হাসান মোরশেদের "না ফেরা" কবিতাটির আবৃত্তি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শনি, ০৮/১২/২০০৭ - ২:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

হাসান মোরশেদের না ফেরা কবিতাটি আবৃত্তি করলাম। তবে কবিতা আবৃত্তি করার সুবিধার্থে একটু ইম্প্রোভাইজ করলাম। আশা করি কবি ভাইয়ের কোন আপত্তি থাকবে না। পরিবর্তিত ভার্সনটা নীচে দিলাম।

না ফেরা
হাসান মোরশেদ
পরিবর্তিত: এস এম মাহবুব মুর্শেদ
পুরুষ: যদি আজ রাতে ফিরি না বাড়ী?
নারী: ধ্যাৎ

পুরুষ: খুব কি ব্যাকুল হবে,ভুল করে লুটাবে শাড়ী?
শোকে ও শংকায় চোখের পাতায় আঁকবেনা আলপনা?
নারী: একদমই না

পুরুষ: তবে তাই হোক-আজ রাতে বাড়ী ফিরবোনা ।

পুরুষ: আপিস শেষে যদি না যাই রেঁস্তোরায়?
নারী: মানে?

পুরুষ: দৈনিকী কালিঝুলি মাখা ক্লান্ত আড্ডায়?
একটি চায়ের কাপে কি এতটুকু বিষাদ জমবেনা?
নারী: বয়েই গ্যাছে

পুরুষ: তবে তাই হোক-আজ সন্ধ্যায় আড্ডায় ফিরবোনা ।

পুরুষ: কাল রাতে নিয়মমতো রমণশেষে তুমি
পাশ ফিরে শুয়েছিলে আর জানালার ওপাশে
আমাকে ডেকেছিলো সে ।
নারী: কি বলছো এসব!

পুরুষ: ভুলেছিলাম বহুদিন,আরো বহুদিন দেখা হয়না
আজ তার কাছে যাবো-আজ কোথাও ফিরবোনা ।।

===

পিছনের সঙ্গীতটি জো স্যাটরিয়ানীর অলওয়েজ উইথ ইউ অলওয়েজ উইথ মি থেকে নেয়া।


মন্তব্য

আয়নামতি এর ছবি

আরো খানিকটা যত্ন নিলে অনেক আবৃত্তিকারেরই রাতঘুমে হানা দেবেন, এ আমি বাজি ধরে বলতে পারি! ভেবে ভালো লাগছে হিমুর পুরষ্কারপ্রাপ্তিতে নেয়া স্বাক্ষাতকারের তিনজন পুরুষকন্ঠের মধ্যে এই গলাটি 'আবৃত্তি করলে বেশ হতো' ভাবনাটি ভুল ছিলোনা....অতি চমৎকার লাগলো আপনাদের যৌথ আবৃত্তি। কবিতাটিও লাজবাব!(আবৃত্তিটি ডাউনলোডের ব্যবস্হা থাকলে বেশ হতো!) শুভ কামনা থাকলো আপনাদের দু'জনের জন্য।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ। সচলায়তনের অন্যান্য অডিও শুনতে ভুলবেন না। http://www.sachalayatan.com/audio

ডাউনলোডের জন্য ফায়ারফক্সের মিডিয়া ডাউনলোড হেল্পার প্লাগইনটি ব্যবহার করতে পারেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আবার শুনে মজা লাগল! হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইব্রাহীম ফয়সল এর ছবি

ভালৈছে। হাসি

অতিথি লেখক এর ছবি

বহুদিন আবৃততি শুনিনা
বেশ ভাল লাগ্লো

আততায়ী

সুলতানা শিরীন সাজি এর ছবি

ভালো লাগলো।
কবিতাটা অনেক সুন্দর,
আবৃত্তি ও দারুন হয়েছে।শুভেচ্ছা।

আরিফ জেবতিক এর ছবি

ডাউনলোড কিভাবে করবো ?

