চলতি মুহূর্ত

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: সোম, ০৫/০৫/২০০৮ - ১২:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক জাপানি যোদ্ধা তাঁর শত্রু কর্তৃক ধৃত হয়ে জেলে নিক্ষিপ্ত হলেন। ভয়ের চোটে ওই রাতে তিনি কিছুতেই ঘুমাতে পারছিলেন না। তাঁর বারবারই মনে হচ্ছিল যে, আগামীকাল তাঁকে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন শেষে বধ করা হবে।

এসময় হঠাৎই তাঁর জেনগুরুর উপদেশ মনে পড়ে গেল। তিনি বলতেন, আগামীকালের কোনো প্রকৃত অস্তিত্ব নেই। ওটা হলো একটা মায়া। এ মুহূর্তটাই হলো প্রকৃত বাস্তবতা। কথাগুলোর সংস্পর্শে তাঁর দারুণ প্রশান্তি হলো এবং তিনি ঘুমিয়ে গেলেন।

বাংলায় রূপান্তর : মুজিব মেহদী


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

আমিও তো তাই বলি। লিভ ইন দ্য মোমেন্টস! হাসি

হিমু এর ছবি

পরীক্ষার আগের রাতে এইরকম গুরু ধরতে পারলে খুবই কাজে দিতো।


হাঁটুপানির জলদস্যু

দুর্দান্ত এর ছবি

পরশু নিয়া জেনের মতামত কি?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍জেন-অণুগল্পগুলো দারুণ লাগছে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি

ঠিক।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

তীরন্দাজ এর ছবি

আসলেই সব মায়া। মায়াজাল! আমরা তার ভেতরে কিলবিল করছি সকালসন্ধ্যা। অথচ সকাল সন্ধ্যা, রাতদিন, আজ-পরশু সবই মায়া!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতিথি লেখক এর ছবি

দারুণ ভালো লেগেছে....

সৈয়দ আখতারুজ্জামান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।