তুলিরেখার দেশবিদেশের উপকথা: আরো কমিক্স!!

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: মঙ্গল, ০২/০৬/২০০৯ - ১০:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাউই-এর গল্প আরো আছে, আজ তার থেকে একটা বেছে দেওয়া হলো। কমিক্সগুণ একটু বাড়ানোর চেষ্টা করলাম এটায়, আগেরটার তুলনায়। মতামত জানার আগ্রহ নিয়ে রইলাম।

এখানে আনাড়ি প্যাচাল পাড়তে হবে, নাইলে কমিক্সের ছবি সব এসে যাচ্ছে নীড়পাতায়। যাক প্রিভিউতে দেখলাম এতেই কাজ হয়েছে। অতএব থামি।


মন্তব্য

ভুতুম এর ছবি

আপনি তো চরম কর্ম করে যাচ্ছেন। এইজন্য আপনাকে উত্তম জাঝা!

আর মধ্যের অ্যাডটা ... কী আর বলব ... হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

মূলত পাঠক এর ছবি

থাংকু ভুতুমভাই।

আপনেই কন, আগুনে পোড়ে না জলে ভেজে না শুনলে ন হন্যতে মনে না এসে যায়! এরে কয় প্রোডাক্ট প্লেসমেন্ট। অ্যাড তো হল, এইবার মামুনভাই প্রোডাক্টটা বানিয়ে বাজারে ছাড়লেই কেল্লা ফতে!

মামুন হক এর ছবি

ঐ মিয়া ঘরের শত্রু বিভীষণ! তুমি হাটে হাড়ি ভাঙ্গা শুরু করলা কোন দুঃখে? এই অপরাধে তোমার কেলো বদনের আশু পরিবর্তন প্রয়াসী ফেয়ারনেস ক্রীমের প্রজেক্টা বন্ধ ঘোষিত হইল হাসি

সজারু এর ছবি

বাঃ এইটাও কঠিন হৈছে, জটিলেশ্বর বাবু!
_________________________

সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র

_________________________

সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র

মূলত পাঠক এর ছবি

হা হা
থাংকু পর্কু !

স্পর্শ এর ছবি

দারুণ! এতো কিছু করেন কীভাবে? মানে সময় লাগেনা বুঝি?
এবারের কমিক ইলিমেন্ট দেওয়ার জন্য অনেক মজার হয়েছে গল্পটা। বিশেষ করে কারেন্ট যাওয়ার পার্ট টা! হো হো হো


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

মূলত পাঠক এর ছবি

লাগে তো সময়। তবে এখন আমার হাতে ঐ একটা জিনিসেরই কোনো অভাব নেই। হাসি

ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম।

খেকশিয়াল এর ছবি

হাহাহাহাহাহা জোস জোস !!!

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মূলত পাঠক এর ছবি

(হিন্দি ভিলেনি কণ্ঠে ঢুলুঢুলু চোখে) ফক্সি-ব্রো, জোশ মে আকে হোশ মৎ খো বয়ঠনা!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

মূলত: পাঠক দেখি এখন অংশত আঁকক।
দারুণ হয়েছে। জাঝা।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মূলত পাঠক এর ছবি

অনেক ধন্যবাদ শোমচৌ।

মামুন হক এর ছবি

মূলোদা একজন জিনিয়াস। সকালে আমারে দেখাইলো ছবি আঁকা শুরু সন্ধ্যের আগেই শেষ। সবই মূলত, অংশত কিছুই নাই, কাট পেস্ট করা না পুরাটাই মৌলিক!

মূলত পাঠক এর ছবি

জিনিয়াস অতি ভালো জিনিস, কইয়া আনন্দ দিলা ভাই। হাসি

রাতে ঘুমাই নাই জানো? এই বানাইছি শুইয়া শুইয়া। খতম কইরা আর পোস্টানোর উৎসাহ ছিল না, ঘুমাইতে গেলাম ভোররাত্রে।

তুলিরেখা এর ছবি

ছোটোবেলায় আর বড় হয়েও নারায়ণবাবুর কমিক্স (শুকতারার পাতায় হাঁদাভোদা, বাঁটুল নন্টেফন্টে ) কী যে ভালো লাগতো! এখনও লাগে। পরে তো নেটেও পাওয়া যেতো! টিভিতে ও একবার হাঁদাভোদা সিরিজ শুরু হয়েছিলো।
বিশেষ করে নামগুলো! টকাইখুড়ো, খেদুবাবুর দোকান, উফফ। হাসতে হাসতে খিল খুলে যাবার যোগাড় আমার ভাই তো চিরকালের ফ্যান হয়ে গেছে। হাসি
এখন হঠাৎ লাইট জ্বললো। হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

