…
(২১১)
মানুষ খোঁজে উল্লাস, পছন্দ করে বিষাদগ্রস্ততা।
(২১২)
নারী যাকে অপছন্দ করে, তাকে ভুলে না কখনো।
পুরুষ যাকে পছন্দ করে, তাকে ভুলতে চায় না।
(২১৩)
নারী পছন্দ করে সৃজনশীল ব্যক্তিকে,
কিন্তু জীবনসঙ্গী হিসেবে চায় গৃহী পুরুষ।
সৃজনশীল পুরুষ ভালো গৃহস্থ হয় না।
(২১৪)
প্রার্থনালয়ে পড়ে থাকা নয়,
জগতের শ্রেষ্ঠতম পূণ্যের কাজ হচ্ছে
নিজেকে দেহমনে আপাদমস্তক সুস্থ রাখা।
(২১৫)
মানুষ কথা বলে চোখে, মুখ তার অনুবাদ করে।
(২১৬)
আনন্দ কখনো নিরপেক্ষ হয় না, তাই নির্মলও নয়।
আনন্দ পেতে না জানলে আনন্দ দেয়া যায় না।
(২১৭)
পুরস্কারের নিজের কোন মূল্য বা যোগ্যতা নেই;
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির যোগ্যতা দিয়েই পুরস্কারের মূল্যমান নির্ধারিত হয়।
(২১৮)
না-জানার প্রশ্নে যিনি সর্বদাই উন্মুখ, তিনি দার্শনিক;
আর জানার বিজ্ঞতায় যিনি নতজানু, তিনি পণ্ডিত।
(২১৯)
বিশ্বস্ততায় থাকে নির্ভরতার শক্তি ও দায়বদ্ধতা;
আনুগত্যে থাকে ক্ষমতার কাছে নতজানুতা।
অনুগতের কোন দায়বদ্ধতা নেই, তাই নির্ভরযোগ্যতাও নেই।
(২২০)
হৃদয়বান হওয়ার প্রথম শর্তই হলো নিজেকে শোধরানো।
যে ভুল স্বীকার করতে জানে না, সে কখনোই হৃদয়বান হয় না।
…
[২০১-২১০][*][২২১-২৩০]
…
মন্তব্য
২১৮ নম্বরটা আমার খুব ভালো লেগেছে।
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
বুড়ো আঙুল দেখানোর জন্য ধন্যবাদ !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
এইবার ভেঙচি কাটছেন মনে হচ্ছে !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অনেক কিছুই মাথার উপর দিয়ে চলে যায়, আবার অনেক কিছুই গাঁথা হয়ে যায়। উৎবচন এর কিছু কিছু পঙতিও তেমনি.........
ডাকঘর | ছবিঘর
উৎবচনের লক্ষ্য তো মাথায় একটা ঝাঁকি দেয়া ! পাঠককে জাস্ট একটু ভাবনার জোগান দেয়া, এতটুকুই। এর বেশি নয়। বাকিটা পাঠক তাঁর যুক্তি, মেধা, উপলব্ধির মিথষ্ক্রিয়া দিয়ে নিজস্ব ভাবনা কাঠামো তৈরি করে নেবেন। আমার সাথে ঐকমত্যে আসতে হবে এমন কথা নেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আপনার উদবচন গুলো খুব ভাল লেগেছে। কোন কোনটা সময়ের সাথে সাথে প্রবাদ হবার উপযুক্ত। লেখা চলুক।
আপনার রসবোধে মজা পেলাম। ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এই কিস্তির সেরা তিন: ২১৩, ২১৫ আর ২২০।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
পনের আর বিশ নাহয় মানা গেলো, কিন্তু তের নম্বরটা আপনার এতো ভালো লাগার মাহাত্ম্যটা আমাকে ধাঁ ধাঁ-য় ফেলে দিলো দেখছি ! হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
(২১৩)- খাঁটি কথা। ট্রেড-অফ।
(২২০)- একদম।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
তের নম্বর নিয়ে মন খারাপের যথার্থ কারণ রয়েছে বৈকি ! কী আর করবেন বলেন, সব কি আর একসাথে পাওয়া যায় !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এই জন্য পরকীয়ার লাইসেন্স দেওয়া উচিত।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
আহা ! মনের কথাটা বললেন ! হা হা হা !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
পুরা পাঙ্খা।
----------------
স্বপ্ন হোক শক্তি
তাই নাকি ! যাক্ ঠাণ্ডা পাইলাম ! হা হা হা ! ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
২১৩ আর ২২০ - কঠিন সত্যি কথা দাদা - - -
তের নম্বর নিয়া বড়ই আশাহত হইলাম ! একজনও দ্বিমত করলো না !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দাদা , ১৩ নং নিয়ে দ্বিমত করছি না ঠিকই তবে ১২ নং নিয়ে কিছুটা করছি। ১ম লাইনটাই মনে হয় উল্টো । নারী যাকে পছন্দ করে তাকেই কখনো ভুলতে পারে না
দ্বিমত করার মৌলিক অধিকার অবশ্যই আপনি ধারণ করেন। একমত হতেই হবে এমন কথা নেই, তবে আমার উপলব্ধিটা ওইরকম বলেই নির্দ্বিধায় প্রকাশ করেছি।
নিঃসঙ্কোচে মতামত প্রকাশকে অভিনন্দিত করছি । অনেক ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সৃজনশীলতা নাই কেনু কেনু কেনু
সৃজনশীলতা থাকলে তো !!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমি তাহলে কোনও কোনও নারীর অপছন্দের তালিকাতেই থাকতে পছন্দ করব।
নিশ্চয়ই নিশ্চয়ই ! সাথে কিছু তুলো আর গোটা কয়েক কুলো রাখলেই চলবে ! হা হা হা !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হাহা, ২১৩নম্বর টা বোধহয় আমাদের ই গল্প।
cresida
এটা আসলে সবারই গল্প। হাঁ এবং না-এর মধ্যে দিয়ে কোন-না-কোনভাবে সবাই-ই সংশ্লিষ্ট এতে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দারুণ লাগল।
_________________
[খোমাখাতা]
ধন্যবাদ নিটোল।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন