বৃটেনে যুদ্ধাপরাধীদের দৌরাত্ম্য

রেজওয়ান এর ছবি
লিখেছেন রেজওয়ান (তারিখ: বিষ্যুদ, ১৫/১০/২০০৯ - ১১:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র দেলোয়ার হোসেইন সম্প্রতি গার্জিয়ান পত্রিকার কমেন্ট ইজ ফ্রি সেকশনে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার এবং ব্রিটেন যে কিছু যুদ্ধাপরাধী আছে তা নিয়ে একটি তথ্য বহুল লেখা লেখেন গত ৭ই মার্চ। তার রিপোর্টটির মধ্যে ছিল যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনকে নিয়ে কয়েকটি প্যারা যা সেন্সর করার পর বর্তমানে এখানে দেখা যাবে

প্রতিবেদনটি প্রকাশের সপ্তাহখানেক পরে মঈনুদ্দিনের আইনজীবিদের কাছ থেকে উকিল নোটিশ পাবার পর গার্ডিয়ান পত্রিকা উক্ত প্যারাগুলো মুছে ফেলে একটি ডিসক্লেইমার ঝুলিয়ে দেয়:

• On 13 October this article was changed following a legal complaint.

এ প্রসঙ্গে হ্যারি'স প্লেস ব্লগ জানাচ্ছে যে জামাতে ইসলামী এখন বিলেতে ঘাঁটি গেড়ে বসেছে। তারা মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন আর লন্ডন মুসলিম সেন্টার (ইস্ট লন্ডন মসজিদ) পুরো নিয়ন্ত্রণ করে। যখনই কোন ব্লগ আর পত্রিকা তাদের উপর রিপোর্ট করে তখনই জামাতে ইসলামী আর মুসলিম ব্রাদারহুডের আইনজীবিরা আইনি হুমকি পাঠায়। ফলে অনেকেই তাদের ঘাঁটাতে সাহস করে না।

এই ব্লগ মন্তব্য করেছে:

আইনের হুমকিতে গার্ডিয়ান পত্রিকা সত্যি প্রকাশে পিছু হটেছে যা বাক স্বাধীনতার উপর বড় আঘাত। এটি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এবং বাংলাদেশের জনগণের ন্যায় বিচার লাভের প্রচেষ্টার বিরুদ্ধে আরও বড় হুমকি।

মুক্তাঙ্গণ ব্লগে অবিশ্রুত লিখেছিলেন:

ব্রিটেন যে যুদ্ধাপরাধীদের ভূস্বর্গে পরিণত হয়েছে, এই ক্ষোভ এর আগেও প্রকাশ পেয়েছে অন্যান্য দেশের বিভিন্ন নাগরিকদের মন্তব্য থেকে। বাংলাদেশের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধাপরাধ করেছে, তাদের কারও কারও নিরাপদ বাসস্থান এখন এই ব্রিটেন। এই ব্রিটেনে বসেই গোলাম আযম পরিচালনা করেছিলেন পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার আন্দোলন।

গার্ডিয়ানের সেন্সরশীপ নিয়ে সেই ব্লগের মন্তব্য:

বাংলাদেশ যখন প্রত্যাশা করছে, ২০০৮-এর জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার করবে, বিদেশে আশ্রয়গ্রহণকারী যুদ্ধাপরাধীদেরও দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে, ঠিক তখনই একটি ঘটনার মধ্যে দিয়ে যুদ্ধাপরাধী চক্র আমাদের বুঝিয়ে দিয়েছে, এ-ধরণের বিচার প্রক্রিয়াকে ঠেকানোর জন্যে এবং বাংলাদেশের যুদ্ধাপরাধ সংক্রান্ত তথ্যায়ন প্রচেষ্টাকে ব্যাহত করার জন্যে তারা যথেষ্ট সংঘবদ্ধ।

গার্ডিয়ানের এই কাপুরুষোচিত কার্যের তীব্র প্রতিবাদ জানাই। বাক স্বাধীনতা ও ন্যায় বিচারে বিশ্বাসী সবাইকে এই সকল যুদ্ধাপরাধী চক্রের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানাচ্ছি।

× বাংলাদেশ গণহত্যা আর্কাইভে চৌধুরী মঈনুদ্দিনের ফ্যাক্টশীট


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শেয়ার করার জন্য ধন্যবাদ রেজোয়ান ভাই। লিংকটা খুলতে সময় নিল, কিন্তু পড়লাম। মুঈনের আইনজীবির বিরুদ্ধে দাঁড়ানোর কেউ নেই সেখানে?

yadittya এর ছবি

মানুদ্দীন এখানে মুসলিম চ্যারিটিগুলো তথা অর্থ নামক ব্লাডব্যাংকের মালিক! তার মাথা এতো উচুঁতে যে নাগাল পেতে হলে আরো অনেক কুকুরের মাথা মাড়াতে হবে! কারা সে সাহসী সংবদ্ধ যোদ্ধা? এখানে ঐ ব্যাটা সম্পর্কে আরো তথ্য জানতে পারেন

রাগিব এর ছবি

পোস্টের জন্য ধন্যবাদ, রেজওয়ান ভাই।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

ধুসর গোধূলি এর ছবি

- মুঈনের ফ্যাক্টশীটে তো দেখলাম নিজামির ব্যাপারেও প্রমাণ আছে। ইংরেজি বা বাংলা উইকিতে কি এটা সংযুক্ত আছে রাগিব ভাই?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রাগিব এর ছবি

জানি না। আসলে গো-আ-র ভুক্তিটা শিক্ষানবিশ কিছুটা সাইজ করেছে, কিন্তু নিজামীর ভুক্তির অবস্থা এখনো ভালো না। আজকে এক দেশী ছাগু বাংলা উইকির নিজামীর জীবনীতে মুখ দিয়েছিলো, লাঠি দিয়ে খেদানো হয়েছে হাসি । কিন্তু আসলে আপনারা আমরা যতদিন এদের তথ্য সূত্র সমেত ইংরেজি উইকিতে না দিবো, ততোদিন এরা আরামেই থাকবে। উকিল দিয়ে গার্ডিয়ান থেকে শুরু করে অনেক জায়গাতেই সত্যের প্রকা বন্ধ করবে।

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

অনিকেত এর ছবি

একটা জরুরী খবর দেবার জন্যে রেজওয়ান ভাইকে অনেক ধন্যবাদ।
রাগিব ভাইয়ের সাথে একমত যে আমাদের আসলে আরো বিশাল ব্যপ্তিতে কাজ শুরু করা দরকার। ইতমধ্যেই আমরা অনেক পিছিয়ে পড়েছি ঐ দুর্বৃত্তদের কাছে।

জেগে ওঠার এখনই সময়---!!

হিমু এর ছবি

চ্যানেল ফোর বেশ অনেক বছর আগে একটি ডকুমেন্টারি করেছিলো বৃটেনে বসবাসরত তিন যুদ্ধাপরাধীকে (চৌধুরী মাইনুদ্দিন, লুৎফর রহমান আর তৃতীয়টার নাম স্মরণে আসছে না) নিয়ে। ডকুমেন্টারিটি ইউটিউবে খুঁজে পাইনি। কারো কাছে সন্ধান থাকলে লিঙ্ক দিতে পারেন। এদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের সম্মুখীন করার কথা উঠেছিলো তখন (আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ স্টিন্টে)। কাজের কাজ কিছুই হয়নি।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধ্রুব হাসান এর ছবি

সচল রনি মির্জার কাছে একটা কপি থাকতে পারে। রনি ভাই থাকলে আওয়াজ দিতে পারেন।

হিমু এর ছবি

যার কাছেই থাকুক, megavideo বা movshare বা এমনি কোনো মুভি শেয়ারিং সাইটে আপলোড করে দিয়েন। সবারই দেখা দরকার। খুব ডিটেইল্ড কাজ।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

