ব্যাকরণ ক্লাস

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৮/০৯/২০১১ - ১১:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ব্যাকরণের ক্লাসে এসে
রিতা আপা বলে,
এক নিয়মে সকল পড়া
কেমন করে চলে?

নিজের গল্প একটা কিছু
কে শোনাতে পারো?
পড়ছে মনে ঘটে যাওয়া
মজার কথা কারও?
প্রজ্ঞা বলে আজ্ঞে আপা
বলতে আমি পারি,
গল্পে গল্পে প্রজ্ঞা দেখো
গেলো মামার বাড়ি।
রিতা আপা ব্ল‍্যাকবোর্ডে
গল্প লিখে নিলো,
সেখান থেকে একটি বাক্য
মোটা করে দিলো।
সবটা যদি গল্প বলো
বাক্য তবে এটা,
শব্দ হলো তাহার পেটে
দেখছো যেটা যেটা।
শব্দ ভেঙে অক্ষর হয়
বর্ণ আসে পরে,
ব্যাকরণটা শেখা হলো
অনেক মজা করে।
....................................
দেবানন্দ ভূমিপুত্র


মন্তব্য

তানিম এহসান এর ছবি

হাততালি হাসি

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

খুব খুশি হলাম। অনেক ভালো থাকুন। হাততালি গড়াগড়ি দিয়া হাসি

তানিম এহসান এর ছবি

খুশীতেতো দেখি গড়াগড়ি খাচ্ছেন অ্যাঁ

বন্দনা কবীর এর ছবি

চমতকার (তালির ইমো)
ইয়ে, এখানে ইমো কেমন করে দেয়?

মৌনকুহর এর ছবি

কমেন্ট বক্সের উপরে ডান দিক থেকে ৬ নম্বর আইকনে ক্লিক করুন।

জাভা না থাকলে ":)" ":(" ইত্যাদি সরাসরি লিখেও ইমো দিতে পারেন।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

শুনে আনন্দ পেলাম। আর উত্তর তো বন্ধু মৌনকুহর দিয়েই দিয়েছেন। খুব করে ভালো থাকুন। গুরু গুরু

মৃত্যুময় ঈষৎ এর ছবি

ছড়ায় ব্যাকরণ পাঠ চলুক.............


_____________________
Give Her Freedom!

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

এমন করে উৎসাহ পেলে আরও লিখবো। সতত শুভকামনা।

সৈয়দ আফসার এর ছবি

চলুক

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

এতেই খুশি। তয় কিছু লিখে ফিডব্যাক দিলে আরও ভালো লাগতো। হাসি

মৌনকুহর এর ছবি

দারুণ! হাততালি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন। হাসি

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

হাততালি

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

ভাই কিছু লিখতেন? আরও ভালো লেখার পরামর্শ? শুভকামনা অবিরাম। দেঁতো হাসি

অতিথি লেখকঃ অতীত এর ছবি

হাততালি হাততালি এক ক্লাসে হইবো না, আরও ক্লাস চাই... ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া এইবার দেবদার মাধ্যমে রিতা আপার কাছে থেকে পুরা ব্যাকরণ ঝালাই কইরা নিমু জুতমতো। স্কুলজীবনে শুধু কানের গোড় দিয়া পার পাইয়া গেছি কুনোমতে, সে এক করুণ ইতিহাস মন খারাপ

অতীত

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

হা হা হা! গড়াগড়ি দিয়া হাসি ঠিক আছে, আরও লিখবো। দেখি এবার কানের কাছ দিয়ে যায়, নাকি মনের কাছ দিয়ে। অনেক ভালো থাকুন। গুরু গুরু

শাব্দিক এর ছবি

মন খারাপ ব্যাকরণ ক্লাস আমার জীবনের করুণতম অধ্যায়।
রিতাআপাকে পেলে ভাল হত।

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

রিতা আপাকে খুঁজে নিতে হবে। আর ছড়ায় যদি কিছু কাজ হয়। আপনার না লাগলেও অন্যকারও। অনেক ভালো থাকুন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।