প্লেটো ও তার প্ল্যাটিপাস

সুরঞ্জনা এর ছবি
লিখেছেন সুরঞ্জনা (তারিখ: শুক্র, ০৬/০৭/২০১২ - ৪:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

নতুন পড়া বইটা শেষ করে কিছুক্ষণ থম ধরে বসে ভাবছিলাম,
এই ছোট লেখাটাকেও লোকে বই বলে!

বইয়ের নাম ‘Plato and a Platypus walk into a bar.’

নামটা শুনে একটু কেমন কেমন লাগছে না? অনেকটা রসগোল্লা দিয়ে শুটকি, বা চিচিংগার চুইংগামের মতো?
আমারো লেগেছিল।

বিষিষ্ট (বানান ভুলে বিষের প্রয়োগটা ইচ্ছাকৃত) হার্ভার্ড গ্রাজুয়েট পরিসংখ্যানবিদের কাছে মনের ভুলে একবার কিছু পঠনযোগ্য সহজপাচ্য বই এর তালিকা চেয়েছিলাম। ফেরত মেইলে এলো এক ডজন বই এর পিডিএফ, সেগুলোর মাঝেই প্লেটোকে প্ল্যাটিপাসের সহিত আবিষ্কার।

সেদিন আর পড়া হয়ে ওঠে নি। কিন্তু এ সপ্তাহে কাজের ফাঁক-ফোঁকরে পড়ে ফেলেছি প্লেটো আর প্ল্যাটিপাসের পানশালায় আগমন। বই এর সাব-টাইটেলটা এইবার বলে দেই- ‘Understanding philosophy through jokes.’
এবার মন থেকে কিন্তু কিন্তু ভাবটা মুছে ফেলুন, কারণ বইটা এক কথায় ‘দা-রু-ণ’! হাসি

দর্শন নিয়ে হাবিজাবি কথা বলে বন্ধু মহলের সবাইকে একেবারে তাক লাগিয়ে দিতে চান, কিন্তু পারছেন না কারণ আপনি আমার মতই অলস এবং মোটামোটা রসকষহীন জ্ঞানের বই আপনার ভাল্লাগেনা?

আর ভাবনা নেই, চটপট বইটা ডাউন লোড করে ফেলুন। তবে ডিসক্লেইমার, বই পড়ার সময় কোন তরল পান করা যাবে না বা তরল পান করার সময় বইটা পড়া যাবে না। হাসতে হাসতে বিষম খেয়ে অনেক জ্ঞানী গুণীরাই মারা পড়েছেন বলে শুনতে পাই।

বড় বড় ফন্টে লেখা খুবই ছোট্ট বই, দারুণ দারুণ জোক দিয়ে ঠাসা। কিন্তু জোক বলে হেয় করবেন না, কারণ জোক গুলোর মধ্য দিয়ে দর্শনের সিরিয়াস সিরিয়াস তত্ত্ব একবারে ফুলের মত ফুটে উঠেছে!

উদাহরণ:

How do you know that you know the stuff you think you know? Take away the option of answering, “I just do!” and what’s left is epistemology.

এবং-

Social and political philosophy examines issues of justice in society. Why do we need governments? How should goods be distributed? How can we establish a fair social system? These questions used to be settled by the stronger guy hitting the weaker guy over the head with a bone, but after centuries of social and political philosophy, society has come to see that missiles are much more effective.

আরেকবার, প্রাপ্তমনষ্করা বুঝতে পারবেন কিসের কথা বলা হচ্ছে না-

When former president William Jefferson Clinton responded to a query, “It depends on what your definition of ‘is’ is,” he was doing Language Philosophy. He may also have been doing other things.