-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

সুমন চৌধুরী এর ছবি

তারিখের পাশে অডিও ডাউনলোড করুনে কিলিক করেন........



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আরিফ জেবতিক এর ছবি

আমার এখন সিরিয়াসলি কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে ।

-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

শেখ জলিল এর ছবি

আবৃত্তিটা বেশ ভাল্লাগলো। ধন্যবাদ এস এম মাহবুব মুর্শেদ ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভালো হয়েছে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ শিমুল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইশতিয়াক রউফ এর ছবি

কোন বজ্রের চুম্বনে ইঞ্জিনিয়ার/লেখক মামুর মাথায় গান-বাজনার চিন্তা ঢুকলো ভাবছিলাম। মামুর ঐকান্তিক চেষ্টার পরেও কী যেন একটা ছিল না। কেমন যেন একটা নাই-নাই ভাব। অবশেষে আপনার উত্তমার্ধই পূর্ণ করে দিলেন! ভয়ংকর ভাল লাগলো। আবৃত্তি এবং কবিতা দুইটাই। স্যাট্রিয়ানির কথা তো বাদই দিলাম। তবে ব্যাকগ্রাউন্ডটা একটু হুট করে বন্ধ হয়ে যায়। আরেকটু "খিয়াল কৈরা" গানটা কেটে নিলে পারেন। আর হোঁচট খাবেন তো খান, এমনই জায়গায় খেলেন! হাসতে হাসতে চোয়াল ব্যাথা হয়ে গেল। বাই ফার সবচেয়ে পছন্দের পোস্টগুলোর একটা।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

একই ভাবনা আমারো। প্রথম যেদিন সুমন রহমানের 'কবি'র আবৃত্তি শুনি সেদিন বিশ্বাই হয়নি যেএটা অপ্রোফেশনালের কাজ। যাহোক, দিনে দিনে হয়তো আরো কত অজানাই জানা হবে, কতবারই না বিস্মিত হতে হবে!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আর হোঁচট খাবেন তো খান, এমনই জায়গায় খেলেন!

ইয়ে, মানে...
ঠিক কইরা দিলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইশতিয়াক রউফ এর ছবি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বিরতিটা তো তখন ইচ্ছে করেই দিয়েছিলাম মনে হয়। শুনে খারাপ লাগলে ছেঁটে দিবো। একজায়গায় উচ্চারনেও ঘাপলা আছে। ক-কে খ-উচ্চারন করেছি।

আপনার ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম। সময় পেলে আরো নিঁখুত করে রেকর্ড করে আপলোড করে দিবো। ধন্যবাদ আপনাকে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

থ্যাঙ্কস। কিন্তু আর কারো ভাল্লাগেনাই মনে হয়। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কেন, আর মন্তব্য নাই বলে এই কথা? আমি এইমাত্রই এটা শুনেই মন্তব্য করার জন্য লগিন করলাম। ভাবছিলাম কয়েকদিন অচল থাকব। কিন্তু আবৃত্তি শুনেই সাময়িক সচল হলাম। (পরীক্ষা, প্রজেক্ট, প্রেজেন্টেশন, খাতা দেখা, পরীক্ষার প্রক্টরিং, ইত্যাদি ...মন খারাপ )

ও, ভাল হয়েছে হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ। আপনি কি পিএইচডি করছেন?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বলতে পারেন সেই বস্তুটি গেলার চেষ্টারত। হাসি

হাসান মোরশেদ এর ছবি

ওরে সর্বনাশ!
হাসান মোরশেদ ও কবি হৈয়া গেছে...

মৌটুসী'র প্রতি কৃতজ্ঞতা । আপনাকে আলাদা করে কিছু বললাম না ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি

জাঝা



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অছ্যুৎ বলাই এর ছবি

ফাটাফাটি!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এক বসায় রেকর্ড করছি। তাই কয়েকজায়গায় শব্দ স্খলন আছে। আপনাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ করছি। সঙ্গে নারী কণ্ঠটি দিয়েছে আমার সহধর্মীনি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির