গত বইমেলায় পড়া একটি বইয়ের কথা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: বিষ্যুদ, ১২/০২/২০০৯ - ১১:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত বইমেলার সময়ই একটা ব্লগ লিখতে চেয়েছিলাম। বইমেলা গেলো... গেলো গোটা একটা বছর। আমার আর সেই লেখাটা লেখা হলো না। এবারও বইমেলার শুরু থেকেই ভাবছি এক বছর আগের ব্লগটা এবার লিখবো। কিন্তু হলো না।
সেদিন মেলায় দাঁড়িয়েই এনকিদু, তারেক আর কাকে কাকে যেন বলছিলাম বইটার কথা। তবু লেখা হলো না। আজ সকালে প্রথম আলো খুলেই দেখলাম আগামীকাল যে সাহিত্য সাময়িকী বের হচ্ছে, সেখানে গত বইমেলার ৫টি বই নিয়ে আলোচনা থাকছে, থাকছে সেই ৫ লেখকের সাক্ষাৎকার। তার মধ্যে একটা বই জলপুত্র, আর তার লেখক হরিশংকর জলদাস
তখন মনে হলো আমার একবছরের না লেখা ব্লগটা আজকেই লিখে ফেলা দরকার।

আমার কেন জানি বিখ্যাত সবকিছুর প্রতি একটু অনাগ্রহ আছে। বিখ্যাতদের বই আমার কদাচিৎ কেনা হয়। খুঁজে খুঁজে নতুন ভালো লেখকের বই কিনতেই আমার বেশি আগ্রহ।
গতবার তেমনি একটা বই কিনেছিলাম। পড়েছিলাম। এবং পড়ে ভালো লেগেছিলো। সেই বইটাই হরিশংকর জলদাস-এর জলপুত্র।

মওলা ব্রাদার্সের স্টলে বইটা দেখে প্রথম মনাকর্ষন করে লেখকের নাম। হরিশংকর জলদাস। সেই আগ্রহ থেকেই বইটা তুলে নেওয়া। ফ্ল্যাপ দেখে আরো চমকিত। চট্টগ্রামের উত্তর পতেঙ্গার জেলেপল্লীর এক সাধারণ পরিবারে জন্ম হরিশংকরের। সাধারণত জেলেপল্লীর ছেলেরা প্রাথমিকের দরজাই পেরোয় না, চলে যায় সমূদ্রে... মাছেদের কাছে।
কিন্তু হরিশংকর মাছেদের কাছে না গিয়ে বইয়েদের কাছেই রয়ে গেলেন। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে এখন তিনি চট্টগ্রামেরই একটা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান।
'নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্তজনজীবন' বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রিও পেয়েছেন। আগেও তার কিছু গবেষণার বই বের হয়েছে। জলপুত্র তার প্রথম উপন্যাস।
এই পর্যন্ত পড়েই বইটা কিনে ফেললাম। তারপর সবার আগে এই বইটাই পড়লাম। সে এক দারুণ অভিজ্ঞতা।

বাংলা সাহিত্যে জেলেদের নিয়ে এর আগে অনেক ক্লাসিক রচিত হয়েছে। পদ্মানদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, গঙ্গা, গহিন গাঙ, অবগাহন। এগুলো সবই নদীভিত্তিক। সমুদ্রভিত্তিক জেলেদের নিয়ে হরিশংকর জলদাসই প্রথম লিখলেন। এবং লিখলেন নিজের চোখে দেখা অভিজ্ঞতা নিয়ে। অদ্বৈত মল্লবর্মণ নিজে মালো ছিলেন। হরিশংকর জলদাসই দ্বিতীয় জেলে, যিনি জেলেজীবন নিয়ে বাংলায় উপন্যাস লিখলেন।

জলপুত্র উপন্যাসে তাই ডিটেইলের কাজ বেশি। সমুদ্রজীবনের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তাই উপস্থিত। উপস্থিত জেলেদের সবগুলো বেদনা, প্রাপ্তি, হাহাকার, অন্ধকার সবকিছু।