দর্শন নিয়ে আমার আগ্রহ শুরু হয়েছিল ইয়স্তেন গার্ডারের অসাধারণ বই ‘Sophie’s World’ এর বঙ্গানুবাদ ‘সোফির জগত’ পড়ে। যারা পড়েননি তারা পারলে আজই পড়া শুরু করে দিন, নিরাশ হবেন না। হাসি

কিন্তু সে বই পড়া যদি হয় আলো-আঁধারির পথ হেঁটে জীবনের রহস্যগুলোকে একে একে আবিষ্কার করা, তাহলে এ বইটা হবে দুই বন্ধু মিলে চিড়িয়াখানায় গিয়ে বাদাম খেয়ে ফ্যাক ফ্যাক করে হাসতে হাসতে হঠাত বাদাম গলায় আটকে হেঁচকি উঠে জীবনের রহস্য আবিষ্কার করার মতো!
বইটার আগাগোড়া পুরোটাই পড়তে ভালো লাগে, শুরুর উৎসর্গের অংশ থেকে শেষের গ্লসারি পর্যন্ত সবটাই হাসির।

এসব শুনে বই এর লেখক দ্বয়কে আবার আগডুম বাগডুম কেউ ভেবে বসবেন না। লোকগুলো রীতিমতন হার্ভার্ড পাশ (নইলে কি আর পরিসংখ্যানবিদ এই বই আমাকে দেয়)! তাদের সম্বন্ধে বিশদ জানতে পারবেন এইখানে

সারাজীবন দর্শন পড়ে-টরে তাদের মনে হয়েছে, দর্শন আর রসিকতার মাঝে তেমন বিশেষ কোন পার্থক্য নেই।
শুধু দর্শনের ভাষায় যেটাকে বলে ‘গভীর জীবনবোধ’, রসিকতার ভাষায় সেটাকে বলে ‘তব্দা লাগা’

ছোট্ট একটা বই নিয়ে কথা, বারো হাত কাঁকুরের তেরো হাত বিচির মত বিচিত্র না করে, থেমে গেলাম। হাসি


মন্তব্য

তারেক অণু এর ছবি

(গুড়)

পরিসংখ্যানবিদের গলার টাই পাকড়ে আদায় করে ছাড়ব বইটা ঠিক ১০ দিনের মাথায় খাইছে

সুরঞ্জনা এর ছবি

পারলে তখনই বসে পড়েও ফেলেন, মারাত্মক ভালো পড়তে! হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সত্যপীর এর ছবি

হ্যাঁ বইটা খুব মজার, বেশ আগে পড়া পুরা স্মরণ নাই তবে মনে আসে যে কয়েকটা জোক্স মাথার উপর দিয়া গেসিল...কিন্তু ওভারঅল চমৎকার বই।

..................................................................
#Banshibir.

সুরঞ্জনা এর ছবি

হু, পড়ে এত ভালো লাগলো, যে ভাবলাম সবাইকে বলি। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

কৌস্তুভ এর ছবি

তবেরে পাজি, আমায় এইরম করে প্যাঁক দেওয়া!

তবে রিভিউ ভালো হয়েছে। বইটার মতই হালকা ছোটোখাটো।

পান করে আবার (বানান ভুলে বিষের প্রয়োগটা ইচ্ছাকৃত) বলে ব্যাখ্যা দিতে গেলে কিন্তু মজা কমে যায়। হিউমার ব্যাখ্যা করতে নেই, ডেনেটখুড়োই বলে গেছেন খাইছে

সুরঞ্জনা এর ছবি

তুই ভেবেছিস ইচ্ছা করে ব্যাখ্যা করেছি? বানান ভুল করলে কখন কে কামান দাগবে তার নাই ঠিক মন খারাপ
রিভিউ লেখাই দরকার নেই, কিন্তু ভাবলাম বইটা এমন ভালো, আরো লোকে যদি পড়ে আনন্দ পায়। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

কৌস্তুভ এর ছবি

হ, আমাকে এরকম হ্যাটা না দিলে আমিই রিভিউটা শেয়ার করতাম রেগে টং

সুরঞ্জনা এর ছবি

অ। :।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নীলকান্ত এর ছবি

পড়তে হবে। রিভিউ বেশ।


অলস সময়

সুরঞ্জনা এর ছবি

পড়ো হে পলাশ, পড়ো পড়ো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সুহান রিজওয়ান এর ছবি

