আদমচরিত ০৩৪

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: বিষ্যুদ, ০৩/০৩/২০১১ - ৩:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গিবরিল আসিয়া কহিল, "আদম, তোমার জন্য দুঃসংবাদ আছে!"

আদম আমড়ার আঁটি চুষিতে চুষিতে কহিল, "বলিয়া ফেল। নন্দন কাননের জীবন, সুসংবাদ আশা করা ছাড়িয়া দিয়াছি। মৃত্তিকা হইতে সৃষ্ট হইয়াছি বলিয়া বগল ঘামিয়া গন্ধ হয়, পঞ্জরের বিনিময়ে একখানা হতভাগিনী স্ত্রী পাইয়াছি যে এক শয্যায় শয়ন করিতে চায় না, জ্ঞানবৃক্ষের ফলটাও শ্যালকের দল এক কামড় খাইতে দিতে রাজি না, আর বন্ধুস্যাঙাৎ বলিতে আছ এই তুমি, রশ্মিনির্মিত নির্বোধ স্বর্গদূত গিবরিল। এই জীবনে অধিক কী দুঃসংবাদ থাকিতে পারে? ঈশ্বর আমাকে কি এইবার ঊর্বাস্থির বিনিময়ে একজন শাশুড়ি নির্মাণ করিয়া দিবেন? নাকি জ্ঞানবৃক্ষের ফলের পাশাপাশি এই সাধের আমড়াখানিও ফৌজদারি তালিকায় নাম লিখাইল?"

গিবরিল গলা খাঁকরাইয়া পরোয়ানা বাহির করিয়া পড়িল, "বয়সের কারণে তোমাকে আদম পদ হইতে অপসারণ করা হইল!"

আদম সটান উঠিয়া বসিয়া কহিল, "আদম পদ হইতে অপসারণ করা হইল মানে? আদমকে আদম পদ হইতে অপসারণ করে কীরূপে? অ্যাঁ? মশকরা মারিতেছ নাকি?"

গিবরিল চশমা পরিষ্কার করিয়া পুনর্বার পরোয়ানা পাঠ করিয়া কহিল, "না। পরিষ্কার লেখা আছে। আদম নির্মাণ অধ্যাদেশের ধারা ৪২১ উপধারা গ-তে পরিষ্কার লেখা আছে সবকিছু। তোমাকে বৎসর দশেক পূর্বেই আদম পদ হইতে সরাইয়া দেওয়ার কথা। কিন্তু তুমি জবরদস্তি এই পদে দশ বৎসর অধিক গুজরান করিয়াছে। এখন মানে মানে কাটিয়া পড়।"

আদম চক্ষু রাঙাইয়া কহিল, "কাটিয়া পড়িব মানে? কাটিয়া কোথায় পড়িব? এইখানে আমার ঘর-সংসার, জমি-জিরাত, আড্ডা-আস্তানা সকল ছাড়িয়া কোথায় কাটিব আমি?"

গিবরিল কহিল, "ঈশ্বর তোমাকে পৃথিবীতে পাঠাইয়া দিবেন মনে হয়।"

আদম দন্তে দন্তে ঘর্ষণ করিয়া কহিল, "ঈশ্বর হতভাগা বহুদিন যাবৎ আমার পিছে অঙ্গুলিসঞ্চালনের মতলবে আছে! জ্ঞানবৃক্ষের ফলের উপর নিষেধাজ্ঞা জারি করিয়া বেটার মন ভরে নাই, এইবার বয়সের দোষ ধরিয়া আমাকে নন্দন কানন হইতে খেদাইবার অপচেষ্টা! আমি কাটিয়া পড়িলে স্বর্গ আর স্বর্গ থাকিবে? ধ্বসিয়া পড়িয়া গুড়া গুড়া হইবে না?"

গিবরিল কহিল, "মনে হয় না।"

আদম মাটিতে পা ঠুকিয়া কহিল, "আমি কাটিয়া পড়িব না। পশ্চাদ্দেশে ভাতের আঠা মাখিয়া এই স্বর্গেই পড়িয়া থাকিব। দেখি কোন শালা আমাকে হঠায়!"

