য

দ্রোহী এর ছবি
ফাহিম এর ছবি

"গোলি সে উড়া দো।"

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

নিঃসঙ্গ গ্রহচারী [অতিথি] এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

ফারুক হাসান এর ছবি

"গোলি সে উড়া দো।"

ফ্রুলিক্স [অতিথি] এর ছবি

কঠিন।
শুধু দেখে যাওয়া ছাড়া গতি নাই। দেশকে এইলোকগুলো উন্নত দেখে কি সুন্দরভাবে পরিচয় করে দিচ্ছে ভাবতে ভালোই লাগে।

গতসপ্তাহে শুনলাম এখানে (মানহাইম, জার্মানী) মসজিদে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্টানের আয়োজন না করায় ঐ মসজিদের সভাপতি বাংলাদেশে যাওয়ার পরপরই জঙ্গি সন্দেহে আটক হইছে(ইত্তেফাকে নাকি নিউজ হইছে। আমি পড়ি নাই)। লোকটি কোন দলেরই ছিলো না। তারপরও ধরা খাইছে। শুয়রের বাচ্চাগুলো ভালো পরিবেশেও মন-মানসিকতা ভালো করতে পারে না।
(মসজিদের মটোই ছিলো কোন রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহন না করা। অন্যান্য মসজিদের অবস্হা দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দারুণ।

অদ্রোহ এর ছবি

গুল্লি

--------------------------------------------

আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

টিউলিপ এর ছবি

গোলি সে উড়া দিয়া!
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

বুনো জারুল এর ছবি

হাসতেও লজ্জা লাগছে....

হায় সেলুকাস, কী বিচিত্র এই দেশ !!!

******************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing himself.
******************************************

*****************************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing thyself.
*****************************************************

সুহান রিজওয়ান এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি

_________________________________________

সেরিওজা

সচল জাহিদ এর ছবি

সিরাম হইছে বস।

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

সচল জাহিদ ব্লগস্পট


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

তাসনীম এর ছবি

হা হা হা...

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

শাহেনশাহ সিমন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

খেকশিয়াল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

দারুন হইছে। তবে সেটা বড় কথা না; বড় কথা হল এভাবে আর কত কাল! মনে হয় বলি, "গোলি সে উড়া দো।"

অনন্ত

ওডিন এর ছবি

আহারে! নিষ্পাপ বেচারাইলরা।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দুষ্ট বালিকা এর ছবি

ওরেরে! গড়াগড়ি দিয়া হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সাফি এর ছবি

প্রতিকার হইবে। শুনিয়াছি সকল কিছুই সিসিটিভির ক্যামেরায় ধারণ করা আছে

আয়নামতি [অতিথি] এর ছবি

(গড়াগড়ি দিয়া হাসি) এরূপে হাসাইলেন, মুখে(গুড়) আপনার।

অতিথি লেখক এর ছবি

আপনার লেখার হাত আরো অনেক লেখা দিক।

অমিত্রাক্ষর
অমিত্রাক্ষর@জিমেইল ডট কম

ভুতুম এর ছবি

পুরাই অশ্লীষ হৈছে!

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।