ক্ষুদ্র ব্লগ: বাংলাদেশ

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: শুক্র, ২৯/০৫/২০০৯ - ৭:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গতকাল ফোনে মেয়ে বলছিল, "বাংলাদেশটা একদম নষ্ট হয়ে গেছে। খুব ময়লা। ক্লিন করতে হবে।"

চিন্তিত

(এটি দ্রোহী-টাইপের মাইক্রো ব্লগ।)


মন্তব্য

বিপ্লব রহমান এর ছবি

হ!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সালাহউদদীন তপু এর ছবি

মেয়ের কথাটা বললেন আপনি কি উত্তর দিলেন তা তো বললেন না।

তবে আপনার মেয়ের কথা সত্য। সত্যিই বাংলাদেশকে ক্লিন করতে হবে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কোথায় থেকে ক্লিন করা শুরু করতে হবে সেটাই ভাবছিলাম; মেয়েকে উত্তর দিতে পারিনি। মাথার মধ্যে অনেককিছু ঘুরপাক খাচ্ছিল কেবল। ক্লিন করে আদৌ শেষ করা যাবে কী না সেটাও ভাবনার বিষয়।

হিমু এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

- আমি মাঝে মাঝে এই ময়লাগুলোকেই ভয়ানক মিস করি। রাস্টার পাশ দিয়া হেঁটে গেলে যদি নাকে ঘড়াৎ করে উৎকট একটা পেটের নাঁড়িভুঁড়ি নাড়ানো গন্ধই না লাগবে তাহলে আর ফুটপাথে হাঁটার মজা কই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

এইটারে ফুটপাতে হাঁটার মজা বলতেছেন? প্রতিদিন এই সুবাস নাকের মধ্যে ঢুকলে আসল মজাটা বুঝতেন মন খারাপ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

!!! @ ধু গো

মৃদুল আহমেদ এর ছবি

এই এক লাইন নিয়েই সবাই এক্কেবারে বেসামাল!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অতন্দ্র প্রহরী এর ছবি

পুরা বাংলাদেশ না হোক, অন্তত ঢাকা শহরটা ক্লীন করতে পারলেও অনেক ভাল হতো।

সাইফ এর ছবি

এইডা কিতা দিলেনগোবা!!! টাশকি লাইগা গেছে ছবাই হাসি

রায়হান আবীর এর ছবি

স্থূলভাবে ব্লগটাকে নিলে আমার বক্তব্য, আমি গত দেড় মাস রাস্তাঘাটে ময়লা ফেলি নাই ... ডাস্টবিন ব্যবহার করছি। তবে চুইংগাম নিয়ে একটু বিপদ হয়। সেদিন কোথাও না পেয়ে বাসের সীটের তলদেশে লাগায় রাখতে হলো খাইছে

আনিস মাহমুদ এর ছবি

ক্লিন করার কথা ভাবলেই 'ক্লিন হার্ট'-এর কথা মনে পড়ে আর গায়ে কাঁটা দেয়। এমনভাবে যেন কেউ ক্লিন না করে।

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

তানবীরা এর ছবি

পিপিদা মাইয়ার ইশারা আপনার দিকে না তো? আপনি ওই সময় কি বলছিলেন মনে করেনতো?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি মনে হয় আনিস ভাইকে জিজ্ঞেস করছেন, তাইনা? হার্ট তো ক্লিন করতে পারলে ভালই হতো, তবে হার্টকে জীবিত রেখেই ক্লিনিংটা সারা দরকার।

দ্রোহী এর ছবি

প্রকৃতিপ্রেমিক লিখেছেন:
(এটি দ্রোহী-টাইপের মাইক্রো ব্লগ।)

পিপিদা কি অপমান করলেন না প্রশংসা করলেন বুঝতে পারলাম না!!! চিন্তিত

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আরে কী যে বলেন... আপনার পথ ধরে হাঁটলাম, তাই স্মরণ করলাম আরকি হাসি

নীড় সন্ধানী এর ছবি

সার্ফ এক্সেল আমদানী করতে হবে!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমদানী করা জিনিস দিয়ে ক্লিন করলে আরো বেশী ময়লা পড়ে। নিজেদের জিনিস দিয়েই ক্লিন করতে হবে।

সাইফুল আকবর খান এর ছবি

ঠিকই বলেছে! মন খারাপ
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

ভূঁতের বাচ্চা এর ছবি

পিপিদার কন্যার অনেক বুদ্ধি দেখতেসি। বাংলাদেশের অনেক বুইড়া-হাবড়া গুলাও এই সহজ কথাটা উপলব্ধি করতে পারেনা।
---------------------------------------------------------

--------------------------------------------------------

আলাভোলা এর ছবি

মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।