উথালপাথাল বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে আছে উনিশ বছরের ভুবনেশ্বরী। এই বাক্য দিয়ে উপন্যাসের শুরু। এই উপন্যাসের ভেতর দিয়ে ভুবনেশ্বরীর জীবনে এসে দখল নেয় সেই উথাল পাথাল ঢেউগুলো। সেই ঢেউয়ে ডুবে যান ভুবনেশ্বরী, আবার ভেসে ওঠেন, আবার তলিয়ে যেতে যেতে খড়কুটো ধরে বেঁচে থাকেন। ভেসে ভেসে দূরে চলে যান, আবার ফিরে আসেন তুমুল সাঁতরে। ভুবনের কোলে কোলে বেড়ে ওঠে পিতৃহীন গঙ্গা। গঙ্গা চায় ঢেউগুলো রুখে দিতে। চায় সমুদ্রের মতো গর্জন করে উঠতে। কিন্তু...
ভুবন চায় স্বামী চন্দ্রমনির মতো গঙ্গাও যেন সমুদ্রের ভোগে না যায়, তাই গঙ্গাকে সবসময় সমুদ্র থেকে দূরে রাখে। নিজের সংগ্রাম দিয়ে আগলে রাখে গঙ্গাকে। কিন্তু সমুদ্রের চেয়েও বড় ঢেউ যে আসে ডাঙ্গা থেকেই, মানুষের তৈরি সেই ঢেউ গঙ্গাকে ভাসিয়ে নিয়ে যাবে, নাকি গঙ্গাই বুক চিতে দাঁড়িয়ে থাকবে ঢেউ বাঁচিয়ে?

উপন্যাসের বর্ণনাভঙ্গি চিরায়ত সাহিত্যের ঢঙে। বর্ণনা ভাষা প্রচলিত বাংলা, সংলাপ জেলেপল্লীর নিজস্ব ভাষা।

২০০৭ যুগান্তর ঈদসংখ্যার জন্য নবীন সাহিত্যিকদের পাণ্ডুলিপির মধ্যে জলপুত্র শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পায়।


মন্তব্য

পান্থ রহমান রেজা [অতিথি] এর ছবি

নজু ভাই, এই বইয়ের কথাটা মনে হয় বইমেলায় কন নাই। কইছিলেন বইমেলা থেকে মিরপুরে যেতে যেতে সিএনজি-তে পান্থকে। তখন থেকেই মনে মনে ভাবতেছি বইটা কিনবো। কিন্তু গত শুক্রবারের পর নানা ভেজালে পইড়া আর বইমেলায় যাওয়া হয়নি। মাওলা ব্রাদার্সে পাওয়া যাবে তো।

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

great

ইশতিয়াক রউফ এর ছবি

ধন্যবাদ। তালিকাভুক্ত করলাম। কোনদিন কিনবো। একটা সময় ছিল, বইমেলা থেকে বই কিনলে বেবিট্যাক্সিতে বসবার জায়গা হত না। আর এখন... আরও কিছু ভাল বইয়ের নাম জানাবেন সম্ভব হলে।

ধুসর গোধূলি এর ছবি
তারেক এর ছবি

দেখি, আজ মেলায় গেলে কিনব হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অমিত আহমেদ এর ছবি

পাঠ অভিজ্ঞতা, আলোচনা শুরু হোক। বইমেলায় কেনা বইগুলোর অন্তত্য একটির আলোচনামূলক পোস্ট দিন সচলে।

ধন্যবাদ নজু ভাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি চেষ্টা করবো এবার বেশ কিছু বই নিয়ে লেখার... এই চর্চাটা চালু হওয়া উচিত। আমার ভালো লাগা বইগুলো নিয়ে আমি লিখবো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমি ঠিক নিশ্চিত না "জলপুত্র" হরিশংকর জলদাস-এর প্রথম উপন্যাস কিনা। তবে একটু পরিনত বয়সে এবং যথেষ্ঠ গবেষণা করে লেখা বলে উপন্যাসটিও পরিনত। এর ডিটেইলে কাজ এক কথায় অসাধারণ। জেলে জীবনের খুঁটিনাটির বাইরেও এদের সংলগ্ন অন্য সব শ্রেণী-পেশা-গোত্রের মানুষদের খুঁটিনাটি এসেছে চমৎকার ভাবে। নিম্নবর্গের মানুষদের নিয়ে করা এই সাহিত্যকর্মটি চিরায়ত সাহিত্যের মর্যাদা পেলে অবাক হওয়ার কিছু নেই। তবে আমার কাছে উপন্যাসের পরিনতি ভালো লাগেনি। একটু জোর করে করা, একটু আগেই অনুমান করা যায় অমন মনে হয়েছে। তবে পরিনতিটি যে অস্বাভাবিক হয়েছে তা নয়, বরং বেশ স্বাভাবিক।