আর লোভনীয় কিছু খেতো যখন তখন আওয়াজ হতো, উলস উলস! হাসি

আহা কমিক্স! বাংলা কমিক্সেতিহাস নিয়ে একটা লেখা অনেক কাল আগে লিখেছিলাম, কোথাও দিই নি, ঐটা খুঁজতে হবে।

তুলিরেখা এর ছবি

বাংলা কমিক্সইতিহাসের লেখাটা দিন। খুঁজে বার করুন। খুব পড়তে ইচ্ছে হয়।
এতদিনে আমার খেয়াল গেল লাস্ট নেমের দিকে, এত স্লো আমি! মন খারাপ

আচ্ছা হাতেগোনা কয়েকজন ছাড়া বাংলায় কার্টুনিস্ট কেউ বিশেষ নেই?

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

না না আমি নারায়ণ বাবুর কেউ নই। হাসি

তুলিরেখা এর ছবি

আপনার কমিক্সের কমার্শিয়াল ব্রেক অংশটা দেখে হাসতে হাসতে খিল খুলে গেলো।
হো হো হো))
হা হা প গে। হো হো হো)
পড়ে গেলাম সত্যি। হো হো হো
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

কাল ছিলো মাথাব্যথা, আজ তাইলে কোমরব্যথা?
তাছাড়া খিল যখন খুলেই গেছে তো এবার অনর্গল লিখতে থাকুন। হাসি

আপনার গল্পে ঐ আগুনে পোড়ে না জলে ভেজে না শুনেই ন হন্যতে মনে এলো! হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। কমার্শিয়াল ব্রেকটা পুরাই লা-জওয়াব! হো হো হো

ভীষণ মজার আর ভীষণ দুর্দান্ত লাগল। আপনি পুরাই অমানবিক! ক্যাম্নে পারেন এতকিছু!!!

আপনার গান শোনা বাকি আছে এখনো।

মূলত পাঠক এর ছবি

গান শুইন্যা আর কাম নাই, আমি নিজেই শুনি না, কান বন্ধ কইরা গাই বাথরুমে গেলে।

অনেক ধন্যবাদ প্রহরীভাই। হাসি

সুজন চৌধুরী এর ছবি
মূলত পাঠক এর ছবি

আপনের ভাল্লাগ্ছে? তাইলে আর চিন্তা নাই। হাসি

আপনে একটা বানান না, কি যে সব বেহেস্তী কার্টুন আঁকেন আপনে কমিক্স বানাইলে ধুন্দুমার হইবো!

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চাল্লু হয়েছে মূলোদা!!

তবে এক্টা কথা; শেষটা যদি একদম নীছে দেয়া যায়, তবে ভাল হয়; আরবী স্টাইলে পড়তে গিয়ে হোঁচট খেলাম।

মূলত পাঠক এর ছবি

থাংকু সিম দা। চলেন দু জন মিলা তরকারি বানাই। হাসি

মানে নিচে ডানদিকে বলছেন তো? ঐ, সবই স্থানসংকুলানের সমস্যা আর কি। হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জব্বর!

আপনার নিকটা আসলেই বৃথা চোখ টিপি

মূলত পাঠক এর ছবি

আরে! নিক'টা তো ঠিকই আছে, অল্পঅল্প অনেক কিছু করি কিন্তু আসলে আমি পাঠক। দুর্জনে অবশ্য কী একটা মূল আর কি একটা জানোয়ারের নাম নেয়, কিন্তু অপপ্রচারে কান দিবেন না।

এনকিদু এর ছবি

আপনি হালায় জিনিস একটা । আর আমারে কইছিলেন ইলাস্ট্রেশন করতে । ছি ছি ছি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মূলত পাঠক এর ছবি

আরে মশাই ওই ডাইনোশুয়োর বানানো সবার কর্ম না!

