সংসারের টুকি-টাকি

সুরঞ্জনা এর ছবি
লিখেছেন সুরঞ্জনা (তারিখ: শনি, ২০/০৮/২০১১ - ১২:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

‘সংসারের টুকি-টাকি’ বইটা হন্যে হয়ে খুঁজছে সোনালী।

খুব কাজের বই। এতে বলা আছে ধনে পাতা ফ্রিজে কি করে তাজা রাখতে হয়, জামায় হলুদ ভরলে কি করে সে দাগ ওঠাতে হয়, আলমারিতে পুরনো জামদানী কি করে নতুনের মতো রাখতে হয়...

সোনালী খুঁজছে ন্যাপথালিনের গুণ বর্ণনাকারী পাতাটা।

না না! ভাববেন না যেন সোনালী জানে না ন্যাপথালিন কি বা কেন! সে তো নিজেই মনে করে করে মাস খানেক পরপর ন্যাপথালিনের বল গুলো আলমারির কোনায় সাজিয়ে রাখে!

আসলে, কথা হলো, সোনালী জানে, একটা নির্দিষ্ট সময় পর, ন্যাপথালিনের বল গুলো, আস্তে আস্তে কাপড়ের ভাঁজ থেকে উবে যায়।

আজ সকালে সোনালী আবিষ্কার করেছে, ন্যাপথালিনের বলের মতো, সেও তার উল্টো-দিকে বসা পত্রিকা-পড়ুয়া ভদ্রলোকটির মন থেকে আস্তে আস্তে উবে গিয়েছে। নির্দিষ্ট সময় পার হয়ে গিয়েছে নিশ্চয়ই।

কিন্তু সমস্যা হোলো, উবে গিয়ে কোথায় যেতে হয় সেটা সোনালীর কিছুতেই মনে পড়ছে না।

তাই সে হন্যে হয়ে ‘সংসারের টুকি-টাকি’ বইটা খুঁজছে। খুব কাজের বই।

***

[পুনশ্চঃ পরিমার্জনার জন্য কৃতজ্ঞতা সচলের সবজান্তার প্রতি]


মন্তব্য

অনিকেত এর ছবি

হুমম!!

সুরঞ্জনা এর ছবি

সেই আর কি। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নৈষাদ এর ছবি

ভাল লেগেছে... কিন্তু হয়ত অবস্থা এত খারাপ না...।

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ দাদা। অবস্থা যে কোথায় কার কেমন, কেই বা বলতে পারে।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি অন্যকেউ এর ছবি

আপনার লেখা এতো ছোট হয় ক্যান? যখন একটু গভীরে যাইতে চাই তখনি একটা রামধাক্কা দিয়া ফালায়া দেয়। মন খারাপ

-অন্যকেউ

সুরঞ্জনা এর ছবি

[মাথা চুলকে]...
বলতে পারি না ভাই, কি যে লিখি আর কোনটা যে কেমন হয়। মন খারাপ

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অদ্রোহ এর ছবি

কিছু একটা মিস করলাম মনে হচ্ছে...

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

সুরঞ্জনা এর ছবি

আমিই করেছি মনে হয়, ভালো বোঝাতে পারি না আসলে। মন খারাপ

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ব্যাক উইথ আ ব্যাং!

ভালো লেগেছে বলতে লগ-ইন করলাম। চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুরঞ্জনা এর ছবি

অনেক ধন্যবাদ। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

রুমঝুমা এর ছবি

ভাল লাগলো। হাসি

সুরঞ্জনা এর ছবি

শুনে ভালো লাগলো। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অনার্য সঙ্গীত এর ছবি

হা হা হা! বেশ! হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সুরঞ্জনা এর ছবি

হাসি পেলো নাকি? বাহ! ভালো তো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অনার্য সঙ্গীত এর ছবি

বিশেষ কারণে সতর্ক হয়ে মন্তব্য করতে হলো! চোখ টিপি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

আব্দুর রহমান এর ছবি

বেশ ছোটখাটো সুন্দর লেখা।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ ভাই
হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সবজান্তা এর ছবি