যাই হোক, বইটি সচলের পাঠকদের সামনে নিয়ে আসার জন্য ঔপন্যাসিক সৈয়দ দেলগীরকে ধন্যবাদ।

নানা গোষ্ঠী-গোত্রে বিভক্ত আমাদের দেশের সাহিত্যজগতে হরিশংকর জলদাসের মত প্রান্তিক ঔপন্যাসিকের সাহিত্যকর্মের যে যথাযথ মার্কেটিং হবে না এ আর বিচিত্র কী?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জলপুত্র তার প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র উপন্যাস। এর আগে তার ৫টা গবেষণা বই বের হয়েছে। 'কবিতা ও ধীবরজীবন কথা' 'ছোটগল্পে নিম্ববর্গ ও অন্যান্য প্রসঙ্গ' 'কবি অদ্বৈত মল্লবর্মণ এবং' 'জীবনানন্দ ও তাঁর কাল' 'লোকবাদক বিনয়বাঁশী' 'উন্নয়নে থিয়েটার'। এছাড়া তার একটা সম্পাদিত নাটকের বই আছে।

শেষটা কিছুটা আরোপিত আমারও মনে হইছে। তবে সেটা খুব গুরুত্বপূর্ণ না পুরো বইটা পাঠের খাতিরে। আমার মনে হইছে এই বইটার প্রচার প্রয়োজন। নানা গোষ্ঠী-গোত্রে বিভক্ত আমাদের দেশের সাহিত্যজগতে হরিশংকর জলদাসের মত প্রান্তিক ঔপন্যাসিকের সাহিত্যকর্মের মার্কেটিং তো আমাদেরই করতে হবে। তাই না?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

চা খেতে খেতে এই কথাগুলো বলেছিলেন সেদিন, মনে পড়ে। ভালো হয়েছে লেখাটা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শেখ জলিল এর ছবি

ধন্যবাদ।
..বইটি সংগ্রহ করবো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

হিমু এর ছবি

ভালো লাগলো এই আগ্রহজাগানিয়া রিভিউ।


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

একটা রাশান বাক্য পড়েছিলাম, যেটির অনুবাদ হতে পারে এরকম: "জনপ্রিয় অনেকেই, তবে বিখ্যাত গুটিকয়েক।"

তথাকথিত জনপ্রিয় লেখকদের ভিড়ে হারিয়ে যান কতো প্রতিভাবান লেখক।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পরিবর্তনশীল এর ছবি

আজকের প্রথম আলোতে উনার সাক্ষাৎকার পড়লাম। বইটা আপনার কাছে আছে? চোখ টিপি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার কাছে একটাই আছে, কিন্তু বইমেলায় মাওলা ব্রাদার্সের স্টলে আছে অনেকগুলা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পরিবর্তনশীল এর ছবি

আমার একটা হলেই চলবে। আপনার মতো তো বিভিন্ন ললনাকে গিফট করা লাগবে না। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জাহিদ হোসেন এর ছবি

আপনার লেখাটি পড়ে ভয়ানক ইচ্ছে করছে বইটি পড়তে। দেশে গেলে নিশ্চয়ই কেনার চেষ্টা করবো।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

তানবীরা এর ছবি

পড়তে ইচ্ছে করছে বইটা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফুল আকবর খান এর ছবি

আগ্রহ পেলাম অনেক।
জানানোর জন্য ধন্যবাদ নজরুল ভাই।
বেটার লে'ট দ্যান নেভার।

হায় রে! কতোদিকে তাকাই নাই! কতোকিছু পড়িনাই! মন খারাপ

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।