দুরো,
নামানোর লিঙ্ক দিলি না
সুরো মন খারাপ

সুরঞ্জনা এর ছবি

ফেইসবুকে ইনবক্স করিয়া দিবো, নো চিন্তা! চাল্লু

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

ইপাব নাই? নেট ঘাইট্টা পাইলাম না! সব দেখি পিডিএফ মন খারাপ

---------------------
আমার ফ্লিকার

সুরঞ্জনা এর ছবি

না, ইপাব নেই। আমি কিন্তু পিডিএফই পড়লাম, দেখতে ভালো বই, ফন্ট টাও সুন্দর, আর এত ছোট! পিডিএফেই পড়ে ফেলতে পারবে। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অমি_বন্যা এর ছবি

ডাউন দিলাম। পড়ে ফেলবো খুব তাড়াতাড়ি ।

সুরঞ্জনা এর ছবি

পড়েন পড়েন, দরকার হলে মন খারাপ করে ফেলেন, তারপর পড়েন, অসাম লাগবে! দেঁতো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

sanhita এর ছবি

বেশ পড়ে ফেলতে হবে তাহলে

সুরঞ্জনা এর ছবি

হ্যাঁ! পড়েন পড়েন পড়েন! দেঁতো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

চরম উদাস এর ছবি

চলুক
আমি মুক্কু লোক বলেই জ্ঞানের ব্যাপার স্যাপার ভালো লাগে দেঁতো হাসি

সুরঞ্জনা এর ছবি

হ্যাঁ, বইটা পড়তে পড়তে আপনার কথা দুইবার মনে পড়েছে, কিছু প্রাপ্তমনষ্ক জোক পড়ে। দেঁতো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

কাজি_মামুন এর ছবি

আপনার বর্ণনা পড়ে মনে হচ্ছে, বইটা খুব আকর্ষনীয় হবে! বইটা পড়তে চাই! ডাউনলোড লিংক দেয়া যাবে? আর হ্যা, বইটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ!

সুরঞ্জনা এর ছবি

ডাউনলোড লিংক তো আমার কাছে নেই, তবে একটু গুগল করলেই পাওয়া যাবার কথা। হাসি
পড়ে ফেলেন, ভালো বই।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অরফিয়াস এর ছবি

ছোট্ট করে দারুন রিভিউ তো!! পড়ার আগ্রহ জাগছে। হার্ভাড গ্র্যাজুয়েটকে ধরব আচ্ছা করে। শয়তানী হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সুরঞ্জনা এর ছবি

হু, বেশ করে চেপে ধরেন। দেঁতো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সজল এর ছবি

সোফির জগৎ প্রোগ্রাসে গিলেছিলাম। দর্শন বেশ মজার বিষয়। এই বইটাও জোগাড় করে পড়তে হবে।

মিটিং সেরে এলাম। প্রচন্ড বিরক্ত হয়ে আছি, এই সময় বইটা ডাউনলোড করে পড়া শুরু করলাম। অফিসমেটরে বললাম, I am bored and that's why I am reading a book on philosophy। সে বলল, এটাই তো বড় জোক হয়ে গেলো।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

সুরঞ্জনা এর ছবি

হা হা হা!
বইটা কিন্তু আমি অফিসেই পড়েছি। ঢাকার জ্যামের কল্যাণে সকালে দেড় ঘন্টা আগে অফিসে গিয়ে বসে থাকতে হয়। সেই সুবাদে বই পড়ার অভ্যাস টিকে গেছে। দেঁতো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

মণিকা রশিদ এর ছবি

পিডিএফ ডাউনলোড করে রেখেছিলাম--এই রিভিউ পড়ে মনে হচ্ছে না পড়ে ফেলে রাখা পাপ হয়েছে। ইয়ে--কৌস্তভ কি আমাদের মতন নাদানদেরও পিডিএফগুলো পাঠাবে? বাই দ্য ওয়ে 'সোফি'র পিডিএফ খুঁজে পেলেও আমার কম্পু ডাউনলোড করতে দিলোনা সিকিউরিটি ইত্যাদির ধুয়ো দিয়ে!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সুরঞ্জনা এর ছবি