গিবরিল কহিল, "তুমি কি মামলা মকদ্দমা করিবে?"

আদম ক্রুর হাসিয়া কহিল, "না!"

গিবরিল ভয়ে ভয়ে কহিল, "হিলারিক্লিনটনিলকে ফোন করিয়া নালিশ ঠুকিবে?"

আদম ক্রুরতর হাসিয়া কহিল, "তা-ও না!"

গিবরিল কহিল, "তবে কী করিবে? সশস্ত্র বিপ্লব?"

আদম হুহুঙ্কারে হাসিয়া কহিল, "কাল সক্কালেই উঠিয়া সাপ্তাহিক চান্দের আলোর ইস্পোর্টস রিপোর্টার উটপোঁদশুভ্রিলকে সুপারি খিলাইব! বহিষ্কৃত বাতিল মালকে কীরূপে পুনরায় তাহার আগের জায়গায় বসাইতে হয়, সেই কায়দা তাহার ন্যায় উত্তমরূপে আর কেহই জানে না!"


মন্তব্য

অপছন্দনীয় এর ছবি

হো হো হো

কৌস্তুভ এর ছবি

ঈশ্বর আমাকে কি এইবার ঊর্বাস্থির বিনিময়ে একজন শাশুড়ি নির্মাণ করিয়া দিবেন?

গড়াগড়ি দিয়া হাসি

টিউলিপ এর ছবি

কাল সক্কালেই উঠিয়া সাপ্তাহিক চান্দের আলোর ইস্পোর্টস রিপোর্টার উটপোঁদশুভ্রিলকে সুপারি খিলাইব! বহিষ্কৃত বাতিল মালকে কীরূপে পুনরায় তাহার আগের জায়গায় বসাইতে হয়, সেই কায়দা তাহার ন্যায় উত্তমরূপে আর কেহই জানে না!

গড়াগড়ি দিয়া হাসি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

দিফিও-1 এর ছবি

হাহাহা এইটা ভালো হইছে হো হো হো

পাগল মন এর ছবি

আদম হুহুঙ্কারে হাসিয়া কহিল, "কাল সক্কালেই উঠিয়া সাপ্তাহিক চান্দের আলোর ইস্পোর্টস রিপোর্টার উটপোঁদশুভ্রিলকে সুপারি খিলাইব! বহিষ্কৃত বাতিল মালকে কীরূপে পুনরায় তাহার আগের জায়গায় বসাইতে হয়, সেই কায়দা তাহার ন্যায় উত্তমরূপে আর কেহই জানে না!"

এটা এই লেখার বেস্ট পার্ট। শেষে এসে উটপোদকেও ছাড়লেন না দেখা যাচ্ছে। শয়তানী হাসি

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

'রিজভী' এর ছবি

পশ্চাদ্দেশে ভাতের আঠা মাখিয়া এই স্বর্গেই পড়িয়া থাকিব

হো হো হো

-------------------------------------
কেউ যাহা জানে নাই- কোনো এক বাণী-
আমি বহে আনি;

অতিথি লেখক এর ছবি

পশ্চাদ্দেশে ভাতের আঠা মাখিয়া এই স্বর্গেই পড়িয়া থাকিব

গড়াগড়ি দিয়া হাসি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

- দিগন্ত বাহার

ধুসর গোধূলি এর ছবি

হে হে হে
আদম আলী এইবার য়ূনুচ্চাইলের ঘাড়ে সওয়ার হইলো মনে হয়!

