অনেক কিছুই বলার ছিলো আপাতত এটুকুই থাক

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: রবি, ২৭/০১/২০০৮ - ৭:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রকৃত সুশীল না হতে পেরে অনেক প্রতিক্রিয়াশীল ব্যক্তিই সুশীলের মুখোশ পড়ে থাকে- আধুনিক হওয়া চর্চার বিষয় তবে আধুনিকতার ভান সহজসাধ্য- আর আধুনিকতার ভড়ংএর তীব্র চর্চা চলছে বাংলাদেশে- কোর্ট প্যান্ট ঝুলিয়েও তার পায়ের ফাঁক দিয়ে অনাধুনিক ল্যাজ ঝুলে থাকে এটা সবচেয়ে করুণ দৃশ্য বর্তমানের-

খারাপ লাগে না- নাস্তিক্যবাদ কিংবা আস্তিক্যবাদ নিয়ে তর্কে লিপ্ত হতেও ভালো লাগে না ইদানিং- চেতনায় অস্ত্রোপচার সম্ভব না- যারা নেহায়েত একাডেমিক ভাবেও কোনো আলোচনা চালাতে ব্যর্থ তাদের সাথে স্বতঃসিদ্ধ ভাবনা আর স্বগত ভাবনার ভেতরের তফাৎ নির্ধারণ করে জুতসই পর্যায়ে আলোচনাকে আনতে চলে যায় অনেকটা সময়-

এত পরিশ্রম না করে বরং প্রলাপের মতো বিশ্বাসীর উদ্ভট আলোচনা শুনে বসে থাকি- আশ্চর্য হতে পারি না- প্রশ্নটা থেকেই যায়- বাংলাদেশের মতো দেশে আদৌ ইসলামিক টিভির প্রয়োজনীয়তা আছে কি না এটাও একটা প্রশ্ন- আর যদি থাকেই সেটা ব্যবসায়িক কারণেই আপোষ করতে বাধ্য হচ্ছে- বিজ্ঞাপনের আগে প্রচারিত টেলেপ দেখে এটাই বুঝতে পারছি- ইসলামকে প্রচারের জন্য প্রয়োজনীয় অনুকম্পা পেতেও ব্যর্থ হচ্ছে এই বানিজ্যিক প্রতিষ্ঠান- তাই নিজেদের আদর্শের সাথে আপোষ করেও তারা ইসলাম প্রচার করছে- অবশ্য মৌলিক অনুষ্ঠান বলে তেমন কিছু নেই- বাপ দাদার সূত্রে পাওয়া ইসলামি জ্ঞান আর ধারণাকে পুনরায় যাচাই করতে অপরাগ মানুষেরা বিভিন্ন মাসায়েলা দিচ্ছে- আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে উদ্ভুত সামাজিক সমস্যাগুলোকে সমানভাবে দেখতে পারছে না- আর সব কিছুই আসলে সুন্নাহ আর কোরাণের মর্জিমফিক চলছে এটা প্রতিষ্ঠার চেষ্টাটা আরও করুণ দেখা যায়-

আমি আগে কমেডি চ্যানেল দেখতাম- পিস টিভি - কিউ টিভি আর ইসলামিক টিভি আসার পর অন্য কোনো কমেডি সিরিয়াল দেখি না- জমজমাট কৌতুক সারাদিন চলছে- পিস টিভির জাকির নায়েকের নানাবিধ ভঙ্গি আর ভড়ং দেখে মনে হয় কৌতুকাভিনয়ের বদলে হয়তো সস্তা ভাঁড়ের সান্নিধ্যে কাটবে দিন- এই আসছে জাকির নায়েক- একটু সাইড ফেসে দাঁড়ালো- এই একটা কথা বললো- পিস ফর পিস ফর পিস ফর ওয়ার্ল্ড বলে গেয়ে উঠলো কেউ- মজমা জমবে-

তবে ইসলামিক টিভি আরও এক কাঠি সরেস- তারা প্রচলিত বানিজ্যিক চ্যানেলের বাইরে ভাবতে পারছে না- তাদের নিয়মিত সংবাদের আসর আছে- বিভিন্ন স্থানে তাদের সাংবাদিকদের দেখা যায় মাইক হাতে সাক্ষাৎকার নিতে- তবে তাদের প্রতিবেদনে কোনো ভাবেই বাংলাদেশের গ্রামের ইমামদের অজ্ঞতার কথা উঠে আসে না- কিংবা আমাদের অজ্ঞ ইমামমন্ডলী যারা স্বপ্নেও তালাক দেখলে তালাক কার্যকর হয়েছে ফতোয়া দেয় তাদের এই ভ্রান্তি কাটাতে উপকারি হবে না- বরং শেষ পর্যন্ত এটা ইসলামকে ব্যবহার করে আরও একটা ব্যবসায়িক উদ্যোগ-

ধর্মের ব্যবসায়িক- রাজনৈতিক যেকোনো ব্যবহারই ধর্মের অবমাননা- তবে পূঁজিবাদের বৈশিষ্ঠ্যই এমন এটা মানুষকে পণ্য বানিয়ে ফেলে- মানুষের যাবতীয় আবেগ অনুভুতির একটা বিনিময় মূল্য তৈরি করে-

আমাদের ইসলামী মানুষেরা ফতোয়া দিচ্ছে না এখনও তবে ইসলামের আইন আছে কেউ যদি ধর্ম ত্যাগ করে তবে তার শাস্তি মৃত্যুদন্ড- আমি স্বেচ্ছায় ধর্ম ছেড়েছি- আমার কাছে এটা তেমন প্রগতিশীল কোনো ভাবনা মনে হয় না- ইসলামী আইনে আমি মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী তবে এখনও কেউ কার্যকর করে নি-

তবে আমি যা বুঝি না তা হলো ইসলাম নিজেই ধর্মান্তরিতের শাস্তি নির্ধারণ করেছে মৃত্যুদন্ড তবে কেনো সব করভার্টেড মুসলিমকে ফাঁসি দেয় না কিংবা পাথর ছুঁড়ে মারে না এরা?


মন্তব্য

সৌরভ এর ছবি

চেতনায় অস্ত্রোপচার সম্ভব না- যারা নেহায়েত একাডেমিক ভাবেও কোনো আলোচনা চালাতে ব্যর্থ তাদের সাথে স্বতঃসিদ্ধ ভাবনা আর স্বগত ভাবনার ভেতরের তফাৎ নির্ধারণ করে জুতসই পর্যায়ে আলোচনাকে আনতে চলে যায় অনেকটা সময়-

জাকির নায়েকের মতো ভাঁড়কে গুরু মেনে যেসব চতুস্পদীর মনন বিকৃত, তাদের ক্ষেত্রে অস্ত্রোপচারও কোন সমাধান হতে পারতো কিনা বলা মুশকিল।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

হাসান মোরশেদ এর ছবি

রম্যটা দেখতে হবে তাহলে ।
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

s-s এর ছবি

ধর্ম ব্যাপারটাকে কোনো ভাবে রাষ্ট্রযন্ত্র থেকে বিচ্ছিন্ন করা গেলে কি দারুণ হতো! দারুণ হতো, সত্যিই!

অছ্যুৎ বলাই এর ছবি

জাকির নায়েক শুনলাম নাকি ইসলামিক হিরু!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।