হার্ট-থ্রব...

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ১৪/০২/২০০৯ - ১:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছেষট্টি বা ষোলই বলো-
শিকার কে-না হয়!
ষোড়শিনীর বাঁকা হাসি-?
পেলেই ‘খবর’ হয়!

বয়সটা হয় ছেলের যদি
ষোলো কি আঠারো-
শর্ট সার্কিটে হাসির ওয়েভ-!
বাজলো ছেলের বারো!
আর যদি হয় এলোমেলো
বয়সটা চব্বিশ,
খুইয়ে যাবে দিশ-
হাসির ভেতর পাবেই খুঁজে
পুটলি ভরা বিষ!

কিন্তু যদি কানে কানে
বয়সটা হয় ত্রিশ-
বুক করে নিশপিশ
কড়কড়ে নোট থাকলে জেবে
হাসি তো কিসমিস!

ছত্তিরিশ আর বেয়াল্লিশে
কোনই ফারাক নাই
হাসির খোঁচায় চমকে পিলে
বুকে মারে ঘাঁই!
আটচল্লিশের চালশে চোখে
খাইলে হাসির হুল
হঠাৎ-ই হন ফিলোসফার-
‘জীবন মানেই ভুল’!

চুয়ান্নতে ভাবনা জুড়ে-
দেখেন টানা ভুরু-
‘আহা!
যায় না করা জীবনটারে
নতুন করেই শুরু?’
ষাটে নাকি ঘাটের মরা,
তবু গণ্ডগোল-
শেষ বয়সের জোয়ানকিতে
‘চান্দে’ বাজায় ঢোল!

ষোড়শিনীর কেচকি হাসি
মানে কি আর ট্র্যাক
ক’জন পারে সামাল দিতে
হার্ট-টা হ’লে ব্রেক!
দোহাই লাগে ষোড়শিনী
থামাও হাসির ‘স্ট্রোক’
এই বয়সে(!) জীবনটারে
কোরো না আর ‘ক্রোক’! #


মন্তব্য

মৃদুল আহমেদ এর ছবি

বুঝছি! আপনেরে ভীম-রতি না, অর্জুন-রতি ধরছে!
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

ধুসর গোধূলি এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

রণ'দা ভ্যালেন্টাইন ভাইরাসে আক্রান্ত দেঁতো হাসি

অভ্রনীল এর ছবি

ছড়া জোস হইসে... আপ্নে কি "ক্রোকের" কাছাকাছি আছেন নাকি?? দেঁতো হাসি
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

পরিবর্তনশীল এর ছবি

আপ্নের আবার কীইলো?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দৃশা এর ছবি

চিন্তিত
--------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

হুঁশিয়ার দাদা, এই প্যাঁচে কোন ইয়োগা কাজে লাগবে না।

কবিতা অসাধারণ! এত কম কবিতা লেখেন কেন?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নুরুজ্জামান মানিক এর ছবি

উত্তম জাঝা!

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

তানবীরা এর ছবি

চলুক চলুক

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফুল আকবর খান এর ছবি

ছড়া একদম সিরামই ছড়্ড়া হৈছে। তয়, আপ্নে কোন্ কোটায় পড়ছেন অফিশিয়ালি, সেটা একটু কবেন দাদা?
আচ্ছা, মেয়েদের বয়স না কি জিগান যায় না, আমিও জিগাই না, কিন্তুক কবির বয়স কি জিগান যায়? নিয়ম আছে? চোখ টিপি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

রণদীপম বসু এর ছবি

কবি-সত্তা চিরযৌবনের অধিকারী। চিরকাল রোমাণ্টিক ! বয়স নিয়ে কবিকে প্রশ্ন করে নাবালেক ছেলেপেলেরা ! প্রেমিকেরা কখনো এ প্রশ্ন করে না !
অতএব, আসুন আমরা সবাই প্রেমিক হয়ে যাই...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সামাল দেয়া কঠিন। চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।