| ঘড়ায়-ভরা উৎবচন…|২২১-২৩০|

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ২৮/০৫/২০১২ - ১২:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(২২১)
বাণী কালনিরপেক্ষ হয় না, তাই তা চিরন্তন নয়।
বাণীর স্থায়ীত্ব তার শব্দে নয়, অনুরণনে।

(২২২)
শরীরের ফটক দিয়েই মনের অন্দরে যেতে হয়;
শরীরকে যে উপেক্ষা করে, মনের নাগাল সে পায় না।

(২২৩)
‘ভালোবাসি’ শব্দটি উচ্চারিত হয় বেওকুফের জিহ্বায়।
বেওকুফেরা ভালোবাসতে জানে না।

(২২৪)
চিৎকার আর শীৎকারে তফাৎ হলো
একটি দূরে ঠেলে, অন্যটি কাছে টানে।

(২২৫)
লেখকের ক্ষমতা গ্রহণে, সম্পাদকের ক্ষমতা বর্জনে।

(২২৬)
মানুষের জীবনধারাই তার ভাবনার শৃঙ্খলা প্রকাশ করে;
যার চালচলন এলোমেলো, তার চিন্তাধারাও বিশৃঙ্খল।

(২২৭)
অকারণ সৌন্দর্যসচেতনতা কর্মদক্ষতা কমিয়ে দেয়।
মানুষের সৌন্দর্য তার কর্মকুশলতায়; অথচ
কর্মনিষ্ঠ ব্যক্তি সৌন্দর্যসচেতন থাকে না।

(২২৮)
ভালো হওয়ার প্রথম শর্তই হলো খারাপ হওয়া।
যে খারাপ হতে জানে না, সে ভালোও হতে পারে না।

(২২৯)
সঙ্গম-সূত্র শিখে গেলে সে সঙ্গমে আর প্রাণ থাকে না;
তা হয় শুধুই যান্ত্রিক দীর্ঘায়ন।

(২৩০)
ধর্ম যতক্ষণ দর্শন হিসেবে চর্চিত হয়, ততক্ষণই তা নিরপেক্ষ ও আকর্ষণীয়;
যখনই তা গোষ্ঠীবদ্ধ হয়, তখনই আপত্তিকর হয়ে ওঠে।

[২১১-২২০][*][২৩১-২৪০]


মন্তব্য

ক্রেসিডা এর ছবি

সবগুলোই আমার ভালো লেগেছে।

অনেকদিন পর দেখলাম আপনাকে। সুস্থ আছেন আশা করি।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ আপনাকে।
সুস্থ তো থাকতে হবেই ! সুস্থ থাকার কোন বিকল্প নেই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অমি_বন্যা এর ছবি

ভালো লাগলো চলুক

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল ।

একটা প্রশ্ন- ভাবনায় শৃঙ্খলা দেওয়াটা কি ঠিক (আপনার মতে)- কেবল কৌতুহল ।

কড়িকাঠুরে

রণদীপম বসু এর ছবি

এমনিতে ভাবনার কোন আগা-মাথা থাকে না আমরা সবাই জানি। কিন্তু কোন নির্দিষ্ট ভাবনার মধ্যেও একটা শৃঙ্খলা থাকে, যা না-থাকলে ভাবনাকে সঠিকভাবে এগিয়ে যায় না বলেই মনে হয়। তবে এটা আমার ধারণা, স্বতসিদ্ধ কোন সিদ্ধান্ত কি দেয়া যায় !!
।অনেক ধন্যবাদ আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল আপনার কথা ।
শৃঙ্খলা না থাকলে হয়তো ভাবনাগুলো এলোমেলো ছড়িয়ে পরে যেখানে এগিয়ে যাবার পথ খুঁজে পাওয়া দুষ্কর বা অনেক ক্ষেত্রে অসম্ভব ।

কড়িকাঠুরে

তারেক অণু এর ছবি

চলুক

দর্শনের সাথে বেশ একটা দুষ্টুমি আছে মনে হল।

রণদীপম বসু এর ছবি

দর্শনের সাথে কেবল দুষ্টুমিই নয়, ঠোকাঠুকিও ! হা হা হা !

ধন্যবাদ অণু।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তাপস শর্মা এর ছবি

বরাবরের মতোই সাথে আছি উৎবচনের।

ভালো লাগল সবগুলিই। চলুক

রণদীপম বসু এর ছবি

সব ভালো লেগে গেলে কী আর করা !! হা হা হা !!
অনেক ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানিম এহসান এর ছবি

সবগুলোই উপলব্ধিজাত এবং আপনার মতই সহজ, ভাল লাগে। কয়েকটা বুঝতে সময় লাগবে চোখ টিপি

২২৩: মানুষ উল্টো বলে আর এইভাবে ভেবে এসেছি বলেই নাকি আমাকে দিয়ে কিছুই হবেনা কোনদিন। দুনিয়াতে ইনসাফ নাই মন খারাপ

২২৮: সম্মত। তবে, ভাল খারাপ এর অর্থ কি খুব আপেক্ষিক নয়? আমি দেখেছি, সমাজের চোখে ভাল প্রচুর মানুষ আড়ালে খারাপ কাজ করে আর অনেকেই প্রকাশ্য বলে খারাপ। ভণ্ডরা সব একসাথে হয়ে যায় বলে ভণ্ডামি’র ষোল-আনা পয়সা উসুল এর ব্যবস্থা তারা নিজেরাই করে নেয়। নীড় সন্ধানী ভাইয়ের কথা মত ‘পাপ হচ্ছে পাসওয়ার্ড!’

চলুক।

রণদীপম বসু এর ছবি

হুমম্ !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

বন্দনা এর ছবি

‘ভালোবাসি’ শব্দটি উচ্চারিত হয় বেওকুফের জিহ্বায়।
বেওকুফেরা ভালোবাসতে জানে না

রন্দা এইটা ঠিক বুঝলাম্না, আমি কি বেওকুফ না বেওকুফ না ঠিক বুঝতে পারতেছিনা। মন খারাপ

রণদীপম বসু এর ছবি

তাহলে আপনি উচ্চারণ করেছেন শব্দটা !! যাকে এ শব্দ উৎসর্গ করলেন, কেবল সেই হয়তো এ জবাবটা দিতে পারবে !! হা হা হা !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কীর্তিনাশা এর ছবি

বাবা, কঠিন কঠিন সব কথা !! হাসি

তবে চলতে থাকুক চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রণদীপম বসু এর ছবি

আপনি তো কঠিন মানুষ দেখি ! সহজ সরল কথাগুলিরে এমন কীর্তিনাশ করে দিচ্ছেন !! হা হা হা !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক
চার্বাক কই ?

রণদীপম বসু এর ছবি

এখানে চাণক্য সিরিজটা চালাবো ভেবে চার্বাককে মুক্তমনায় চালান করেছি। ওখানে চলছে

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রোমেল চৌধুরী এর ছবি

রণদা,
এই ভরা ঘড়া যেন কখনো না ফুরোয়। এর যতই গভীরে যাই-----------মধু !

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রণদীপম বসু এর ছবি

ঘড়াটা খুব একটা খালি নয় ! তাই রয়ে সয়ে ঢাললে অবশ্য এতো তাড়াতাড়ি শেষ হবার কথা নয় !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

প্রদীপ্তময় সাহা এর ছবি

বরাবরের মতই অসাধারন। গুরু গুরু

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।