খেকশিয়াল এর ছবি

আদম আমড়ার আঁটি চুষিতে চুষিতে কহিল, "বলিয়া ফেল। নন্দন কাননের জীবন, সুসংবাদ আশা করা ছাড়িয়া দিয়াছি। মৃত্তিকা হইতে সৃষ্ট হইয়াছি বলিয়া বগল ঘামিয়া গন্ধ হয়, পঞ্জরের বিনিময়ে একখানা হতভাগিনী স্ত্রী পাইয়াছি যে এক শয্যায় শয়ন করিতে চায় না, জ্ঞানবৃক্ষের ফলটাও শ্যালকের দল এক কামড় খাইতে দিতে রাজি না, আর বন্ধুস্যাঙাৎ বলিতে আছ এই তুমি, রশ্মিনির্মিত নির্বোধ স্বর্গদূত গিবরিল। এই জীবনে অধিক কী দুঃসংবাদ থাকিতে পারে? ঈশ্বর আমাকে কি এইবার ঊর্বাস্থির বিনিময়ে একজন শাশুড়ি নির্মাণ করিয়া দিবেন? নাকি জ্ঞানবৃক্ষের ফলের পাশাপাশি এই সাধের আমড়াখানিও ফৌজদারি তালিকায় নাম লিখাইল?"

বিধ্বংসী!! এই প্যারা'র কোন তুলনা হয় না!! গড়াগড়ি দিয়া হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

একমত। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পল্লব এর ছবি

সহমত হাসি

==========================
আবার তোরা মানুষ হ!

বিষন্ন এর ছবি

এই লেখাটির তুলনা হয়না। জনাব শুভ্রিল কি ইতিমধ্যেই কিছু লিখে ফেলেছেন নাকি?

তুলিরেখা এর ছবি

ওহ রে। হাসিতে হাসিতে ভূমিতে পড়িয়া ভূমানন্দিত হইলাম।

আদম আমড়ার আঁটি চুষিতে চুষিতে কহিল, "বলিয়া ফেল। নন্দন কাননের জীবন, সুসংবাদ আশা করা ছাড়িয়া দিয়াছি। মৃত্তিকা হইতে সৃষ্ট হইয়াছি বলিয়া বগল ঘামিয়া গন্ধ হয়, পঞ্জরের বিনিময়ে একখানা হতভাগিনী স্ত্রী পাইয়াছি যে এক শয্যায় শয়ন করিতে চায় না, জ্ঞানবৃক্ষের ফলটাও শ্যালকের দল এক কামড় খাইতে দিতে রাজি না, আর বন্ধুস্যাঙাৎ বলিতে আছ এই তুমি, রশ্মিনির্মিত নির্বোধ স্বর্গদূত গিবরিল। এই জীবনে অধিক কী দুঃসংবাদ থাকিতে পারে? ঈশ্বর আমাকে কি এইবার ঊর্বাস্থির বিনিময়ে একজন শাশুড়ি নির্মাণ করিয়া দিবেন? নাকি জ্ঞানবৃক্ষের ফলের পাশাপাশি এই সাধের আমড়াখানিও ফৌজদারি তালিকায় নাম লিখাইল?"

আহা রে আদমের বামকর্ণের পশ্চাৎভাগ চাঁছিয়া একখানি শালী নির্মাণ করিয়া দিলেই তো পারেন ঈশ্বর। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

ঈশ্বর আমাকে কি এইবার ঊর্বাস্থির বিনিময়ে একজন শাশুড়ি নির্মাণ করিয়া দিবেন?

পশ্চাদ্দেশে ভাতের আঠা মাখিয়া এই স্বর্গেই পড়িয়া থাকিব

গুল্লি গুল্লি গুল্লি

তয় উটপোদের উপর দিয়া একটু কম গেলো মনে হয়,

অতীত

তানজিমুর এর ছবি

বিয়াপক হইয়াছে গুরু গুরু
খালি গুনিতেছি কয়জন আদমসন্তান অঙ্গুলিসঞ্চালনের শিকার হইল  দেঁতো হাসি

তাসনীম এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

---আশফাক আহমেদ

শাহনাজ এর ছবি

ভাবছিলাম অফিসে বসে আদমচরিত পড়া ঠিক হবে না। বাসায় গিয়ে রাতে পড়ব। সংযমে কুলালো না। আশেপাশে বস নাই শিয়র হয়ে পড়ে ফেললাম। লেখা সেই রকম হইছে। হাসতে হাসতে পেট ব্যাথা হয়া গেল। গড়াগড়ি দিয়া হাসি

rahil_rohan এর ছবি

হাহাহাহা।।।।। ইউনুস..