থাংকু ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আরে বাহ্ । আপনি তো মশাই ভীষণ ইয়ে... মানে প্রতিভাবান আরকি! হাসি

আরো আরো কার্টুন আঁকুন।

আর জিম্প ব্যবহার করে দেখতে পারেন। http://gimp.org/

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

মূলত পাঠক এর ছবি

ধন্যবাদ শ্রী মুর্শেদ। হাসি

জিম্প পরীক্ষা করে দেখবো অবশ্যই।

সাইফ এর ছবি

আইজকা "কামের" চাপে সচলে আসতে পারি নাই, এই ফাঁকে আপনে ধুন্দুমার অবস্থা কইরা ফেললেন। যাক আসলেও এবার আপনার নিক পাল্টানো দরকার। পাঠকতো আসেনই, যেভাবে পিঠাপিঠি পোস্ট দিতেছেন, এখন আর লেখক ছাড়া আপনার নিক মানায় না।

মূলত পাঠক এর ছবি

কমিক্স বানাইয়া কি আর লেখক হওন যায় রে ভাই? যাক ভাল্লাগছে এইটাই আসল কথা। হাসি

শামীম রুনা এর ছবি

দুর্দান্ত!
আপনার দেখি একই অঙ্গে বহুরূপ!

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি।

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

মূলত পাঠক এর ছবি

দাঁড়ান এই তো সবে শুরু হাসি

অনেক ধন্যবাদ।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

এবারো দারুণ!

মূলত পাঠক এর ছবি

আবার ধন্যবাদ, অনিন্দিতা। হাসি

রেনেট এর ছবি

আপনি তো মশাই ভারী ঘোড়েল লোক!
এক ভূতের গল্প লিখলেই প্রতিদিন মানুষ হুমড়ি খেয়ে পড়তো
তার উপর ছাড়লেন আবার কমিক্স
তার উপর আবার বানান বিশারদ
তার উপর আবার চলচিত্র সমালোচক
তার উপর আবার পাঠক
তার উপর আবার প্রতিদিন পোস্ট করে চলেছেন (যেখানে আমার ৬ মাসে কিছু বের হয় না মন খারাপ )

আর কি বলি মন খারাপ
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মূলত পাঠক এর ছবি

হা হা, এমন উদার প্রশংসা থাকলে লেখা আপনেই বেরোয় হাসি

যুধিষ্ঠির এর ছবি

আবারও চমৎকার কাজ!

আরও বৈচিত্রের জন্য সংসারে এক সন্ন্যাসী'র ছোট্ট গোল রুটি সিরিজ বা মুজিব মেহেদী'র জেন গল্পগুলোকে কমিক্সায়িত করতে পারেন। অবশ্যই লেখকদের অনুমতি থাকলে।

সচলায়তনে কমিক্স যুগের সূচনা করার জন্য আপনার নাম সচল-ইতিহাসে বোল্ডাক্ষরে লেখা থাকুক।

মূলত পাঠক এর ছবি

ভালো আইডিয়া। আগামীতে নিশ্চয়ই ভাবা যেতে পারে।

বোল্ডাক্ষরে নাম তুলে পুলক পেলাম। হাসি থাংক য়ু।

স্নিগ্ধা এর ছবি

দুর্দান্ত একটা ব্যাপার! এবারেরটা ফাজলামির কারণে আরো ভালু দেঁতো হাসি

আচ্ছা, ইয়ে - 'ন হন্যতে' তেল কোথায় পাওয়া যায়?

মূলত পাঠক এর ছবি

থাংকু হাসি

তেলের কথা তুমিরে জিগান, তিনিই লিখছেন আগুনে পোড়ে না জলে ভেজে না ইত্যাদি।

তুলিরেখা এর ছবি

না না না না না না, তেলের ব্যাপার আমি জানিনা, প্রেমেনবাবুর পরিচিত ঘনাদা জানতেন। "তেল দেবেন ঘনাদা" পড়েন নি? চোখ টিপি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

স্নিগ্ধা এর ছবি

এই যে, আপনারা দুইজন, কান খুলে একটা কথা আজকে শুনে নেন - বিজ্ঞাপন দিবেন কিন্তু প্রডাক্ট প্রভাইড কর্ব্বেন্না, এটা আমি বরদাস্ত কর্ব্বো না। ঘনাদা, কি টেনিদা, চাই কি ফেলুদাকেই নাহয় নিয়োগ করেন - মোট কথা ওই তেল আমার চাই, যার কাছ থেকেই হোক এনে দেন! রেগে টং

নাইলে, বেটার বিজনেস ব্যুরোতে কমপ্লেইন করা ছাড়া আমার আর কোন উপায় থাকবে না বলে দিলাম!!