সোফির জগত এর পিডিএফ অবশ্য আমি খোঁজ করিনি, ইয়স্তেন গার্ডারের বই আগে খুব খুঁজেছিলাম নেটে, পাওয়া যায় নি তখন বেশি। 'রিং মাস্টার্স ডটার' আর 'দ্য অরেঞ্জ গার্ল' এনে দিয়েছে মামী আমেরিকা থেকে, 'মায়া' এনে দিয়েছে তুহিন দাদা নেপাল থেকে, আর এবার আমি আর আমার বান্ধবী নেপালের একটা ঘুপচি দোকানে পেয়েছি 'দ্য সলিটেয়ার মিস্ট্রি'।

আপনি তো বাইরে থাকেন মণিকা দি, অ্যামাজন থেকে অর্ডার করিয়ে নিতে পারেন, আমি খুব জোর করব, সোফির জগত, সলিটেয়ার মিস্ট্রি আর বিশেষ করে রিং মাস্টার্স ডটার পড়ার জন্য। একদম, পড়তেই হবে। আর মায়া টা বাদ দেবেন। পড়বেনই না।

দেঁতো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সজল এর ছবি

এখানে দেখতে পারেন।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

তাসনীম এর ছবি

চলুক

আমাকে পাঠানো যাবে? tmhossain@জিমেইল।

ধন্যবাদ হাসি

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সুরঞ্জনা এর ছবি

অবশ্যই তাসনীম ভাই, চলে গেছে। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

প্রৌঢ় ভাবনা এর ছবি

আহাহা, রিভিউ পড়েই অনেক মজা পেয়েছি। ধন্যবাদ।

সুরঞ্জনা এর ছবি

তাহলে বই পড়ে তো খুবই মজা পাবেন! হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অরণ‌্য এর ছবি

দয়াকরে বইর লিংকটা কি দেয়া যাবে? আপনার লেখাটা পড়ে দর্শণের প্রতি আগ্রহ জম্নাচ্ছে। দেখা যাক। শুভ কামনা রইল।

সুরঞ্জনা এর ছবি

লিংক তো ভাই আমার কাছে নেই মন খারাপ
তবে গুগল করে নিশ্চয়ই পাবেন।
দর্শন খুবি ইন্টারেস্টিং, তবে পড়ার সময় নিজে ডিল্যুডেড হয়ে যাবার চান্স আছে খাইছে

সে জন্যই এই বইটা এত ভালো লাগলো, সহজ করে কথা বলা খুব সহজ নয়। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

রু  এর ছবি

পড়ে ফেলবো। জানানোর জন্য ধন্যবাদ।

সুরঞ্জনা এর ছবি

নো প্রোবলেমো। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

ত্রিমাত্রিক কবি এর ছবি

পরিসংখ্যানবিদের কাছেই চাইলাম হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সজল এর ছবি

এখানে এবং এখানে দেখতে পারো। প্রথম লিংকটা থেকে নামিয়ে আমি পড়ছি। পিডিএফটার দারুণ ফরম্যাটিং।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

ত্রিমাত্রিক কবি এর ছবি

হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

নীড় সন্ধানী এর ছবি

ইয়ে ...... ডাউনলোডের কথা বলে লিংক না দেয়া কিন্তু অন্যায় খাইছে

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সুরঞ্জনা এর ছবি

যাক, উপরে সজল ভাই লিংক দেয়াতে পিঠ বাচলো আমার খাইছে

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ, দারুণ রিভিউ। বইটার কথা আগেও শুনেছি, পড়া হয় নি। এবার মনে হচ্ছে পড়ে ফেলতে হবে। হাসি

সুরঞ্জনা এর ছবি

এখনি পড়ো অপ্র! তোমার সময়টা ভালো কাটবে!
এরকম সুবর্ণ সুযোগ আর পাবে কই, নড়াচড়ার উপায় নেই যখন, ধামাদ্ধাম পাঁচশো বই পড়ে ফেল! দেঁতো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতন্দ্র প্রহরী এর ছবি

বুড়া হয়ে গেছি হে। ৫০০ তো দূরে থাক, ৫টা বই পড়লেই মনে হয় অ-নে-ক পড়া হয়ে গেছে! কোথায় যে আমার বইপড়ুয়া সময়গুলা হারায়ে গেল! পাঠকের নির্মম মৃত্যু! ইয়ে, মানে...

