তোমাতেই গিয়ে মিশে

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: বুধ, ২১/১২/২০১১ - ১০:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাঝে মাঝে কিছুদিন পৃথিবীকে চলতে দেখি খুব চেনা সহজ নিয়মে।
শহরেও ভোর হয়, পাখি ডাকে, দলে দলে উড়ে আসে কাক
সূর্য খুব ঘটা করে বিউটি পার্লারে সাজিয়ে নিয়ে মুখ
আধুনিকা বধুবেশে চড়ে বসে দিনের গাড়ীতে।

প্রাতঃরাশে তৃপ্ত কর্তা বাবু বেশে অফিসের পথে
যেতে যেতে পাণ্ডুর আলোর সন্ধানে ডুবেন প্রাত্যহিক
অগোছালো খবরের ধূসর কাগজে;
মণিহীন বিশীর্ণ চোখে তাঁর পাথর সময়―
মুখে তাঁর নির্লিপ্ততা সেঁটে বসে রক্তচোষা মাছির মতন।

যানজট, কোলাহল, ভিখিরির ডাক, দানবের মতো ট্রাক,
অস্থির বেজে উঠা হর্ন-ভেঁপু-সাইরেন,
ময়লা মানুষের ভিড় নিয়ে লেটে আসা কমিউটার ট্রেন
কিংবা মগজের ঘুণে ধরা নিউরনে নেতির উল্কি আঁকা
কালো কালো কঙ্কাল, ক্রসফায়ারে পলায়নপর আত্মার মৃত্যুর স্বাদ,
খুন, ঘুষ,প্রতারণা, দখল, দূষণের পচা-গলা সব সংবাদ
নৈমিত্তিক অভ্যাসে গিলেন। যেন সার্কাসের কুশলী ষ্টান্টবাজ
গোগ্রাসে নিচ্ছেন টেনে রাশি রাশি ক্ষুরধার ভাঙা যত পরিত্যক্ত কাঁচ।

মাঝে মাঝে বেশ কিছুদিন পৃথিবীকে চলতে দেখি খুব চেনা সহজ নিয়মে
দেখে দেখে ক্লান্ত হই―তবু জেনো প্রাণের প্রতিমা, বিবর্ণ এই দিনের শপথ
পৃথিবী অচেনা হলে তোমাকেই সব থেকে চেনা লাগে প্রিয়
তোমাতেই গিয়ে মিশে অপার্থিব কল্পনার সব রাঙা পথ।


মন্তব্য

উচ্ছলা এর ছবি

পৃথিবী অচেনা হলে তোমাকেই সব থেকে চেনা লাগে প্রিয়
তোমাতেই গিয়ে মিশে অপার্থিব কল্পনার সব রাঙা পথ।

-শেষ দু'লাইনের অন্তর্নিহিত তাৎপর্য কি 'মাথার বালিশ'? হাসি

মজা করলাম বলে আবার ভাববেন না যে আমি কবিতা বুঝিনা; না বুঝলে তো বলতে পারতাম না যে, এই কবিতাটা চেনা-চেনা হয়েছে; চেনা পৃথিবী আপনার চোখ দিয়ে আরেকবার দেখলাম হাসি

ভাল লেগেছে।

রোমেল চৌধুরী এর ছবি

নিচে দেয়া পাণ্ডবদার মন্তব্য লক্ষ্য করো বোন। সেখানেই তোমার মজাদার প্রশ্নের উত্তর খুঁজে পাবে। সেইসাথে আরেকটু রস যোগ করে বলি, নারী পাঠকের ভাবনায় 'মাথার বালিশ' হলে পুরুষ পাঠকের ভাবনায় 'কোলবালিশ' হলেও হতে পারে খাইছে

পাঠ ও প্রশংসার জন্যে ধন্যবাদ!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তাপস শর্মা এর ছবি

কতটা পথ পাড়ি দেওয়ার পর পথিক হওয়া যায়। কেননা

তোমাতেই গিয়ে মিশে অপার্থিব কল্পনার সব রাঙা পথ।

কবি, ছুঁয়ে গেলো...

রোমেল চৌধুরী এর ছবি

প্রশ্নগুলোও সহজ নয় উত্তরগুলোও জানা নেই তাপসদা!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এই কবিতাটি সুমন চট্টোপাধ্যায়ের 'তোমাকে দেখছি' কবিতা/গানটির মতো আঙ্গিকের লাগলো। এই 'তুমি' কি প্রিয় মানুষটি, নাকি প্রিয় দেশ, নাকি প্রিয় শহর - সে প্রশ্নের উত্তরের ভার পাঠকের হাতেই থাকে। এই আঙ্গিকটি অন্য ভাষার কবিতায় আরো অনেকে ব্যবহার করেছেন, তবে বাংলায় এর ব্যবহার কম।

কবিতা ভালো লেগেছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রোমেল চৌধুরী এর ছবি

যথার্থ বলেছেন!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথিঃ অতীত এর ছবি

সুন্দররররররর!!!!!!!!!!!!!!!!!

অতীত

রোমেল চৌধুরী এর ছবি

প্রীঈঈঈঈঈঈঈঈঈঈঈঈত!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

শামীমা রিমা এর ছবি

আপনার কবিতা পড়ি কিন্তু মন্তব্য করা হয় না।ভালো লাগে আপনার কবিতা।
চলুক

রোমেল চৌধুরী এর ছবি

ভালোলাগাটুকু দামী এসেন্সের বোতলে পুরে রাখলাম!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

প্রৌঢ় ভাবনা এর ছবি

বহুদিন পর বহু পথ পাড়ি দিয়ে আবার ফিরলেন তাহলে। ভাল লাগলো, আপনার এই ফেরা।

রোমেল চৌধুরী এর ছবি

আমার ফেরার পথে আপনারাই মনোহর মরূদ্যান!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ত্রিমাত্রিক কবি এর ছবি

শেষ লাইনদু'টা চমৎকার

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, কবি ভাই!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রাসেল এর ছবি

আপনার কবিতার কঠিন ভক্ত আমি। ভাল লাগল।

রোমেল চৌধুরী এর ছবি

লজ্জা পাই, সেই সাথে প্রেরণাও!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রাতঃস্মরণীয় এর ছবি

মাঝে মাঝে বেশ কিছুদিন পৃথিবীকে চলতে দেখি খুব চেনা সহজ নিয়মে
দেখে দেখে ক্লান্ত হই―তবু জেনো প্রাণের প্রতিমা, বিবর্ণ এই দিনের শপথ
পৃথিবী অচেনা হলে তোমাকেই সব থেকে চেনা লাগে প্রিয়
তোমাতেই গিয়ে মিশে অপার্থিব কল্পনার সব রাঙা পথ।

প্রিয়ের জন্যে এর থেকে বড় আর কি কমপ্লিমেন্ট হতে পারে। কবিতায় উত্তম জাঝা!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, ছোটো!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

এই নিয়ে তৃতীয়বার পড়লাম, চমৎকার লাগলো, কবি!!! চলুক


_____________________
Give Her Freedom!

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, ভাই!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তারেক অণু এর ছবি

তোমাতেই গিয়ে মিশে অপার্থিব কল্পনার সব রাঙা পথ। হাততালি

রোমেল চৌধুরী এর ছবি

কিছুটা তার অন্ধকার আর কিছুটা তার আলো

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তানিম এহসান এর ছবি

রোমেল ভাই, ভালো লাগলো।

রোমেল চৌধুরী এর ছবি

যে আমারে দেখিবারে পায়...

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।