বিজ্ঞপ্তি ব্লগ: লেখা জমা দেওয়ার সময় বাড়ানো হলো

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শনি, ০৯/০৪/২০১১ - ১২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সময় স্বল্পতার জন্য অনেকেই পহেলা বৈশাখের ইবই "ভ্রমণীয়"র জন্য লেখা দিতে পারেননি। তবু এই অল্প সময়ে যারা যারা লিখে পাঠিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।

অনেকেই অনুরোধ করেছেন আরো দুটো দিন সময় বাড়াতে। আমরাও মনে করছি লেখা আর ছবির বৈচিত্র থাকলে ইবইটা আরো অনেক বেশি সমৃদ্ধ হবে।
তাই সময় আরো তিনদিন বাড়িয়ে দেওয়া হলো। ১১ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত লেখা জমা দেওয়া যাবে।

যারা এখনো লিখতে বসেননি, তারা এখুনি লিখতে বসে যান।
ইবই অবশ্যই পহেলা বৈশাখেই প্রকাশিত হবে। এই ব্যাপারে কোনো ছাড় নাই।
তাই অনুরোধ, শেষ সময়ের আশায় বসে না থেকে পারলে এখুনি লিখে পাঠিয়ে দিন।
গত পোস্ট থেকে লেখা পাঠানোর তথ্য আবার তুলে দিচ্ছি...

লেখার বিষয়: ভ্রমণ
লেখা জমা দেওয়ার ঠিকানা:

শেষ তারিখ: ১১ এপ্রিল ২০১১
শব্দ সংখ্যা: দেড় থেকে দুহাজার
ছবি সংখ্যা: ৫টি
ফর্মেট: ইউনিকোড
ফন্ট: সোলাইমানলিপি

লেখার সঙ্গে যা যা দিতে হবে:
১) ছবি
২) সচলায়তন নিক
২) শিরোনাম

ইবইতে লেখার আহ্বান শুধু সচল আর হাচলদের জন্যই বরাদ্দ থাকলো।

বইটি সম্পাদনা করবেন: সর্বসচল মুস্তাফিজুর রহমান, বুনোহাঁস ও নজরুল ইসলাম

তিনজনেই অধীর হয়ে অপেক্ষা করছেন আপনার লেখাটির। তাড়াতাড়ি পাঠান...

ধন্যবাদসহ
সম্পাদনা পরিষদ


মন্তব্য

তাসনীম এর ছবি

বুনোহাঁসকে লেখা ও ছবি পাঠিয়ে দিয়েছি।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

পাগল মন এর ছবি

অনেক অনেক ধন্যবাদ নজরুল ভাই সময় বাড়ানোর জন্য। এই কদিন আসলে খুব ব্যস্ত ছিলাম। আশা করি এখন একটা লেখা দিতে পারব (ছাপার যোগ্য হবে কিনা সেটা অবশ্য জানি না মন খারাপ )

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

নাশতারান এর ছবি

জমা দিন কালকের মধ্যে।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

রণদীপম বসু এর ছবি

আমি যে কোথায় ভ্রমণ করেছি সেটাই মনে করতে পারছি না, লিখবো কী !
তবে পরিব্রাজকদের ভ্রমণ বৃত্তান্ত উপভোগসহ পড়ার আশায় রইলাম...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তুলিরেখা এর ছবি

শুভেচ্ছা। পড়ার অপেক্ষায় রইলাম।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মুস্তাফিজ এর ছবি

আমরাও আপনার লেখার অপেক্ষায়

...........................
Every Picture Tells a Story

মুস্তাফিজ এর ছবি

সুনামগঞ্জ যাওয়া নিয়া লেখা দেন

...........................
Every Picture Tells a Story

দ্রোহী এর ছবি

ইয়াহু! অনেক অনেক ধন্যবাদ নজু ভাই।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

মেম্বর ইয়াহু কইলেন ক্যান? আপনি কি লেখা দিচ্ছেন?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মেম্বার লেখা দিতেছে... আপনি দিচ্ছেন তো?

______________________________________
পথই আমার পথের আড়াল

নীড় সন্ধানী এর ছবি

ছবি ছাড়া লেখা দেয়া যাইত ন?

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

যাবে নীড়দা, ছবির সর্বোচ্চ সংখ্যা ৫, সেটাই বলা হয়েছে আসলে পোস্টে।

আর আমি যেটা জেনেছি, পুরনো ছবি স্ক্যান করে দিলেও হবে। কোথায়, কখন কেমন করে যেতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক অনেক তথ্য দিতে হবে তাও নয়। আসলে যেমনটা ভালো লাগছে লিখতে পাঠিয়ে দিলেই হবে বেড়াবার গল্পটা, বাকিটা তো সম্পদকেরা দেখবেন। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অতিথি লেখক এর ছবি

সচল তো বুঝলাম, কিন্তু হাচল কি?

নাশতারান এর ছবি

অতিথি সচলকে হাফ সচল(হাচল) বলা হয়।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ বুনোহাঁস হাসি

অতিথি লেখক এর ছবি

একটা লেখা পাঠিয়েছি হাসি

-রিসালাত বারী

অমিত আহমেদ এর ছবি

বইটার অপেক্ষায় আছি। বহুদিন পরে আবার ইবই।

যাঁরা লেখা পাঠাচ্ছে তাঁদের দু'টো জিনিস স্মরণ করিয়ে দিতে চাই। প্রথমত, অবশ্যই অপ্রকাশিত লেখা পাঠাবেন। দ্বিতীয়ত (এটা অনুরোধ), আপনার লেখা ইবই এ প্রকাশিত হলে সেটা অন্য কোনো মাধ্যমে প্রকাশ না করাই ভালো। যদি করতেই হয় তবে লেখাটি যে ইবইয়ে প্রথম প্রকাশিত হয়েছিলো সেটা একটু উল্লেখ করে দেবেন। এই ব্যাপারটি অবশ্য সম্পূর্ণ আপনার বিবেচনার উপর - যেহেতু লেখার স্বত্ব আপনারই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অদ্যই শেষ সুযোগ
হেলায় সুবর্ণ সুযোগ হারাইবেন্না
অদ্য রাত্রি দ্বিপহরের মধ্যেই ভ্রমণীয় নামক ইবইতে ভ্রমণকাহিনী পাঠিয়ে সচলজাহানের অশেষ নেকী হাছিল করুন...
এ সুযোগ সীমিত সময়ের জন্য হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।