বেলা অবেলা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৩/০৮/২০১১ - ১০:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্থির বর্ষণে মিশ্র রং ছড়িয়ে শুয়ে আছে টুকরো টুকরো আলো, ভোরের জানালা গলে অবসন্ন বাতাসেরা ঢুকে পড়ে, যেন সেদিনের প্রথম কুজন, সাথে তার জল বাঁধা মেঘ । মনে পড়ে সাত বর্ণের ঝালর উড়িয়ে পরিনত শুয়োপোকারা উড়েছিল কোন নদীতীরে, জল ছুঁয়েছিল মেঘের নুপুর পথ-নদী-স্রোত শালিখের ডানা । কৃষ্ণচূড়ার পথ করে নেয়া বিকেলে ঝরেছিল আসন্ন বর্ষার টুপটাপ অশ্রুকণা, সেও কবেকার কথা ~ সেই নদী বয়ে গেছে সবুজ উঠোন ঘেসে যেন তার সুগভীর বুকে রোদের মোহনা এঁকে । সেখানে শহর শেষে পদ্মগন্ধ ভাসে দৃশ্যত আনমনা বাতাসে । যতটানা স্বপ্নের আসা যাওয়া তারো অধিক আয়োজনে আত্মিক যাতায়াতে সমাজ বিবর্জিত কয়েকজনের বেহিসেবী উচ্ছলতায় মধ্যাকাশে মাঝরাত ছিল তারায় পরিপূর্ন ।

বাতাসে ছিল সোমেশ্বরীর সবটুকু রমনীয়তা । তারপর নিশ্চুপে মধ্যবিত পথ চলে গেছে অনেকদূরে, যেখানে আড়াল হয়েছে জল- জলের পরিত্রাণ । এইযে সবুজের যত্নময় রেখাভূমে কালচিহ্ন মুছে যাওয়া বর্তমান, গতকাল এবং আগামীর প্রতিযোগ এখানেইতো যমুনার কাবেরীর মদবিহ্ববল বিশ্রান্ত স্নান। যে বিকেল স্বভাব কাঙ্গাল তার সান্ধ্য ভাষা এইযে নারীর মত ছেঁড়া ঘুড়ি হয়ে হারিয়ে গেলো, সেকি নিদ্রাহীন উনুন ঘিরে গল্প শোনায় শাঁখপোকাদের ? মারকুটে বাতাসের অনস্তিত্বে ছোট নদীটা বাড়ি ফিরে এলো আলো জাগার আগেই, এইখানে দুঃখ জাগানিয়া সব নৈবেদ্য সেতো আর কারো নয় । আজো উজানদিঘীর পাড়ে এইযে অবশিষ্ট চাঁদ স্বপ্নখোর স্মৃতির কারিগর এইখানে চুপকথা উত্তরী হাওয়ায় ভেসে আসে নামহীন সুবাসের মতো, ডেসিডুয়াসের দীর্ঘশ্বাস হয়ে চুলে বিলি কাটে । অতঃপর শখের উঠোন ফেলে জোনাকী মেয়েদের সাথে চলে যায় দূরে । তখন বৃষ্টি নামে পথে মাঠে ঘাটে, সবুজ পিঁড়িতে বুনো হাঁস ভাসে... জলসিঁড়ির মগ্ন বেলায় হাবিজাবি অভিমানে টুকরো ভেলায় ভেসে যায় অর্থহীন দূরত্ব । কবে শেষ হয়ে গেছে সেইসব দারুন অবেলা, দেবদারুর সবুজ পথ মাঠ সন্ধ্যার বয়সী বাতাস~ সেই পথে হেঁটে চলে ক’জন উলোটপুরাণ, এইটুকু সংবেদ শুধু ফেলে যায় লিখিত অনুযোগে ~

জলসিঁড়ি নদীতীরে একদিন প্রখর রোদের জ্যোৎস্না বিহার ~ আর কি পাব ফিরে...

কাঁচ ঘেরা গরাদের ফাঁকে আজো নুয়ে আছে আলো যেন সেই অবশিষ্ট চাঁদ, পথ-নদী-নিমীলিত বন সব কিছু ভরা আছে সেই গৃহকোণ, আছে অর্থহীন সময়ের ধুলি কণা~ খুব গভীরে ।

--- নুশান


মন্তব্য

মৌনকুহর এর ছবি

দারুণ! হাততালি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

তানিম এহসান এর ছবি

চমৎকার! চলুক

The Reader এর ছবি

বাহ হাসি হাততালি

তারেক অণু এর ছবি

বিশেষণের মণি-মানিক্যের ছড়াছড়ি চলুক

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অসাধারণ!!! কাব্যময়তা!!!! চলুক


_____________________
Give Her Freedom!

সুমন_তুরহান এর ছবি

অসাধারণ, কবিতাময়! চলুক

আশালতা এর ছবি

সুন্দর হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

সুমি এর ছবি

চমৎকার চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।