সুরঞ্জনা এর ছবি

বুজছি, তুমি বেশি জীবনবাদী হয়ে গেছ, মৃত্যুকে কনটেমপ্লেট করো নি দেঁতো হাসি
আমি যদি কালকে বাসের নিচে চাপা পড়ি, তাহলে আজকে আমি আরো বিশটা নতুন গান, দুইটা অসাম মুভি, আর পাঁচ হাজারটা বই পড়ে নিতে চাই। মরে গেলে ঘাস, মাটি হয়ে থাকবো ঠিকই, কিন্তু কি হচ্ছে কিছু তো বুঝতে পারবো না। হাসি

যতদিন মানুষ হয়ে বেঁচে আছি, ততদিন সব দেখে দেখে বুঝতে চাই। ইন দ্য গেইম। চাল্লু

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

ওডিন এর ছবি

যতদিন মানুষ হয়ে বেঁচে আছি, ততদিন সব দেখে দেখে বুঝতে চাই। ইন দ্য গেইম।

চলুক

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

শুরু করলাম পড়া! খুবই ফ্লুয়েন্ট লেখা দেঁতো হাসি

---------------------
আমার ফ্লিকার

সুরঞ্জনা এর ছবি

পড়া শেষ হোলে বোলো কেমন ছিলো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নৈষাদ এর ছবি

চলুক লিস্ট শুধু বড়ই হচ্ছে। এতটা সময় ডিজিটাল স্ক্রিনে সময় কাটানোর পর 'ওরিজিন্যাল ফর্মেই' বই পড়তে ইচ্ছে হয়।
(সেলফিস জিনও 'ওরিজিন্যাল ফর্মে' পাচ্ছি না)

ওডিন এর ছবি

সেলফিস জিন নিউমার্কেটে দেখেছিলাম দাদা। হাসি

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

সেলফিস জিন আমার কাছে আছে। আওয়াজ দিয়েন লাগলে। আর নিউমার্কেটে বুকওয়েব এবং জিনাত বুকস-এ খোঁজ নিয়েন। আমি বুকওয়েব থেকে কিনছিলাম। জিনাতেও ছিল।

---------------------
আমার ফ্লিকার

ওডিন এর ছবি

দারুণ রিভিউ সুরঞ্জনা! হাততালি

নামানো শুরু করলাম সজলের দেয়া লিঙ্ক থেকে হাসি

সুরঞ্জনা এর ছবি

পড়া শুরু করেছেন?

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

শেষ করলাম। লেখা স্টাইল এবং জোক্সগুলা খুবই ভালো কিন্তু দর্শনের বেশ কিছু জিনিস্পাতি আমার রাডারের উপ্রে দিয়া গেলো ইয়ে, মানে...

---------------------
আমার ফ্লিকার

সুরঞ্জনা এর ছবি

কোন কোন জিনিস? চলো কোথাও আলাপের থ্রেড খুলি, কিছু কিছু টপিকে আলাপ করা খুবই সুবিধা, কারণ কেউ কিছু জানেনা, যেমন দর্শন চাল্লু

থ্রেডের নাম দিবো 'Ding an sich' দেঁতো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নির্ঝর অলয় এর ছবি

কিন্তু সে বই পড়া যদি হয় আলো-আঁধারির পথ হেঁটে জীবনের রহস্যগুলোকে একে একে আবিষ্কার করা, তাহলে এ বইটা হবে দুই বন্ধু মিলে চিড়িয়াখানায় গিয়ে বাদাম খেয়ে ফ্যাক ফ্যাক করে হাসতে হাসতে হঠাত বাদাম গলায় আটকে হেঁচকি উঠে জীবনের রহস্য আবিষ্কার করার মতো!

মোক্ষম বলেছেন! চলুক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হায় জীবন এত ছোট ক্যানে? ওঁয়া ওঁয়া লিস্টি বাড়তেই আছে

দর্শন আর রসিকতার মাঝে তেমন বিশেষ কোন পার্থক্য নেই।

চরম উদাস মানে তাইলে দার্শনিক!! চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুরঞ্জনা এর ছবি

নিঃসন্দেহে! হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।