সুরঞ্জনার অণুগল্প লেখার হাত চমৎকার ! এর আগেও যতোগুলি পড়েছিলাম ভালো লেগেছিলো।

এই লেখাটাও ভালো লেগেছে, তবে শেষ বর্ণনাটুকু বোধহয় আরেকটু অন্যভাবে লিখে দেখা যেতে পারে

তাকেও তো যেতে হবে, ওখানে

এই অংশটুকু খুব Obvious আসলে, মানে আমার মনে হয়েছে না লিখলেও আসলে সমস্যা হতো না, বরং আকারে একটু ছোট হওয়ার পাশাপাশি বোধহয় রহস্যময়তাও একটু বাড়তো।

যাই হোক, লেখা চমৎকার লাগলো। আরো আসুক এমন দারুণ গল্প।

অনার্য সঙ্গীত এর ছবি

সহমত। (তোর সঙ্গে তো আর কিছু করা যাবেনা।)

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সুরঞ্জনা এর ছবি

আপনার মন্তব্য পড়ে মনে হলো শেষের অংশটুকু আদতেই অপ্রয়োজনীয় ছিলো, ছেঁটে দিলাম।
অনেক ধন্যবাদ দাদা।
হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

মিলু এর ছবি

সুন্দর! চলুক

সুরঞ্জনা এর ছবি

হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অনিন্দ্য রহমান এর ছবি

৬,৮,৯ নম্বর প্যারা বাদ্দিলেও গল্প দাঁড়ায়া যায়। ভালো হইছে অবশ্য এমনিতেও।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সুরঞ্জনা এর ছবি

সবজান্তার মতামত পড়ে ৮ আর ৯ বাদ দিয়েছি, এখন উন্নতি হয়েছে বলে মনে হয়।
৬ টা আর সাহস করে বাদ দিলাম না, বোঝার সুবিধার্থে রেখে দিলাম।

ধন্যবাদ অনিন্দ্যদা।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

 তাপস শর্মা  এর ছবি

ভালো লাগলো।
ছোট্ট, বাট টুকিটকি অনুভূতির কথামালা
চলুক

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ ভাই।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

যুধিষ্ঠির এর ছবি

চমৎকার গল্প / অনুগল্প! কিন্তু শুধু "চিন্তাভাবনা" ট্যাগ কেনো?

সুরঞ্জনা এর ছবি

উমম... লেখার পর গল্প হয়েছে কি না সেটা নিয়ে দ্বিধায় ছিলাম। এখন পালটে অণুগল্প ট্যাগ করে দিলাম। পাঠক গাল দিলে সইতে হবে আর কি। মন খারাপ

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

আশরাফ মাহমুদ এর ছবি

চমৎকার। পুরো লেখাটা ইচ্ছে করলে আরো কয়েক রকমের করে লিখতে পারেন।

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

আনোয়ারুল কবির খান এর ছবি

সোনালির সামনে বসা ভদ্রলোক ও কি পত্রিকা আর টেলিভিশনে অনুরুপ কিছু খুজে ফেরেন না! জিজ্ঞেস করে দেখুক না। নিজেদের আন্তরিক দুরত্ত নির্ধারণ করুক, 'সংসারের টুকিটাকি'-তে সমাধান নেই।

সুরঞ্জনা এর ছবি

আপনার সোনালী আর এই সোনালী বোধহয় ভিন্ন ভিন্ন জগতে বাস করে। এখানে প্রশ্ন করা অবান্তর। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

আনোয়ারুল কবির খান এর ছবি

হুম, সত্যিই তাই। আপনি আরও হতাশাবাদী সোনালীর জন্ম দিন। আমি আশাবাদী সোনালীকেই খুঁজে ফিরব। ধন্যবাদ।

কৌস্তুভ এর ছবি

ভালৈছে।

সুরঞ্জনা এর ছবি

হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সুমন_তুরহান এর ছবি

চলুক

সুরঞ্জনা এর ছবি

হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

তাসনীম এর ছবি

তোমার অনুগল্পগুলো চমৎকার লাগে...মিস করি না কখনোই।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সুরঞ্জনা এর ছবি

গুগল ট্রান্সলেটরে 'I am honored' এর বাংলা দেখাচ্ছে 'আমি গৌরবান্বিত নই' চিন্তিত
সুতরাং, ভাইয়া, আমি গৌরবান্বিত নই
দেঁতো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সুহান রিজওয়ান এর ছবি

এই অণুগল্পটা বনফুলের খুব বিখ্যাত একটা অণুগল্পকে মনে করিয়ে দেয়। "নিমগাছ" হাসি

আরো অণুগল্প আসুক।

সুরঞ্জনা এর ছবি

তাই? আমি বনফুলের লেখা পড়িনি অবশ্য...পড়তে হবে।
ধন্যবাদ সুহান, তোমার শেষ গল্পটা অসাধারণ হয়েছে। আরো বড় কাজে হাত দিতে পারো হয়তো সাহস করে।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

ফাহিম হাসান এর ছবি

ছোট্ট লেখা চট করে ফুরিয়ে গেল। ভাল লেগেছে।

সুরঞ্জনা এর ছবি

আমিও তাই বলি, চট করে ফুরিয়ে গেলেই ভালো। হাসি
ধন্যবাদ ফাহিম ভাই।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

বাহ সুন্দর!!!


_____________________
Give Her Freedom!

সুরঞ্জনা এর ছবি

হাসি
ধন্যবাদ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

শুভাশীষ দাশ এর ছবি

মূলটা পড়ি নাই। এইটা পড়লাম।

সুরঞ্জনা এর ছবি

মূল কোনটা দাদা? ইয়ে, মানে...

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সুরঞ্জনা এর ছবি

ওহ! বুঝেছি। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

আনন্দী কল্যাণ এর ছবি

বাহ!!!!! দারুণ, সুরঞ্জনা।

অটঃ ইয়ে, ধনেপাতা কি করে ফ্রিজে তাজা রাখতে হয়? ইয়ে, মানে...

সুরঞ্জনা এর ছবি

হা হা হা! হাসি
খবরের কাগজে মুড়ে পলিথিনের ভেতর রাখলে তাজা থাকে।
আবার সন্ন্যাসীয় পদ্ধতি পেয়েছি একটা, সেটা হচ্ছে ধনে পাতার গা থেকে পানি ভালো করে শুকিয়ে, একটা কাঁচের বয়ামে ভরে ফ্রিজে রাখতে হবে। বয়ামের মুখ টাইট করে আটকাতে হবে।
পরে যদি দেখেন বয়ামে পানি জমেছে তাহলে পানিটা ফেলে দিলে আরো কিছুদিন তাজা থাকবে। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

আনন্দী কল্যাণ এর ছবি

থ্যাঙ্কস হাসি

নীড় সন্ধানী এর ছবি

বুঝেছি, সংসারের টুকি-টাকি বইটা আমারো দরকার! হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সুরঞ্জনা এর ছবি

আসলেই? চিন্তিত
'সংসারের টুকি-টাকি' নামটা আমি লেখার সময় বানালাম, পরে শুনি 'গৃহস্থালীর টুকি-টাকি' নামে এই বিষয়েরই একটা বই আসলেই ছিলো, বইটা বার করেছিল নাকি সেবা প্রকাশনি!

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নীড় সন্ধানী এর ছবি

আমিও সেবার বইটা দেখেছি মনে হচ্ছে। তবে আপনার প্রস্তাবিত বইটার নাম সংসার প্রিজারভেটিভ দিলেও মন্দ হয় না। হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

shabdik এর ছবি

পরমানু গল্প, চলুক

সুরঞ্জনা এর ছবি

হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

আশালতা এর ছবি

খুব খুব সুন্দর করে লেখা গল্প। চলুক

----------------
স্বপ্ন হোক শক্তি

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ
হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

মেঘা এর ছবি

কয়েক লাইনের গল্প কিন্তু বোঝার জন্য যথেষ্ঠ। বাহ! এতো ছোট গল্প লেখা যায়?! আমি লিখতে গেলেই সব কেমন অনেক বড় বড় হয়ে যায় (মন খারাপের ইমো হবে। ইমো কাজ করছে না)।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।