আমাদের নদী মরে গেছে

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: বুধ, ২৩/০২/২০১১ - ২:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের নদী মরে গেছে সেই কবে
দোলে না সেখানে রূপালি ঢেউয়ের ঝাঁক
জারি-ভাটিয়ালি হারিয়েছে আজ সব
বুক জুড়ে শুধু দখলের মচ্ছব
বর্জ্যের বিষে ভরে গেছে প্রতি বাঁক।

এই তো সেদিন বুক ভরা ছিল জলে,
মাছরাঙা আর সোনালি চিলের দলে।
এখন সেখানে ড্রেজারের ঘড় ঘড়
ধু ধু বালিয়াড়ি—নিষ্ফলা মরা চর
শুনেছি এখানে নতুন শহর হবে।

আমাদের ছিল কাব্যের সুপ্রভাত—
ঝিঁ ঝিঁ ডাকা সাঁঝ, মধুচন্দ্রিমা রাত
হঠাৎ সেখানে ছলনার ছায়া দোলে
কংক্রিট বুক সবুজের কথা ভুলে
গোধূলি আলোয় প্রত্যাশা ডুবে মরে।

আমাদের ছিল অবারিত চারিধার
অনেক আকাশ—নীরবতা নির্ভার
রোদেলা দুপুর, পাতাদের ঝিলিমিলি
পাখিদের গান মুগ্ধতা নিরিবিলি
এখন সেখানে নিরাশার অভিঘাত।

জানি কিছু সুর ভাসে স্বপ্নের মাঝে
জানি কিছু আশা হয়েছে আত্মহারা
জানি ভালোবাসা হৃদয়ের খাঁজে খাঁজে
তোমার জন্যে এখনো পাগল পারা;

যদি ফিরে পাই সেই তারা ভরা রাত
ভাসে সাম্পান আকাশের দরিয়ায়
যদি ফিরে পাই প্রত্যয়ী দুটি হাত
সব সঁপে দিব সুদীপ্ত রাঙা পায়।

পাদটীকা

  • ১. কিছু কিছু মন্তব্যের বীক্ষণ ক্ষমতা এতো অন্তর্ভেদী যে সেগুলো নির্দ্বিধায় মেনে না নিয়ে কোন উপায় থাকে না। তাই নিজেকে শুধরে নিলাম। "এখন সেখানে সন্ত্রাসী কালো হাত" কে পাল্টে দিয়ে লিখলাম "এখন সেখানে নিরাশার অভিঘাত"। আমাকে লিখতেই হলো।
  • ২. লেখাটিকে এক রকম সম্পূর্ণতা দেবার জন্যে শেষের আটটি চরণ পরে জুরে দিয়েছি।

মন্তব্য

শেখ জলিল এর ছবি

.....অনেক আকাশ—নীরবতা নির্ভার
রোদেলা দুপুর, পাতাদের ঝিলিমিলি.....চমৎকার!
খুব ভালো লাগলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ জলিল ভাই। প্রেরণা পেলাম।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রোমেল চৌধুরী এর ছবি

ঘ্যাচাং।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো

--- নুশান

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ নুশান, ভালো থাকবেন।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

রোমেল ভাই, একদম শেষের লাইনটা নিয়ে একটা second thought দেবেন? একটু cheap লাগছে, বাকি কবিতার সাথেও বেমানান লাগছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রোমেল চৌধুরী এর ছবি

পাণ্ডব দা,
তথাস্তু, পাল্টিয়ে না দেবার পক্ষে তো কোন যুক্তিই খুঁজে পাচ্ছি না। আপনাকে ধন্যবাদ দেব না, ধন্যবাদে এ ঋণের শোধ হয় না।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ রোমেল ভাই। চলুক চলুক চলুক

আমরা ড্রেজার, শহর, সন্ত্রাস চাইনা, চাই

আমাদের ছিল অবারিত চারিধার
অনেক আকাশ—নীরবতা নির্ভার
রোদেলা দুপুর, পাতাদের ঝিলিমিলি
পাখিদের গান মুগ্ধতা নিরিবিলি

-অতীত

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ ফয়সাল ভাই।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

রোমেল ভাই,

আমাদের ছিল কাব্যের সুপ্রভাত—
ঝিঁ ঝিঁ ডাকা সাঁঝ, মধুচন্দ্রিমা রাত
হঠাৎ সেখানে ছলনার ছায়া দোলে
কংক্রিট বুক সবুজের কথা ভুলে
গোধূলি আলোয় প্রত্যাশা ডুবে মরে।

মাঝে মাঝে দুঃখ করি, মানুষ কিভাবে কবিতা লেখে?
দুঃখ আরও এক আউন্স বাড়লো। কবিতাটা ভালো লেগেছে।

আরও লিখুন, আরও পড়তে চাই...।

___________________________
মেঘদুত

রোমেল চৌধুরী এর ছবি

ভাই মেঘদুত,
আমি পোক্ত কোন কবি নই। মাঝে মাঝে যখন পাগল পাগল লাগে তখন আমার দ্বারা কেউ কিছু লিখিয়ে নেয়। সেগুলো কবিতা পদবাচ্য কিনা জানিনা, তেমন ফসলের সাধও আমার নেই। সেগুলো পড়ে যদি আপনাদের মতো সুধীজনেরা আনন্দলাভ করেন, তারচেয়ে পরম প্রাপ্তি আর কিইবা থাকতে পারে?

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রাতঃস্মরণীয় এর ছবি

রোমেল ভাই,

যেখানে একদা রোদে-জলে সঙ্গম
হতো নিরবধি। দামাল ঢেউয়ের ঝাঁক
আছড়াতো তটে। অসীম পারঙ্গম
নিরেট স্রোতেরা ধেয়ে ঠিকই ছু'তো বাঁক।।

আমার ভিতরে সম্প্রতি খানিকটা এর্শাদীয় ভাব দেখা দিয়েছে। এরজন্যে অবশ্য আপনি কিঞ্চিত দায়ী রোমেল ভাই।

আপনার লেখা যথারীতে অসাধারণ থেকেও কিছুটা বেশি। ভাবতে হয় যে আমরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছি। ভবিষ্যৎ প্রজন্ম নদী দেখতে চাইলে হয়তো বিদেশে নিয়ে নদী দেখাতে হবে। চিন্তিত

এর্শাদ যখন সেজেছিই, তখন আরও কয়েকটা চরণ যোগ করি-

সেখানে আজিকে বালুদানবের ঘাট.
রিয়েল এষ্টেট, কালো মেঘ করে গ্রাস।
রোদে-জলে খেলা কবেই তুলেছে পাট.
বালু-কনক্রিটচাপায় মরেছে ঘাস।।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রোমেল চৌধুরী এর ছবি

আপনি তো কবিদের ভাত মেরে দেবেন দেখছি, চালিয়ে যান সিদ্ধিলাভ দূরে নয়।

ভন্ডামিতে তাঁর কাছাকাছি পৌঁছানো ইহজনমে সম্ভব বলে তো মনে হয় না।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রাতঃস্মরণীয় এর ছবি

লইজ্জা লাগে

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ফাহিম হাসান এর ছবি

বাহ! হাততালি

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, ফাহিম ভাই।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কৌস্তুভ এর ছবি

আমাদের নদী মরে গেছে সেই কবে
...
বর্জ্যের বিষে ভরে গেছে প্রতি বাঁক।

বড্ড সত্যি...

রোমেল চৌধুরী এর ছবি

কৌস্তুভ ভাই,
এই সত্যের মতো বদমাশ আর নেই!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।