মূলত পাঠক এর ছবি

তেল দেবেন মামুনদা, ওনার প্রসাধনীর কারবার জানেন না বুঝি? আমরা তো আদার ব্যাপারী (এইখানে আদার ইংরিজিতে হবে, other)।

মামুন হক এর ছবি

মূলোদা আইডিয়াটা কিন্তু খারাপ না। ঐ তেল বানানো সম্ভব কিন্তু উৎসাহী ভগিনিদের গল্পের নায়িকার মতো ঐ পরিমাণ কেশ কর্তন আমাগো ল্যাবে পাঠাতে হবে। এই ধরো আগামী দুই চার দশকের মধ্যেই গবেষণা করে ন হন্যতে তৈল উৎপাদন করার প্রত্যাশা আকাশ কুসুম স্বপ্ন হবেনা। তবে ছোট্ট একটা গিট্টু আছে, গবেষণার পুরো সময়টাতেই আগ্রহী ভোক্তাদের প্রডাক্ট ডেভেলপমেন্ট থ্রু স্যাম্পলিং অ্যান্ড টেস্টিং এর সার্থে চান্দিতে ২ সেমির বেশি দীর্ঘ কেশ রাখিবার অনুমতি মিলিবেনা।
আছেন কেউ এর পরেও টেল কিনিটে চান?

মূলত পাঠক এর ছবি

হা হা, সূর্যচন্দ্র নিয়ে টানাটানি লিটেরালি, অমানবিক তো বটেই! চোখ টিপি

সিরাত এর ছবি

কস্কি মমিন!

গুরু! গুরু গুরু

শ্রদ্ধা না জানায় পারতাছি না! শ্রদ্ধা

উত্তম জাঝা! যদিও এক্ষেত্রে কম হইয়া যায়, তাও, অতি উত্তম জাঝা!, তাই দুইবার দিলাম!

হিংসায় মারা যাচ্ছি (পোস্ট নিয়া তো বটেই, আপনার সময় নিয়াও!)। দূর করার জন্য আসেন কোলাকুলি করি। কোলাকুলি

ফাঁকতালে সচলের রেয়ার স্মাইলিগুলিও ব্যবহার কইরা ফালাইলাম! দেঁতো হাসি

মূলত পাঠক এর ছবি

তাই তো দেখতাছি, নেট প্রাকটিস হইলো স্মাইলির।

থাংকু হাসি

ভূঁতের বাচ্চা এর ছবি

কমার্শিয়াল ব্রেক অলা কমিক্স ইতোপূর্বে দেখিনাই !!! আজকাল সূর্যিমামাকে আবারো অনুরোধ জানানো লাগে, বারো ঘন্টার বেশি দরকার সূর্যের আলো এ জমানায়। বরাবরের মতই ভাল হয়েছে।
---------------------------------------

--------------------------------------------------------

মূলত পাঠক এর ছবি

এই ভরা গরমে আরো সানলাইট চান আপনে? বেগুনভাজা হইয়া প্রাণ ভরে না, বেগুনপোড়া হইতে চান?

থাংকু হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এমন দৌড়ের উপর আছি, কোনো পোস্টই পড়া হচ্ছে না। উকিঁ দিতে এসে আপনার এই পোস্ট দেখে না লগায়ে পারলাম না।

আপনেরে উচ্চতর হিংসা বর্ষাইলাম। কেম্নে পারেন এতকিছু? উফ্...

সচলের গোয়েন্দা ঝাকানাকা নিয়া একটা কমিক্স নামান। দূর্দান্ত একটা কাম হইবো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মূলত পাঠক এর ছবি

আরে মিয়া আপনে এমন কথা কন? আহ্হারে কপাল! আপনে এইবেলা বই বাইর করেন, ঐবেলা টিভিনাটক, তাইতেও মন ভরে না? আপনের মতো আমিও যদি একখান টিভির নাটক কি সিনিমা লিখতে পারতাম, তাইলে না হয় কথা আছিলো। যাউগ্গা।

ঝাকানাকার লিঙ্ক কেউ দ্যান না, কমিক্স পরে ভাবুম নে আগে তো পড়ি।

... এর ছবি

জটিল আইডিয়া।
গোয়েন্দা ঝাকানাকা কমিক্স হইলে একটা কামই হইবো...

মূলত পাঠক এর ছবি

থ্যাংক য়ু, শ্রী যাচাই করা হয়নি। হাসি

কমিক্স হোক না হোক, আমার এই ফাঁকে পড়াটা হবে। হাসি

বিপ্লব রহমান এর ছবি

গুল্লি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মূলত পাঠক এর ছবি

থাংকু হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।