নুরুজ্জামান মানিক এর ছবি

হিমু ভাইয়ের সাথে একমত ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

রেজওয়ান এর ছবি

এইখানে ডকুমেন্টারীটি সম্পর্কে তথ্য আছে http://www.newagebd.com/2007/dec/16/victoryday07/v08.html

ভিডিওটি কোথাও থাকলেও হয়ত জামাতী কর্মীদের দৌরাত্ম্যে তা ইতিমধ্যে তুলে নেয়া হয়েছে। তবে সেটা যোগার করা দরকার।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

হাসান মোরশেদ এর ছবি

ময়লানা আবু সাঈদ
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সাইফ তাহসিন এর ছবি

অসংখ্য ধন্যবাদ এমন একটা জিনিষ শেয়ার করার জন্যে। জামাতের আস্ফালন দেখলে মুখ ভরে যায় থুতুতে, তারপর কোত করে গিলে ফেলি, আমার থুতুর ও একটা মান আছে, জামাতের গায়ে ফেলে তার অবমাননা করতে ইচ্ছা করে না।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রিপন এর ছবি

পোস্টের জন্য ধন্যবাদ,

জ্বিনের বাদশা এর ছবি

আহারে গার্ডিয়ান ... সামান্য আইনী ঝামেলা এড়ানোর জন্য একটা ওয়ার ক্রিমিনালকে আপন করে নিলি!

রেজওয়ান ভাই, ধন্যবাদ।
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অবাঞ্ছিত এর ছবি

যুদ্ধাপরাধীদের ফাঁসি হওয়া উচিত।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

বর্ষা এর ছবি

পোষ্টের জন্য ধন্যবাদ রেজোয়ান ভাই।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

রণদীপম বসু এর ছবি

তাহলে ব্রিটেনের মৌলিক অধিকার বা মানবাধিকার হলো এই !

ধন্যবাদ রেজওয়ান ভাই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

মানবাধিকার বলে কিছু নেই সেখানে, পুঁজিবাদী সমাজে ও জিনিস থাকতে নেই! সবাই গা বাচিঁয়ে চলে! গার্ডিয়ান ও তাই।

গরীব
সাউথ কোরিয়া

মাসকাওয়াথ আহসান এর ছবি

এরা বৃটিশ রাজেরও তোষক ছিলো। সুতরাং এ যোগাযোগ পুরোনো এবং গভীর।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

রাগান্বিত এর ছবি

চলেন google bombing করি মইনুদ্দিনের নামে, বাংলা ব্লগার তো কম না

সাফি এর ছবি

যতদূর জানি, ব্রাইটনে যেকোন দেশে সংঘটিত যুদ্ধপরাধ বিষয়ে কেস করার একটা আইন আছে, সম্প্রতি এহুদ বারাক এর কারণে ব্রিটেনে এই নিয়ে বেশ হইচই হলো তবে সরকারি ভাবেই আইনকে পাশ কাটালো তারা। এই আইনে মইনুদ্দীনের ব্যপারে কিছু করা যায়না?

অতিথি লেখক এর ছবি

খুব ভাল লাগল রেজোয়ান ভাই

গার্ডিয়ানের এই কাপুরুষোচিত কার্যের তীব্র প্রতিবাদ জানাই। বাক স্বাধীনতা ও ন্যায় বিচারে বিশ্বাসী সবাইকে এই সকল যুদ্ধাপরাধী চক্রের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানাচ্ছি।

এক মত

রাগিব নাই ভাল বলছেন

অনিকেত দা

জেগে ওঠার এখনই সময়---!!

সত্যি তাই

কানের মাঝে অজ বেজে ওঠে
এক মুক্তিযোদ্ধা র দীর্ঘশ্বাস

জলপুত্র তথাস্থু

নুরুজ্জামান মানিক এর ছবি

পোস্টের জন্য ধন্যবাদ, রেজওয়ান ভাই।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।