মানিক চন্দ্র দাস এর ছবি

সাপ্তাহিক চান্দের আলোর ইস্পোর্টস রিপোর্টার উটপোঁদশুভ্রিলকে সুপারি খিলাইব! বহিষ্কৃত বাতিল মালকে কীরূপে পুনরায় তাহার আগের জায়গায় বসাইতে হয়, সেই কায়দা তাহার ন্যায় উত্তমরূপে আর কেহই জানে না!"

কড়ড়া হইছে। কোপাও মামা...

রোমেল চৌধুরী এর ছবি

চোস্ত হয়েছে! আইসা পড়ো বেইবে...

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অনুপম ত্রিবেদি এর ছবি

পুরাই কশা ... ... গুরু গুরু

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নিবিড় এর ছবি
guest_writer এর ছবি

টুথলেস টাইগাররাও মাঝে মাঝে দাঁত দেখাতে জানে...

রসাহরক এর ছবি

আমাকে কি এইবার ঊর্বাস্থির বিনিময়ে একজন শাশুড়ি নির্মাণ করিয়া দিবেন?

"আদম পদ হইতে অপসারণ করা হইল মানে? আদমকে আদম পদ হইতে অপসারণ করে কীরূপে? অ্যাঁ? মশকরা মারিতেছ নাকি?"

তুলনা হয়না। জিও হাততালি

শাহেনশাহ সিমন এর ছবি

ধইরা ঠুয়া দিয়া দিমু... পোস্ট

_________________
ঝাউবনে লুকোনো যায় না

শুভাশীষ দাশ এর ছবি

জব্বর

কুটুমবাড়ি [অতিথি] এর ছবি

চলুক

শামীম এর ছবি

শুনিলাম দশ কোটি টাকা দিয়া নোবেল ক্রয় নিমিত্তে পার্বত্য শান্তিচুক্তিও করা হইয়াছিল -- কিন্তু কোথাকার আদম সুদের ব্যবসা করিয়া শান্তির নোবেল নিয়া গেল। আরে ব্যাটা নিলে অর্থনীতিরটা নিতি, শান্তিরে নিয়া টানাটানি করলি কেন! .... রে তস্কর... এইবার তোর আদমগিরি ছুটাইতেছি শয়তানী হাসি

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

একজন পাঠক এর ছবি

অসাধারণ। হো হো হো

দৃপ্ত এর ছবি

এক লগে দুইখান.. গুল্লি

দ্রোহী এর ছবি

গুণী মানুষদের নিয়ে ঠাট্টা মস্করা করায় মুখফোড়ের ফাঁসি চাই।

দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি

রায়হান আবীর এর ছবি

সিরামাত্মক অমানুষিক গড়াগড়ি দিয়া হাসি

পাপ্পু এর ছবি

অনেক দিন পর অনেক বেশি হাসলাম । তালগাছটা আপনাকে দিলাম

জয়াহম এর ছবি

এক কথায় অসাধারণ। হাসি

সেলিম এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

ত্রিনিত্রি এর ছবি

উত্তম জাঝা! হো হো হো

আশফিক অনিক এর ছবি

হাসতে হাসতে চোখে পানি এসে গেলো!!পারেনও বটে! হো হো হো!

তাসনীম এর ছবি

আদমের "চাকরি নটের" এক বছর হয়ে গেল, সময় দেখছি সত্যি সত্যি উড়ে। এরই মধ্যে আদমের নাম স্বর্গ ব্যাঙ্কের প্রধানের পদেও এসেছে।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রিয়েল ডেমোন এর ছবি

হা হা হা , রহস্য শয়তানী হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।